পোস্টার লাগানোর সময় ছাত্রদল নেতাদের ওপর ছাত্রলীগের হামলা, আহত ৭

‎পিরোজপুর প্রতিনিধি
‎পিরোজপুর প্রতিনিধি
শেয়ার
পোস্টার লাগানোর সময় ছাত্রদল নেতাদের ওপর ছাত্রলীগের হামলা, আহত ৭

পিরোজপুরের কাউখালীতে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিনের ঈদ শুভেচ্ছার পোস্টার লাগানোর সময় ছাত্রদল নেতাদের ওপর নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের হামলায় সাতজন আহত হয়েছেন।

‎গতকাল শুক্রবার রাত ৯টার দিকে কাউখালী উপজেলার ৫ নম্বর শিয়ালকাঠি ইউনিয়ন পরিষদের সামনে এ ঘটনা ঘটে।

আরো পড়ুন
তরমুজ মিষ্টি কি না যেভাবে বুঝবেন

তরমুজ মিষ্টি কি না যেভাবে বুঝবেন

 

‎আহতরা হলেন- ঢাকা মহানগর (উত্তর) ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম সুমন, উপজেলার ৫ নম্বর শিয়ালকাঠি ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জোবায়ের হোসেন, কাউখালী উপজেলা ছাত্রদলের সদস্য বেল্লাল হোসেন, ৫ নম্বর শিয়ালকাঠি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড ছাত্রদলের প্রস্তাবিত সভাপতি মফিজুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. রিয়াজ, ছাত্রদলকর্মী নাইম আকন, স্বেচ্ছাসেবক দলকর্মী মেহেদী হাসান ও অটোরিকশাচালক কাওসার হোসেন।

‎স্থানীয় সূত্রে জানা গেছে, কাউখালীতে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল নেতার পোস্টার লাগানোর সময় উপজেলা ছাত্রদলের নেতাকর্মীদের ওপর ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে পাঠায়।

আরো পড়ুন
এসি ছাড়াই ঘর ঠাণ্ডা রাখবেন যেভাবে

এসি ছাড়াই ঘর ঠাণ্ডা রাখবেন যেভাবে

 

‎আহত ঢাকা মহানগর (উত্তর) ছাত্রদলের সাবেক সহসাধারণ সম্পাদক তারিকুল ইসলাম বলেন, আমরা রাত ৯টার দিকে জসিম উদ্দিন ভাইয়ের ঈদ শুভেচ্ছার পোস্টার লাগাচ্ছিলাম। এ সময় কাউখালী উপজেলা আওয়ামী লীগের সদস্য এবং শিয়ালকাঠি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সিদ্দিক গাজীর নেতৃত্বে ঢাকার খিলগাঁও উপজেলার ৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সহসভাপতি রহমত রাঢ়ি, কাউখালী উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রাসেল রাঢ়ি, কাউখালী উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি শামিম রাঢ়ি, আওয়ামী লীগকর্মী রফিকুল ইসলামসহ বেশ কয়েকজন আমাদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। এ সময় আমাদের অটোরিকশাচালকসহ সাতজন আহত হই।

আমরা এই হামলার সঠিক তদন্ত ও দোষীদের বিচার দাবি করছি।

আরো পড়ুন
ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, হাসপাতালে হামলা

ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, হাসপাতালে হামলা

 

‎পিরোজপুর জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক রমজান আলী বলেন, আহতদের মধ্যে চারজনকে প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।

‎পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতার পোস্টার লাগানোর সময় ছাত্রলীগ ও আওয়ামী লীগের একদল সন্ত্রাসী হামলা করে ছাত্রদলের বেশ কিছু নেতাকর্মীকে আহত করেছে।

আমরা সন্ত্রাসীদের গ্রেপ্তার ও বিচার কামনা করছি।

এ বিষয়ে কাউখালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান বলেন, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে পাঠিয়েছে। এ ঘটনায় একজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। লিখিত অভিযোগ পেলে আমরা আইনগত ব্যবস্থা নেব।

মন্তব্য

সম্পর্কিত খবর

লোহাগাড়ায় দুর্ঘটনায় : আহত শিশু আরাধ্যসহ ৩ জনের বিষয়ে যা জানা গেল

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
শেয়ার
লোহাগাড়ায় দুর্ঘটনায় : আহত শিশু আরাধ্যসহ ৩ জনের বিষয়ে যা জানা গেল
ফাইল ছবি

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে এক শিশুসহ তিনজন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন আছে। এরমধ্যে প্রেমা এনি নামে এক তরুণী হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন। তিনি জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। এ ছাড়া ৭ বছরের এক শিশু কন্যা ও অপর এক যুবকের শারীরিক অবস্থা ভালো নয়।

তারাও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তিনজনই শঙ্কামুক্ত নন বলে চিকিৎসকরা জানান। 

আহতদের সর্বশেষ অবস্থা জানতে চাইলে চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. তসলিম উদ্দিন আজ বুধবার (২ এপ্রিল) রাত সোয়া ৮টার দিকে কালের কণ্ঠকে বলেন, শিশুটির মস্তিস্কে আঘাত আছে। এক নারীকে আইসিইউতে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আরেকজন (যুবক) অর্থোপেডিক ওয়ার্ডে ভর্ভি আছে। তিনজনের অবস্থা খারাপ। এখনোও কাউকে শঙ্কামুক্ত বলা যাচ্ছে না।

হাসপাতালের ২৮ নং নিউরোসার্জারী ওয়ার্ডে চিকিৎসাধীন ৭ বছরের শিশু আরাধ্য বিশ্বাস এখনো জানে না দুর্ঘটনায় তার প্রিয় মা-বাবা আর বেঁচে নেই।

আরো পড়ুন
সাবেক দুই স্ত্রীকে খুশি করতে যা করলেন শাকিব খান

সাবেক দুই স্ত্রীকে খুশি করতে যা করলেন শাকিব খান

 

জানা যায়, দুর্ঘটনায় ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বোয়ালিয়া গ্রামের দিলীপ বিশ্বাস ও তার স্ত্রী সাধনা রাণী মারা গেছেন। তাদের মেয়ে দুর্ঘটনায় আহত আরাধ্য হাসপাতালের শয্যায় কাতরাচ্ছে। ভর্তির পর থেমে থেমে নিজের ও মা এবং বাবার নাম বলতে পারলেও জানে না তারা বেঁচে নেই। ভয়াবহ এই দুর্ঘটনা কেড়ে নিয়েছে তার মা-বাবাসহ ১০জনকে। 

চমেক হাসপাতালের আইসিইউ প্রধান অধ্যাপক ডা. হারুন অর রশিদ রাত পৌঁনে নয়টার দিকে কালের কণ্ঠকে বলেন, আইসিইউতে ভর্তির পর থেকে ২২ বছর বয়সী তরুণী লাইফ সাপোর্টে আছে।

তার কোমরসহ শরীরের বিভিন্ন অংশে ফ্র্যাকচার হয়েছে। শারীরিক অবস্থা ভালো না।

আরো পড়ুন
লন্ডনে খালেদা জিয়ার ‘পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষা’ শুরু

লন্ডনে খালেদা জিয়ার ‘পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষা’ শুরু

 

বুধবার সকাল সাতটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার চুনতির জাঙ্গালিয়া এলাকায় চট্টগ্রামমুখী যাত্রীবাহী একটি বাসের সঙ্গে কক্সবাজারমুখী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ১০ জন নিহত এবং তিনজন গুরুতর আহত হয়। দুর্ঘটনার পর উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় দুপুরে চমেক হাসপাতালে আনা হয় তাদের। এরমধ্যে শিশু ও তরুণীকে হাসপাতালের ২৮ নম্বর নিউরো সার্জারি বিভাগে ও যুবককে ২৬ নম্বর অর্থপেডিক ওয়ার্ডে ভর্তি করা হয়।

মন্তব্য

কমলগঞ্জে পুত্রশোকে মায়ের মৃত্যু

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
শেয়ার
কমলগঞ্জে পুত্রশোকে মায়ের মৃত্যু
মা-ছেলের লাশ। ছবি : সংগৃহীত

মৌলভীবাজারের কমলগঞ্জে ছেলের মৃত্যুর সাত ঘণ্টা পর মা মারা গেলেন। বুধবার (২ এপ্রিল) সকাল ১১টায় সদর ইউনিয়নের দক্ষিণ বাদেউবাহাটা গ্রামে তাদের দাফন করা হয়।

স্থানীয়রা জানায়, দক্ষিণ বাদেউবাহাটা গ্রামের মৃত আমরুছ মিয়ার বড় ছেলে মাসুম মিয়া দীর্ঘদিন ধরে হার্টে সমস্যা ছিল। মঙ্গলবার দুপুরে হঠাৎ মাসুম মিয়ার বুকে ব্যথা অনুভুত হলে হাসপাতালে নেওযার আগেই তার মৃত্যু হয়।

ছেলের মৃত্যুতে বৃদ্ধ মা কছতুরা বানু স্টোক করে অসুস্থ হয়ে পড়েন। পরে ছেলের লাশ ঘরে রেখে মাকে দ্রুত মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন তার মৃত্যু হয়। 

আরো পড়ুন
সাবেক দুই স্ত্রীকে খুশি করতে যা করলেন শাকিব খান

সাবেক দুই স্ত্রীকে খুশি করতে যা করলেন শাকিব খান

কমলগঞ্জ প্রেস ক্লাবের আহবায়ক ও নিহতদের আত্মীয় এম এ ওয়াহিদ রুলু বলেন, এই ঘটনাটি খুবই হৃদয়বিদারক। ছেলের মৃত্যুর পর মা মারা গেলেন।

বুধবার সকালে দাফন সম্পন্ন হয়েছে।

মন্তব্য

ঈদের দিন শিশু ধর্ষণের অভিযোগে বাড়িতে আগুন, আটক ২

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ
নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ
শেয়ার
ঈদের দিন শিশু ধর্ষণের অভিযোগে বাড়িতে আগুন, আটক ২
ছবি : কালের কণ্ঠ

ময়মনসিংহের মুক্তাগাছায় এক ৯ বছর বয়সী শিশু ধর্ষণের ঘটনায় অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার ভাঙচুরের ঘটনা ঘটেছে। শিশুটি ধর্ষণের শিকার হয় ঈদের দিন রাতে। ঘটনাটি জানাজানি হলে বিক্ষুব্ধ জনতা গত মঙ্গলবার ও বুধবার অভিযুক্ত ও তাদের স্বজনদের বাড়ি ঘরে ব্যাপক ভাঙচুর চালায় এবং আগুন ধরিয়ে দেয়। দুই দিনে মোট ৭টি বাড়ি-ঘর ভাঙচুরের ঘটনা ঘটে।

এদিকে এ ঘটনায় মুক্তাগাছা থানা পুলিশ মূল অভিযুক্ত দুলালকে (৩০) বুধবার দুপুরে গ্রেপ্তার করেছে। এ ছাড়া দুলালের মজিদ নামে আরেকজনকে গ্রেপ্তার করেছে। পুলিশ আহত ভিকটিমকে উদ্ধার করে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

আরো পড়ুন
একসঙ্গে দেখা গেল পলাতক সাবেক ৪ মন্ত্রীকে

একসঙ্গে দেখা গেল পলাতক সাবেক ৪ মন্ত্রীকে

 


 
পুলিশ জানায়, ৯ নং কাশিমপুর ইউনিয়নের মহিষতারা গ্রামের ৯ বছর বয়সী শিশুটিকে দুলাল মিয়া ধর্ষণ করে।

দুলালের শ্বশুরবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। সোমবার রাতভর ধর্ষণের পর মঙ্গলবার শিশুটিকে দুলাল মিয়া অসুস্থ মেয়েটিকে ভ্যানে করে মেয়েটির বাড়িতে পৌঁছে দেয়। সেখানে মেয়েটি পরিবারের লোকদের দুলালের বিষয়টি জানায়। এ সময় মেয়েটির আত্মীয়-স্বজন দুলালকে আটক করতে গেলে দুলালকে তার লোকজন সরিয়ে দেয়।
 এ খবরে উত্তেজিত গ্রামবাসী একত্রিত হয়ে দুলালের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে আগুন লাগিয়ে দেয়। পরে আসামিকে পালিয়ে যেতে সহযোগিতা করার অভিযোগে আব্দুল মজিদকে আটক করে মারধর করে পুলিশের কাছে সোপর্দ করে। এক পর্যায়ে উত্তেজিত জনতা মজিদের দোকান ও বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে। 

আরো পড়ুন
চার নিরাপত্তাকর্মীকে বেঁধে রেখে ১১ গরু চুরি

চার নিরাপত্তাকর্মীকে বেঁধে রেখে ১১ গরু চুরি

 

এদিকে বুধবারও কয়েকটি বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।

এ ব্যাপারে মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, মজিদকে এলাকাবাসী ধরে পুলিশের হাতে তুলে দেয়।

আর দুলালকে বুধবার আটক করা হয়। 

তিনি বলেন, ধর্ষণের ঘটনায় দুলালসহ মোট চারজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

প্রাসঙ্গিক
মন্তব্য

চার নিরাপত্তাকর্মীকে বেঁধে রেখে ১১ গরু চুরি

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
শেয়ার
চার নিরাপত্তাকর্মীকে বেঁধে রেখে ১১ গরু চুরি
সংগৃহীত ছবি

দিনাজপুরের বোচাগঞ্জে একটি অ্যাগ্রিকালচার ইন্ডাস্ট্রিজ অ্যান্ড অটোরাইস মিলস প্রাইভেট লিমিটেডে নিরাপত্তাকর্মীদের বেঁধে রেখে ট্রাক ও পিকআপে করে ১১টি গরু চুরি করে নিয়ে গেছে চোর। মঙ্গলবার (১ এপ্রিল) দিবাগত রাতে বোচাগঞ্জ উপজেলার অ্যাগ্রিকালচার ইন্ডাস্ট্রিজ অ্যান্ড অটোরাইস মিলস প্রাইভেট লিমিটেডে এই চুরির ঘটনা ঘটে। দিনাজপুর জেলা গোয়েন্দা পুলিশ ও বোচাগঞ্জ থানা পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে বোচাগঞ্জ-পীরগঞ্জ সড়কের কৃষ্ণপুর গ্রামে জহুরা অ্যাগ্রিকালচার ইন্ডাস্ট্রিজ অ্যান্ড অটোরাইস মিলস প্রাইভেট লিমিটেডের গরুর খামারে ২০-২৫ জনের একটি চোরচক্র পিকআপ ও ট্রাক নিয়ে প্রবেশ করে।

তারা প্রথমে নিরাপত্তার দায়িত্বে থাকা চারজন নিরাপত্তাকর্মী কামাল, দুলাল, কামরুল ও নুর আসলামকে মারধর করে বেঁধে রাখে। পরে চোরচক্র পাশাপাশি ২টি খামার থেকে ১১টি উন্নত জাতের গরু নিয়ে পালিয়ে যায়। পরে যে চারজনকে বেঁধে রাখা হয়েছিল তাদের মধ্যে একজন নিরাপত্তাকর্মী কোনোভাবে তার বাঁধন খুলতে সক্ষম হয়। রাত সাড়ে ৩টার দিকে তারা মালিককে খবর দেয়।
মালিক থানায় জানালে বোচাগঞ্জ থানা পুলিশ ভোর ৪টার দিকে ঘটনাস্থলে উপস্থিত হয়। তারা নিরাপত্তাকর্মীদের জিজ্ঞাসাবাদসহ চুরি হওয়া গরু উদ্ধার ও চোরদের গ্রেপ্তারে চেষ্টা করছে। 

জহুরা অ্যাগ্রিকালচার ইন্ডাস্ট্রিজ অ্যান্ড অটোরাইস মিলস প্রাইভেট লিমিটেডের স্বত্বাধিকারী মো. আব্দুল হান্নান বলেন, তার চুরি যাওয়া গরুর মূল্য ২০-২২ লাখ টাকা। 

ঘটনাস্থল পরিদর্শন শেষে দিনাজপুর জেলা ডিবির ভারপ্রাপ্ত ওসি মো. রফিকুল ইসলাম (রফিক) বলেন, ‘আমরা দ্রুত সময়ের মধ্যে চোরদের ধরতে চেষ্টা করছি।

আমরা কাজ শুরু করে দিয়েছি।’

বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান জাহিদ সরকার বলেন, ‘বিভিন্ন মাধ্যম থেকে আমরা তথ্য সংগ্রহ শুরু করেছি। কোনো অবস্থাতেই চোরের দল পান পাবে না। তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।’

মন্তব্য

সর্বশেষ সংবাদ