বাবা-মাকে নিয়ে অশালীন মন্তব্য, রণবীরকে তিরস্কার করল সুপ্রিম কোর্ট

  • বাবা-মার যৌনতা নিয়ে নোংরা মন্তব্য করে বসেন এ ইউটিউবার
  • দেশজুড়ে ব্যাপক সমালোচনা ও একাধিক অভিযোগের মুখে পড়েন
  • বর্তমানে তিনি কোথায় আছেন তা জানা যায়নি, বাড়িতেও তালা
বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
শেয়ার
বাবা-মাকে নিয়ে অশালীন মন্তব্য, রণবীরকে তিরস্কার করল সুপ্রিম কোর্ট
রণবীর আল্লাবাদিয়া

বাবা-মাকে নিয়ে অশালীন মন্তব্য করে চরম বিপাকে পড়া রণবীর আল্লাবাদিয়াকে এ যাত্রায় কঠিন শাস্তি থেকে নিস্তার দিয়েছে আদালত। তবে গ্রেপ্তার হওয়া থেকে বিরত রাখলেও এ ইউটিউবারের কঠোর সমালোচনা করেছেন সুপ্রিমকোর্ট।

আরো পড়ুন
বিয়ে হয়নি, তবু ২৩ বছর বয়সেই মা হয়েছেন শ্রীলীলা!

বিয়ে হয়নি, তবু ২৩ বছর বয়সেই মা হয়েছেন শ্রীলীলা!

 

টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুসারে, ‘ইন্ডিয়াস গট ল্যাটেন্ট’ শোতে মন্তব্য করার জন্য দায়ের করা মামলা থেকে ইউটিউবার রণবীর এলাহাবাদিয়া ওরফে ‘দ্য বিয়ার বাইসেপস’কে গ্রেপ্তার হওয়া থেকে অন্তর্বর্তীকালীন সুরক্ষা দিয়েছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে যে, একই শো নিয়ে আর কোনও এফআইআর দায়ের করা যাবে না।

তবে এলাহাবাদিয়াকে যে অন্তর্বর্তীকালীন সুরক্ষা দেওয়া হয়েছে তা এই শর্ত সাপেক্ষে যে তিনি তদন্তে যোগ দেবেন। শীর্ষ আদালত তাঁকে দেওয়া হুমকির বিরুদ্ধে সুরক্ষা চেয়ে পুলিশের কাছে যাওয়ার স্বাধীনতাও দিয়েছে। উল্লেখযোগ্যভাবে, ইউটিউবারের প্রতিনিধিত্ব করার জন্য আইনজীবী অবনব চন্দ্রচূড় শীর্ষ আদালতে হাজির ছিলেন।

আরো পড়ুন
কুম্ভমেলায় ‘ভাইরাল’ সেই মোনালিসা প্রথম সিনেমার জন্য কত টাকা পাচ্ছেন?

কুম্ভমেলায় ‘ভাইরাল’ সেই মোনালিসা প্রথম সিনেমার জন্য কত টাকা পাচ্ছেন?

 

শীর্ষ আদালত আইনজীবী চন্দ্রচূড়কে প্রশ্ন করেছে যে তিনি ‘ইন্ডিয়াস গট ল্যাটেন্ট’ শোতে এলাহাবাদিয়া যে ধরণের ভাষা ব্যবহার করেছিলেন তা তিনি সমর্থন করছেন কি না! ইউটিউবারের পক্ষে উপস্থিত আইনজীবী স্বীকার করেন যে, যে ভাষা ব্যবহার করেছেন তাতে তিনি নিজেও বিরক্ত, তবে এটি ফৌজদারি অপরাধ হিসাবে বিবেচিত কি না তা নিয়ে প্রশ্ন তোলেন।

 

এদিন রণবীর আলাহাবাদিয়াকে চরম ভর্ৎসনা করে শীর্ষ আদালত। বেঞ্চ বলেছে যে শোতে তিনি যে মন্তব্য করেছেন তা দিয়ে তিনি নিজের বাবা-মাকেও অপমান করেছেন। এই ব্যক্তির মনে কিছু নোংরা আছে, যা এই প্রোগ্রামের মাধ্যমে উগড়ে দেওয়া হয়েছে। বিচারপতি কান্ত অবশ্য আশ্বস্ত করেছেন, এলাহাবাদিয়া যে প্রাণনাশের হুমকি পেয়েছেন বলে দাবি করেছেন, রাষ্ট্র তা দেখভাল করবে।

আরো পড়ুন
‘অনিন্দ্য সুন্দর’, ফারিয়ার মেকআপহীন ছবির প্রশংসায় অনুরাগীরা

‘অনিন্দ্য সুন্দর’, ফারিয়ার মেকআপহীন ছবির প্রশংসায় অনুরাগীরা

 

অনিন্দ

ভারতের জনপ্রিয় ইউটিউবার রণবীর আল্লাবাদিয়া। ‘ইন্ডিয়াস গট ল্যাটেন্ট’ শোতে বাবা-মায়ের যৌনতার ব্যাপারে অশালীন মন্তব্য করার পর সমালোচনার মুখে পড়েন তিনি। ইউটিউবারের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। দেশজুড়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েন তিনি। এমনকী নিজের বাড়িতে তালা মেরে এই মুহুর্তে পলাতক রয়েছেন এ ইউটিউবার।

মন্তব্য

সম্পর্কিত খবর

হল কাঁপাচ্ছে ‘বরবাদ’, থানায় যেতে হলো নির্মাতাদের

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
শেয়ার
হল কাঁপাচ্ছে ‘বরবাদ’, থানায় যেতে হলো নির্মাতাদের
থানায় ‘বরবাদ’ টিম

ঈদ মানেই শাকিব খান, ঈদ মানেই প্রেক্ষাগৃহে মানুষের আনাগোনা। প্রতিবছর ঈদে নিয়ম করে মুক্তি পায় ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের সিনেমা। এবারের ঈদেও তার ব্যতিক্রম নয়। ঈদের দিনে মুক্তি পেয়েছে মেহেদি হাসান হৃদয় পরিচালিত এবং শাকিব খান অভিনীত সিনেমা ‘বরবাদ’।

সিনেমাটির টিজার প্রকাশের পর থেকে দর্শকও অপেক্ষায় ছিল। মুক্তির প্রথম দিনেই বোঝা গেল আলোচনা শুধু মুখেই নয়, প্রেক্ষাগৃহেও সাড়া পাচ্ছে ‘বরবাদ’।

আরো পড়ুন
পরীমনির মেহেদি করা হাতে কার নাম? ভক্তদের নিশানায় শেখ সাদী!

পরীমনির মেহেদি করা হাতে কার নাম? ভক্তদের নিশানায় শেখ সাদী!

 

মুক্তির প্রথম দিন দুর্দান্ত সাড়া ফেলেছে ‘বরবাদ’। তবে সিনেমাটি পড়েছে পাইরেসির কবলে।

কিছু অসাধু ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বিভিন্নভাবে ছড়িয়ে দিচ্ছে ‘বরবাদ’-এর পাইরেসি।  আর সেই অসাধু ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে থানায় হাজির হলেন বরবাদের পরিচালক-প্রযোজক।

বিষয়টি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রযোজক-পরিচালক দুজনেই। ‘বরবাদ’ সিনেমার প্রযোজক স্বার্থহীন আক্তার সুমি বলেন, ‘আমারা সিনেমাটির পাইরেসি বন্ধ করতে মুক্তির আগেই একটি প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করছিলাম।

তারা সোশ্যাল মিডিয়ায় পাইরেসি বন্ধ করতে কাজ করে। এ কারণে বরবাদের যেসব ফুটেজ সোশ্যাল মিডিয়াতে এসেছে সেগুলো সক্রিয়ভাবেই নেমে যাচ্ছে। কিন্তু যারা সিনেমা হল থেকে ফোন বা ক্যামেরা দিয়ে কপি করছেন সেসব ফুটেজ ডিলিট করতে আমাদের একটা আইনি ব্যবস্থা নেওয়ার জরুরি ছিল। এ জন আমরা একা পোস্ট করেছি সোশ্যাল মিডিয়াতে।’ 

আরো পড়ুন
প্রথম দিনে কত আয় করল শাকিবের ‘বরবাদ’?

প্রথম দিনে কত আয় করল শাকিবের ‘বরবাদ’?

 

এ বিষয়ে সুমি আরো বলেন, ‘সকালে টেলিগ্রাম গ্রুপে আমাদের সিনেমা দেখার পর আমরা থানায় আসি।

এভাবে করলে তো সিনেমা করা যাবে না। এটা তো হল মালিকদের ব্যবসার ক্ষতি আর সেই সঙ্গে আমাদের জন্যও বিষয়টা ক্ষতিকর।’

বরবাদের পরিচালক মেহেদি হাসান হৃদয় বলেন, কোন কোন হল থেকে সিনেমা পাইরেসি হয়েছে সেটা জানা সম্ভব হয়নি। তারা এই পাইরেসির বিরুদ্ধে আইনিভাবে ব্যবস্থা নিচ্ছেন। মেহেদি হাসান হৃদয় সামাজিক যোগাযোগ মাধ্যমে বরবাদ টিমের পক্ষ থেকে এক পোস্ট দিয়ে বলেন,  “‘বরবাদ’ বড় পর্দায় দেখুন, পাইরেসি থেকে বিরত থাকুন, শিল্প ও শিল্পীর সম্মান করুন। ‘বরবাদ’ চলচ্চিত্র নির্মিত হয়েছে অসংখ্য কলা-কুশলীর কঠোর পরিশ্রম ও সৃজনশীলতায়।  আপনার এক মুহূর্তের পাইরেসি পুরো টিমের পরিশ্রমকে ‘বরবাদ’ করতে পারে।”

এবারের ঈদের সর্বাধিক প্রত্যাশিত সিনেমা ‘বরবাদ’।  এটি পরিচালনা করেছেন মেহেদী হাসান হৃদয়। সিনেমাটিতে শাকিবের সঙ্গে জুটি বেঁধেছেন কলকাতার ইধিকা পাল। আরো রয়েছেন যীশু সেনগুপ্ত, মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম ও ফজলুর রহমান বাবু।

মন্তব্য

পরীমনির মেহেদি করা হাতে কার নাম? ভক্তদের নিশানায় শেখ সাদী!

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
শেয়ার
পরীমনির মেহেদি করা হাতে কার নাম? ভক্তদের নিশানায় শেখ সাদী!
পরীমনির মেহেদি করা হাতে ‘এস’ লেখা (ফেসবুক থেকে নেওয়া)

সাম্প্রতিক সময়ে গায়ক শেখ সাদীর সঙ্গে ঢাকাই সিনেমার সর্বাধিক জনপ্রিয় নায়িকা পরীমনির প্রেমের গুঞ্জন ভেসে বেড়াচ্ছে শোবিজাঙ্গনে। গত কয়েকমাসে একাধিকবার খবরের শিরোনাম হয়েছেন দুজন। ভক্ত নেটিজেনদের দাবি, প্রেম করছেন দুজন। যদিও পরী ও সাদী বার বার অস্বীকার করে এসেছেন এমন দাবি।

তবে ঈদে নতুন করে আবারও বাতাস লেগেছে সেই গুঞ্জনে।

আরো পড়ুন
প্রথম দিনে কত আয় করল শাকিবের ‘বরবাদ’?

প্রথম দিনে কত আয় করল শাকিবের ‘বরবাদ’?

 

ঈদে পরীমনি একটি ছবি শেয়ার করেছেন ফেসবুকে। তার মেহেদী হাতের সেই ছবি দেখে নেটিজেনরা মেলাচ্ছেন অন্য হিসাব। পরীর শেয়ার করা ছবিতে দেখা যায়, নায়িকার মেহেদি রাঙা হাতে ‘এস’ শব্দটি লেখা রয়েছে।

ছবি শেয়ার করে অভিনেত্রী ক্যাপশনে লিখেছেন, ‘ঈদ মোবারক পরী! নিশ্চয়ই জীবনের উত্তম সময়ের জন্যে ধৈর্য্য ধরাটা জরুরি। আল্লাহ ভরসা।’ তবে ছবিটি দেখে বোঝা যাচ্ছে, হাতে ক্যানুলা লাগানো। তবে কি অসুস্থ পরীমনি? পোস্টের মন্তব্যের অপশন বন্ধ করে রেখেছেন পরী।
 

এদিকে, পরীর সেই ছবি দেখে আবারও দুইয়ে দুইয়ে চার মেলাতে ব্যস্ত হয়ে পড়েছেন ভক্ত অনুরাগীরা। অনেকের মতে, এই এস সাদীর নাম ইঙ্গিত করে। সরাসরি স্বীকার না করলেও সাদীর সঙ্গেই প্রেমে জড়িয়েছেন পরী। এমনকী সেই পোস্টের মন্তব্যের ঘরেও দেখা যাচ্ছে এমন মন্তব্য। যা দেখে ভক্তরা বলছেন, ‘এস’ শেখ সাদীর নামের প্রথম অক্ষর।

ভক্তরা সেই ছবি শেয়ার করে লিখছেন, ‘লুকিয়ে লুকিয়ে পরীমনি আর শেখ সাদী প্রেম করছি কিন্তু বাঙালির সেটা এবার ধরে ফেলেছে।’ আরেকজনের কথায়, ‘ছবি শেয়ার করে সাদীর নামের প্রথম অক্ষর লিখেছে, আমরা সব বুঝি।’

আরো পড়ুন
বক্স অফিসে জমল না সালমান ম্যাজিক

বক্স অফিসে জমল না সালমান ম্যাজিক

 

মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় চিত্রনায়িকা পরীমনি আদালতে আত্মসমর্পণ করে জামিন পান। তাঁর স্থানীয় জামিনদার হয়েছেন তরুণ গায়ক শেখ সাদী। এরপর থেকেই আলোচিত শেখ সাদী। তখন থেকেই শুরু হয় দুজনকে ঘিরে প্রেমের গুঞ্জন। যদিও তারা দুজনেই প্রেমের বিষয়টি অস্বীকার করেছেন। জানিয়েছেন তারা ভাল বন্ধু। তবে ভক্তরা এখনও দুজনকে ঘিরে কৌতুহল জারি রেখেছেন। সুযোগ পেলেই পরী-সাদীকে ঘিরে আলোচনায় জমিয়ে রাখছেন শোবিজঅঙ্গন। এখন দেখার পালা, সত্যিই কি সম্পর্কে জড়িয়েছেন পরী-সাদী। নাকি পুরোটাই নিছক গুঞ্জন, যেমনটা তারা বলেছেন। সময়ই বলে দেবে আসল সত্য কি।

মন্তব্য
ঈদ সিনেমা

প্রথম দিনে কত আয় করল শাকিবের ‘বরবাদ’?

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
শেয়ার
প্রথম দিনে কত আয় করল শাকিবের ‘বরবাদ’?
‘বরবাদ’ দেখতে দর্শকদের ভিড়

ঈদ মানেই শাকিব খান, ঈদ মানেই প্রেক্ষাগৃহে মানুষের আনাগোনা। প্রতিবছর ঈদে নিয়ম করে মুক্তি পায় ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের সিনেমা। এবারের ঈদেও তার ব্যতিক্রম নয়। ঈদের দিনে মুক্তি পেয়েছে মেহেদি হাসান হৃদয় পরিচালিত এবং শাকিব খান অভিনীত সিনেমা ‘বরবাদ’।

সিনেমাটির টিজার প্রকাশের পর থেকে দর্শকও অপেক্ষায় ছিল। মুক্তির প্রথম দিনেই বোঝা গেল আলোচনা শুধু মুখেই নয়, প্রেক্ষাগৃহেও সাড়া পাচ্ছে বরবাদ।

আরো পড়ুন
বক্স অফিসে জমল না সালমান ম্যাজিক

বক্স অফিসে জমল না সালমান ম্যাজিক

 

বাংলা মুভি রিভিউ এর তথ্যমতে, ঈদের দিন মাল্টিপ্লেক্স গুলোতে বাংলা সিনেমা গুলো প্রায় ৬০ লক্ষ টাকা আয় করেছে। এর মাঝে ৩৭ টি শো হাউজফুল ছিল, অকুপেন্সিও বেশ ভালো।

সবগুলো মিলিয়ে রেকর্ড আয় করলেও একক ভাবে কোন সিনেমা রেকর্ড করতে পারেনি। 

প্রথমদিন বক্স অফিসে বরবাদের আয় ২৮ লাখ। বরবাদের (২৮ লাখ) ওয়ার্ড অফ মাউথ পজেটিভ হলেও দরদ (৩০ লাখ) ও তুফানের (২৯ লাখ) চেয়ে প্রথম দিনে কম কালেকশন করেছে। আজ সবগুলো সিনেমার শো সংখ্যা বাড়ছে, স্বভাবতই আয়ও বাড়বে।

‘বরবাদ’ সিনেমার বাজেট ১৫ কোটি টাকা। এটি পরিচালনা করেছেন মেহেদী হাসান। সিনেমাটিতে শাকিবের সঙ্গে জুটি হয়েছেন কলকাতার ইধিকা পাল। আরও রয়েছেন যীশু সেনগুপ্ত, মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম ও ফজলুর রহমান বাবু।

মন্তব্য

কেমন কাটল বলিউডের ঈদ

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
শেয়ার
কেমন কাটল বলিউডের ঈদ
বাঁ থেকে প্রিয়াঙ্কা চোপড়া-নিক জোনাস, দুই ছেলের সঙ্গে আমির খান ও সালমান খান

ঈদ এলেই উৎসবের রং ছড়িয়ে পড়ে চারপাশে। তারকারাও ব্যতিক্রম নন। সাধারণ মানুষের মতো পর্দার মানুষগুলোও এই দিনটিকে ঘিরে সাজিয়ে রাখেন বিশেষ পরিকল্পনা। শুটিংয়ের ব্যস্ততা শেষে পরিবারের সঙ্গে সময় কাটানো, বন্ধু-বান্ধবের সঙ্গে আড্ডা, ঘুরে বেড়ানো—সব মিলিয়ে ঈদ মানেই বাড়তি আনন্দ।

বলিউড তারকাদের এবারের ঈদ কেটেছে পরিবারের সঙ্গেই। পাশাপাশি ভক্তদেরও শুভেচ্ছা জানিয়েছেন তারা।

আরো পড়ুন
ঈদের দ্বিতীয় দিন টিভি পর্দায় থাকছে যেসব নাটক-টেলিফিল্ম

ঈদের দ্বিতীয় দিন টিভি পর্দায় থাকছে যেসব নাটক-টেলিফিল্ম

 

ইনস্টাগ্রামে ছবি শেয়ার করে প্রিয়াঙ্কা ঈদ মোবারক লিখে সবাইকে জানিয়েছেন ঈদের শুভেচ্ছা। প্রিয়াঙ্কার পাশাপাশি জুনিয়র এনটিআর ঈদের শুভেচ্ছা জানিয়ে একটি ছবি শেয়ার করে লিখেছেন, ঈদ মোবারক।

একদিকে বরুণ ধাওয়ান ইনস্টাগ্রামে ছবি শেয়ার করে লেখেন, ‘ঈদ মোবারক’, অন্যদিকে সানি দেওল ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘ইদ মোবারক। এই দিনটি ভালোবাসা, আনন্দ এবং ঈশ্বরের আশীর্বাদে ভরে উঠুক। আপনাদের সবার সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করছি।’

দক্ষিণী অভিনেত্রী রাশমিকা।

ইনস্টাগ্রামে ছবি শেয়ার করে ভক্তদের উদ্দেশে লিখেছেন, ‘ঈদ মোবারক। আশা করি আপনাদের দিনটি হাসিখুশিতে ভরে উঠবে। সব সময় আনন্দে থাকুন। ’

আরো পড়ুন
বক্স অফিসে জমল না সালমান ম্যাজিক

বক্স অফিসে জমল না সালমান ম্যাজিক

 

গহওর খানকে স্বামী-সন্তানের সঙ্গে ছবি শেয়ার করে ঈদের শুভেচ্ছা জানাতে দেখা যায়। ছবি পোস্ট করে তিনি লেখেন, ‘ঈদ মোবারক! আল্লাহ সবার মঙ্গল করুন।

আমাদের ওপর তাঁর রহমত বজায় থাকুক, আমিন।'

সাইফ আলী খান কাজে ব্যস্ত থাকলেও বোন সোহা এই দিনটি কাটিয়েছেন পরিবারের সঙ্গে। গোলাপি রঙের একটি লেহেঙ্গা পরে মেয়ের সঙ্গে ভিডিও পোস্ট করে ঈদের শুভেচ্ছা জানাতে দেখা গেছে তাকে।

বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিত ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, ‘ঈদুল ফিতর মোবারক। আজকের এই বিশেষ উৎসব আপনাদের হৃদয় ভালোবাসায় এবং আপনাদের ঘর আনন্দে ভরিয়ে দিক। আর আপনাদের জীবনে নিয়ে আসুক অগুনতি আশীর্বাদ।’

দক্ষিণি মেগাস্টার মাম্মুটি এক্স হ্যান্ডলে নিজের এক ছবি শেয়ার করে লিখেছেন, ‘হৃদয় জুড়ানো ঈদ শুভেচ্ছা প্রত্যেককে।’

দক্ষিণের লেডি সুপারস্টার নয়নতারা এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘সবাইকে ঈদ মোবারক। খুশি, শান্তি আমার সকল বন্ধুকে।’

দক্ষিণের তারকা রামচরণ ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, ‘হ্যাপি রামাদান আপনাকে এবং আপনার পরিবারকে। ঈদ মোবারক।’

বান্দ্রার বাসভবনে জুনায়েদ, কিরণ এবং আজাদকে নিয়ে ঈদ পালন করতে দেখা যায় আমির খানকে। তবে এই বিশেষ দিনে এখনো নজরে পড়েনি গৌরীর উপস্থিতি। আমিরের পাশাপাশি সাইফকে দেখা যাচ্ছে সাদা শেরওয়ানি পরে সেটে প্রবেশ করতে। কাজের ফাঁকেই সবাইকে সালাম জানিয়ে তিনি ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। সালমান খানকেও দেখা গেছে নিজের বুলেটপ্রুফ কাচের বেলকনি থেকে হাত নারাতে। তবে শাহরুখ খান মান্নাতের বেলকনিতে হাজির হননি এবার।

প্রাসঙ্গিক
মন্তব্য

সর্বশেষ সংবাদ