বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘মানুষ বিএনপির ওপর আস্থা রাখতে চাচ্ছে। কেউ মানুষের আস্থা নষ্ট করার কাজ করলে তাকে দলে রাখা সম্ভব হবে না। সমাজে ভালো ও খারাপ দুই ধরনের মানুষ আছে। খারপ মানুষের সাথে আমরা সম্পর্ক রাখতে চাই না।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘মানুষ বিএনপির ওপর আস্থা রাখতে চাচ্ছে। কেউ মানুষের আস্থা নষ্ট করার কাজ করলে তাকে দলে রাখা সম্ভব হবে না। সমাজে ভালো ও খারাপ দুই ধরনের মানুষ আছে। খারপ মানুষের সাথে আমরা সম্পর্ক রাখতে চাই না।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিকেলে বাগেরহাট শহরের শালতলার জেলা পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠিত বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি বিষয়ক বিভাগীয় কর্মশালায় লন্ডন থেকে ভার্চুালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।
তারেক রহমান বলেন, ‘বিগত ১৫ বছরে সামগ্রিকভাবে দেশ পিছিয়ে গেছে। দেশের প্রতিটি সেক্টর পিছিয়েছে। দেশের মানুষকে মুক্তি দিতে হলে দুটি বিষয় নিশ্চিত করতে হবে। একটি রাজনৈতিক অধিকার ও আরেকটি সব শ্রেণির মানুষের অর্থনৈতিক অধিকার।
বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এ টি এম আকরাম হোসেন তালিমের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ড. মাহাদী আমিন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সংগঠনিক সম্পাদক আনিন্দ্য ইসলাম অমিত, গবেষণাবিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম, জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম, কেন্দ্রীয় কমিটির সদস্য শেখ মুজিবুর রহমান, অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান দিপু প্রমুখ।
সম্পর্কিত খবর
বগুড়া জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কমিটি সাতদিনের জন্য স্থগিত করা হয়েছে। বগুড়ার পর্যটন মোটেলে জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা কেন্দ্রীয় নেতাদের মাইক্রোফোন কেড়ে নিয়ে ‘ভুয়া, ভুয়া’ বলে স্লোগান দেন। সেখানে কথা-কাটাকাটি ও তুমুল হট্টগোলের সৃষ্টি হয়।
পরে ওই ঘটনার ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে।
জানা গেছে, গত বৃহস্পতিবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বগুড়া জেলা শাখার ৩৩৫ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে চাঁদাবাজ, অছাত্র, রাজনৈতিক দলের সঙ্গে লেজুড়বৃত্তিতে জড়িত ব্যক্তিরা রয়েছে বলে অভিযোগ করেছেন শিক্ষার্থীদের একাংশ।
এদিকে রবিবার সন্ধ্যায় বগুড়া পর্যটন মোটেলে জাতীয় নাগরিক কমিটির মতবিনিময় সভার আয়োজন করা হয়। কেন্দ্রীয় নেতা সাকিব মাহাদীর নেতৃত্বে কেন্দ্রীয় একটি প্রতিনিধিদল সেখানে যান। এছাড়াও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতা গাজী সালাউদ্দীন তানভীর ও বগুড়া জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
সন্ধ্যা সাড়ে সাতটার দিকে কমিটি বাতিলের দাবিতে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সেখানে আসেন। তাদের তোপের মুখে পড়েন সংগঠনের কেন্দ্রীয় নেতারা। এসময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা কেন্দ্রীয় নেতাদের মাইক্রোফোন কেড়ে নিয়ে কমিটি বাতিল করার দাবি জানান এবং ‘ভুয়া, ভুয়া’ স্লোগান দেন। সেখানে কথা-কাটাকাটি ও তুমুল হট্টগোল হয়। পরে ওই ঘটনার ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে।
এ বিষয়ে শিক্ষার্থী মেহেদী হাসান (সাহেদ) বলেন, পর্যটন মোটেলে গতকাল সন্ধ্যায় পূর্বনির্ধারিত নাগরিক কমিটির মতবিনিময় সভা ছিল। সেখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিতর্কিত কমিটির সদস্যদের ডাকা হয়েছিল। প্রতিবাদে জুলাই আন্দোলনে যুক্ত বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সেখানে গিয়ে বিতর্কিতদের নিয়ে সভা করার প্রতিবাদ করেন। একপর্যায়ে হাসনাত আবদুল্লাহসহ কেন্দ্রীয় নেতারা সদ্যঘোষিত বগুড়া জেলা কমিটি সাত দিনের জন্য স্থগিত করার ঘোষণা দেন। তারা সাকিব হাসানকে বাদ দিয়ে সংশোধিত কমিটি ঘোষণা করা হবে বলেও আশ্বস্ত করেছেন।
তবে বগুড়া জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কমিটির কোনো সদস্য এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও সদস্যসচিব আরিফ সোহেলের অনুমোদন দেওয়া বগুড়া জেলা কমিটিতে সরকারি আজিজুল হক কলেজের মাহমুদুল হাসানকে আহ্বায়ক ও সরকারি শাহ সুলতান কলেজের সাকিব খানকে সদস্যসচিব করা হয়েছে। গাবতলীর সৈয়দ আহম্মেদ কলেজের আজিম উদ্দিনকে মুখ্য সংগঠক ও সরকারি আজিজুল হক কলেজের মো. আইয়ুবকে মুখপাত্র পদ দেওয়া হয়। ছয় মাস মেয়াদি কমিটিতে যুগ্ম আহ্বায়ক ও যুগ্ম সদস্যসচিব রাখা হয়েছে ২৬ জন করে। ২৫ জনকে সংগঠক ও ২৫৪ জনকে সদস্য করা হয়।
ঝিনাইদহের মহেশপুরে বাসের ধাক্কায় পিষ্ট হয়ে নাজিম উদ্দিন (৪৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার (৩ ফেব্রুয়ারি) সকালের গোয়ালহুদা হক ব্রিকসের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত নাজিম উদ্দিন সাড়াতলা গ্রামের মিনাজ উদ্দিনের ছেলে।
এলাকাবাসী জানায়, নাজিম উদ্দিন সকালে মোটরসাইকেল নিয়ে খালিশপুর বাজারে থেকে বাড়ি আসার পথে জীবননগর সড়কের গোয়ালহুদা গ্রামে পৌঁছালে সামনের দিক থেকে আসা শাপলা পরিবহনের একটি বাস তাকে চাপা দিয়ে দ্রুত চলে যায়।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ উদ্দিন বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় দ্বিতীয় শ্রেণির এক মাদরাসাছাত্রকে (৭) বলাৎকারের অভিযোগে এক মাদরাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ওই শিক্ষকের বাড়ি জেলার বিজয়নগর উপজেলার চান্দুরার রসুলপুরে বলে জানিয়েছে পুলিশ।
আজ সোমবার (৩ ফেব্রুয়ারি) সকালে এ ঘটনায় বলাৎকারের শিকার ওই ছাত্রের মা বাদী হয়ে নবীনগর থানায় মামলা করেছেন। পুলিশ এই মামলায় অভিযুক্ত ওই শিক্ষককে গ্রেপ্তার দেখিয়ে সকালেই আদালতে চালান করেছে।
মামলার বিষয়টি নিশ্চিত করে নবীনগর থানার ওসি আবদুর রাজ্জাক বলেন, ‘গত তিনদিন আগে ওই মাদরাসার দ্বিতীয় শ্রেণির ছাত্র মাদরাসায় এলে ওই অভিযুক্ত শিক্ষক তাকে নির্জন স্থানে নিয়ে গিয়ে বলাৎকার করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ইতিমধ্যে ডাক্তারি পরীক্ষা শেষে ওই ছাত্রকে তার মায়ের কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশ অভিযুক্ত শিক্ষককে সকালে নবীনগর বাজার থেকে গ্রেপ্তার করেছে।’
এ বিষয়ে অভিযুক্ত ওই শিক্ষকের সঙ্গে একাধিকবার চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।
ঠাকুরগাঁওয়ে রাস্তা পারাপারের সময় দ্রুতগতির ট্রাকচাকায় গিয়াস উদ্দীন (৩৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলা শিবগঞ্জ কালিতলা দিঘিডাঙ্গী পুরাতন এয়ারপোর্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ঠাকুরগাঁও সদর থানার ওসি শহিদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ঘাতক ট্রাকটিকে আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, গিয়াস উদ্দীন কালিতলা দিঘিডাঙ্গী এলাকার বাসিন্দা। তিনি পারিবারিক কাজে বাড়ি থেকে বের হয়। পরে বাড়ি ফেরার সময় রাস্তা পারাপারের সময় পেছন থেকে দ্রতগতির একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করেন।