<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">গাজীপুর মহানগরীর কাশিমপুরে বেক্সিমকো ও ডরিন ফ্যাশনের শ্রমিকদের অবরোধ গতকাল মঙ্গলবারও অব্যাহত ছিল। অবরোধের কারণে গত শনিবার থেকে টানা চার দিন যান চলাচল বন্ধ রয়েছে চন্দ্রা-নবীনগর সড়কে। এতে ওই পথে চলাচলকারী যাত্রী ও আশপাশের কারখানার পণ্যবাহী শত শত যানবাহন আটকা পড়ে সৃষ্টি হয় অবর্ণনীয় দুর্ভোগ।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">এদিকে শিল্প এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে যৌথ বাহিনী বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কসহ বিভিন্ন কারখানার ২৩ জন শ্রমিককে আটক করেছে। গাজীপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করার পর গতকাল পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন কাশিমপুর থানার ওসি রফিকুল ইসলাম। </span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">আজ বুধবার বেক্সিমকোর শ্রমিকদের বেতন পরিশোধের কথা রয়েছে। শ্রমিদের একটাই কথা</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">—</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">বেতন হাতে না পেয়ে তারা সড়ক থেকে নড়বেন না। বেক্সিমকোর শ্রমিকদের আন্দোলনের কারণে গতকালও কাশিমপুর, সারাব, জিরানিসহ আশপাশের বেশ কয়েকটি কারখানা বন্ধ রাখে কর্তৃপক্ষ।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অক্টোবর মাসের বেতনের দাবিতে আন্দোলনরত বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা সোমবার রাত ১১টার দিকে সড়ক ছেড়ে ঘরে ফিরে যান। গতকাল সকাল সাড়ে ৯টার দিকে তারা চতুর্থ দিনের মতো একই স্থান চন্দ্রা-নবীনগর সড়কের চক্রবর্তী এলাকায় অবস্থান নিয়ে অবরোধ ও বিক্ষোভ শুরু করেন। এতে সড়কের উভয় দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। রাত ৭টা পর্যন্ত শ্রমিকদের সড়কেই অবস্থান করতে দেখা গেছে। </span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">বেক্সিমকোর একাধিক শ্রমিক জানান, গত ৫ আগস্টের পর থেকে তারা সময়মতো বেতন পাচ্ছেন না। নভেম্বর মাস প্রায় শেষ হতে চললেও এখনো অক্টোবর মাসের বেতন পাননি। টাকার অভাবে সংসার চালাতে পারছেন না। সামনে সন্তানদের স্কুলের ফাইনাল পরীক্ষা। স্কুল থেকে টাকার জন্য চাপ দিচ্ছে। উপায়ান্তর না দেখে সড়কে নেমেছেন তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ আন্দোলন চলবে। </span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">অন্যদিকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা ডরিন ফ্যাশন চালুর দাবিতে গতকাল দ্বিতীয় দিনের মতো জিরানীতে একই সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকরা। ডরিন ফ্যাশনের অপারেটর কামাল হোসেন বলেন, ১ নভেম্বর কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করে। গত রবিবার খুললেও দুপুরের পর ফের ছুটি দেওয়া হয়। সোমবার সকালে তারা কাজে যোগ দিতে গিয়ে দেখেন কারখানা আবার অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। কোনো আন্দোলন বা বিক্ষোভ না হলেও কেন কারখানা বন্ধ করা হয়েছে তা বলা হয়নি। বহু শ্রমিক বেকার হয়ে পড়েছেন। তাই কারখানা খুলে দেওয়ার দাবিতে তারা আন্দোলন করছেন।   </span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">কাশিমপুর থানার ওসি সাইফুল ইসলাম বলেন, </span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">‘</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">শ্রমিকরা সকাল থেকে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন, তবে তারা কোনো ভাঙচুর করেননি। বুধবার (আজ) বেক্সিমকোর শ্রমিকদের বেতন পরিশোধের কথা রয়েছে। কারখানার আশপাশের এলাকায় থানা ও শিল্প পুলিশ মোতায়েন রয়েছে।</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">’</span></span></span> </span></span></p> <p> </p> <p> </p>