<p>চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ওপর হামলার অভিযোগে সাবেক এমপি মোতালেবসহ ২৪৮ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে লোহাগাড়া থানায়।</p> <p>গত মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাতে লোহাগাড়া উপজেলার আধুনগর ইউনিয়নের বাসিন্দা মো. ফারুকুল ইসলাম (৩৬) বাদী হয়ে এ মামলা দায়ের করেন। </p> <p>মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২০ জুলাই দুপুরে লোহাগাড়া উপজেলা পরিষদের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ওপর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অবস্থান কর্মসূচি পালনকালে কিছু সন্ত্রাসী আগ্নেয়াস্ত্র, ককটেল, পেট্রলবোমা নিয়ে হামলা চালায়। এতে বাদীসহ অনেকে গুরুতর আহত হয়। </p> <p>এ মামলায় আসামি হিসেবে আরো রয়েছেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান খোরশেদ আলম চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাউদ্দিন হিরু, সাবেক সাধারণ সম্পাদক জান মোহাম্মদ শিকদার, চুনতি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন জনু, চুনতি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহ আলম পল্টু। এ ছাড়া অজ্ঞাতপরিচয় আরো ১৫০ জনকে আসামি করা হয়েছে। </p> <p>লোহাগাড়া থানার ওসি আরিফুর রহমান খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘তদন্ত সাপেক্ষে আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’</p>