আহত গন্ধগোকুল উদ্ধার

মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজার প্রতিনিধি
শেয়ার
আহত গন্ধগোকুল উদ্ধার
গন্ধগোকুল। ছবি : কালের কণ্ঠ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা গবেষণা কেন্দ্র (বিটিআরআই) বিদ্যালয়ের সামনে থেকে বৈদ্যুতিক শকে আহত একটি তাল খাটাশ (গন্ধগোকুল) উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জানুয়ারি) প্রাণিটি মাটিতে পড়ে ছটফট করছিল। 

স্থানীয় বাসিন্দা শিপন মিয়া বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দিলে তাল খাটাশটিকে উদ্ধার করে চিকিৎসা দিয়ে পরে বনবিভাগের কাছে হস্তান্তর করে।

বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল বলেন, তাল খাটাশ (গন্ধগোকুল) উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে বনবিভাগ (বন্যপ্রাণী) কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।

তাল খাটাশ (গন্ধগোকুল) স্তন্যপায়ী। দেহ স্থূল ও রুক্ষ বাদামি-ধূসর বা ধূসর-কালো লোমে ঢাকা থাকে। ইংরেজিতে বলে এশিয়ান পাম সিভেট। বাংলায় তাল খাটাশ, ভোন্দর, লঙ্গর, লেনজা, সাইরেল বা গাছ খাটাশ নামে ডাকা হয়।

তালের রস পান করে বলে একে তাড়ি বিড়ালও বলে কেউ কেউ। বন-জঙ্গল কমে যাওয়ায় দিন দিন এদের সংখ্যা কমছে।

প্রাণীটি নিশাচর। এরা মানুষের বেশ কাছাকাছি থাকে।

দিনের বেলায় বড় কোনো গাছের ভূমি সমান্তরাল ডালে লম্বা হয়ে শুয়ে থাকে। লেজটি ঝুলে থাকে নিচের দিকে।

মূলত ফলখেকো হলেও কীটপতঙ্গ, শামুক, ডিম, পাখির ছানা, ছোট প্রাণী, তাল-খেজুরের রসও খায়। খাদ্যের অভাব হলে এরা মুরগি, কবুতর এসব চুরি করে। ইঁদুর ও ফল-ফসলের ক্ষতিকর পোকামাকড় খেয়ে কৃষকের উপকার করে এরা।

অন্ধকারে অন্য প্রাণীর গায়ের গন্ধ শুঁকে সেটাকে চিনতে পারার ক্ষমতা রয়েছে এদের। এর শরীরের গন্ধ উৎপাদনকারী গ্রন্থি থেকে নিঃসৃত রস সুগন্ধি তৈরিতে ব্যবহার হয়।

তাল খাটাশ বাংলাদেশ ছাড়াও ভারত, নেপাল, ভুটান, মিয়ানমার, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয় উপত্যকা, লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম, চীন, ফিলিপাইনসহ এশিয়ার আরো অনেক দেশে এ প্রাণী বহুদিন ধরে আছে।

মন্তব্য

সম্পর্কিত খবর

ঘন কুয়াশা : রংপুর-ঢাকা মহাসড়কে দুর্ঘটনার কবলে ৬ গাড়ি

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
ঘন কুয়াশা : রংপুর-ঢাকা মহাসড়কে দুর্ঘটনার কবলে ৬ গাড়ি
সংগৃহীত ছবি

ঘন কুয়াশার কারণে রংপুরে সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একে একে ছয়টি পরিবহন দুর্ঘটনার শিকার হয়েছে। এতে প্রাণহানির কোনো ঘটনা না ঘটলেও অন্তত ২৫ জন আহত হয়েছেন। শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে মিঠাপুকুরের রংপুর-ঢাকা মহাসড়কে গড়ের মাথা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। 

দুর্ঘটনাকবলিত পরিবহনগুলোর মধ্যে দুটি যাত্রীবাহী বাসসহ ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান রয়েছে।

গাড়িগুলো ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়ার কাজ চলছে বলে জানিয়েছে বড়দরগাহ হাইওয়ে পুলিশ। 

আরো পড়ুন
১৮ দিনের কর্মসূচি নিয়ে আজ মাঠে নামতে চায় আ. লীগ

১৮ দিনের কর্মসূচি নিয়ে আজ মাঠে নামতে চায় আ. লীগ

 

এদিকে হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা এসব পরিবহন রংপুর-ঢাকা মহাসড়কের মিঠাপুকুর গড়ের মাথা মোড়ে কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় চতুর্মুখী এ মোড়ে দুটি বাস, একটি ট্রাক ও পিকআপ এবং কাভার্ডভ্যান একে অপরকে ধাক্কা দেয়। এতে কয়েকটি পরিবহনের সামনের গ্লাস ভেঙে গেছে এবং কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে।

এ দুর্ঘটনায় ২০-২৫ আহত হয়েছেন। এদের মধ্যে কয়েকজন গুরুতর জখম হওয়ায় তাদের হাসপাতালে নেওয়া হয়েছে।

এদিকে দুর্ঘটনার খবর পেয়ে বড়দরগা হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করে। একই সঙ্গে ঘটনাস্থল থেকে পরিবহনগুলো সরিয়ে নেওয়ার কাজও শুরু করে।

 

আরো পড়ুন
ডি আর কঙ্গোতে বিদ্রোহীদের সঙ্গে লড়াইয়ে ৭০০ জনের মৃত্যু : জাতিসংঘ

ডি আর কঙ্গোতে বিদ্রোহীদের সঙ্গে লড়াইয়ে ৭০০ জনের মৃত্যু : জাতিসংঘ

 

বর্তমানে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে জানিয়ে বড়দরগা হাইওয়ে পুলিশের ইনচার্জ মো. মনিরুজ্জামান বলেন, দুর্ঘটনাকবলিত পরিবহনগুলো সরিয়ে নেওয়া হয়েছে। খুব বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি। আহত কয়েকজন যাত্রীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। 

তিনি আরো বলেন, দুর্ঘটনাকবলিত মহাসড়কের ওপর দিয়ে প্রতিদিন বালু ও মাটিবাহী ট্রাক চলাচল করে থাকে। ঘটনাস্থলে মাটি পড়ে সড়কটি ঘন কুয়াশায় পিচ্ছিল হয়ে ছিল।

একই সঙ্গে ঘন কুয়াশায় দৃষ্টিসীমা কমে আসায় হয়তো চালকরা নিয়ন্ত্রণ হারিয়ে একে আপরকে ধাক্কা দেয়। ঘটনার পর পুলিশ উদ্ধার কাজ শুরু করে।

মনিরুজ্জামান বলেন, রংপুর হাইওয়ে অঞ্চলের মহাসড়কে ঘন কুয়াশা থাকায় বেশ কিছু ছোট ছোট দুর্ঘটনা ঘটছে। অনেক জায়গায় দৃষ্টিসীমা অনেক কমে গেছে। গাড়ির হেডলাইট জ্বালিয়ে চালক ও যাত্রী সাধারণকে ধীরে এবং সতর্কতার সঙ্গে চলাচল করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। 

আরো পড়ুন
আমিরের তৃতীয় বিয়ের গুঞ্জন, পাত্রী কে?

আমিরের তৃতীয় বিয়ের গুঞ্জন, পাত্রী কে?

 

গতকাল শুক্রবার রংপুর-ঢাকা মহাসড়কের পীরগঞ্জসহ জেলার কয়েকটি স্থানে পৃথক পাঁচটি দুর্ঘটনায় সাতজনের মৃত্যু হয়েছে বলেও জানান তিনি।

এদিকে হাইওয়ে পুলিশ রংপুর রিজিওয়নের সুপার মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, ২০২৪ সালে রংপুরে জাতীয় ও আঞ্চলিক মহাসড়কে ১৯৫টি সড়ক দুর্ঘটনায় ১৪৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পুরুষ ১২০, নারী ২২ ও শিশু ছিল চারজন। এসব দুর্ঘটনায় মামলা হয়েছিল ১৫২টি। শীত মৌসুমে ঘন কুয়াশায় সড়ক ও মহাসড়কে মৃত্যু ঝুঁকিসহ দুর্ঘটনা এড়াতে চলাচলের সময় গতি নিয়ন্ত্রণ ও ট্রাফিক আইন মেনে চলতে সবার প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি।

মন্তব্য

পৌনে ১১ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল স্বাভাবিক

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
শেয়ার
পৌনে ১১ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল স্বাভাবিক
ছবি : কালের কণ্ঠ

ঘন কুয়াশার কারণে পৌনে ১১ ঘণ্টা বন্ধ থাকার পর আজ শনিবার (০১ ফেব্রুয়ারি) সকাল ১০টা ৪৫ মিনিট থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। এর আগে দুর্ঘটনা এড়াতে গতকাল শুক্রবার দিবাগত রাত ১২টা থেকে এই নৌপথে ফেরি চলাচল সাময়িক বন্ধ করেছিল সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। 

দৌলতদিয়া ঘাটে কর্মরত বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)-এর সহকারী মহাব্যবস্থাপক (এজিএম বাণিজ্য) মোহাম্মদ সালাউদ্দিন বিষয়টি নিশ্চিত করে কালের কণ্ঠকে বলেন, ‘ঘন কুয়াশার কারণে আজ সকাল ১০টা ৪৫ পর্যন্ত এই নৌ রুটে টানা পৌনে ১১ ঘণ্টা ফেরি সার্ভিস বন্ধ ছিল।’ বর্তমানে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ছোট-বড় ১৫টি ফেরি চলাচল করছে বলে তিনি জানান।

প্রাসঙ্গিক
মন্তব্য

বাসে ডাকাতি করা কুদ্দুছ সেনাবাহিনীর হাতে আটক

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
বাসে ডাকাতি করা কুদ্দুছ সেনাবাহিনীর হাতে আটক
সংগৃহীত ছবি

সুনামগঞ্জের শান্তিগঞ্জে যাত্রীবাহী বাসে ডাকাতির ঘটনায় আব্দুল কুদ্দুছ (৫০) নামের এক ডাকাতকে আটক করেছে সেনাবাহিনী। এসময় তার কাছে আগ্নেয়াস্ত্রসহ ও বিপুল পরিমাণ দেশিয় অস্ত্র পাওয়া যায়। 

শুক্রবার (৩১ জানুয়ারি) দিবাগত রাতে ছাতক উপজেলার ভাতগাও ইউনিয়নের হায়দরপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক কুদ্দুছ হায়দরপুর গ্রামের বাসিন্দা।

আরো পড়ুন
রাতে অপরাধীদের অভয়ারণ্য রাজধানী ঢাকা, উদ্বিগ্ন নগরবাসী

রাতে অপরাধীদের অভয়ারণ্য রাজধানী ঢাকা, উদ্বিগ্ন নগরবাসী

 

ছাতক সেনা ক্যাম্পের কমান্ডার ক্যাপ শোয়েব বিন আহমেদ বলেন, আসামি আব্দুল কুদ্দুছ গত ২৩ জানুয়ারি গভীর রাতে পাগলা জগন্নাথপুর আউশাকান্দি সড়কের ভববমি এলাকায় ট্রাক্টর ও গাছের গোড়া ফেলে রেখে সড়ক যোগাযোগ বন্ধ করে দুটো বাসে ডাকাতি করে। 

আরো পড়ুন
শুল্ক বাড়ানোর প্রভাব, ফলের দাম কেজিতে ৫০-৯০ টাকা বাড়তি

শুল্ক বাড়ানোর প্রভাব, ফলের দাম কেজিতে ৫০-৯০ টাকা বাড়তি

 

পরে এলাকাবাসী এগিয়ে ডাকাতদলকে ধাওয়া করলে তিনি পালিয়ে যান। এরপরই তাকে খুঁজতে থাকে আইনশৃঙ্খলাবাহিনী। 

মন্তব্য

পঞ্চগড়ে শীতের দাপট অব্যাহত, স্থবির জনজীবন

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
পঞ্চগড়ে শীতের দাপট অব্যাহত, স্থবির জনজীবন

মাঘের শেষ সময়ে শীতের দাপট অব্যাহত রয়েছে দেশের সর্ব-উত্তরের জেলা পঞ্চগড়ে। গত চার দিন ধরে এই জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আজ শনিবার সকাল ৯টায় জেলার তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। গতকাল শুক্রবার ছিল ৯ দশমিক ৮,  বৃহস্পতিবার ৯ দশমিক ৫ ও বুধবার একই সময়ে ১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল।

আরো পড়ুন
গভীর রাতে আগুন জ্বালিয়ে হরতালের ডাক বিএনপির

গভীর রাতে আগুন জ্বালিয়ে হরতালের ডাক বিএনপির

 

সরেজমিনে দেখা গেছে, ঘন কুয়াশায় ঢাকা পড়েছে চারপাশ। সেই সঙ্গে তীব্র শীত। বেলা বাড়লেও সূর্যের দেখা মিলছে না। ফলে জীবিকার তাগিতে মানুষজন বাইরে বের হতে পারছেন না।

 

আরো পড়ুন
শিশুসহ ৬ আরোহী নিয়ে যুক্তরাষ্ট্রে আবার বিমান দুর্ঘটনা

শিশুসহ ৬ আরোহী নিয়ে যুক্তরাষ্ট্রে আবার বিমান দুর্ঘটনা

 

জেলার প্রথম শ্রেণির তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ বলেন, গত চার দিন ধরে ৮ থেকে ১০ ডিগ্রির মধ্যে তাপমাত্রা রেকর্ড হওয়ায় মৃদু শৈত্যপ্রবাহ বইছে। শনিবার সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। ঘণ্টায় ৯-১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হওয়ায় শীত অনুভূত হচ্ছে।

মন্তব্য

সর্বশেষ সংবাদ