তারেক রহমানের হস্তক্ষেপে ‘বরফ’ গলেছে ব্রাহ্মণবাড়িয়া বিএনপিতে

বিশ্বজিৎ পাল বাবু, ব্রাহ্মণবাড়িয়া
বিশ্বজিৎ পাল বাবু, ব্রাহ্মণবাড়িয়া
শেয়ার
তারেক রহমানের হস্তক্ষেপে ‘বরফ’ গলেছে ব্রাহ্মণবাড়িয়া বিএনপিতে

শীতের এই সময়টাতেও মাঠ পর্যায়ে বেশ উত্তপ্ত ছিল ব্রাহ্মণবাড়িয়া বিএনপি। সম্মেলন সফলে লাঠি মিছিল, আবার সম্মেলনের বিরোধিতা করে মশাল, ঝাড়ু ও জুতা মিছিলও হয়েছে। সম্মেলনের তারিখ পিছিয়েছে দুই দফা। তৃতীয় তারিখেও সম্মেলন হবে কি না এ নিয়ে ছিল সংশয়।

অবশেষে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যানে তারেক রহমানের হস্তক্ষেপে বরফ গলতে শুরু করেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপিতে। তারেক রহমানের নির্দেশ পেয়ে বিরোধীতাকারী পক্ষ সম্মেলনে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় কেটে গেছে উত্তাপ।

আরো পড়ুন
দেশের বাজারে আরো বাড়ল সোনার দাম

দেশের বাজারে আরো বাড়ল সোনার দাম

 

দুই দফা পিছিয়ে আগামী ১ ফেব্রুয়ারি ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সম্মেলনের নতুন তারিখ নির্ধারণ করা হয়। প্রায় এক দশক পর হতে যাওয়া সম্মেলনে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছিল।


 
দলের ত্যাগী ও পরীক্ষিত নেতাদের বাদ দিয়ে ভোটার তালিকা করা হয়েছে বলে বিরোধীতাকারি পক্ষ থেকে অভিযোগ করা হয়। কেন্দ্রের কাছে বিষয়টি জানানো হয়। পরে তারেক রহমানের সঙ্গে আলোচনার পর অবশ্য সম্মেলনে পরিবর্তন আনা হয়েছে। ভোট ছাড়া নেতৃত্ব নির্ধারণের দায়িত্ব নিয়েছেন তারেক রহমান।
বিষয়টি নিয়ে দলটির ভারপ্রাপ্ত মহাসচিব ও জেলার এক নেতার সঙ্গে প্রায় এক ঘণ্টার মতো লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান এ নির্দেশনা দেন। 

জানা যায়, জেলা বিএনপি মূলত দুই ভাগে বিভক্ত। বর্তমান কমিটির আহ্বায়ক আব্দুল মান্নান ও সিরাজুল ইসলামের পক্ষে থেকে পেছন থেকে সমন্বয় করছেন কবির আহমেদ। অন্যদিকে সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা ও সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক খোকনের নেতৃত্বে থাকা কমিটির পেছনে রয়েছেন কেন্দ্রীয় অর্থনীতি বিষয়ক সম্পাদক খালেদ হোসেন মাহবুব শ্যামল। কেন্দ্রীয় বিএনপি ঢাকাতে দুই পক্ষকে ডেকে নিয়ে সুরাহার চেষ্টা করলেও এতে সফল হননি।

শেষ পর্যন্ত তারেক রহমানের হস্তক্ষেপে দুই পক্ষের মধ্যে এখন ঐক্যের সুবাতাস দেখা দিয়েছে।

আরো পড়ুন
‘ইতালিতে ৬০ হাজার বাংলাদেশির পাসপোর্ট আটকা আছে’

‘ইতালিতে ৬০ হাজার বাংলাদেশির পাসপোর্ট আটকা আছে’

 

এ বিষয়ে জেলা বিএনপির সাবেক সভাপতি মো. হাফিজুর রহমান মোল্লা কচি কালের কণ্ঠকে বলেন, ‘তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী সম্মেলনের প্রথম অধিবেশন হবে। দ্বিতীয় অধিবেশনের বিষয়টি তিনি বিবেচনায় রাখবেন বলে জানিয়েছেন। এই মুহূর্তে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল সম্মেলনের আশা করা হচ্ছে। তারেক রহমানের নির্দেশনায় আমরা সম্মেলনে যোগ দেব।’

জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মো. আব্দুল মান্নান জানান, পূর্ব ঘোষিত সময় অনুযায়ী ১ ফেব্রুয়ারি সম্মেলন অনুষ্ঠিত হবে। এ বিষয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সুস্পষ্ট নির্দেশনা দিয়েছেন। সম্মেলন সফলে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

মন্তব্য

সম্পর্কিত খবর

সিলেটে মহাসড়কে প্রাণ গেল ২ জনের

নিজস্ব প্রতিবেদক, সিলেট
নিজস্ব প্রতিবেদক, সিলেট
শেয়ার
সিলেটে মহাসড়কে প্রাণ গেল ২ জনের
সংগৃহীত ছবি

সিলেট-তামাবিল মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় দেলোয়ার হোসেন (২৪) ও মো. তোফায়েল নামের দুজন মারা গেছেন। রবিবার (২৩ ফেব্রুয়ারি) জৈন্তাপুরের কাটাগাং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

দেলোয়ার ডিবির হাওড় গ্রামের মৃত আলী আহমদের ছেলে এবং তোফায়েল বিড়াখাই এলাকার জালাল আহমদের ছেলে। আহত হয়েছেন একই এলাকার জালাল আহমদের ছেলে সাব্বির আহমদ (৩২)।

স্থানীয়রা জানায়, রবিবার দুপুর ২টার দিকে তিন আরোহীসহ মোটরসাইকেলটি জৈন্তাপুর সদরের দিকে যাচ্ছিল। মহাসড়কের কাটাগাং এলাকায় গেলে বিপরীত দিক থেকে আসা মালবোঝাই ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। তামাবিল হাইওয়ে পুলিশ স্থানীয়দের সহায়তায় আহত ও মৃতদের উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

তামাবিল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, নিহতদের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে পুলিশ।

মহাসড়কে যানবাহন চলাচল এখন স্বাভাবিক রয়েছে। ঘাতক ট্রাকটি আটকের জন্য পুলিশ কাজ করছে।

মন্তব্য

সোনারগাঁয়ে এসি বিস্ফোরণে নিহত ২

আঞ্চলিক প্রতিনিধি, নারায়ণগঞ্জ
আঞ্চলিক প্রতিনিধি, নারায়ণগঞ্জ
শেয়ার
সোনারগাঁয়ে এসি বিস্ফোরণে নিহত ২
ছবি: কালের কণ্ঠ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এসির কম্প্রেসর বিস্ফোরণে তুহিন (২৫) ও রাফি (২৩) নামের দুই যুবক নিহত হয়েছেন। রবিবার দুপুর ১টার দিকে সোনারগাঁ উপজেলার কাঁচপুর মেঘা কমপ্লেক্সে অবস্থিত ইস্টার্ন ব্যাংক কাঁচপুর উপশাখায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তুহিন চাঁদপুর সদরের সেলিম বেপারীর ছেলে ও রাফি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানার বাসিন্দা। তারা এসআর পাওয়ার টেকনোলজি নামের একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিল।

কাঁচপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম বলেন, আজ দুপুরে কাঁচপুর মেঘা কমপ্লেক্সে অবস্থিত ইস্টার্ন ব্যাংকের এসির কম্প্রেসর মেরামত করার সময় তুহিন নামের একজন টেকনিশিয়ান ও রাফি নামের একজন সহকারী কম্প্রেসর বিস্ফোরণে অগ্নি দগ্ধ হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এসআর পাওয়ার টেকনোলজির জেনারেল ম্যানেজার শফিউল আলম জানান, ইস্টার্ন ব্যাংক কাঁচপুর উপশাখায় এসি মেরামতের জন্য আমরা তুহিন ও রাফি নামের দুজনকে পাঠাই। সেখানে কাজ করতে গিয়ে দগ্ধ হয়ে তারা মারা যায়।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমএ বারী জানান, বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এ বিষয়ে তদন্ত চলছে।

মন্তব্য

চৌদ্দগ্রামে চালবোঝাই ট্রাক ডাকাতি, গাজীপুরে উদ্ধার

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
শেয়ার
চৌদ্দগ্রামে চালবোঝাই ট্রাক ডাকাতি, গাজীপুরে উদ্ধার
ছবি : কালের কণ্ঠ

কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরশানি এলাকায় পুলিশ পরিচয়ে ৩০০ বস্তা চালবোঝাই একটি ট্রাক ডাকাতি হয়েছে। রবিবার (২৩ ফেব্রুয়ারি) ভোরে খালি ট্রাকটি গাজীপুর থেকে উদ্ধার করেছে পুলিশ।

তবে এ সময় কাউকে গ্রেপ্তার করা যায়নি। এ তথ্য নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহম্মেদ।

আরো পড়ুন
২৪ ঘণ্টায় আ. লীগ-ছাত্রলীগ-যুবলীগের ২১ জন গ্রেপ্তার

২৪ ঘণ্টায় আ. লীগ-ছাত্রলীগ-যুবলীগের ২১ জন গ্রেপ্তার

 

ট্রাক ডাকাতির ঘটনায় ট্রাকের মালিক সাদ্দাম হোসেন বাদী হয়ে অজ্ঞাতপরিচয় চারজনের বিরুদ্ধে মামলা করেছে।
মামলায় সাদ্দাম হোসেন উল্লেখ করেন, ১৪ জানুয়ারি বগুড়ার রেলগেটের তিন মাথা এলাকা থেকে  কিবরিয়া ট্রেডার্স অটো রাইস মিলে ১৫০০ টন (৩০০ বস্তা) চাল যার বাজারমূল্য ৮ লাখ টাকা নিয়ে ট্রাক (নং ঢাকা মেট্রো-ট-২২-৮৫১৯ কক্সবাজারের উদ্দেশে রওনা দেন চালক মিরাজুল ইসলাম বাবু। ১৫ জানুয়ারি ভোরে ট্রাকটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরাশানি এলাকায় পৌঁছলে পেছন থেকে একটি মাইক্রোবাস ট্রাকের গতিরোধ করে ৩-৪ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তি নিজেদের পুলিশ পরিচয় দিয়ে চালক ও হেলপারকে অস্ত্রের মুখে জিম্মি করে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। এরপর চালক মিরাজুল ইসলাম ও সহকারী রবিউল ইসলামকে হাত-পা ও চোখ বেঁধে দৈলবাড়ী এলাকায় ফেলে দিয়ে ট্রাকটি নিয়ে উধাও হয়ে যায়।

পড়ে চালকরা কৌশলে এসে মোবাইল ফোনে তাকে বিষয়টি জানান। এ ঘটনায় তিনি ১৭ জানুয়ারি অজ্ঞাতপরিচয় ডাকাতদলের বিরুদ্ধে মামলা করেন।

ট্রাক চালক মিরাজুল ইসলাম বাবু বলেন, ‘আমরা বগুড়া থেকে চালবোঝাই করে কক্সবাজারের উদ্দেশে রওনা হই। ১৫ জানুয়ারি ভোরে মহাসড়কের মিরশানি এলাকায় পৌঁছালে একটি হাইয়েস আমাদের ট্রাকের গতিরোধ করে।

হাইয়েস থেকে ৩-৪ ব্যক্তি পুলিশের পোশাক পরা ও হাতে পিস্তল নিয়ে আমাকে ট্রাক থেকে নামতে বলে। এ সময় তারা বলে আমার ট্রাকের ভেতরে অবৈধ মাদকদ্রব্য রয়েছে। গাড়ির কাগজপত্র দেখাতে বলেন। আমি কাজগপত্র দেখাইতে চাইলে তারা আমি এবং আমার সহকারীকে অস্ত্রের মুখে জিম্মি করে মারধর করে তাদের ব্যবহৃত হাইয়েসে তুলে চোখ এবং হাত-পা বেঁধে ফেলে। পরে ডাকাতদল আমাদের দৈলবারী স্কুলের সামনে ফেলে দিয়ে ট্রাকটি নিয়ে পালিয়ে যায়।

আরো পড়ুন
২৫ ফেব্রুয়ারিকে ‘জাতীয় শহীদ সেনা দিবস’ ঘোষণা

২৫ ফেব্রুয়ারিকে ‘জাতীয় শহীদ সেনা দিবস’ ঘোষণা

 

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিলাল উদ্দিন আহম্মেদ বলেন, ‘৩০০ বস্তা চালবোঝাই একটি ট্রাক পুলিশ পরিচয়ে ডাকাতরা নিয়ে যায়। এ ঘটনায় মালিক সাদ্দাম হোসেন বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ৩-৪ জনের বিরুদ্ধে থানায় মামলা করে। তথ্য-প্রযুক্তির সহায়তায় রবিবার ভোরে ডাকাতি হওয়া ট্রাকটি খালি অবস্থায় গাজীপুর সিটি করপোরেশন এলাকার বাহাদুরপুর বিম বাজার হতে বাংলা বাজারমুখী রাস্তার ওপর থেকে উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত থাকা ডাকাত দলের সদস্যদেরকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।’

প্রাসঙ্গিক
মন্তব্য

পুকুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালী প্রতিনিধি
শেয়ার
পুকুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু
প্রতীকী ছবি

নোয়াখালীর কোম্পানীগঞ্জে পুকুরে গোসল করতে নেমে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইকবাল হোসেন ফারহান (১২) নামের এক মাদরাসাছাত্র মারা গেছে। রবিবার (২৩ ফেব্রুয়ারি) চরহাজারী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আমির আলী সিমেন বাড়িতে এ ঘটনা ঘটে। 

ফারহান আমীর আলী সিমেন বাড়ির আবুল মোবারকের ছেলে। সে স্থানীয় আবু মাঝিরহাট এ সাঈদিয়া দাখিল মাদরাসার ষষ্ঠ শ্রেণির ছাত্র।

  

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে বাড়ির পুকুরে গোসল করতে যায় ফারহান। ওই পুকুরের ওপর দিয়ে পল্লী বিদ্যুতের একটি তার ছিল। তিনি গোসল করতে নামলে পল্লী বিদ্যুতের একটি তার ছিঁড়ে পুকুরে পড়লে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়।

কোম্পানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

নিহত মাদরাসা ছাত্রের লাশ তার বাড়িতে রয়েছে। নিহতের পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য

সর্বশেষ সংবাদ