নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা নাজমুল গ্রেপ্তার

বাঘা (রাজশাহী) প্রতিনিধি
বাঘা (রাজশাহী) প্রতিনিধি
শেয়ার
নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা নাজমুল গ্রেপ্তার
সংগৃহীত ছবি

রাজশাহীর বাঘায় নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা নাজমুল হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বাঘার আশরাফপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।

বাঘা থানা পুলিশের মুখপাত্র জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে উপজেলার আশরাফপুর এলাকা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নাজমুল হোসেনকে আটক করেছে পুলিশ। তিনি নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা।

আরো পড়ুন
অনিয়মে জর্জরিত কিছু ব্যাংকের বাঁচার সম্ভাবনা ক্ষীণ : গভর্নর

অনিয়মে জর্জরিত কিছু ব্যাংকের বাঁচার সম্ভাবনা ক্ষীণ : গভর্নর

 

বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) আ ফ ম আসাদুজ্জামান বলেন, ‘নাজমুল হোসেনের নামে থানায় তিনটি মামলা রয়েছে। এর মধ্যে দুটি মামলায় জামিন নিলেও একটি (বিস্ফোরক) মামলায় সে পলাতক ছিল। আমরা সেই মামলায় তাকে আটক করেছি।’

মন্তব্য

সম্পর্কিত খবর

অপারেশন ডেভিল হান্ট : বঙ্গবন্ধু সৈনিকলীগের সভাপতি গ্রেপ্তার

দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি
দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি
শেয়ার
অপারেশন ডেভিল হান্ট : বঙ্গবন্ধু সৈনিকলীগের সভাপতি গ্রেপ্তার
সংগৃহীত ছবি

অপারেশন ডেভিল হান্টের আওতায় খাগড়াছড়ির দীঘিনালায় বঙ্গবন্ধু সৈনিকলীগের সভাপতি মো. সেলিমকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৭ মার্চ) রাতে উপজেলার বোয়ালখালি নতুন বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মো. সেলিম (৪০) উপজেলার বোয়ালখালি (সদর) ইউনিয়নের পশ্চিম কাঠালতলি গ্রামের মো. শাহ আলমের ছেলে।

পুলিশ জানায়, ঈদকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিশেষ অভিযানে সেলিমকে গ্রেপ্তার করা হয়।

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাকারিয়া গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে জানান, ফেব্রুয়ারি মাসের একটি মামলায় সন্ধিগ্ধ আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

মন্তব্য

দুর্নীতির দায়ে যশোরে পুলিশ পরিদর্শকের কারাদণ্ড

যশোর প্রতিনিধি
যশোর প্রতিনিধি
শেয়ার
দুর্নীতির দায়ে যশোরে পুলিশ পরিদর্শকের কারাদণ্ড

জ্ঞাতআয়বর্হিভুত সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক পরিদর্শক শেখ সিরাজুল ইসলামকে দুই বছর সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দিয়েছেন যশোরের একটি আদালত। সাজাপ্রাপ্ত শেখ সিরাজুল ইসলাম যশোর নতুন উপশহর এ ব্লকের শেখ মোহাম্মদের ছেলে ও ঝিনাইদহের শৈলকুপা থানার সাবেক পরিদর্শক।

বৃহস্পতিবার (২৭ মার্চ) স্পেশাল জজ (জেলা ও দায়রা জজ) এসএম নূরুল ইসলাম এই রায় ঘোষণা করেন।  দুদকের পিপি সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

দুর্নীতির মামলায় আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বৃহস্পতিবার (২৭ মার্চ) আদালত তাকে দুই বছর সশ্রম কারাদণ্ড, দুই হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো তিন মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত শেখ সিরাজুল ইসলাম পলাতক রয়েছেন।

মামলার অভিযোগে জানা গেছে, জ্ঞাতআয়বর্হিভুত সম্পদ অর্জনের অভিযোগ পাওয়ায় বাগেরহাট পুলিশের তৎকালীন (ডিআইও) পরিদর্শক শেখ সিরাজুল ইসলামের বিরুদ্ধে যশোর জেলা দুর্নীতি দমন ব্যুরো নোটিশ জারি করে। কিন্তু, সিরাজুল ইসলাম তখন নোটিশটি গ্রহণ করেননি।

১৯৯৮ সালের ১৭ মে যশোর ডিএসবির মাধ্যমে নোটিশটি আবার বাগেরহাটে পাঠানো হলে তিনি তখনও গ্রহণ করেননি। পরবর্তীতে এ নোটিশ বাগেরহাট পুলিশ সুপারের মাধ্যমে পাঠানো হয়। কিন্তু, এবারও তা গ্রহণ না করে পদোন্নতি পেয়ে ঝিনাইদহ জেলায় চলে যান সিরাজুল ইসলাম।

তিনি ঝিনাদহের শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে কর্মরত থাকা অবস্থায় এ নোটিশ পুলিশ সুপারের মাধ্যমে আবার পাঠায় দুর্নীতি দমন ব্যুরো যশোর।

কিন্তু, সিরাজুল ইসলাম এবারও সেই নোটিশ গ্রহণ না করে ফিরিয়ে দেন।

অবশেষে ২০০০ সালের ১১ জুলাই দুর্নীতি দমন ব্যুরো যশোরের তৎকালীন উপপরিচালক এমএ সোহবান আসামি শেখ সিরাজুল ইসলামের বিরুদ্ধে জ্ঞাতআয়বর্হিভুত সম্পদ অর্জনের অভিযোগে কোতয়ালি থানায় মামলা করেন। এ মামলার তদন্ত শেষে সিরাজুল ইসলামের বিরুদ্ধে নামে-বেনামে অবৈধভাবে প্রায় কোটি টাকার সম্পদ অর্জনের তথ্য পাওয়া যায়।

দীর্ঘ তদন্ত শেষে ঘটনার সঙ্গে জড়িত থাকায় আাসামি সিরাজুল ইসলামকে অভিযুক্ত করে ২০১৫ সালের ২২ ফেব্রুয়ারি দুদক যশোরের তৎকালীন উপসহকারী পরিচালক আব্দুল ওয়াদুদ আদালতে চার্জশিট জমা দেন।

মন্তব্য
সুন্দরবন

হিরণ পয়েন্টের চরে আটকে পড়া ৩ জেলেকে উদ্ধার

খুলনা অফিস
খুলনা অফিস
শেয়ার
হিরণ পয়েন্টের চরে আটকে পড়া ৩ জেলেকে উদ্ধার

সুন্দরবনের হিরণ পয়েন্ট এলাকায় কাঠের বোটের ইঞ্জিন বিকল হয়ে চরে আটকে যাওয়া তিন জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড। উদ্ধারকৃত তিন জেলে বাগেরহাট জেলার রামপাল এলাকার বাসিন্দা। বৃহস্পতিবার (২৭ মার্চ) তাদেরকে উদ্ধার করা হয় বলে জানিয়েছেন কোস্টগার্ডের পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মাহবুব হোসেন।

আরো পড়ুন
কালিয়াকৈরে শরীরে কেরোসিন ঢেলে আগুন দিয়ে যুবকের আত্মহনন

কালিয়াকৈরে শরীরে কেরোসিন ঢেলে আগুন দিয়ে যুবকের আত্মহনন

 

তিনি জানান, বৃহস্পতিবার বেলা ১১ টায় জাতীয় জরুরী সেবা ৯৯৯-এর মাধ্যমে জানা যায়, হিরণ পয়েন্ট এলাকায় তিনজন জেলে ইঞ্জিন চালিত কাঠের বোট বিকল হয়ে চরে আটকে রয়েছে।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে উক্ত এলাকায় বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন অধীনস্থ বিসিজি আউটপোস্ট দুবলা কর্তৃক তৎক্ষণাৎ উদ্ধার অভিযান পরিচালনা করা হয়।

আরো পড়ুন
গ্যাস ট্যাবলেট নিজে খেয়ে মেয়েকেও খাওয়ালেন মা, মর্মান্তিক মৃত্যু

গ্যাস ট্যাবলেট নিজে খেয়ে মেয়েকেও খাওয়ালেন মা, মর্মান্তিক মৃত্যু

 

পরে হিরণ পয়েন্ট পোর্ট সংলগ্ন এলাকায় কোস্ট গার্ডের উদ্ধারকারী দল অনুসন্ধান চালিয়ে তিন জেলেকে উদ্ধার করে। উদ্ধারকৃত জেলেদেরকে বিসিজি আউটপোস্ট দুবলায় নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ করে জেলেদের বোটসহ মালিকপক্ষের নিকট হস্তান্তর করা হয়।

মন্তব্য

২৪ ঘণ্টায় যমুনা সেতুতে ২ কোটি ৬৫ লাখ টাকা টোল আদায়

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
২৪ ঘণ্টায় যমুনা সেতুতে ২ কোটি ৬৫ লাখ টাকা টোল আদায়

গত ২৪ ঘণ্টায় যমুনা সেতু দিয়ে ৩৫ হাজার ২২৭টি যানবাহন পার হয়েছে। এতে টোল আদায় হয়েছে দুই কোটি ৬৫ লাখ ৩৭ হাজার ৫০০ টাকা।

শুক্রবার সকালে মহাসড়কের টাঙ্গাইল শহর বাইপাস ও কালিহাতীর এলেঙ্গা এলাকায় দেখা যায়, স্বাভাবিক সময়ের চেয়ে বেশি যানবাহন চলাচল করছে। তবে কোথাও যানজট নেই।

আরো পড়ুন
দীর্ঘ সময় এসিতে থাকলে হতে পারে যেসব রোগ

দীর্ঘ সময় এসিতে থাকলে হতে পারে যেসব রোগ

 

যমুনা সেতু কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার আগের ২৪ ঘণ্টায় ৩৫ হাজার ২২৭টি যানবাহন সেতু পার হয়েছে। এর মধ্যে উত্তরবঙ্গগামী যানবাহন ১৮ হাজার ২৩৯টি। মোট টোল আদায় হয়েছে দুই কোটি ৬৫ লাখ ৩৭ হাজার ৫০০ টাকা।

যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল বলেন, ঈদ যাত্রায় যমুনা সেতুর দুই পাশের ৯টি করে মোট ১৮ বুথ দিয়ে যানবাহন পারাপার হচ্ছে।

এ ছাড়া দুইপাশেই মোটরসাইকলের জন্য আলাদা দুটি করে বুথ রয়েছে। এতে নির্বিঘ্নে মানুষ যাতায়াত করতে পারছে।

মন্তব্য

সর্বশেষ সংবাদ