আহত গন্ধগোকুল উদ্ধার

মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজার প্রতিনিধি
শেয়ার
আহত গন্ধগোকুল উদ্ধার
গন্ধগোকুল। ছবি : কালের কণ্ঠ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা গবেষণা কেন্দ্র (বিটিআরআই) বিদ্যালয়ের সামনে থেকে বৈদ্যুতিক শকে আহত একটি তাল খাটাশ (গন্ধগোকুল) উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জানুয়ারি) প্রাণিটি মাটিতে পড়ে ছটফট করছিল। 

স্থানীয় বাসিন্দা শিপন মিয়া বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দিলে তাল খাটাশটিকে উদ্ধার করে চিকিৎসা দিয়ে পরে বনবিভাগের কাছে হস্তান্তর করে।

বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল বলেন, তাল খাটাশ (গন্ধগোকুল) উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে বনবিভাগ (বন্যপ্রাণী) কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।

তাল খাটাশ (গন্ধগোকুল) স্তন্যপায়ী। দেহ স্থূল ও রুক্ষ বাদামি-ধূসর বা ধূসর-কালো লোমে ঢাকা থাকে। ইংরেজিতে বলে এশিয়ান পাম সিভেট। বাংলায় তাল খাটাশ, ভোন্দর, লঙ্গর, লেনজা, সাইরেল বা গাছ খাটাশ নামে ডাকা হয়।

তালের রস পান করে বলে একে তাড়ি বিড়ালও বলে কেউ কেউ। বন-জঙ্গল কমে যাওয়ায় দিন দিন এদের সংখ্যা কমছে।

প্রাণীটি নিশাচর। এরা মানুষের বেশ কাছাকাছি থাকে।

দিনের বেলায় বড় কোনো গাছের ভূমি সমান্তরাল ডালে লম্বা হয়ে শুয়ে থাকে। লেজটি ঝুলে থাকে নিচের দিকে।

মূলত ফলখেকো হলেও কীটপতঙ্গ, শামুক, ডিম, পাখির ছানা, ছোট প্রাণী, তাল-খেজুরের রসও খায়। খাদ্যের অভাব হলে এরা মুরগি, কবুতর এসব চুরি করে। ইঁদুর ও ফল-ফসলের ক্ষতিকর পোকামাকড় খেয়ে কৃষকের উপকার করে এরা।

অন্ধকারে অন্য প্রাণীর গায়ের গন্ধ শুঁকে সেটাকে চিনতে পারার ক্ষমতা রয়েছে এদের। এর শরীরের গন্ধ উৎপাদনকারী গ্রন্থি থেকে নিঃসৃত রস সুগন্ধি তৈরিতে ব্যবহার হয়।

তাল খাটাশ বাংলাদেশ ছাড়াও ভারত, নেপাল, ভুটান, মিয়ানমার, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয় উপত্যকা, লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম, চীন, ফিলিপাইনসহ এশিয়ার আরো অনেক দেশে এ প্রাণী বহুদিন ধরে আছে।

মন্তব্য

সম্পর্কিত খবর

ফরিদপুরে প্রকাশ্যে কুড়াল দিয়ে যুবককে কুপিয়ে জখম

ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুর প্রতিনিধি
শেয়ার
ফরিদপুরে প্রকাশ্যে কুড়াল দিয়ে যুবককে কুপিয়ে জখম
সংগৃহীত ছবি

ফরিদপুর শহরের নিউ মার্কেটের মধ্যে ছিনতাইকারী বলে ধাওয়া দিয়ে মো. রিফাত (২২) নামে এক যুবককে কুপিয়ে পালিয়েছে হাতে চাইনিজ কুড়াল থাকা অপর এক যুবক। এ ঘটনার একটি সিসি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে জনমনে আতঙ্ক বিরাজ করছে। 

গতকাল বৃহস্পতিবার (৩ জানুয়ারি) দুপুরের দিকে শহরের চকবাজার নিউ মার্কেটের ২ নম্বর গেটের ফলপট্টি এলাকায় এ ঘটনা ঘটে। আহত রিফাত ফরিদপুর সদরের বায়তুল আমান এলাকার জয়নাল হোসেনের ছেলে।

তিনি পেশায় একজন গাড়ির মেকানিক বলে জানা গেছে। 

আজ শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল পর্যন্ত এ ঘটনায় কোনো অভিযোগ থানায় কেউ জমা দেয়নি বলে জানিয়েছেন কোতয়ালী থানার ওসি মো. আসাদউজ্জামান। 

সিসিটিভি ফুটেজে দেখা যায়, চকবাজার নিউ মার্কেটের ভেতরে প্রকাশ্য জনাকীর্ণ গলির মধ্যে ছিনতাইকারী ধর ধর বলে ধাওয়া দিলে গলিতে থাকা সাধারণ মানুষ ছিনতাইকারী ভেবে রিফাতের গতিরোধ করে। এ সময় রিফাত পড়ে গেলে পেছন থেকে এক যুবক চাইনিজ কুড়াল সাদৃশ্য দেশীয় অস্ত্র দিয়ে কোপাতে থাকে।

ওই সময় আশপাশে থাকা লোকজন বাধা দিলে কুড়াল হাতে থাকা যুবক দ্রুত পালিয়ে যায়। এ সময় রিফাতের মাথায় ও পিঠে দুটি কোপ লাগে। স্থানীয়রা আহত রিফাতকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। 

আরো পড়ুন
শুরুর আগেই চ্যাম্পিয়নস ট্রফি শেষ মার্শের

শুরুর আগেই চ্যাম্পিয়নস ট্রফি শেষ মার্শের

 

হাসপাতালে চিকিৎসাধীন আহত রিফাত বলেন, ‘গতকাল বৃহস্পতিবার সকালের দিকে ৫০ হাজার টাকা নিয়ে ব্যাংকে জমা দিতে গেলে আমার পিছু নেয় দুই যুবক।

পরে নিউ মার্কেটের গেট থেকে তারা ধাওয়া দিলে আমি দৌড়ে পালানোর চেষ্টা করি। এ সময় কাপড় পট্টি থেকে ফল পট্টির দিকে দৌড়ে যাওয়ার সময় মানুষের বাধায় আমি পড়ে গেলে পেছন থেকে আমাকে কুপিয়ে টাকা ও মোবাইল নিয়ে যায় হামলাকারী রনি। হামলাকারী রনি মুন্সিবাজার এলাকার বাসিন্দা। সে আমার পরিচিত।’

আহত রিফাতের মা রেখা খাতুন বলেন, ‘সোনালী ব্যাংকে ৫০ হাজার টাকা জমা দিতে সকালে তাকে বাসা থেকে পাঠানো হয়।

দুপুরে আমাকে ফোন দিয়ে কান্নাকাটি করে বলে, মা আমাকে বাঁচাও। আমাকে মার্কেটের ভেতর কুপিয়েছে। দ্রুত আমাকে বাঁচাও। আমি এ ঘটনায় বিচার চাই।’

আরো পড়ুন
সামান্য জ্বর-সর্দিতেই অ্যান্টিবায়োটিক? হতে পারে যে বিপদ

সামান্য জ্বর-সর্দিতেই অ্যান্টিবায়োটিক? হতে পারে যে বিপদ

 

ফরিদপুর কোতোয়ালি থানার ওসি মো. আসাদউজ্জামান বলেন, ‘বিষয়টি আমরা মৌখিকভাবে জানতে পেরেছি। আহত রিফাত ও হামলাকারী যুবকের নাম রনি বলে প্রাথমিক ভাবে জানা গেছে। তবে ওখানে কোনো ছিনতাইয়ের ঘটনা ঘটেনি। মনে হচ্ছে ওই যুবকদের মধ্যে আভ্যন্তরীণ কোন্দল বা লেনদেন থাকতে পারে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

মন্তব্য
বাড়িতে বসে কমিটি

রাজনগরের ৮ ইউনিয়নে গঠিত বিএনপির আহবায়ক কমিটি বাতিল

মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজার প্রতিনিধি
শেয়ার
রাজনগরের ৮ ইউনিয়নে গঠিত বিএনপির আহবায়ক কমিটি বাতিল
ফাইল ছবি

মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার আটটি ইউনিয়নে গঠিত বিএনপির আহবায়ক কমিটি বাতিল করেছে জেলা বিএনপি। উপজেলার এক নেতার বাড়িতে বসে কমিটির ঘোষণার পর সেটি সামাজিক যোগযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ায় এ কমিটিগুলো বাতিল করা হয়। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় জেলা বিএনপির আহবায়ক মো. ফয়জুল করিম ময়ূন স্বাক্ষরিত এক পত্রে নিজেই তিনি এ তথ্য নিশ্চিত করেন।

পত্রে তিনি উল্লেখ করে বলেন, উপর্যুক্ত বিষয়ের আলোকে জানানো যাচ্ছে যে, বিগত ২৫ জানুয়ারি ২০২৫ ইং বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে জানতে পারলাম কোনো এক বাড়িতে বসে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজনগর উপজেলার আটটি ইউনিয়নে আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

যা দলীয় গঠনতন্ত্র ও শৃঙ্খলার পরিপন্থি। 

আরো পড়ুন

ঘোড়াঘাটে ইউনিয়ন আ. লীগের সাবেক সাধারণ সম্পাদক গ্রেপ্তার

ঘোড়াঘাটে ইউনিয়ন আ. লীগের সাবেক সাধারণ সম্পাদক গ্রেপ্তার

 

তাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রাজনগর উপজেলার আটটি ইউনিয়নের আহবায়ক কমিটি বাতিল করা হলো। ইউনিয়ন কমিটি গঠনের লক্ষ্যে ক্যালেন্ডার তৈরি করে জেলা আহবায়ক কমিটিকে অবহিত করার জন্য নির্দেশ প্রদান করা হলো। এছাড়া ইউনিয়ন কমিটি গঠনের জন্য নিরপেক্ষ স্থান, তারিখ সম্মলিত ব্যানার তৈরি করে কর্মী সমাবেশের আয়োজন করতে হবে।

মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক মো. ফয়জুল করিম ময়ূন বলেন, রাজনগর উপজেলায় ইউনিয়নের আহবায়ক কমিটি গঠন হয়েছে একটি বাড়িতে বসে। বিষয়টি আমার নজরে ছিল না। একটি দলের কমিটি গঠন বাসা-বাড়িতে বসে কেন হবে? দলীয় গঠনতন্ত্র ও শৃঙ্খলা পরিপন্থি কোনো কিছু বরদাস্ত করা যাবে না।

আরো পড়ুন

খুলনায় নদীর তীরে পাওয়া গেল বস্তাবন্দি ‘পা’!

খুলনায় নদীর তীরে পাওয়া গেল বস্তাবন্দি ‘পা’!

 

উল্লেখ্য, জেলার রাজনগর উপজেলার আটটি ইউনিয়নের বিএনপির সাবেক কমিটি বিলুপ্ত করে ১১ ও ১৩ সদস্যবিশিষ্ট নতুন আহবায়ক কমিটির অনুমোদন দিয়েছে উপজেলা আহবায়ক কমিটি।

গত ২৫ জানুয়ারি রাজনগর উপজেলা বিএনপির আহবায়ক মো. জামি আহমদ, সিনিয়র যুগ্ম আহবায়ক মো. কবির মিয়া ও যুগ্ম আহবায়ক মো. আব্বাস আলী স্বাক্ষরিত আটটি ইউনিয়ন কমিটির অনুমোদন দেওয়া হয়। 

আরো পড়ুন

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

 

আহবায়কদের কাছে কমিটির অনুমোদনপত্র হস্তান্তর করেন রাজনগর উপজেলা বিএনপির আহবায়ক মো. জামি আহমদ, সিনিয়র যুগ্ম আহবায়ক মো. কবির মিয়া ও যুগ্ম আহবায়ক মো. আব্বাস আলী। এ সময় উপস্থিত ছিলেন, রাজনগর উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি ও মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক মো. নুরুল ইসলামসহ আহবায়ক কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।

মন্তব্য

ঘোড়াঘাটে ইউনিয়ন আ. লীগের সাবেক সাধারণ সম্পাদক গ্রেপ্তার

হিলি প্রতিনিধি
হিলি প্রতিনিধি
শেয়ার
ঘোড়াঘাটে ইউনিয়ন আ. লীগের সাবেক সাধারণ সম্পাদক গ্রেপ্তার
সংগৃহীত ছবি

দিনাজপুরের ঘোড়াঘাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র জনতার শান্তি পূর্ণ সমাবেশে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও পেট্রোল বোমা হামলার ঘটনায় ইউনিয়নের আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাত ১১টার দিকে উপজেলার ডুগডুগি বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ফয়সাল আলী প্রধান (৪০) উপজেলার ২ নম্বর পালশা ইউনিয়নের আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক। বিষয়টি নিশ্চিত করেছেন ঘোড়াঘাট থানার ওসি মো. নাজমুল হক।

 

আরো পড়ুন
জুমার দিনের গুরুত্বপূর্ণ ৮ আমল

জুমার দিনের গুরুত্বপূর্ণ ৮ আমল

 

জানা গেছে, গত ৪ আগস্ট ঘোড়াঘাট পৌরশহরের বাস স্ট্যান্ডে ছাত্র-জনতার শান্তিপূর্ণ সমাবেশে অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালায় আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ সময় যানবাহন ভাঙচুর, মোটরসাইকেল ও দোকানে অগ্নিসংযোগ করা হয়। এ ছাড়া আতঙ্ক সৃষ্টি করার জন্য কয়েকটি পেট্রলবোমার বিস্ফোরণ ঘটানো হয়। এ হামলায় বেশ কয়েকজন গুরুতর আহত হয়।

পরবর্তীতে এ ঘটনায় গত ২৪ আগস্ট ঘোড়াঘাট থানায় ৪০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৭০-৮০ জনকে আসামি করে একটি মামলা করা হয়।

মন্তব্য

ডিম বিক্রেতা চবি শিক্ষার্থী টুম্পার পাশে ডিসি

নাটোর প্রতিনিধি
নাটোর প্রতিনিধি
শেয়ার
ডিম বিক্রেতা চবি শিক্ষার্থী টুম্পার পাশে ডিসি
ছবি: কালের কণ্ঠ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের তৃতীয় বর্ষের মেধাবী ছাত্রী জান্নাতুল ফেরদৌস টুম্পা (২১) ছুটিতে এসে গ্রামের বাজারে বিক্রি করছে ডিম। এরকম সংবাদ বিভিন্ন গণমাধ্যমে প্রচার হওয়ার পর মানবিক সাহায্যের হাত বাড়ালেন নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন।

গতকাল বৃহস্পতিবার বিকালে তিনি টুম্পার বাবা ভ্যানচালক আব্দুর রাহিমকে ব্যাটারিচালিত একটি নতুন অটোভ্যান দেন। নাটোরের বড়াইগ্রামের পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জেলা প্রশাসক আনুষ্ঠানিকভাবে টুম্পার বাবার হাতে তুলে দেন নতুন অটোভ্যানের চাবি।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস, সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম, চবি’র শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস টুম্পাসহ  অন্যান্যরা।

জানা গেছে, মাত্র ১৫ দিনের ছুটিতে বাড়ি এসে পরিবারকে সহযোগিতা করতে ডিম বিক্রির সিদ্ধান্ত নেয় টুম্পা। পরিবারের একমাত্র উপার্জনক্ষম বাবা পেশায় একজন ভ্যানচালক। বাবার যা আয় হয় তা দিয়ে সংসারে টানাপোড়ন চলতে থাকে।

তাই বিশ্ববিদ্যালয়ে ফিরে যেতে বাস ভাড়া ও লেখাপড়া এবং নিজের কিছু খরচের জোগান পেতে টুম্পা স্থানীয় মেরিগাছা বাজারে খোলা আকাশের নিচে বেলা ৩টা থেকে সন্ধ্যা ৭টা অবধি বিক্রি করে আসছে সেদ্ধ ডিম। এ সংবাদ ফেসবুকসহ বিভিন্ন গণমাধ্যমে প্রচার হওয়ার পর তা ভাইরাল হয়ে যায়।

ভ্যান পেয়ে টুম্পার বাবা জানান, আমি আগে নষ্ট ও পুরোনো একটি ভ্যান চালাতাম। যা আয় করতাম তার অর্ধেকই খরচ হতো মেরামত করতে গিয়ে।

ডিসি স্যার আমাকে নতুন ভ্যান দিয়েছেন। এতে আমি ভালো আয় করতে পারবো এবং দুই মেয়ের পড়াশোনার জন্য খরচ করতে পারবো।

টুম্পা জানান, সাংবাদিকদের মাধ্যমে আমার অসহায়ত্বের খবরটি ছড়িয়ে পড়লে অনেকেই সাহায্য করার কথা জানিয়েছেন। কিন্তু আমি সাহায্য নিতে চাইনি। আমি পরিশ্রম করে সৎপথে যতটুকু পেরেছি আয় করেছি।

অবশ্যই এটা আমার বা আমার পরিবারের জন্য যথেষ্ট নয়। আমরা গরিব মানুষ। এক্ষেত্রে সরকারি অনুদান পেলে বা প্রাতিষ্ঠানিক কোনো অনুদান পেলে একজন দরিদ্র নাগরিক হিসেবে তা গ্রহণ করবো।

উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস বলেন, টুম্পা অনেক মেধাবী ছাত্রী। তার লেখাপড়া অব্যাহত রাখার জন্য উপজেলা প্রশাসন থেকে প্রয়োজনীয় সহায়তা অব্যাহত থাকবে।

জেলা প্রশাসক আসমা শাহিন বলেন, টুম্পাকে লেখাপড়া শেষ করে নিজের পায়ে দাঁড়ানোর জন্য প্রয়োজনীয় সকল ধরনের সহযোগিতা দিতে জেলা প্রশাসন তার পাশে রয়েছে।

মন্তব্য

সর্বশেষ সংবাদ