ঢাকার দোহারে ব্যবসায়ীর বাড়িতে ফিল্মি স্টাইলে ডাকাতি, গ্রামবাসীর ওপর গুলি ছুড়তে ছুড়তে পালিয়ে যাওয়া সেই পাঁচ ডাকাতকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৫ মার্চ) সার্কেল অফিসার মো. আশরাফুল আলম এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেপ্তাররা হলেন দোহার উপজেলার কুলছড়ি গ্রামের দাদন চোকদারের ছেলে রাকিব চোকদার, শুকুর বেপারীর ছেলে হালিম বেপারী, একই গ্রামের ইসমাইল বেপারীর ছেলে লিটন বেপারী, রাধানগর গ্রামের শেখ লাল মিয়ার ছেলে বাচ্চু মিয়া ও আলমবাজার গ্রামের সোনা মিয়ার ছেলে নাজির। তারা সবাই দোহার উপজেলার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ২৮ ফেব্রুয়ারি রাত ২টার দিকে বিলাশপুর এলাকার চরকুতুবপুরে ব্যবসায়ী হানিফ শেখ ওরফে নিলুয়া র বাড়িতে ২০-২৫ জনের সশস্ত্র ডাকাত দল প্রবেশ করে। শটগান, পিস্তল, চাকু, সাবল, রাম দা, দেশীয় অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে তারা।
তারা আরো জানায়, মারধর ও মেরে ফেলার ভয় দেখিয়ে তিন জোড়া কানের দুল, তিনটি স্বর্ণের চেইন, এক জোড়া স্বর্ণের রুলিসহ সাড়ে ছয় ভরি স্বর্ণ লুট করে ডাকাতরা। এ সময় তাদের ডাক চিৎকারে এলাকাবাসী লাঠি নিয়ে বের হলে এলোপাথারী গুলি ছুড়তে ছুড়তে পালিয়ে যায় মুখোশধারী ডাকাতরা।
এতে প্রায় ১৫ জন আহত হন।
দোহার থানায় একটি ডাকাতি মামলা করা হলে আসামি গ্রেপ্তার ও মাল উদ্ধারের নির্দেশ দেন ঢাকা জেলার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান। তার নির্দেশনায় সহকারী পুলিশ সুপার মো. আশরাফুল আলমের তত্ত্বাবধানে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিমের নেতৃত্বে অভিযান পরিচালনা করে পাঁচজনকে গ্রেপ্তার করেন। তাদের ব্যবহৃত দেশীয় অস্ত্র ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।
দোহার থানার ওসি রেজাউল করিম বলেন, আসামিদের সাত দিনের রিমান্ড আবেদন চেয়ে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।