<p style="text-align:justify">ভারতের বিভিন্ন মিডিয়ায় বাংলাদেশ নিয়ে অপপ্রচার প্রসঙ্গে জাতীয় নাগরিক কমিটির সদস্যসচিব মো. আখতার হোসেন বলেছেন, ফ্যাসিস্ট আওয়ামী সরকার ভারতের সঙ্গে বন্ধুত্বের নামে বাংলাদেশের সম্পর্ক স্বামী-স্ত্রীর সম্পর্কে পরিণত করেছিল। ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে তাদের পতনের পর দেশের মধ্যে এখন ধর্মীয় দাঙ্গা লাগাতে অপচেষ্টা চালাচ্ছে। কিন্তু ভারতের সাধারণ জনগণের সঙ্গে বাংলাদেশের ছাত্র-জনতার আত্মার সম্পর্ক রয়েছে। তবে বাংলাদেশের স্বার্থের প্রশ্নে এ দেশের মানুষ ভারতকে একবিন্দু ছাড় দিতে প্রস্তুত নয়।</p> <p style="text-align:justify">আজ মঙ্গলবার দুপুরে রংপুরের কাউনিয়া উপজেলা জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে উপজেলা অডিটোরিয়াম হল রুমে প্রধান অতিথির আলোচনায় এসব কথা বলেন তিনি।</p> <p style="text-align:justify">আখতার হোসেন বলেন, গণতন্ত্রের নামে বিগত ১৬ বছর আওয়ামী লীগ সরকার হত্যা ও গুমে লিপ্ত ছিল। উন্নয়নের নামে তারা কোটি কোটি টাকা লুটপাট ও পাচার করেছে। খুনি হাসিনা সরকার ও তার দোসররা দলীয় সরকারের অধীনে নির্বাচনের নামে বাংলাদেশের মানুষের সঙ্গে তামাশা করেছে, বাংলাদেশে ফ্যাসিবাদ কায়েম করেছে। </p> <p style="text-align:justify">তিনি আরো বলেন, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নের লক্ষ্যে অভ্যুত্থানের শক্তি নাগরিক, আহত ও শহিদ পরিবারের সঙ্গে তরুণ নাগরিকদের সমন্বয়ে গঠিত জাতীয় নাগরিক কমিটি গোটা দেশব্যাপী একটি রাজনৈতিক ভারসাম্য নির্মাণে কাজ করছে।</p> <p style="text-align:justify">এসময় বক্তব্য রাখেন রংপুর জেলা জাতীয় নাগরিক কমিটির সংগঠক মনিরুল ইসলাম সুমন আরিফুল ইসলাম, জাতীয় নাগরিক কমিটির কাউনিয়া উপজেলা শাখার সংগঠক রমজান আলী, শামীম হোসেন, রফিকুল ইসলাম কনকসহ অনেকে।</p> <p style="text-align:justify">পরে আখতার হোসেন রংপুর টাউন হলে রংপুর মহানগর নাগরিক কমিটির নেতাদের সঙ্গে মতবিনিময় করেন।</p>