<p style="text-align:justify">পটুয়াখালীর কুয়াকাটায় ১৪ কেজি ওজনের সামুদ্রিক লম্বু পোয়া মাছ ধরা পড়েছে মো. ইলিয়াস মাঝি নামের এক জেলের জালে। তিনি ওই মাছটি ১০ হাজার টাকায় বিক্রি করেছেন। মঙ্গলবার (৫ নভেম্বর) রাতে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে লাক্কা মাছের জালে আটকা পড়ে সামুদ্রিক লম্বু পোয়াটি।</p> <p style="text-align:justify">জানা যায়, জেলে ইলিয়াস মাঝি কলাপাড়া উপজেলার গঙ্গামতি এলাকার বাসিন্দা। তিনি মূলত ছোট্ট ট্রলার নিয়ে লাক্কা কোরাল মাছ শিকার করে থাকেন। তার কোরালের জালে ওই পোয়া মাছটি পাওয়ার পর তিনি কুয়াকাটা মেয়র বাজারে মেসার্স সাথী ফিশের আড়তে নিয়ে আসেন। পরে নিলানে মাছটির প্রতি কেজি ৭৫০ টাকা দরে মো. আলা-আমিন নামের এক মৎস্য ব্যবসায়ী ১০ হাজার ৫০০ টাকায় কিনে নেন।</p> <p style="text-align:justify">জেলে মো. ইলিয়াস মাঝি বলেন, ‘২২ দিনের অবরোধ কাটিয়ে আমরা সমুদ্রে মাছ ধরতে যাই। লাক্কা মাছের পাশাপাশি এই মাছটি আমি পাই। মাছটি পেয়ে আমি আনন্দে আত্মহারা হয়ে যাই, সকাল বেলা আমি ১০ হাজার ৫০০ টাকায় মাছটি বিক্রি করেছি। এটা আমার জন্য অনেক বড় পাওয়া। এই মাছগুলো সচরাচর পাওয়া যায় না।’</p> <p style="text-align:justify">মৎস্য ব্যবসায়ী মো. আল-আমিন বলেন, ‘এই পোয়াটি বঙ্গোপসাগরে লাক্কা ধরার জালে ধরা পড়েছে। জেলে ইলিয়াস অনেক ভাগ্যবান। আমি মাছটি বিক্রির জন্য ডাকের মাধ্যমে কিনেছি। স্থানীয় বাজারে ভালো দাম না পেলে মাছটি ঢাকায় পাঠিয়ে বিক্রি করব। ঢাকার বাজারে মাছটির ভালো দাম পাওয়া যাবে।’</p> <p style="text-align:justify">কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, ‘এই মাছটির নাম লম্বু পোয়া। তবে স্থানীয়রা বিভিন্ন নামে এই মাছটিকে চিনে থাকেন। গভীর সমুদ্রের এ মাছটি আমাদের কুয়াকাটা উপকূলে মাঝেমধ্যে ধরা পরে। কক্সবাজারে প্রায়ই এ মাছ শিকার হয়। এটি খুব মূল্যবান মাছ।’</p>