ঢাকা, সোমবার ০৭ এপ্রিল ২০২৫
২৩ চৈত্র ১৪৩১, ০৭ শাওয়াল ১৪৪৬

ঢাকা, সোমবার ০৭ এপ্রিল ২০২৫
২৩ চৈত্র ১৪৩১, ০৭ শাওয়াল ১৪৪৬

সোনারগাঁয়ে এসি বিস্ফোরণে নিহত ২

আঞ্চলিক প্রতিনিধি, নারায়ণগঞ্জ
আঞ্চলিক প্রতিনিধি, নারায়ণগঞ্জ
শেয়ার
সোনারগাঁয়ে এসি বিস্ফোরণে নিহত ২
ছবি: কালের কণ্ঠ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এসির কম্প্রেসর বিস্ফোরণে তুহিন (২৫) ও রাফি (২৩) নামের দুই যুবক নিহত হয়েছেন। রবিবার দুপুর ১টার দিকে সোনারগাঁ উপজেলার কাঁচপুর মেঘা কমপ্লেক্সে অবস্থিত ইস্টার্ন ব্যাংক কাঁচপুর উপশাখায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তুহিন চাঁদপুর সদরের সেলিম বেপারীর ছেলে ও রাফি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানার বাসিন্দা। তারা এসআর পাওয়ার টেকনোলজি নামের একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিল।

কাঁচপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম বলেন, আজ দুপুরে কাঁচপুর মেঘা কমপ্লেক্সে অবস্থিত ইস্টার্ন ব্যাংকের এসির কম্প্রেসর মেরামত করার সময় তুহিন নামের একজন টেকনিশিয়ান ও রাফি নামের একজন সহকারী কম্প্রেসর বিস্ফোরণে অগ্নি দগ্ধ হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এসআর পাওয়ার টেকনোলজির জেনারেল ম্যানেজার শফিউল আলম জানান, ইস্টার্ন ব্যাংক কাঁচপুর উপশাখায় এসি মেরামতের জন্য আমরা তুহিন ও রাফি নামের দুজনকে পাঠাই। সেখানে কাজ করতে গিয়ে দগ্ধ হয়ে তারা মারা যায়।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমএ বারী জানান, বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এ বিষয়ে তদন্ত চলছে।

মন্তব্য

সম্পর্কিত খবর

প্রেমের টানে স্বামীর ঘর ছাড়লেন গৃহবধূ, উধাও প্রেমিক

দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি
দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি
শেয়ার
প্রেমের টানে স্বামীর ঘর ছাড়লেন গৃহবধূ, উধাও প্রেমিক
প্রতীকী ছবি

প্রেমের টানে স্বামীর ঘর ছেড়ে বিপাকে পড়েছেন এক গৃহবধূ। প্রেমিকের দেওয়া বিয়ের আশ্বাস পেয়ে ঘর ছাড়েন ওই গৃহবধূ। তবে প্রেমিকের বাড়িতে আশ্রয় নেওয়ার পর থেকে উধাও প্রেমিক নাজমুল হোসেন।

ঘটনাটি ঘটেছে রাজশাহীর দুর্গাপুর উপজেলার ঝালুকা গ্রামের মধ্যপাড়ায়।

প্রেমিক নাজমুল হোসেন ওই গ্রামের মোতালেব হোসেনের ছেলে। অন্যদিকে ঘরছাড়া গৃহবধূর বাড়ি সিরাজগঞ্জ। ১৪ বছর বয়সী একটি সন্তানও রয়েছে ওই গৃহবধূর।

রবিবার (৬ এপ্রিল) দুপুরে সরেজমিনে গিয়ে জানা যায়, রবিবার সকালে বিয়ের আশ্বাস পেয়ে নাজমুলের বাড়িতে আসেন গৃহবধূ।

তার পর থেকেই নাজমুল লাপাত্তা। বাড়ির লোকজনও নাজমুলের খোঁজ জানেন না বলে জানান। নাজমুল নিজেও বিবাহিত। তিনিও এক সন্তানের জনক।

আরো পড়ুন
সংস্কার নিয়ে এবি পার্টির সঙ্গে কাল আলোচনায় বসবে ঐকমত্য কমিশন

সংস্কার নিয়ে এবি পার্টির সঙ্গে কাল আলোচনায় বসবে ঐকমত্য কমিশন

 

ভুক্তভোগী গৃহবধূ জানান, মোবাইলে রং নম্বরের সূত্র ধরে নাজমুলের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর ওই গৃহবধূকে বিয়ের আশ্বাস দিয়ে রাজশাহীতে এনে শারীরিক সম্পর্কে জড়ান নাজমুল। বিভিন্ন সময় টাকা-পয়সাও হাতিয়ে নিয়েছেন নাজমুল। কথা ছিল এবারের ঈদুল ফিতরের পরে নাজমুল তাকে বিয়ে করে বাড়ি নিয়ে আসবেন। 

গত ৩ এপ্রিল ভুক্তভোগীকে সিরাজগঞ্জ থেকে রাজশাহীতে নিয়ে আসেন নাজমুল।

এরপর বিভিন্ন জায়গায় রাত যাপন করেন তারা। শনিবার (৪ এপ্রিল) পুঠিয়া উপজেলার বানেশ্বর বাজারে কাজি অফিসে বিয়ে করার কথা ছিল। কিন্তু নাজমুলের আর খোঁজ মেলেনি। বাধ্য হয়ে রবিবার সকালে নাজমুলের বাড়িতে আশ্রয় নিয়ে বিয়ের দাবিতে অনশন শুরু করেন গৃহবধূ। 

ভুক্তভোগী গৃহবধূ আরো অভিযোগ করেন, নাজমুলের বাড়ির লোকজন তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছেন। সুষ্ঠু প্রতিকার পেতে তিনি আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর হস্তক্ষেপ চেয়েছেন।

নাজমুলের স্ত্রী বলেন, ‘ওই মেয়েকে আমরা চিনি না। সে সকালে এসে দরজায় ধাক্কাধাক্কি শুরু করে এবং নাজমুলের খোঁজ চায়। দরজা খোলার সাথে সাথেই সে জোরপূর্বক বাড়িতে ঢুকতে চাইলে আমরা বাধা দিই। এ সময় তার সাথে ধাক্কাধাক্কি হয়েছে। তবে তাকে মারধর বা শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়নি।’

আরো পড়ুন
হজ ব্যবস্থাপনায় কোনো ত্রুটি বরদাশত করা হবে না : ধর্ম উপদেষ্টা

হজ ব্যবস্থাপনায় কোনো ত্রুটি বরদাশত করা হবে না : ধর্ম উপদেষ্টা

 

ঝালুকা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাজেনা বিবি বলেন, ‘ঘটনাটি শুনেছি। সেখানে অপ্রীতিকর ঘটনা এড়াতে গ্রাম পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে পরিষদে বসে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

দুর্গাপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, ‘এ ধরনের কোনো খবর পাইনি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

মন্তব্য

রাঙ্গুনিয়ায় ৪ ঘণ্টায় পুড়ল ৮ একর বনভূমি

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
শেয়ার
রাঙ্গুনিয়ায় ৪ ঘণ্টায় পুড়ল ৮ একর বনভূমি
কোদালা বনবিটের পুড়ে যাওয়া বনাঞ্চল। ছবি : কালের কণ্ঠ

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় রক্ষিত বনাঞ্চলের প্রায় আট একর বনভূমি পুড়েছে গেছে। রবিবার (৬ এপ্রিল) সকাল ১১টার দিকে আগুন লাগার পর বন বিভাগের কর্মীদের প্রচেষ্টায় বিকেল ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। 

বন বিভাগ সূত্র জানায়, রাঙ্গুনিয়া রেঞ্জের কোদালা বন বিটের দক্ষিণ নিশ্চিন্তাপুর এলাকায় এই অগ্নিকাণ্ড ঘটে। সকাল ১১টার দিকে যখন আগুন লেগেছিল তখন বিটের কর্মীরা অন্য বাগানে কাজ করছিলেন।

বন বিটের কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করেন। দুপুর ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে যোগ দেন ফায়ার সার্ভিসের কর্মীরাও। পরে ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। 

আরো পড়ুন
এবার ‘নো ওয়ার্ক, নো স্কুল’ কর্মসূচিতে যোগ দিলেন চুয়েট শিক্ষার্থীরা

এবার ‘নো ওয়ার্ক, নো স্কুল’ কর্মসূচিতে যোগ দিলেন চুয়েট শিক্ষার্থীরা

তারা আরো জানায়, প্রায়ই এই ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলেও এবারের আগুনে বেশ ক্ষতি হয়েছে।

অগ্নিকাণ্ডের সঠিক কারণ জানা না গেলেও এই ব্যাপারে রাঙ্গুনিয়া থানায় জিডি করা হয়েছে।

কোদালা বিট কর্মকর্তা খোন্দকার মাহাবুবুর রহমান জানান, শুষ্ক মৌসুম হওয়ায় গত রমজান থেকে একাধিকবার ছোটখাটো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এসব আগুন লাগার পেছনে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তদের যোগসাজশ থাকতে পারে। এবারের অগ্নিকাণ্ডে ২০২৩ সালে করা একটা বাগান পুড়ে ছাই হয়ে গেছে।

যেখানে বড় বাগানের নিচে পাঁচ হাজারের অধিক গর্জন, চাপালিশসহ বিভিন্ন পাহাড়ি প্রজাতির গাছের চারা ছিল। সবগুলো গাছ পুড়ে গিয়ে প্রায় দুই থেকে আড়াই লাখ টাকার ক্ষতি হয়েছে।

আরো পড়ুন
শূন্য করের রিটার্ন কমাতে হবে : অর্থ উপদেষ্টা

শূন্য করের রিটার্ন কমাতে হবে : অর্থ উপদেষ্টা

রাঙ্গুনিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুজন হালদার জানান, এ বিষয়ে থানায় জিডি হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হবে।

উল্লেখ্য, কোদালা বনবিট এলাকায় গত রমজানে বনকর্মীদের অস্ত্রের মুখে জিম্মি করে ২৪টি সেগুনগাছ লুটের ঘটনা ঘটে।

কিছু গাছ উদ্ধার হলেও এখনো অধরা দুষ্কৃতকারীরা।

মন্তব্য

হজ ব্যবস্থাপনায় কোনো ত্রুটি বরদাশত করা হবে না : ধর্ম উপদেষ্টা

রামু (কক্সবাজার) প্রতিনিধি
রামু (কক্সবাজার) প্রতিনিধি
শেয়ার
হজ ব্যবস্থাপনায় কোনো ত্রুটি বরদাশত করা হবে না : ধর্ম উপদেষ্টা
ছবি : কালের কণ্ঠ

হজ ব্যবস্থাপনায় কোনো ধরনের ত্রুটি বরদাশত করা হবে না বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেন, ‘কোনো এজেন্সির দুর্নীতির অভিযোগ পেলে তাদের বিরুদ্ধে ত্বরিত ব্যবস্থা নেওয়া হবে।’

রবিবার (৬ মার্চ) দুপুরে রামু উপজেলা মডেল মসজিদ পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সংক্ষিপ্ত সফরে ধর্ম উপদেষ্টা রামুতে মডেল মসজিদের কাজের অগ্রগতির খোঁজখবর নেন।

মসজিদের কাজের ধীরগতিতে তিনি অসন্তোষ প্রকাশ করেন এবং আগামী ৩ মাসের মধ্যে মসজিদের কাজ সম্পন্ন করার নির্দেশ দেন। 

এ সময় রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম, কক্সবাজার গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মো. শাহজাহান, ইসলামী ফাউন্ডেশনের কক্সবাজারের উপপরিচালক ফাহমিদা আক্তার, রামু থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমন কান্তি চৌধুরীসহ স্থানীয় আলেম-ওলামারা উপস্থিত ছিলেন।

মন্তব্য

কলমাকান্দায় বিএনপির সভাপতির পদ স্থগিতসহ অব্যাহতি

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
শেয়ার
কলমাকান্দায় বিএনপির সভাপতির পদ স্থগিতসহ অব্যাহতি
সংগৃহীত ছবি

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় বড়খাপন ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আওলাদুল ইসলাম লিটনের পদ স্থগিত করা হয়েছে। একই সঙ্গে দলীয় শৃঙ্খলা ভঙ্গ, সামাজিক বিশৃঙ্খলা এবং নৈতিক অবক্ষয়জনিত অভিযোগের পরিপ্রেক্ষিতে আওলাদুল ইসলাম লিটনের দলীয় পদ, অর্থাৎ ইউনিয়ন বিএনপির সভাপতির পদ হতে সাময়িকভাবে অব্যাহতি প্রদান করা হয়।

রবিবার (৬ এপ্রিল) কলমাকান্দা উপজেলা বিএনপির আহবায়ক এম এ খায়েরে স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

আরো পড়ুন
২ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

২ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

 

এ বিষয়ে এম এ খায়েরে সাথে কথা হলে তিনি জানান, আওলাদুল ইসলাম লিটনের বিরুদ্ধে লিখিত ও মৌখিক অনেক অভিযোগ জমা পড়ছে।

এমনকি বিএনপির কেন্দ্রীয় কমিটির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সাল কামালের কাছেও অনেকেই মৌখিকভাবে অভিযোগ করছেন। 

তাই বড়খাপন ইউনিয়ন বিএনপির সভাপতির পদ স্থগিত ঘোষণা এবং আওলাদুল ইসলাম লিটনকে তার পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। আজ (রবিবার) হতে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে বলে জানান এম এ খায়ের।

মন্তব্য

সর্বশেষ সংবাদ