বগুড়ায় এএসআইয়ের বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ

শেরপুর (বগুড়া) প্রতিনিধি
শেরপুর (বগুড়া) প্রতিনিধি
শেয়ার
বগুড়ায় এএসআইয়ের বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ
সংগৃহীত ছবি

বগুড়ার শেরপুর থানার এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ গ্রহণ এবং পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছে। শনিবার (২২ ফেব্রুয়ারি) উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ করেন ভুক্তভোগী মোছা. রুবি আক্তার ঊর্মী।

অভিযুক্ত মোক্কাস আলী শেরপুর থানা পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) পদে কর্মরত। বাদী মির্জাপুর ইউনিয়নের দড়িমুকুন্দ গ্রামের বাসিন্দা।

অভিযোগ সূত্রে জানা গেছে, সম্প্রতি কিছু ব্যক্তি রুবির বোন ঊর্মীলা খাতুনের জায়গা দখল করেন ও প্রাণনাশের হুমকি দেন। পরে ঊর্মীলা খাতুন ৬ ফেব্রুয়ারি শেরপুর থানায় একটি অভিযোগ করেন। আর ওই অভিযোগটি তদন্তের দায়িত্ব পান মোক্কাস আলী। ওই পুলিশ কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে ঊর্মীলা ও রুবির কাছ থেকে দুই দফায় তেল খরচ বাবদ দুই হাজার টাকা নেন।

 

১৮ ফেব্রুয়ারি রাতে মোক্কাস হোয়াটসঅ্যাপে রুবিকে ফোন দেন। কথা শেষে অসাবধানতাবশত ফোনটি না কেটে রেখে দেন তিনি। রুবি আক্তার অপর প্রান্ত থেকে বিবাদীদের সঙ্গে মোক্কাসের কথোপকথন শুনতে পান। এ সময় তিনি শুনতে পারেন, মোক্কাস আলী বিবাদীদের কাছ থেকে ২০ হাজার টাকা ঘুষ দাবি করছেন এবং তাদের পক্ষে কাজ করার কথা বলছেন।

রুবি বলেন, ‘রবিবার সকালেও মোক্কাসের সঙ্গে কথা হয়েছে। তিনি আমার বোনের অভিযোগের প্রেক্ষিতে ব্যবস্থা না নিয়ে বিবাদীর কাছে এক শতক জায়গা বিক্রি করে আপস করার পরামর্শ দিয়েছেন।’ 

ঘুষ নেওয়া ও তদন্তে পক্ষপাতিত্বের কথা অস্বীকার করে মোক্কাস আলী বলেন, ‘আমি যথাযথ নিয়ম মেনে তদন্ত করেছি। বিষয়টি নিয়ে আগামী দু-এক দিনের মধ্যে থানায় বৈঠক করার কথা হয়েছে।’

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, অভিযোগের সত্যতা পাওয়া গেলে মোক্কাস আলীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক খান বলেন, অভিযোগের বিষয়টি শেরপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারের দপ্তরে পাঠানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রাসঙ্গিক
মন্তব্য

সম্পর্কিত খবর

ঈদ করা হলো না সুমাইয়ার

সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জ প্রতিনিধি
শেয়ার
ঈদ করা হলো না সুমাইয়ার

সুনামগঞ্জের শান্তিগঞ্জে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে রাস্তা পার হওয়ার সময় বাসের চাপায় সুমাইয়া (৮) নামের এক শিশু নিহত হয়েছে। শনিবার সকাল ৭টার দিকে শান্তিগঞ্জ উপজেলার আহসানমারা ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সুমাইয়া উপজেলার জয়কলস নোয়াগাঁও গ্রামের সিরাজ উদ্দিনের মেয়ে। 

আরো পড়ুন
‘চাঁদ মামা’ নিয়ে হাজির শাকিব

‘চাঁদ মামা’ নিয়ে হাজির শাকিব

 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকাল ৭টায় পরিবারের সঙ্গে ঈদ উদযাপনের জন্য মা-বাবার সঙ্গে ঢাকা থেকে বাড়ি ফিরছিল শিশু সুমাইয়া।

পরে আহসানমারা ব্রিজ সংলগ্ন নোয়াগাঁও এলাকায় রাস্তা পারাপারের সময় নূর পরিবহনের একটি বাসের চাপায় সড়কেই প্রাণ যায় তার।

জয়কলস হাইওয়ে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) নাজমুল ইসলাম বলেন, পরিবারের সঙ্গে ঈদ করতে এসে বাসচাপায় শিশুটি নিহত হয়েছে। ঘাতক বাসটি আটক করা হয়েছে। 

মন্তব্য

অটোস্ট্যান্ড দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫

বরগুনা প্রতিনিধি
বরগুনা প্রতিনিধি
শেয়ার
অটোস্ট্যান্ড দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫
সংগৃহীত ছবি

বরগুনার তালতলীতে অটোস্ট্যান্ডের দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হয়েছে। পরে নৌবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শুক্রবার (২৮ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার লাউপাড়া বাজারে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন— রিপন মৃধা (৩৫), জলিল মৃধা (৩৫), তারেক গাজী (২৭), রাজিব ফকির (৩২) এবং সুজন(৩৬)।

তারা উপজেলার সোনাকাটা ইউনিয়নের বাসিন্দা। এর মধ্যে গুরুতর আহত রিপন মৃধাকে পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উপজেলার লাউপাড়া বাজারের অটোরিকশাস্ট্যান্ড দখলে নিতে রিপন মৃধা ও রাজিব ফকিরের গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছে। এর জেরে গতকাল রাতে রিপন মৃধা ও রাজিব ফকিরের মধ্যে বাগবিতণ্ডা হয়।

একপর্যায়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হন। পরে নৌবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রিপন মৃধা ও রাজিব ফকির উভয়ই বিএনপি সমর্থক বলে জানা গেছে।
 

রিপন মৃধার ভাগ্নে হৃদয় হাওলাদার বলেন, স্থানীয় দুইজন অটোরিকশাচালকের সঙ্গে সিরিয়াল নিয়ে দ্বন্দ্ব হয়। বিষয়টি সমাধান করতে গেলে রাজিব ফকিরের নেতৃত্বে আমাদের ওপর হামলা চালানো হয়। 

তবে অভিযোগ অস্বীকার করে রাজিব ফকির বলেন, অটোরিকশাচালকদের কাছে রিপন মৃধার গ্রুপ দীর্ঘদিন ধরে চাঁদা দাবি করে আসছে। এ নিয়ে রিপন মৃধা ও অটোরিকশাচালকের মধ্যে বাগবিতণ্ডা চলছিল। এ সময় আমি বিষয়টি সমাধানের চেষ্টা করলে আমার ওপর রিপন মৃধার নেতৃত্বে হামলা হয়েছে।

 

তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. সাইয়্যেদি হাসান সোহাগ বলেন, গুরুতর আহত রিপন মৃধাকে উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. শাহজালাল বলেন, প্রাথমিকভাবে জানতে পেরেছি অটোরিকশাস্ট্যান্ড নিয়ে দ্বন্দ্বের জেরে দুই গ্রুপের মধ্যে মারামারি ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রাসঙ্গিক
মন্তব্য

বাসের ধাক্কায় প্রাণ গেল আপন ৩ ভাইয়ের

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি ও আঞ্চলিক প্রতিনিধি, পিরোজপুর
পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি ও আঞ্চলিক প্রতিনিধি, পিরোজপুর
শেয়ার
বাসের ধাক্কায় প্রাণ গেল আপন ৩ ভাইয়ের
সংগৃহীত ছবি

পিরোজপুরের মঠবাড়িয়ায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আপন ৩ ভাই নিহত হয়েছেন। আজ শনিবার সকাল সাড়ে ৭টার দিকে মঠবাড়িয়া-পাথরঘাটা সড়কের সোনারবাংলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তিন সহোদর হলেন— মঠবাড়িয়ার টিকিকাটা ইউনিয়নের বাইশকুড়া গ্রামের মো. নাসির খানের ছেলে মো. নাঈমুজ্জামান শুভ (২২) , মো. শান্ত (১৪) ও মো. নাদিম (৮)। তারা মঠবাড়িয়ার পাথরঘাটায় আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন।

 

স্থানীয়দের সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৭টার দিকে পাথরঘাটা থেকে ঢাকাগামী রাজিব পরিবহন সঙ্গে মঠবাড়িয়া থেকে পাথরঘাটাগামী একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের ৩ আরোহী নিহত হন। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। তবে বাসের চালক ও হেলপার পালিয়ে গেছেন।

পাথরঘাটায় থানার অফিসার ইনচার্জ মো. মেহেদী হাসান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনার পর বাসের চালক ও সহযোগীরা পালিয়ে যাওয়ার তাদের আটক করা যায়নি। এ ঘটনায় পাথরঘাটা থানায় মামলার প্রস্তুতি চলছে।

মন্তব্য

পোস্টার লাগানোর সময় ছাত্রদল নেতাদের ওপর ছাত্রলীগের হামলা, আহত ৭

‎পিরোজপুর প্রতিনিধি
‎পিরোজপুর প্রতিনিধি
শেয়ার
পোস্টার লাগানোর সময় ছাত্রদল নেতাদের ওপর ছাত্রলীগের হামলা, আহত ৭

পিরোজপুরের কাউখালীতে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিনের ঈদ শুভেচ্ছার পোস্টার লাগানোর সময় ছাত্রদল নেতাদের ওপর নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের হামলায় সাতজন আহত হয়েছেন।

‎গতকাল শুক্রবার রাত ৯টার দিকে কাউখালী উপজেলার ৫ নম্বর শিয়ালকাঠি ইউনিয়ন পরিষদের সামনে এ ঘটনা ঘটে।

আরো পড়ুন
তরমুজ মিষ্টি কি না যেভাবে বুঝবেন

তরমুজ মিষ্টি কি না যেভাবে বুঝবেন

 

‎আহতরা হলেন- ঢাকা মহানগর (উত্তর) ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম সুমন, উপজেলার ৫ নম্বর শিয়ালকাঠি ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জোবায়ের হোসেন, কাউখালী উপজেলা ছাত্রদলের সদস্য বেল্লাল হোসেন, ৫ নম্বর শিয়ালকাঠি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড ছাত্রদলের প্রস্তাবিত সভাপতি মফিজুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. রিয়াজ, ছাত্রদলকর্মী নাইম আকন, স্বেচ্ছাসেবক দলকর্মী মেহেদী হাসান ও অটোরিকশাচালক কাওসার হোসেন।

‎স্থানীয় সূত্রে জানা গেছে, কাউখালীতে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল নেতার পোস্টার লাগানোর সময় উপজেলা ছাত্রদলের নেতাকর্মীদের ওপর ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে পাঠায়।

আরো পড়ুন
এসি ছাড়াই ঘর ঠাণ্ডা রাখবেন যেভাবে

এসি ছাড়াই ঘর ঠাণ্ডা রাখবেন যেভাবে

 

‎আহত ঢাকা মহানগর (উত্তর) ছাত্রদলের সাবেক সহসাধারণ সম্পাদক তারিকুল ইসলাম বলেন, আমরা রাত ৯টার দিকে জসিম উদ্দিন ভাইয়ের ঈদ শুভেচ্ছার পোস্টার লাগাচ্ছিলাম। এ সময় কাউখালী উপজেলা আওয়ামী লীগের সদস্য এবং শিয়ালকাঠি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সিদ্দিক গাজীর নেতৃত্বে ঢাকার খিলগাঁও উপজেলার ৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সহসভাপতি রহমত রাঢ়ি, কাউখালী উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রাসেল রাঢ়ি, কাউখালী উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি শামিম রাঢ়ি, আওয়ামী লীগকর্মী রফিকুল ইসলামসহ বেশ কয়েকজন আমাদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। এ সময় আমাদের অটোরিকশাচালকসহ সাতজন আহত হই।

আমরা এই হামলার সঠিক তদন্ত ও দোষীদের বিচার দাবি করছি।

আরো পড়ুন
ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, হাসপাতালে হামলা

ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, হাসপাতালে হামলা

 

‎পিরোজপুর জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক রমজান আলী বলেন, আহতদের মধ্যে চারজনকে প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।

‎পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতার পোস্টার লাগানোর সময় ছাত্রলীগ ও আওয়ামী লীগের একদল সন্ত্রাসী হামলা করে ছাত্রদলের বেশ কিছু নেতাকর্মীকে আহত করেছে।

আমরা সন্ত্রাসীদের গ্রেপ্তার ও বিচার কামনা করছি।

এ বিষয়ে কাউখালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান বলেন, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে পাঠিয়েছে। এ ঘটনায় একজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। লিখিত অভিযোগ পেলে আমরা আইনগত ব্যবস্থা নেব।

মন্তব্য

সর্বশেষ সংবাদ