ঢাকা, বৃহস্পতিবার ২৭ ফেব্রুয়ারি ২০২৫
১৪ ফাল্গুন ১৪৩১, ২৭ শাবান ১৪৪৬

ঢাকা, বৃহস্পতিবার ২৭ ফেব্রুয়ারি ২০২৫
১৪ ফাল্গুন ১৪৩১, ২৭ শাবান ১৪৪৬

সব অবিচারের বীজ হলো দুর্নীতি : দুদক চেয়ারম্যান

কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা প্রতিনিধি
শেয়ার
সব অবিচারের বীজ হলো দুর্নীতি : দুদক চেয়ারম্যান
কুমিল্লায় দুর্নীতি দমন কমিশনের ১৭০ তম গণশুনানির উদ্বোধনী অধিবেশনে দুদক চেয়ারম্যান ড. আবদুল মোমেন। ছবি : কালের কণ্ঠ

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. আবদুল মোমেন বলেছেন, সব অবিচারের বীজ হল দুর্নীতি। আমাদের সবার আকাঙ্ক্ষা ন্যায়বিচার ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা। কিন্তু এজন্য প্রয়োজন দুর্নীতি প্রতিরোধ এবং দুর্নীতি প্রতিরোধের সদিচ্ছা। 

বুধবার (২৯ জানুয়ারি) সকালে কুমিল্লায় দুর্নীতি দমন কমিশনের ১৭০ তম গণশুনানির উদ্বোধনী অধিবেশনে তিনি এ কথা বলেন।

এ সময় দুদকের কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী, কমিশনার (অনুসন্ধান) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহ্সান ফরিদসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দুর্নীতি দমন কমিশনে যারা কাজ করছে, তারা দুর্নীতিগ্রস্ত কি-না সে বিষয়টি সবাইকে খেয়াল রাখার আহ্বান জানিয়ে চেয়ারম্যান ড. আবদুল মোমেন বলেন, ‘আপনারা এটি যদি নিশ্চিত করতে পারেন যে, যারা দুর্নীতি দমন কমিশনে কাজ করছেন তারা দুর্নীতিগ্রস্ত নয়, তাহলে দুর্নীতি দমনে বেশ খানিকটা অগ্রগতি হচ্ছে।’ 

দুর্নীতি দমনের প্রধান সংকট সেবাদাতাকে নিয়ে উল্লেখ করে দুদক চেয়ারম্যান বলেন, ‘সেবাগ্রহীতার ভালো সেবা পাওয়ার প্রত্যাশা থাকতেই পারে। সেবাদাতা যারা, তারা যদি ক্ষমতা অপব্যবহার না করে ক্ষমতাকে দায়িত্ব মনে করি; তাহলে ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা যাবে।

’ 

ড. আবদুল মোমেন বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণের পর রাজধানীর বাইরে জেলা পর্যায়ে দুদকের প্রথম গণশুনানি। এই শুনানি ৪টি বুথে সেবাবঞ্চিত জনসাধারণের ১৩৯টি অভিযোগ উত্থাপিত হয়। এর মধ্যে ৪০টি অভিযোগ বাছাই করে গণশুনানিতে উপস্থাপিত হয়।’  

গণশুনানিতে বাখরাবাদ গ্যাস সিস্টেমস লিমিটেড, বিদ্যুৎ বিভাগ, জেলা সদর হাসপাতাল, কুমিল্লা পাসপোর্ট অফিস, জোনাল সেটেলমেন্ট অফিসসহ বিভিন্ন দপ্তরের বিরুদ্ধে সাধারণ সেবা গ্রাহকদের বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে গণশুনানি করা হয়।


 

মন্তব্য

সম্পর্কিত খবর

সিলেটে বাসচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

নিজস্ব প্রতিবেদক, সিলেট
নিজস্ব প্রতিবেদক, সিলেট
শেয়ার
সিলেটে বাসচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর
সংগৃহীত ছবি

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় বাসচাপায় ইসাক আলী (৪৬) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৪ জন।

আজ বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের লালাবাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইসাক বিশ্বনাথ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের হাবরা এলাকার প্রয়াত আব্দুল ওয়ালীদের ছেলে।

 

আরো পড়ুন
নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে ড. ইউনূসকে আমন্ত্রণ

নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে ড. ইউনূসকে আমন্ত্রণ

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে সিলেটগামী একটি পিকআপ দ্রুতগতিতে গিয়ে সামনে থাকা ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে পিকআপের দুই আরোহী আহত হন। এ ঘটনায় রাস্তার যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় একটি বাস ভুল পথ ধরে যাওয়ার চেষ্টা করলে বিপরীত দিক থেকে আসা দুটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়।

এতে মোটরসাইকেল দুটির তিন আরোহী আহত হন। তাদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইসাক আলীকে মৃত ঘোষণা করেন। 

এসব তথ্য নিশ্চিত করে সিলেটের দক্ষিণ সুরমা থানার ওসি মো. মিজানুর রহমান বলেন, ‘দুর্ঘটনা কবলিত বাস, পিকআপ ও দুটি মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

এ ঘটনায় আইনি পদক্ষে প্রক্রিয়াধীন রয়েছে।’

মন্তব্য

বেক্সিমকোর ১৪ কারখানা স্থায়ীভাবে বন্ধ, সব শ্রমিক ছাঁটাই

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
শেয়ার
বেক্সিমকোর ১৪ কারখানা স্থায়ীভাবে বন্ধ, সব শ্রমিক ছাঁটাই
সংগৃহীত ছবি

গাজীপুর মহানগরীর কাশিমপুরের সারাব এলাকার বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের টেক্সটাইলস অ্যান্ড অ্যাপারেল বিভাগের ১৪ কারখানা আগামীকাল শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) থেকে স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। সেই সঙ্গে সব শ্রমিককে ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গতকাল বুধবার প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক স্বাক্ষরিত এক নোটিশে ওই ঘোষণা দেওয়া হয়েছে। নোটিশে বলা হয়, গাজীপুরে অবস্থিত বেক্সিমকো লিমিটেড (ইয়ার্ন ইউনিট-১ ব্যতীত) ও এর সংশ্লিষ্ট অন্য ১৩টি প্রতিষ্ঠানসহ মোট ১৪টি প্রতিষ্ঠানে কর্মরত সব কর্মকর্তা, কর্মচারী এবং শ্রমিকদের বিশেষ অবগতির জন্য জানানো যাচ্ছে যে কারখানায় কোনো কাজ না থাকার কারণে গত বছরের ১৬ ডিসেম্বর এবং ৫ ফেব্রুয়ারি হতে বাংলাদেশ শ্রম আইন ২০০৬ (সর্বশেষ সংশোধিত ২০১৮) অনুযায়ী সংশ্লিষ্ট ধারা মোতাবেক কারখানাসমূহ লে-অফ ঘোষণা করা হয়।

কোনোভাবেই কাজের সংস্থান না থাকায় কারখানাসমূহ ১৬(৭) ধারা এবং তদনুযায়ী ২০(৩) ধারা মোতাবেক কারখানার সব শ্রমিককে ২৮ ফেব্রুয়ারি হতে ছাঁটাই করা হলো এবং প্রতিষ্ঠানসমূহের সব কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ ঘোষণা করা হলো। ছাঁটাইকৃত সব শ্রমিককে আইন ও বিধি অনুযায়ী তাদের সব প্রাপ্য পাওনাদি প্রদান করা হবে। এই প্রাপ্য পাওনাদি আগামী ৯ মার্চ হতে পর্যায়ক্রমে পরিশোধ করা হবে।

গাজীপুর শিল্পাঞ্চল পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম বলেন, কর্তৃপক্ষ ১৬ টি কারখানা দাবি করলেও প্রকৃকপক্ষে কারখানার পাওয়া গেছে ১৪টি।

ওই ১৪ কারখানা স্থায়ীভাবে বন্ধের ঘোষণা হলেও পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তারপরও ওই এলাকায়  অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

মন্তব্য

মিরসরাইয়ে ৪ গাড়ির সংঘর্ষে নিহত ২, আহত ২০

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
শেয়ার
মিরসরাইয়ে ৪ গাড়ির সংঘর্ষে নিহত ২, আহত ২০
ছবি: কালের কণ্ঠ

চট্টগ্রামের মিরসরাইয়ে ৪টি যানবাহনের সংঘর্ষে ২ জন নিহত এবং প্রায় ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ১০ জনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় মহাসড়কে প্রায় ২ ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করে।

আজ বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাত ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই উপজেলার মিঠাছরা বাজারের ইউটার্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ঝালকাঠি জেলার কাঁঠালিয়া থানার মুশিরাবাদ গ্রামের লতিফ হাওলাদারের ছেলে কাভার্ডভ্যান চালক সুমন হাওলাদার (৩৫), ঝালকাঠি জেলার পশ্চিম মাদারবাড়ী থানার পোড়া মসজিদ গ্রামের শাহ আলমের ছেলে বাস সুপারভাইজার সোহাগ (৩৫)।

আহতরা হলেন- শাহরিয়া (১৮), শার্মিলা (১৬), রোমেলা (১২), উম্মে সালমা (১৬), আলা মিয়া (১৪), মারিয়া (১৫), কামরুজ্জমান (৪২), আবদুর রশিদ (৫০), আয়েশা আক্তার (৪২), মিজান উদ্দিন (৬৩)। আহত অন্যদের পরিচয় পাওয়া যায়নি।

আরো পড়ুন
বুয়েটে চান্স পেল যমজ ২ ভাই

বুয়েটে চান্স পেল যমজ ২ ভাই

 

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই উপজেলার মিঠাছরা বাজার ইউটার্ন এলাকায় বুধবার ভোররাতে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা নীরব পরিবহনের একটি যাত্রীবাহী বাস শ্যামলী পরিবহন বাসকে ধাক্কা দেয়। এতে নীরব পরিবহনের বাসটি মহাসড়কের আইল্যান্ড পার হয়ে চট্টগ্রামমুখী হয়ে গেলে দ্রুতগামী একটি কাভার্ডভ্যান নীরব পরিবহনের বাসের সঙ্গে ধাক্কা লাগে।

আরো পড়ুন
দেশে বিরাজমান বৈষম্যগুলোকে চিহ্নিত করে কাজ করতে হবে : শিরীন হক

দেশে বিরাজমান বৈষম্যগুলোকে চিহ্নিত করে কাজ করতে হবে : শিরীন হক

 

জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক বোরহান উদ্দিন বলেন, ‘বুধবার দিবাগত রাত ৩টার দিকে মহাসড়কের মিঠাছরা বাজার এলাকায় চারটি গাড়ির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ২ জন নিহত হয়।

আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে। ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত যানবাহনগুলো উদ্ধার করে ফাঁড়িতে আনা হয়েছে।’

মন্তব্য

আবদুল্লাহ আল নোমানের মরদেহ চট্টগ্রামে, দাফন কাল

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
শেয়ার
আবদুল্লাহ আল নোমানের মরদেহ চট্টগ্রামে, দাফন কাল
ছবি : কালের কণ্ঠ

বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা আবদুল্লাহ আল নোমানের মরদেহ ঢাকা থেকে নিজ শহর চট্টগ্রামে আনা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেল পৌনে ৫টায় হেলিকপ্টারযোগে বর্ষীয়ান এই রাজনীতিবিদের মরদেহ চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে আনা হয়। এ সময় তাকে একনজর দেখতে সেখানে উপচে পড়া ভিড় ছিল।

পরে কাজীর দেউড়ি ভিআইপি টাওয়ারের বাসভবন প্রাঙ্গণে দর্শনার্থীদের জন্য রাখা হয় মরদেহ।

সেখানেও দলীয় নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ভিড় করে।

আরো পড়ুন
ট্রাম্পের প্রথম মন্ত্রিসভার বৈঠকে যে সতর্কবার্তা দিলেন মাস্ক

ট্রাম্পের প্রথম মন্ত্রিসভার বৈঠকে যে সতর্কবার্তা দিলেন মাস্ক

 

পরিবার থেকে জানানো হয়, আগামীকাল শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে ৯টা পর্যন্ত চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে শুধু বিশ্ববিদ্যালয়ের ছাত্র, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের দর্শনের জন্য প্রয়াত আবদুল্লাহ আল নোমানের মরদেহ রাখা হবে। এরপর সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি প্রাঙ্গণে বিশ্ববিদ্যালয়টির ছাত্র, শিক্ষক ও কর্মচারী-কর্মকর্তাদের দর্শনের জন্য রাখা হবে। সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত চট্টগ্রাম মহানগর বিএনপির দলীয় কার্যালয় নাসিমন ভবনের মাঠে দর্শনার্থীদের জন্য রাখা হবে।

এরপর দুপুর ১টায় মরদেহ নগরের জমিয়তুল ফালাহ মসজিদ ময়দানে রাখা হবে এবং পরে বাদে জুমা দুপুর আড়াইটায় জানাজা অনুষ্ঠিত হবে। সর্বশেষ বাদে আসর চট্টগ্রামের রাউজান গহিরা স্কুল মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে। এরপর গ্রামের বাড়ি গহিরা এলাকার পারিবারিক কবরস্থানে দাফন করা হবে আবদুল্লাহ আল নোমানকে। 

আরো পড়ুন
ব্রেক নাকি ক্লাচ, গাড়ি থামাতে কোনটি আগে করবেন

ব্রেক নাকি ক্লাচ, গাড়ি থামাতে কোনটি আগে করবেন

 

বীর মুক্তিযোদ্ধা, বিএনপি কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমান গত মঙ্গলবার সকাল ৬টায় ঢাকায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

প্রবীণ এই রাজনীতিবিদের মৃত্যুতে নিজ জন্মস্থান চট্টগ্রামসহ সারা দেশের রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসে। আজ বৃহস্পতিবার তার মরদেহ চট্টগ্রাম এলে কফিনে অনেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। অনেকে কান্নায় ভেঙে পড়েন।

মন্তব্য

সর্বশেষ সংবাদ