রাফিকে গোপনে বিয়ে করা প্রসঙ্গে এবার মুখ খুললেন তমা

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
শেয়ার
রাফিকে গোপনে বিয়ে করা প্রসঙ্গে এবার মুখ খুললেন তমা
তমা মির্জা

বেশ অনেকটা সময় ধরেই গুঞ্জন ভেসে বেড়াচ্ছে নির্মাতা রায়হান রাফি ও অভিনেত্রী তমা মির্জাকে ঘিরে। প্রেম করছেন এই তারকা জুটি, এমন খবরে সয়লাব শোবিজ অঙ্গন। তবে এবার প্রেমের খবর ছাপিয়ে গুঞ্জন পৌঁছাল বিয়ে পর্যন্ত। শোনা যাচ্ছে, তারা বিয়ে করে সংসারও পেতেছেন! সম্প্রতি রায়হান রাফির জন্মদিনের ছবি সেই আগুনে আরো ঘি ঢেলেছে।

আরো পড়ুন
ধুমপান বিতর্কে এবার মুখ খুললেন অভিনেত্রী চমক

ধূমপান বিতর্কে এবার মুখ খুললেন অভিনেত্রী চমক

 

সোমবার (৩ মার্চ) ‘তুফান’ নির্মাতা রায়হান রাফির জন্মদিন ছিল। জন্মদিনে নিজ বাসায় কেক কেটেছেন তিনি। যেখানে রাফির একপাশে দেখা গেছে তার মা, অন্যপাশে দেখা গেছে তমা মির্জাকে। নিজের জীবনের গুরুত্বপূর্ণ দুইজন মানুষকে পাশে নিয়েই কেক কেটেছেন এই নির্মাতা।

সেই ছবি ছড়িয়ে পড়তেই রাফি ও তমার ঘনিষ্ঠজন থেকে শুরু করে অনুরাগীরা বলতে শুরু করেন, এই দুই তারকা জুটি বিয়ে করেছেন। বর্তমানে তারা সংসারও করছেন। বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। যা দৃষ্টি এড়ায়নি অভিনেত্রী তমা মির্জারও।
বিষয়টি নিয়ে প্রথমে চুপ থাকলেও এবার নীরবতা ভেঙে এ নিয়ে কথা বললেন তিনি।

আরো পড়ুন
অনেক বেশি সাড়া পাচ্ছি : পূর্ণী

অনেক বেশি সাড়া পাচ্ছি : পূর্ণী

 

মঙ্গলবার (৪ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে এক স্ট্যাটাসে তমা বলেন, ‘আমি সংবাদমাধ্যমকে এ ধরনের বিভ্রান্তিকর ও অপ্রয়োজনীয় গুজব ছড়ানো থেকে বিরত থাকার জন্য দৃঢ়ভাবে অনুরোধ করছি। আমি একজন শিল্পী, আর একজন শিল্পী হিসেবে আমার প্রাথমিক মনোযোগ কাজের দিকে এবং বর্তমানে আসন্ন প্রকল্পগুলোর প্রতি মনোযোগ আমার। তবে যারা দায়িত্বশীল এবং সততার সঙ্গে সংবাদ পরিবেশন করেন তাদের সম্মান এবং পেশাদারির জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

নির্মাতা রায়হান রাফির পরিচালনায় ‘খাঁচার ভেতর অচিন পাখি’ ওয়েব ফিল্মে প্রথমবার অভিনয় করেন চিত্রনায়িকা তমা মির্জা।

তারপর ‘৭ নম্বর ফ্লোর’-এ দেখা যায় তাকে। সর্বশেষ ‘সুড়ঙ্গ’ সিনেমায় দেখা গেছে এ অভিনেত্রীকে। এতে তার সঙ্গে ছিলেন ছোট পর্দার অভিনেতা আফরান নিশো।

মন্তব্য

সম্পর্কিত খবর

এবার টম ক্রুজের সঙ্গে জুটি বাঁধছেন ‘ড্রাগন রানি’ এমা

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
শেয়ার
এবার টম ক্রুজের সঙ্গে জুটি বাঁধছেন ‘ড্রাগন রানি’ এমা
টম ক্রুজ ও এমা ডি’আর্সি

হাউজ অব দ্য ড্রাগনে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন অভিনেত্রী এমা ডি’আর্সি। দর্শকপ্রিয় সিরিজটির তৃতীয় সিজনের অপেক্ষায় ভক্তরা। তবে এরইমধ্যে আরেক সুখবর দিলেন এমা। এবার সুপারস্টার টম ক্রুজের সঙ্গে একফ্রেমে দেখা যাবে এ অভিনেত্রীকে।

অস্কারজয়ী নির্মাতা আলেহান্দ্রো জি. ইনারিতুর আসন্ন চলচ্চিত্রে দেখা যাবে এমা ও টম ক্রুজকে। যার শুটিং চলছে যুক্তরাজ্যের পাইউড স্টুডিওসে।

আরো পড়ুন
এমন দমবন্ধ করা পহেলা বৈশাখ দেখিনি : শাওন

এমন দমবন্ধ করা পহেলা বৈশাখ দেখিনি : শাওন

 

টমের সঙ্গে অভিনয়ের বিষয়টি আন্তর্জাতিক সংবাদমাধ্যম ডেডলাইন-কে নিশ্চিত করেছেন এমা। তিনি বলেছেন, “আলেহান্দ্রো এবং টমের মতো অসাধারণ ও নিখুঁত শিল্পীদের সঙ্গে কাজ করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত।

তারা দুজনেই নিজেদের কাজের ক্ষেত্রে মাস্টার এবং তাদের একসাথে কাজ করতে দেখা এক বিশাল সৌভাগ্যের বিষয়।”

গত ডিসেম্বরে ওয়ার্নার ব্রাদার্স এবং লেজেন্ডারি এন্টারটেইনমেন্ট ঘোষণা দিয়েছিল যে গঞ্জালেজ ইনারিতুর নতুন চলচ্চিত্রটি মুক্তি পাবে ২০২৬ সালের ২ অক্টোবর। এতে গনজালেস ইনারিতু আবারও তার ‘বার্ডম্যান’ চলচ্চিত্রের সহ-লেখক আলেকজান্ডার ডিনেলারিস এবং নিকোলাস জিয়াকোবোনের সঙ্গে কাজ করতে যাচ্ছেন এবং এবার সাবিনা বিয়ারম্যানও চিত্রনাট্যকার হিসেবে যুক্ত হয়েছেন তাদের সঙ্গে।

মন্তব্য

‘বোমা মেরে উড়িয়ে দেবেন’, সালমানকে হুমকি দেওয়া সেই যুবক আটক

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
শেয়ার
‘বোমা মেরে উড়িয়ে দেবেন’, সালমানকে হুমকি দেওয়া সেই যুবক আটক
সংগৃহীত ছবি

সালমান খানকে হুমকি দেওয়া যেন এখন ‘ডাল-ভাত’ হয়ে গেছে। প্রায় প্রতিটা দিনই কাটে তার এখন জীবনহানির শঙ্কায়। এর মধ্যে অভিনেতা পান নতুন হুমকি। বোমা মেরে সালমানের গাড়ি উড়িয়ে দেবেন, তার আবাসনে হামলা চালাবেন বলে গত সোমবার হোয়াটস্‌অ্যাপে এক বার্তা পায় মুম্বাইয়ের ওরলি পরিবহন বিভাগের দপ্তর।

 

এর পর থেকে খোঁজ শুরু করে পুলিশ। চব্বিশ ঘণ্টা অতিক্রান্ত হওয়ার আগেই সেই হুমকিদাতাকে আটক করে তারা।

সোমবার সকাল সাড়ে ৬টা নাগাদ গুজরাটের বডোদরা থেকে ২৬ বছর বয়সী এক যুবক হুমকি বার্তা পাঠান। সেখান থেকেই তাকে আটক করে পুলিশ।

তার নাম ময়াঙ্ক পাণ্ড্য। হোয়াটস্‌অ্যাপের মাধ্যমেই এই বার্তা পাঠিয়েছিলেন যুবক। বেশ কিছু ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হয় তাকে। ওই যুবকের নামে এফআইআর নথিভুক্ত করা হয়েছে।

এর আগে শনিবার এক জ্যোতিষী জানিয়েছেন, যতই কড়া নিরাপত্তাবেষ্টনীর মধ্যে থাকুন, চলতি বছরের শেষে প্রাণ নিয়ে টানাটানি হতে পারে সালমানের। নেপথ্যে তারই ঘনিষ্ঠজনরা! 

জ্যোতিষীর মতে, নিরাপত্তারক্ষী কিংবা গৃহকর্মে সহায়করাই সালমানের শত্রু হয়ে উঠতে পারেন। তারাই হয়তো ফাঁস করে দিতে পারেন ভাইজানের নিরাপত্তাসংক্রান্ত গোপন তথ্য! তবে সেই বিপদও তিনি কাটিয়ে উঠবেন, আশ্বাস তার। তাহলে কি জ্যোতিষীর করা ভবিষ্যদ্বাণীই সত্যি হতে চলেছে?
 

প্রাসঙ্গিক
মন্তব্য

নিউ ইয়র্কে জায়েদ খানের অন্যরকম বৈশাখ উদযাপন

    ঘণ্টাব্যাপী ট্রাকে করে র‌্যালি করেন জায়েদ খান মেয়েরা নাম ধরে ডাকছিল আর নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছিল আমাকে
বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
শেয়ার
নিউ ইয়র্কে জায়েদ খানের অন্যরকম বৈশাখ উদযাপন
সংগৃহীত ছবি

দেশে কিংবা দেশের বাইরে, জায়েদ খান যেখানেই যান সেখানেই একটা আলাদা পরিবেশ তৈরি করে ফেলেন। গান হোক, নাচ বা ডিগবাজি—পুরো আলো নিজের দিকে নিয়ে নেন।

এবার নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে অনুষ্ঠিত বাংলা নববর্ষ বরণ অনুষ্ঠানে হাজির হয়েছিলেন জায়েদ খান। এছাড়াও পহেলা বৈশাখ উপলক্ষ্যে তিনি অংশ নিয়েছিলেন ‘বাংলাদেশি প্যারেড’-এ।

 

যুক্তরাষ্ট্রের বাংলাদেশ সোসাইটি আয়োজিত এই অনুষ্ঠানে অংশ নিয়ে প্রায় ঘণ্টাব্যাপী ট্রাকে করে র‌্যালি করেন জায়েদ। এছাড়াও অনুষ্ঠানে আগত অনেক বাংলাদেশি শিল্পীদের সাথে দেখা হয় এবং তাদের সঙ্গে সুন্দর সময় কাটান বলেও জানান তিনি। 

May be an image of 5 people and text

যুক্তরাষ্ট্র থেকে জায়েদ খান কালের কণ্ঠকে বলেন, ‘এবারের পহেলা বৈশাখে খুব সুন্দর একটা সময় কেটেছে। এখানে নববর্ষ বরণ তারপর ‘বাংলাদেশি প্যারেড’-এ অংশ নিয়ে ট্রাকে করে জ্যাকসন হাইটসের রাস্তায় বাংলাদেশের পতাকা হাতে নিয়ে র‌্যালি করেছি।

এসময় দেশের গান বাজছিল, পাশাপাশি আমার সিনেমার গানও বাজছিল। অনেক মজা করেছি। মেয়েরা জায়েদ খান জায়েদ খান বলে ডাকছিল আর আমাকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছিল। কেউ কেউ আবার ডিগবাজি দিতেও বলছিল।
সব মিলিয়ে বেশ উপভোগ করেছি সময়টা।’

তিনি আরো বলেন, ‘এখানে অনেকের সঙ্গেই দেখা হয়েছে। দেবাশীষ দা, প্রতিকসহ অনেকেই ছিল, একসঙ্গে অনেক আড্ডা দিয়েছি। অনেক গল্প করেছি।’

ঈদের পর পহেলা বৈশাখটাও বেশ দারুণভাবেই কাটিয়েছেন বলে জানান জায়েদ খান।

এরমধ্যে সিনেমাও দেখেছেন, তবে অপেক্ষা করছেন এবার ঈদের দেশি সিনেমাগুলো সেখানে মুক্তির।

ঈদের দিনই সিনেমা দেখেছেন জানিয়ে জায়েদ খান বললেন, ‘ছোটবেলায় পিরোজপুরে উৎসবগুলোতে মেলার স্টল থেকে টাকা জমিয়ে জমিয়ে সেই টাকা দিয়ে সিনেমা দেখতে চলে যেতাম। এবারও ঈদের দিনই সিনেমা দেখেছি, ‘সিকান্দার’। যেহেতু আমি সালমান খানের অনেক বড় একজন ভক্ত। আর দেশি সিনেমা তো এখনও এখানে মুক্তি পায়নি, আগামী সপ্তাহে আসবে। সবগুলো ছবিই দেখব।’

প্রাসঙ্গিক
মন্তব্য

৪৫ কোটি পেরিয়ে সানির ‘জাট’

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
শেয়ার
৪৫ কোটি পেরিয়ে সানির ‘জাট’
সংগৃহীত ছবি

সদ্য মুক্তি পাওয়া সানি দেওলের ‘জাট’ বেশ ভালো ব্যবসা করছে। ৫ দিনেই ৪৫ কোটির ঘর পেরিয়ে গেল। অন্যদিকে ঈদে মুক্তি পাওয়া
সালমান খানের ‘সিকান্দার’-এর আয় পাল্লা দিয়ে কমছে। 

ট্রেড ওয়েবসাইটের রিপোর্ট অনুযায়ী, সোমবার ‘জাট’ ছবির আয় কিছুটা কমেছে, তবে সপ্তাহের প্রথম দিন হওয়া সত্ত্বেও ৭-৭.৫ কোটি নেট আয় করেছে।

এই পাঁচ দিনে ছবিটির মোট আয় প্রায় ৪৭ কোটি রুপি।

যদিও তা সানির আগের হিট ছবি ‘গদর ২’ এর মতো চমকপ্রদ নয়, যা ভারতে পাঁচ দিনে ২২৮.৯৮ কোটি আয় করেছিল, তবুও ‘সিকন্দার’ বা ‘গুড ব্যাড আগলি’র সঙ্গে প্রতিযোগিতায় স্থিরভাবে টিকে আছে।

‘জাট’ প্রযোজনা করে মিথ্রি মুভি মেকারস এবং পিপল মিডিয়া ফ্যাক্টরি। সানি দেওল ছাড়াও ছবিতে রণদীপ হুদা এবং রেজেনা ক্যাসান্ড্রা মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন এবং সাইয়ামি খের, জগপতি বাবু, রম্যা কৃষ্ণন, ভিনীত কুমার সিং, প্রশান্ত বাজাজ, জারিনা ওয়াহাব, পি. রবি শংকর এবং বাবলু পৃথ্বীরাজ গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন।

প্রাসঙ্গিক
মন্তব্য

সর্বশেষ সংবাদ