<p>শেরপুরের নালিতাবাড়ীর পাহাড়ি এলাকা থেকে এক বন্য হাতির মরদেহ উদ্ধার করেছে বন বিভাগ। জেনারেটরের বৈদ্যুতিক তারে হাতিটির মৃত্যু হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে বন বিভাগ। এ ঘটনায় জেনারেটর উদ্ধারসহ এক ভ্যানচালককে আটক করা হয়েছে। </p> <p>বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাতে উপজেলার বাতকুচি পাহাড়ের ফসলের মাঠে এ ঘটনা ঘটে। গ্রেপ্তার ভ্যান চালকের নাম শহিদুল ইসলাম (৪৫)। </p> <p>বনবিভাগ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার রাতে একদল বন্য হাতি পাহাড় থেকে আমন ধানের ক্ষেতে নেমে আসে। এ সময় স্যালু মেশিন দিয়ে তৈরি জেনারেটরের বৈদ্যুতিক তারের শর্টে একটি হাতি মাটিতে পড়ে যায়। পরে ঘটনাস্থলেই হাতিটি মারা যায়। এ সময় গ্রামবাসী ফসলের মাঠ থেকে হাতির দলকে তাড়িয়ে দেয়। </p> <p>ঘটনার সত্যতা নিশ্চিত করে শেরপুরের সহকারী বন সংরক্ষক সাদেকুল ইসলাম খান বলেন, পাহাড়ের নিচে হাতিটির মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে বন বিভাগের দায়িত্বশীল কর্মকর্তা ও কর্মচারীরা ঘটনাস্থলে গিয়ে একটি জেনারেটর উদ্ধারসহ শহিদুল ইসলাম (৪৫) নামে এক ভ্যানচালককে আটক করে। </p> <p>তিনি আরো বলেন, মৃত মাদী হাতিটির বয়স ৪০-৫০ বছর হবে। আজ শুক্রবার সহকারী বন সংরক্ষক সাদেকুল ইসলাম খান মৃত হাতি ও ঘটনাস্থল পরিদর্শন করেন। শিগগির মৃত হাতিটির ময়না তদন্ত করা হবে। <br />  </p>