কাপাসিয়ায় নিখোঁজের ১৯ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার

আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর
শেয়ার
কাপাসিয়ায় নিখোঁজের ১৯ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার
সাজিদ আহমেদ সাফাত (ফাইল ছবি)

গাজীপুরের কাপাসিয়ায় নিখোঁজের ১৯ ঘণ্টা পর বাড়ির পাশে বালুর গদি থেকে সাজিদ আহমেদ সাফাত (৫ বছর ১১ মাস) নামে এক শিশুছেলের মরদেহ উদ্ধার করা হয়েছে।

আজ বুধবার (২৯ জানুয়ারি) সকাল আটটার দিকে উপজেলা সদরের মধ্যপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। সাজিদ আহমেদ সাফাত কাপাসিয়া উপজেলার দস্যুনারায়ণপুর এলাকার সৌদিপ্রবাসী সোহাগ হোসেনের ছেলে। সাফাত দস্যুনারায়ণপুর বঙ্গতাজ প্রি-ক্যাডেট অ্যাকাডেমির নার্সারি শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয়রা জানান, মরদেহটির নিচের প্রায় অর্ধেক অংশ ছিল প্লাস্টিকের বস্তায় বাঁধা। গলায় বাঁধা ছিল প্লাস্টিকের লম্বা রশি। কে বা কারা শিশুটিকে তুলে নেওয়ার পর শ্বাসরোধে হত্যা করে মরদেহ বস্তায় ভরে বাড়ির পাশে বালুর গদিতে ফেলে গেছে।

আরো পড়ুন
ব্যবসা শুরু করলেন স্বাগতা

ব্যবসা শুরু করলেন স্বাগতা

 

সাফাতের স্বজনরা জানান, শিশুছেলেটির বাবা সৌদিতে থাকায় তার মা তাকে নিয়ে নানাবাড়িতে থাকতেন।

সেখান থেকে গতকাল মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে বাড়ির পশ্চিম পাশের সড়ক থেকে সে নিখোঁজ হয়।

সাফাতের মা শান্তা মনি জানান, সড়কের পাশে খেলছিল তার ছেলে। দুপুর সাড়ে ১২টার পর তাকে পাওয়া যাচ্ছিল না। ব্যাপক খোঁজাখুঁজির পরও তার কোনো হদিস পাননি তারা।

পরে ওইদিন সন্ধ্যায় কাপাসিয়া থানায় তিনি একটি সাধারণ ডায়েরি করেন। থানায় সাধারণ ডায়েরি করার পরও তাঁর ছেলেকে উদ্ধারের জন্য পুলিশ তাৎক্ষণিক কোনো তৎপরতা দেখায়নি।

আরো পড়ুন
সাবেক মেয়র আতিক চার দিনের রিমান্ডে

সাবেক মেয়র আতিক চার দিনের রিমান্ডে

 

কান্নায় ভেঙে পড়ে তিনি জানান, আজ বুধবার সকাল পৌনে সাতটার দিকে প্রতিবেশীরা তার বাড়ির পাশে বালুর গদিতে তার ছেলের মরদেহ পড়ে থাকতে দেখে।

প্রতিবেশী মিন্টু মিয়া জানান, মরদেহের পা থেকে কোমর পর্যন্ত প্লাস্টিকের বস্তায় ভরা ছিল। গলায় প্লাস্টিকের লম্বা রশি বাঁধা ছিল।

মনে হচ্ছে, কে বা কারা শিশুটিকে তুলে নেওয়ার পর শ্বাসরোধে হত্যা করে বস্তায় ভরে মরদেহ ফেলে গেছে।’

আরো পড়ুন
রমজানের আগেই যেসব কর্মসূচি নিয়ে মাঠে নামছে বিএনপি

রমজানের আগেই যেসব কর্মসূচি নিয়ে মাঠে নামছে বিএনপি

 

কাপাসিয়া থানার ওসি কামাল হোসেন বলেন, ‘শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হচ্ছে। হত্যার রহস্য উদঘাটনসহ জড়িতদের শনাক্ত করতে পুলিশের একাধিক দল কাজ করছে। আশা করছি দ্রুত জড়িতদের শনাক্তসহ গ্রেপ্তার করতে পারব।’

মন্তব্য

সম্পর্কিত খবর

ট্রেনের ধাক্কায় ধানক্ষেতে বরের গাড়ি

নিজস্ব প্রতিবেদক, সিলেট
নিজস্ব প্রতিবেদক, সিলেট
শেয়ার
ট্রেনের ধাক্কায় ধানক্ষেতে বরের গাড়ি
ছবি: কালের কণ্ঠ

সিলেটে চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন একটি বরের গাড়িকে ধাক্কা দিয়েছে। ট্রেনের ধাক্কায় বিয়ের জন্য সাজানো প্রাইভেট কারটি উড়ে প্রায় ৩০ ফুট দূরে ধান ক্ষেতে পড়ে। এতে গাড়ির চালক গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ১২টার দিকে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

একাধিক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, বিয়ের জন্য প্রাইভেটকার সাজিয়ে সেটি নিয়ে বরের বাসায় যাচ্ছিলেন চালক। পথে ফেঞ্চুগঞ্জ রেল ক্রসিংয়ে ওঠার সঙ্গে সঙ্গে প্রাইভেট কারের স্টার্ট হঠাৎ বন্ধ হয়ে যায়। এ সময় চালক বার বার সেলফ দিয়ে গাড়ি চালুর চেষ্টা করছিলেন। কিন্তু গাড়ি চালু হচ্ছিল না।

আরো পড়ুন
নতুন নোটেও থাকছে শেখ মুজিবের ছবি

নতুন নোটেও থাকছে শেখ মুজিবের ছবি

 

এ সময় সিলেট থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছাড়া পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন দ্রুতগতিতে এসে প্রাইভেটকারের সামনের অংশে সজোরে ধাক্কা দেয়। ট্রেনের ধাক্কায় প্রাইভেটকার প্রায় ৩০ ফুট দূরে একটি ধান ক্ষেত্রে গিয়ে পড়ে। এতে গাড়ির চালক গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

তবে চালকের নাম তাৎক্ষণিক জানা যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রাশেদুল হক বলেন, ‘ট্রেনের সঙ্গে দুর্ঘটনা কবলিত প্রাইভেটকারের চালককে আমাদের স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর তার পরিবারের লোকজন তাকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেছেন।’

রোগীর শারীরিক অবস্থা সম্পর্কে তিনি বলেন, ‘বুকে প্রচন্ড আঘাত লেগেছে।’

মন্তব্য

পটিয়ায় যু্বলীগ নেতা এয়ার মোহাম্মদ গ্রেপ্তার

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
শেয়ার
পটিয়ায় যু্বলীগ নেতা এয়ার মোহাম্মদ গ্রেপ্তার
ছবি: কালের কণ্ঠ

চট্টগ্রামের পটিয়ায় অপারেশন ডেভিল হান্ট অভিযানে যুবলীগ নেতা এয়ার মোহাম্মদ মিয়াকে (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার কোলাগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পটিয়া থানা পুলিশের একটি বিশেষ টিম।

তিনি কোলাগাঁও  ইউনিয়নের শামসু চেয়ারম্যানের বাড়ীর মৃত ইউনুচ মিয়ার ছেলে। গ্রেফতারকৃত এয়ার মোহাম্মদ মিয়া কোলাগাঁও ইউনিয়ন ৩ নং ওয়াড যুবলীগের সাধারণ সম্পাদক বলে জানিয়েছেন পুলিশ।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুর বলেন, জুলাই-আগষ্ট গণ-অভ্যুত্থানের হামলা মামলায় জড়িত থাকার অভিযোগে যুবলীগ নেতা এয়ার মোহাম্মদ মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

প্রাসঙ্গিক
মন্তব্য

অপারেশন ডেভিল হান্টে মেহেরপুরে গ্রেপ্তার ১০

মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুর প্রতিনিধি
শেয়ার
অপারেশন ডেভিল হান্টে মেহেরপুরে গ্রেপ্তার ১০
ছবি: কালের কণ্ঠ

মেহেরপুরে অপারেশন ডেভিল হান্ট অভিযানে ১০ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাতে জেলার বিভিন্ন স্থানে পুলিশের কয়েকটি টিম এ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন-মেহেরপুর শহরের বেড়পাড়ার মৃত মসলেম উদ্দিনের ছেলে জাহিদ হোসেন, নতুন পাড়ার মৃত আবুল কাশেমের ছেলে লালন শেখ, সদর উপজেলার হরিরামপুর গ্রামের মৃত আফজাল হোসেনের শরিফ, ময়ামারি গ্রামের মৃত চাঁদ আলীর ছেলে মো. রশিদ, সাহেবপুর গ্রামের লিয়াকত মোল্লা, তার ছেলে শরিফুল ইসলাম, আনারের ছেলে আলতাব আলী, আলতাব আলীর ছেলে সাজু, বলিপুর গ্রামের মৃত পিজির উদ্দিনের ছেলে আবুল কালাম ও খোকসা গ্রামের সোলায়মান খানের ছেলে সাজ্জাদ হোসেন।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেসবাহ উদ্দিন জানান, গ্রেফতাকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।

জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং বিভিন্ন অপরাধের অপরাধীদের গ্রেপ্তার করতে বিশেষ অভিযান চলমান থাকবে।

মন্তব্য

মুক্তিপণ দিয়ে ৩ দিন পর ছাড়া পেলেন লামায় অপহৃত ২৫ রাবার শ্রমিক

লামা-আলীকদম (বান্দরবান) প্রতিনিধি
লামা-আলীকদম (বান্দরবান) প্রতিনিধি
শেয়ার
মুক্তিপণ দিয়ে ৩ দিন পর ছাড়া পেলেন লামায় অপহৃত ২৫ রাবার শ্রমিক
সংগৃহীত ছবি

বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালীর দুর্গম মুরুংঝিরি থেকে পাহাড়ি সশস্ত্র সন্ত্রাসীরা অবশেষে ৩দিন পর লামায় অপহৃত ২৫ জন রাবার শ্রমিককে মুক্তিপণ নিয়ে ছেড়ে দিয়েছে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকালে তাদেরকে কক্সবাজারের ঈদগাও সীমানার জঙ্গলে ছেড়ে দেয়া হয় বলে জানা গেছে।

মুক্তি পাওয়া শ্রমিকরা সবাই অসুস্থ পড়েছেন। কারণ সন্ত্রাসীরা তাদের অপহৃত করে শারীরিক নির্যাতন করেছে।

‍মুক্তি পাওয়া শ্রমিকদের কক্সবাজারের ঈদগাঁহসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গত শনিবার (১৫ ফেব্রুয়ারি) গভীর রাতে লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের মুরুং ঝিরি থেকে ২৬ জন রাবার শ্রমিককে অপহরণ করে নিয়ে যায় সশস্ত্র পাহাড়ি সন্ত্রাসীরা। এ খবর পাওয়ার পরেই পুলিশ, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা তাদের উদ্ধারে অভিযান শুরু করে। সোমবার বিকালে জিয়াউর রহমান নামের একজন রাবার শ্রমিক পালিয়ে আসে।

বাকী ২৫ জনকে তারা অপহৃত করে রাখে। আজ মঙ্গলবার সকালে সবাইকে মুক্তিপণের বিনিময়ে ছেড়ে দিয়েছে।

রাবার বাগানের মালিক মো. ফোরকান জানান, আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানে কোন অগ্রগতি না দেখে তারা মুক্তিপণের বিনিময়ে তাদের শ্রমিককে ছাড়িয়ে আনেন। তার বাগানের ১২ জনকে মুক্ত করতে ৩ লাখ টাকা দিতে হয়েছে।

অন্য ৫ বাগানের মালিকরাও একইভাবে মুক্তিপণ দিয়ে তাদের শ্রমিকদের ছাড়িয়ে আনেন।

লামা থানা অফিসার ইনচার্জ মো. শাহাদাৎ হোসেন জানিয়েছেন, অপহৃত শ্রমিকদের ছেড়ে দেয়া হয়েছে। তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

প্রাসঙ্গিক
মন্তব্য

সর্বশেষ সংবাদ