ঢাকা, বুধবার ২৬ ফেব্রুয়ারি ২০২৫
১৩ ফাল্গুন ১৪৩১, ২৬ শাবান ১৪৪৬

ঢাকা, বুধবার ২৬ ফেব্রুয়ারি ২০২৫
১৩ ফাল্গুন ১৪৩১, ২৬ শাবান ১৪৪৬

সব অবিচারের বীজ হলো দুর্নীতি : দুদক চেয়ারম্যান

কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা প্রতিনিধি
শেয়ার
সব অবিচারের বীজ হলো দুর্নীতি : দুদক চেয়ারম্যান
কুমিল্লায় দুর্নীতি দমন কমিশনের ১৭০ তম গণশুনানির উদ্বোধনী অধিবেশনে দুদক চেয়ারম্যান ড. আবদুল মোমেন। ছবি : কালের কণ্ঠ

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. আবদুল মোমেন বলেছেন, সব অবিচারের বীজ হল দুর্নীতি। আমাদের সবার আকাঙ্ক্ষা ন্যায়বিচার ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা। কিন্তু এজন্য প্রয়োজন দুর্নীতি প্রতিরোধ এবং দুর্নীতি প্রতিরোধের সদিচ্ছা। 

বুধবার (২৯ জানুয়ারি) সকালে কুমিল্লায় দুর্নীতি দমন কমিশনের ১৭০ তম গণশুনানির উদ্বোধনী অধিবেশনে তিনি এ কথা বলেন।

এ সময় দুদকের কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী, কমিশনার (অনুসন্ধান) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহ্সান ফরিদসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দুর্নীতি দমন কমিশনে যারা কাজ করছে, তারা দুর্নীতিগ্রস্ত কি-না সে বিষয়টি সবাইকে খেয়াল রাখার আহ্বান জানিয়ে চেয়ারম্যান ড. আবদুল মোমেন বলেন, ‘আপনারা এটি যদি নিশ্চিত করতে পারেন যে, যারা দুর্নীতি দমন কমিশনে কাজ করছেন তারা দুর্নীতিগ্রস্ত নয়, তাহলে দুর্নীতি দমনে বেশ খানিকটা অগ্রগতি হচ্ছে।’ 

দুর্নীতি দমনের প্রধান সংকট সেবাদাতাকে নিয়ে উল্লেখ করে দুদক চেয়ারম্যান বলেন, ‘সেবাগ্রহীতার ভালো সেবা পাওয়ার প্রত্যাশা থাকতেই পারে। সেবাদাতা যারা, তারা যদি ক্ষমতা অপব্যবহার না করে ক্ষমতাকে দায়িত্ব মনে করি; তাহলে ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা যাবে।

’ 

ড. আবদুল মোমেন বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণের পর রাজধানীর বাইরে জেলা পর্যায়ে দুদকের প্রথম গণশুনানি। এই শুনানি ৪টি বুথে সেবাবঞ্চিত জনসাধারণের ১৩৯টি অভিযোগ উত্থাপিত হয়। এর মধ্যে ৪০টি অভিযোগ বাছাই করে গণশুনানিতে উপস্থাপিত হয়।’  

গণশুনানিতে বাখরাবাদ গ্যাস সিস্টেমস লিমিটেড, বিদ্যুৎ বিভাগ, জেলা সদর হাসপাতাল, কুমিল্লা পাসপোর্ট অফিস, জোনাল সেটেলমেন্ট অফিসসহ বিভিন্ন দপ্তরের বিরুদ্ধে সাধারণ সেবা গ্রাহকদের বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে গণশুনানি করা হয়।


 

মন্তব্য

সম্পর্কিত খবর

নওগাঁয় পিকনিকের বাসের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

নওগাঁ প্রতিনিধি
নওগাঁ প্রতিনিধি
শেয়ার
নওগাঁয় পিকনিকের বাসের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর
ছবি: কালের কণ্ঠ

নওগাঁর ধামইরহাট উপজেলায় পিকনিকের বাসের ধাক্কায় কামাল হোসেন (৪৫) নামে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি ধামইরহাট উপজেলার উত্তর চকযদু গ্রামের বীর মুক্তিযোদ্ধা ইয়াদ আলীর ছেলে।

আজ বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলার বিহারিনগর মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তিনি ব্যবসায়ী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ বুধবার সকালে নওগাঁ থেক হানিফ পরিবহনের একটি পিকনিকের বাস জয়পুরহাটের দিকে যাচ্ছিল। এ সময় ঘটনাস্থলে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে ধাক্কা দিলে মোটরসাইকেলে থাকা চালক কামাল রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।

আরো পড়ুন

ভুবনখ্যাত গজলশিল্পী পঙ্কজ উদাসের প্রথম মৃত্যুবার্ষিকী আজ

ভুবনখ্যাত গজলশিল্পী পঙ্কজ উদাসের প্রথম মৃত্যুবার্ষিকী আজ

 

ধামইরহাট থানার ওসি রাইসুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরাদেহ হস্তান্তর করা হবে।

মন্তব্য

ইজিবাইক খাদে পড়ে প্রাণ গেল কলেজছাত্রের

সদরপুর-চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি
সদরপুর-চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি
শেয়ার
ইজিবাইক খাদে পড়ে প্রাণ গেল কলেজছাত্রের
নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায় ইজিবাইকটি। ছবি: কালের কণ্ঠ

ফরিদপুরের সদরপুরে ইজিবাইক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরো পাঁচজন। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার সদর ইউনিয়নের মহিলা কলেজের সামনে নয়রশি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোস্তাফিজুর রহমান ওরফে মাহফুজ মাতুব্বর (১৭) ভাঙ্গা উপজেলার নাসিরাবাদ ইউনিয়নের কোষাভাঙ্গা গ্রামের ফরহাদ মাতুব্বরের ছেলে।

তিনি সদরপুর সরকারি কলেজের ইন্টার প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। আহতরা হলেন- ফারুক হোসেন (২৫), ইব্রাহিম (৪২), সাদিয়া (১৯), শাহজাহান (৪৮), আল আমিন (২১)।

স্থানীয়দের বরাতে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোতালেব বলেন, সকালে মাহফুজ প্রাইভেট পড়তে ইজিবাইকে করে সদরপুর যচ্ছিলেন। এ সময় দুর্ঘটনাস্থানে ইজিবাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে উল্টে যায়।

এতে মাহফুজসহ পাঁচজন আহত হয়। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মাহফুজকে মৃত ঘোষণা করেন। আহত পাঁচজনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। 
 

মন্তব্য

ভুয়া র‍্যাব পরিচয়ে প্রবাসীর ২১ লাখ টাকা ডাকাতি, গ্রেপ্তার ১

নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জ প্রতিনিধি
শেয়ার
ভুয়া র‍্যাব পরিচয়ে প্রবাসীর ২১ লাখ টাকা ডাকাতি, গ্রেপ্তার ১
সংগৃহীত ছবি

নারায়ণগঞ্জের বন্দরে ভুয়া র‍্যাব পরিচয়ে প্রবাসীর ২১ লাখ টাকা ডাকাতির ঘটনার মো. আব্দুল হক স্বপন (৪৫) নামের এক ডাকাতকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকালে র‍্যাব-১১-এর উপ-পরিচালক মেজর অনাবিল ইমাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

এর আগে, মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ঢাকার ডেমরার আমিনবাগ বাঁশেরপুল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার স্বপন পিরোজপুরের কাউখালীর ধাবরী এলাকার মৃত হাবিবুর রহমান মোল্লার ছেলে।

 

আরো পড়ুন

সাংবাদিককে পিটিয়ে বিএনপি নেতা বললেন, 'পেটানো কম হয়ে গেছে'

সাংবাদিককে পিটিয়ে বিএনপি নেতা বললেন, 'পেটানো কম হয়ে গেছে'

 

সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, কুমিল্লার বুড়িচংয়ের আরাগ আনন্দপুর গ্রামের আব্দুল লতিফের ছেলে আবু হানি (৩৫) এবং ব্রাহ্মণবাড়িয়ার কসবার বিষ্ণুপুর গ্রামের কামাল ভূঁইয়ার ছেলে রাজিব ভূঁইয়া (৩৫) দুবাই প্রবাসী। তারা দুইজন গত ১৪ জানুয়ারি 
ভোরে বাংলাদেশে আসেন। পরে তারা বিমানবন্দর থেকে বের হয়ে একটি প্রাইভেটকার নিয়ে ডলার ভাঙ্গানোর জন্য বাইতুল মোকাররম মার্কেটে যান। 

সেখান থেকে একই তারিখ দুপুরের দিকে রাজধানীর ফ্লাইওভার থেকে এশিয়া লাইন বাসে কুমিল্লার উদ্দেশ্যে রওনা হন।

পরে ওইদিন দুপুর আড়াইটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বন্দরের কেওঢালা এলাকায় পৌঁছালে একটি সাদা রংয়ের হাইয়েস গাড়ী তাদের বহনকৃত বাসটির গতিরোধ করে ৩-৪ জন লোক র‍্যাবের কটি পরিহিত অবস্থায় বাসের ভেতর প্রবেশ করে।

আরো পড়ুন

উত্তরায় পিটিয়ে ঝুলিয়ে রাখা সেই দুজনের অবস্থা আশঙ্কাজনক

উত্তরায় পিটিয়ে ঝুলিয়ে রাখা সেই দুজনের অবস্থা আশঙ্কাজনক

 

এরপর তারা নিজেদেরকে র‍্যাব সদস্য পরিচয় প্রদান করে দুবাই প্রবাসী আবু হানিফ ও রাজিব ভূঁইয়ার বিরুদ্ধে মামলা রয়েছে মর্মে জানায়। তখন প্রবাসী আবু হানিফ ও রাজিব ভূঁইয়া জানান যে, তারা বিদেশ থেকে এসেছেন এবং তাদের বিরুদ্ধে কোন মামলা নাই। তখন প্রবাসীদের বাসের ড্রাইভার ঘটনাটি কৌশলে মোবাইলে ভিডিও ধারণ করে এবং উপস্থিত লোকজন তাদের পরিচয়পত্র দেখাতে বলে, কিন্তু দুষ্কৃতিকারীরা কোনো পরিচয় না দেখিয়ে প্রবাসী দুইজনকে জোর পূর্বক হাইয়েস গাড়ীতে উঠিয়ে প্রবাসী আবু হানিফ ও রাজিব ভূঁইয়ার হাত পা ও চোখ বেঁধে ফেলে।

 

পরে এলোপাথাড়িভাবে মারধর করে প্রবাসী আবু হানিফ ও রাজিব ভূঁইয়ার শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম করে। পরে তাদের সাথে থাকা নগদ সর্বমোট ১২ লাখ টাকাসহ দুইটি ব্যাগ জোরপূর্বক ছিনিয়ে নিয়ে যায় তারা। পরবর্তীতে দুষ্কৃতিকারীরা প্রবাসী আবু হানিফ ও রাজিব ভূঁইয়াকে অনুমানিক ৩-৪ ঘণ্টা বিভিন্ন স্থানে ঘুরিয়ে ওইদিন সন্ধ্যায় ঢাকা ডেমরা এলাকার একটি পরিত্যাক্ত রাস্তার পাশে ফেলে রেখে পালিয়ে যায়। এ ঘটনায় আবু হানিফ বাদী হয়ে বন্দর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন। 

আরো পড়ুন

ভারতের ৪ কম্পানির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

ভারতের ৪ কম্পানির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

 

ডাকাত মো. আব্দুল হক স্বপনের বিরুদ্ধে ডিএমপি ঢাকার পল্টন থানা একটি পর্ণগ্রাফি মামলাসহ ঢাকার কেরানীগঞ্জ থানায় দুইটি ডাকাতি মামলা পাওয়া গেছে।

গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।

মন্তব্য

সাংবাদিককে পিটিয়ে বিএনপি নেতা বললেন, 'পেটানো কম হয়ে গেছে'

ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁও প্রতিনিধি
শেয়ার
সাংবাদিককে পিটিয়ে বিএনপি নেতা বললেন, 'পেটানো কম হয়ে গেছে'
ছবি: কালের কণ্ঠ

ঠাকুরগাঁওয়ে দৈনিক দেশবাংলার প্রতিনিধি সাংবাদিক মামুনের ওপর হামলার অভিযোগ উঠেছে ইউনিয়ন বিএনপি নেতা যুবাইদুর চৌধুরীর বিরুদ্ধে। পরে গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থল থেকে সাংবাদিক মামুনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সদর উপজেলার আখানগর ইউনিয়নের কালিবাড়ি বাজারে এ ঘটনা ঘটে। 

এ সময় ঘটনার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ের সাংবাদিকরা তাৎক্ষণিকভাবে হাসপাতালের সামনে এক ঘণ্টার অবস্থান কর্মসূচি পালন করেন।

তারা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

জানা যায়, সন্ধ্যায় বাজারের এক চায়ের দোকানে অবস্থান করছিলেন মামুন। কিছুক্ষণ পর আখানগর ইউনিয়ন বিএনপির সহসভাপতি যুবাইদুর চৌধুরী তার দলবল নিয়ে অতর্কিত হামলা চালান। কোনো কিছু বুঝে ওঠার আগেই মামুনকে নির্মমভাবে মারধর করা হয় এবং হত্যার উদ্দেশ্যে তার গলা চেপে ধরা হয়।

একপর্যায়ে তার অণ্ডকোষে লাথি মারলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। প্রায় ৩০ মিনিট ধরে চলে এই বর্বর শারীরিক নির্যাতন।

এ বিষয়ে আহত সাংবাদিক মামুন অর রশিদ বলেন, 'কয়েক মাস আগে আমি তাকে নিয়ে চাঁদাবাজির একটি রিপোর্ট করেছিলাম। এরপর থেকেই সে আমাকে মুঠোফোনে হুমকি দিত।

আজকে সে পরিকল্পিতভাবে আমাকে হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়েছে। হায়াত ছিল বলে প্রাণে বেঁচে ফিরেছি। আমি দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।'

ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি লুৎফর রহমান মিঠু বলেন, 'সাংবাদিকদের ওপর এমন হামলা স্বাধীন গণমাধ্যমের ওপর আঘাত। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

'

অভিযুক্ত বিএনপি নেতা যুবাইদুর চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, 'সাংবাদিক আমার বিরুদ্ধে লিখেছে তাকে পিটাবেনা তো কি করব। পেটানো কম হয়ে গেছে।' এই বলে তিনি ফোন কেটে দেন।

রুহিয়া থানা বিএনপির সভাপতি জব্বার বলেন, 'মামুন একজন ভালো ছেলে। তার ওপর হামলার ঘটনা দুঃখজনক। আমরা এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেব।'

রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম নাজমুল কাদের বলেন, 'আমরা হামলার  বিষয়টি শুনেছি। আমাদেরকে অভিযোগ দিলে ব্যবস্থা নিব।'

ঠাকুরগাঁও মেডিক্যাল অফিসার রকিবুল আলম চয়ন বলেন, 'সাংবাদিক মামুনের শরীরে মারাত্মক আঘাতের চিহ্ন রয়েছে। বিশেষ করে গলা ও অণ্ডকোষে গুরুতর আঘাত করা হয়েছে।'

মন্তব্য

সর্বশেষ সংবাদ