<p>ময়মনসিংহে আজহার ফিলিং স্টেশন ও ইন্ট্রাকো সিএনজি গ্যাস পাম্প নামের একটি ফিলিং স্টেশনে আগুন লেগে একজন মারা গেছেন। সোমবার (৪ নভেম্বর) দুপুরে নগরীর খাগডহর এলাকার রহমতপুরে এ ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত আটজন।</p> <p>ঘটনাস্থলেই দগ্ধ হয়ে মারা যান মো. হিমেল (২৫) নামের এক প্রাইভেটকার চালক। আহত আটজনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। </p> <p>সংশ্লিষ্ট সূত্র জানায়, হিমেল ওই এলাকার জামাল উদ্দিনের ছেলে। আহতদের মাঝে সাতজন পুরুষ ও একজন নারী। আহতদের তিনজনের নাম পরিচয় জানা গেছে। তারা হলেন রহমতপুরের আরিফ হোসেনের ছেলে আবুল হোসেন (৪৫), একই এলাকার মৃত ইসমাইলের ছেলে আব্দুল কদ্দুস (৮৫) ও জমির হোসেনের ছেলে আব্দুল মালেক (৫০)।</p> <p>ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম বলেন, ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডের পরপরই দগ্ধ হয়ে হিমেল নামের এক যুবক মারা গেছেন। এ সময় আহত আ আটজনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে স্থানীয়রা। </p> <p>ময়মনসিংহ ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার মো. দেলোয়ার হোসেন জানান, আগুন লাগার পর দ্রুত ঘটনাস্থলে যাই। আমাদের ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। পাম্পের গ্যাস লাইন ফেটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। </p> <p>ময়মনসিংহ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. মোফাজ্জল হোসেন বলেন, ময়মনসিংহ থেকে তিনটি, কৃষি বিশ্ববিদ্যালয় থেকে দুইটি, মুক্তাগাছা থেকে আরো দুটি গাড়ি দুর্ঘটনাস্থলে ছুটে আসে। তিনি বলেন, ঘটনাস্থলে গিয়ে সেখানে কাউকেই পাননি। পাম্পের লোকজন সম্ভবত ভয়ে আড়ালে চলে গেছে। </p> <p>তিনি আরো বলেন, এ বিষয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন হবে। এরপরই প্রকৃত কারণ জানা যাবে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও ফায়ার সার্ভিসকে সহায়তা করতে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরাও ঘটনাস্থলে ছুটে আসেন।</p>