<p>চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত কোরিয়ান ইপিজেডে খাবারের টেন্ডার পেতে একটি প্রতিষ্ঠানে গিয়ে প্রাণনাশ ও ফ্যাক্টরি বন্ধের হুমকি দিয়েছেন স্থানীয় এক বিএনপি নেতা। এমন অভিযোগ তুলেছে কেইপিজেডের আমেরিকান এন্ড এফির্ড বাংলাদেশ লিমিটেড নামের এক প্রতিষ্ঠান।</p> <p>এ ঘটনায় সোমবার প্রতিষ্ঠানটির ডেপুটি জেনারেল ম্যানেজার (মানবসম্পদ বিভাগ) শেগুফতা গনি (৪৪) বাদী হয়ে দুইজনের নাম উল্লেখসহ আরো ৪/৫ জনকে অজ্ঞাত রেখে কর্ণফুলী থানায় একটি সাধারণ ডায়েরি করেন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="চট্টগ্রামে আন্দোলনে গুলিবর্ষণকারী যুবলীগকর্মী ফিরোজ গ্রেপ্তার" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/24/1729782835-0216714552b64dc7b9ae2f108380aced.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>চট্টগ্রামে আন্দোলনে গুলিবর্ষণকারী যুবলীগকর্মী ফিরোজ গ্রেপ্তার</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/10/24/1438765" target="_blank"> </a></div> </div> <p>অভিযুক্তরা হলেন- আনোয়ারা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইলিয়াস কাঞ্চন (৫০) ও কাইয়ুম খান (৪৫)।</p> <p>অভিযোগ সূত্রে জানা যায়, দুই মাস আগে খাবারের টেন্ডার দেওয়ার জন্য বাদীকে প্রস্তাব দেন অভিযুক্তরা। বাদী প্রতিষ্ঠানটির পলিসি অনুযায়ী টেন্ডারের বিষয়টি তাদের জানাবেন বলে জানান। এর মধ্যে প্রতি সপ্তাহে অভিযুক্তরা বাদীকে একাধিকবার ফোন করেন। এরই ধারাবাহিকতায় গত ২০ অক্টোবর বাদীকে ফোন করে নভেম্বরের মধ্যে টেন্ডার না দিলে তাদের ক্ষতি হবে বলে নানা ধরনের হুমকি দেন। সর্বশেষ ২১ অক্টোবর বিকেলে অভিযুক্তরা মাইক্রোবাস যোগে অবৈধভাবে ফ্যাক্টরির রিসিপশনে প্রবেশ করে অভিযোগকারী ও তার সহকর্মীদের অশ্লীল ভাষায় গালিগালাজ, প্রাণনাশ ও ফ্যাক্টরি বন্ধ করার হুমকি দিয়ে যান।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="চট্টগ্রামে গোলাগুলি, যুবক নিহত" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/21/1729514731-e06d061a77a7bde916b8a91163029d41.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>চট্টগ্রামে গোলাগুলি, যুবক নিহত</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/10/21/1437593" target="_blank"> </a></div> </div> <p>এ বিষয়ে প্রতিষ্ঠানটির ডেপুটি জেনারেল ম্যানেজার (মানবসম্পদ বিভাগ) শেগুফতা গনি বলেন, ‘ঘটনাটি আমার সিনিয়র কর্মকর্তাদের জানানোর পর প্রতিষ্ঠানের নির্দেশনা অনুযায়ী আমি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছি।’</p> <p>বিষয়টি জানতে বিএনপি নেতা ইলিয়াস কাঞ্চনের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলে তিনি কল রিসিভ করেননি। এ কারণে তার বক্তব্য পাওয়া যায়নি।</p> <p>অপর অভিযুক্ত কাইয়ুম খান বলেন, ‘এ বিষয়ে আমি কিছু বলতে পারব না। আপনি আমার লিডারের সঙ্গে কথা বলেন।’ লিডার কে, সেটি জানতে চাইলে ফোনে চার্জ নেই বলে তিনি কল কেটে দেন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="সাতক্ষীরায় বেড়িবাঁধ নিয়ে শঙ্কায় উপকূলবাসী" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/24/1729784699-9750178ca329e43aa6f047ea449c7e96.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>সাতক্ষীরায় বেড়িবাঁধ নিয়ে শঙ্কায় উপকূলবাসী</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/10/24/1438776" target="_blank"> </a></div> </div> <p>জিডির বিষয়টি নিশ্চিত করে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন জানান, ফ্যাক্টরি কর্তৃপক্ষের পক্ষে এক কর্মকর্তা বাদী হয়ে ২জনের নাম উল্লেখ করে একটি সাধারণ ডায়েরি করেছেন। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।</p>