ঢাকা, রবিবার ১৩ এপ্রিল ২০২৫
৩০ চৈত্র ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৬

ঢাকা, রবিবার ১৩ এপ্রিল ২০২৫
৩০ চৈত্র ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৬

দিনাজপুরে পুলিশের অভিযানে এক রাতেই গ্রেপ্তার ৬৪

দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুর প্রতিনিধি
শেয়ার
দিনাজপুরে পুলিশের অভিযানে এক রাতেই গ্রেপ্তার ৬৪
ছবি : কালের কণ্ঠ

দিনাজপুরে পুলিশ অভিযান চালিয়ে এক রাতে ৬৮ জনকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার দিবাগত রাতে তাদের বিভিন্ন উপজেলা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের ১৩ জন, মাদকসহ অন্যান্য মামলায় ২৯ জন, পলাতক আসামি ২৫ জন ও পুলিশ আইনের ৩৪ ধারায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের গ্রেপ্তারকৃত ১৩ জন হচ্ছেন ঘোড়াঘাট উপজেলার শালিকাদহ গ্রামের মৃত নাছির উদ্দীনের ছেলে ১ নং বুলাকিপুর ইউনিয়নের যুবলীগ সভাপতি মো. রহমান (৬২), একই ইউনিয়নের উত্তর দেবীপুর গ্রামের জেসারত আলীর ছেলে ১ নং বুলাকিপুর ইউনিয়নের সাবেক যুবলীগ সভাপতি মো. রফিকুল ইসলাম (৬০), কাহারোল উপজেলার জিনিয়া গ্রামের গজেন্দ্র নাথ রায়ের ছেলে ৩ নং মুকুন্দপুর ইউনিয়ন আওয়ামী লীগের কার্যকরী সদস্য রাজকুমার (৪৫), একই উপজেলার ঈশানপুর মটুনী বাজার গ্রামের শ্রী উদয় চন্দ্র রায়ের ছেলে ৬ নং রামচন্দ্রপুর ইউনিয়নের যুবলীগের সদস্য নিরঞ্জন চন্দ্র রায় (৪৫), বোচাগঞ্জ উপজেলার বনগাঁও গ্রামের মো. হাসান আলীর ছেলে ৬ নং বনগাঁও ইউনিয়নের ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. জোবাইদুর রহমান (৪৭), ফুলবাড়ী উপজেলার বাজনাপাড়া গ্রামের মৃত জহির উদ্দীনের ছেলে ৩নং কাজীহাল ইউনিয়নের ৭ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. সফিকুল ইসলাম (৪০), একই উপজেলার দেবীপুর গ্রামের কুমীর উদ্দিন সরদার ৭ নং শিবনগর ইউনিয়নের ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগ সহসভাপতি মো. আমিনুল হক সরদার (৬৫), পার্বতীপুর উপজেলার জয়পুর উত্তরপাড়া গ্রামের মৃত আব্দুর রকিব সরদারের ছেলে ৬ নং ইউপির ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আবু দাউদ রুহুল আমিন পলাশ (৪০), মধ্যপাড়া পলিপার গ্রামের মৃত আবু তাহেরের ছেলে ১০ নং হরিরামপুর ইউনিয়ন ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জিয়াদুল ইসলাম (৪০), পাঁচ পুকুর গ্রামের মৃত আফসার আলীর ছেলে ১০ নং ইউনিয়ন ৮ নং ওয়ার্ডের আওয়ামী লীগ কর্মী মো. শফিকুল ইসলাম (৪৮), হরিরামপুর ভাটিপাড়া গ্রামের মৃত খলিলুর রহমারে ছেলে ১ নং ইউনিয়ন ৮ নং ওয়ার্ডের আওয়ামী লীগ কর্মী মো. দুলাল প্রামাণিক (৪০), নতুন বাজার মহল্লার পার্বতীপুর পৌর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. মমিনুল ইসলাম (৫০) ও রিয়াজনগর গ্রামের মৃত মোখলেছুর রহমানের ছেলে পার্বতীপুর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. রিয়াসাদ সরোয়ার জয় (৩০)।

পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন মারুফ বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃতদের আদালতে হাজির করা হলে বিচারক তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন।

প্রাসঙ্গিক
মন্তব্য

সম্পর্কিত খবর

গাজীপুরে ইসরায়েলবিরোধী মিছিল থেকে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
শেয়ার
গাজীপুরে ইসরায়েলবিরোধী মিছিল থেকে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ৩
সংগৃহীত ছবি

ইসরায়েলি আগ্রাসানবিরোধী মিছিল থেকে বিভিন্ন কারখানা ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে কোনাবাড়ী থানা পুলিশ। গ্রেপ্তাররা হলেন নেত্রকোনা জেলার মদন থানার তেঁতুলিয়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে মো. হানিফ (১৯), সুনামগঞ্জ জেলার শাল্লা থানার বিষ্ণুপুর গ্রামের বিনদ দাসের ছেলে মনজিৎ দাস (২৫) এবং ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানার বাড়ইতলা গ্রামের আবু তাহেরের ছেলে মো. জাহিদ হাসান (২০)।

তারা সবাই গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানার বিভিন্ন এলাকায় বসবাস করেন। দেশকে অস্থিতিশীল ও বহির্বিশ্বে দেশকে হেয় প্রতিপ্রন্ন করতে এ হামলা চালানো হয় বলে জানিয়েছে পুলিশ।

 

আরো পড়ুন
স্লোগান দিয়ে নববর্ষের মঞ্চ ভাঙচুর

স্লোগান দিয়ে নববর্ষের মঞ্চ ভাঙচুর

 

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর) মো. রবিউল ইসলাম জানান, শনিবার রাতে কোনাবাড়ীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়। 

রবিবার তাদের মহানগর আদালতে পাঠানো হলে বিচারক জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। এর আগে গতকাল শনিবার বিকেলে ইসরায়েলি আগ্রাসনবিরোধী মিছিল থেকে কোনাবাড়ী এলাকার কয়েকটি পোশাক কারখানা ও বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর চালায় দুষ্কৃতকারীরা।

মন্তব্য

স্লোগান দিয়ে নববর্ষের মঞ্চ ভাঙচুর

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
শেয়ার
স্লোগান দিয়ে নববর্ষের মঞ্চ ভাঙচুর
সংগৃহীত ছবি

চট্টগ্রাম ডিসি হিলে নববর্ষের অনুষ্ঠান হওয়ার স্থলে ভাঙচুরের ঘটনা ঘটেছে। রবিবার (১৩ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

সম্মিলিত পহেলা বৈশাখ উদযাপন পরিষদ ডিসি হিলে বর্ষবরণের অনুষ্ঠানের আয়োজন করার কথা ছিল। অনুষ্ঠান উপলক্ষে নির্মিত মঞ্চ ভাঙচুর, ব্যানার ছিঁড়ে ফেলার ঘটনা ঘটে বলে দাবি করেছেন আয়োজকরা।

এই ঘটনার পর চট্টগ্রামের ডিসি হিলে বর্ষবরণের অনুষ্ঠানের আর আয়োজন করা হবে না বলে জানিয়েছেন সম্মিলিত পহেলা বৈশাখ উদযাপন পরিষদের নেতারা।

সম্মিলিত পহেলা বৈশাখ উদযাপন পরিষদের সদস্যসচিব মোহাম্মদ আলী টিটু কালের কণ্ঠকে বলেন, ‘সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ৩০ থেকে ৪০ জনের একটি টিম এসে পহেলা বৈশাখ অনুষ্ঠান করার মঞ্চ ভেঙে দিয়েছে, অনুষ্ঠানস্থলের পর্দা ছিঁড়ে ফেলছে। আমরা আজকে বর্ষবরণের অনুষ্ঠান বাতিল করে দিয়েছি। অনুষ্ঠান করার মতো পরিবেশ আর নেই।

আরো পড়ুন
মেট্রো রেলে দাঁড়িয়ে যাতায়াত করেন উপদেষ্টা, ছবি ভাইরাল

মেট্রো রেলে দাঁড়িয়ে যাতায়াত করেন উপদেষ্টা, ছবি ভাইরাল

 

হামলা কারা করেছে জানতে চাইলে তিনি বলেন, ‘স্বৈরাচারের দোসররা হুঁশিয়ার সাবধান, খুনি হাসিনার বিচার না হওয়া পর্যন্ত ডিসি হিলে কোনো অনুষ্ঠান হবে না’ এমন স্লোগান দিয়ে এসে ভাঙচুর চালায়। মঞ্চের ব্যাকগ্রাউন্ডে কিছুই আর নাই। আমরা বসা ছিলাম। মিছিলের স্লোগান শুনে আমরা সরে গিয়েছিলাম।

’ 

চট্টগ্রামের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম কালের কণ্ঠকে বলেন, ‘ডিসি হিলে কিছু লোকজন এসে অনুষ্ঠানের কিছু ব্যানার ও কাপড় ছিঁড়ে ফেলছে। সংবাদ শুনে আমরা সঙ্গে সঙ্গে আসছি। বিষয়টি দেখতেছি।’

মন্তব্য

নদের পার ভেঙে মাটি চাপা পড়ে বিআইডব্লিউটি কর্মচারী নিহত

আঞ্চলিক প্রতিনিধি, নেত্রকোণা
আঞ্চলিক প্রতিনিধি, নেত্রকোণা
শেয়ার
নদের পার ভেঙে মাটি চাপা পড়ে বিআইডব্লিউটি কর্মচারী নিহত

নেত্রকোনার খালিয়াজুরীতে ধনু নদের পার ভেঙে মাটির নিচে চাপা পড়ে নৌকায় ঘুমিয়ে থাকা আলখাছ মিয়া (৪৩) নামের বিআইডব্লিউটি কর্মচারী নিহত হয়েছেন। রবিবার (১৩ এপ্রিল) বিকেলে উপজেলার জগন্নাথপুর এলাকার ধনু নদের ফেরিঘাটে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলখাছ মিয়া উপজেলার জগন্নাথপুর গ্রামের ইদ্রিছ মিয়ার ছেলে। তিনি বিআইডব্লিউটিয়ে আউটসোর্সিংয়ে কর্মরত ছিলেন।

খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মকবুল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, আলখাছ মিয়া বিআইডব্লিউটিয়ে আউটসোর্সিংয়ের কর্মী হিসেবে ধনু নদে গভীরতা অনুযায়ী কার্গো-বাল্কহেড চলাচলে সহায়তার জন্য সংকেত দেওয়ার কাজে নিয়োজিত ছিলেন। রবিবার দুপুরে ছোট নৌকা নিয়ে তার কাজ শেষে ক্লান্ত হয়ে জগন্নাথপুর ফেরিঘাটে নৌকায় ঘুমাচ্ছিলেন। এ সময় হঠাৎ নদের পাড় ভেঙে বিশাল মাটির খণ্ড তার নৌকার ওপর পড়ে যায়।

এতে নৌকাটি ডুবে গিয়ে মাটির নিচে চাপা পড়েন তিনি। পরে স্থানীয়দের সহযোগিতায় লেপসিয়া নৌ পুলিশ আলখাছ মিয়াকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে নৌ পুলিশ নিহতের মরদেহ খালিয়াজুরী থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মকবুল হোসেন বলেন, ‘এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই।

পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হবে।’

মন্তব্য

কূপ সংস্কারে নেমে ২ শ্রমিকের মৃত্যু

শেরপুর প্রতিনিধি
শেরপুর প্রতিনিধি
শেয়ার
কূপ সংস্কারে নেমে ২ শ্রমিকের মৃত্যু
সংগৃহীত ছবি

শেরপুরের ঝিনাইগাতীতে কূপ সংস্কার গিয়ে দুই শ্রমিক মারা গেছেন। রবিবার (১৩ এপ্রিল) নলকুড়া ইউনিয়নের শালচূড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন রাংটিয়া এলাকার নীপুরায় কোচের ছেলে নারায়ণ কোচ (৩৮) এবং শালচুড়া এলাকার মৃত নীল মহন কোচের ছেলে নিরাঞ্জন কোচ (৩৫)। 

স্থানীয়রা জানায়, দমকল বিভাগের কর্মীরা কূপের নিচ থেকে নিহত শ্রমিকদের মরদেহ উদ্ধার করেন।

পরে তাদের মরদেহ ঝিনাইগাতী থানা পুলিশের নিকট হস্তান্তর করেন তারা।

আরো পড়ুন
আপনারা অবশ্যই অনির্বাচিত, প্রতিদিন স্মরণ করিয়ে দেওয়া হবে : সালাহউদ্দিন আহমেদ

আপনারা অবশ্যই অনির্বাচিত, প্রতিদিন স্মরণ করিয়ে দেওয়া হবে : সালাহউদ্দিন আহমেদ

ঝিনাইগাতী দমকল বিভাগের স্টেশন অফিসার মো. আব্দুল মান্নান জানান, গভীর কূপের ভেতর অক্সিজেন স্বল্পতার কারণে প্রথম জনের সমস্যা হয়। তাকে উদ্ধার করতে গিয়ে যান আরেকজন। সেখানে দুজনেরই মৃত্যু হয়।

মন্তব্য

সর্বশেষ সংবাদ