ঢাকা, বুধবার ১২ মার্চ ২০২৫
২৭ ফাল্গুন ১৪৩১, ১১ রমজান ১৪৪৬

ঢাকা, বুধবার ১২ মার্চ ২০২৫
২৭ ফাল্গুন ১৪৩১, ১১ রমজান ১৪৪৬

‘নির্বাচিত সরকার ছাড়া উন্নয়ন সম্ভব নয়’

কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা প্রতিনিধি
শেয়ার
‘নির্বাচিত সরকার ছাড়া উন্নয়ন সম্ভব নয়’
ছবি : কালের কণ্ঠ

সংস্কারের নামে কাল বিলম্ব না করে দ্রুত নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী ও কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের সাবেক এমপি কাজী শাহ মোফাজ্জল হোসাইন মোহাম্মদ কায়কোবাদ। তিনি বলেছেন, ‘নির্বাচিত সরকার ছাড়া তত্ত্বাবধায়ক সরকার দিয়ে দেশের উন্নয়ন সম্ভব নয়। এ জন্য দরকার নির্বাচিত সরকার। সংস্কারের নামে কাল বিলম্ব না করে দ্রুত নির্বাচন দিন।

’ 

আরো পড়ুন
বাহরাইন সরকারকে বাংলাদেশিদের জন্য সব ভিসা চালু করার অনুরোধ

বাহরাইন সরকারকে বাংলাদেশিদের জন্য সব ভিসা চালু করার অনুরোধ

 

শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে কুমিল্লার মুরাদনগর ডিআরউচ্চ বিদ্যালয় মাঠে স্বপ্নের মুরাদনগর তরুণ প্রজন্মের ভাবনা শীর্ষক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

আগামীর দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ ভূমিকা পালনের আহবান জানিয়ে কাজী শাহ মোফাজ্জল হোসাইন মোহাম্মদ কায়কোবাদ বলেন, ‘আওয়ামী লীগকে আর বাংলার জমিনে ক্ষমতায় আসতে দেওয়া হবে না। কারণ তারা দেশের মানুষের ওপর গণহত্যা চালিয়েছে। নির্বিচারে গুলি চালিয়েছে।

দেশের মানুষের বাকস্বাধীনতা ও মৌলিক অধিকার কেড়ে নিয়েছে।’ 

তত্ত্বাবধায়ক সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘বিগত আন্দোলনে নেতৃত্ব দেওয়া রাজনৈতিক দলগুলোর সাথে বসে তাদের মতামত নিয়ে অবিলম্বে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা দিতে হবে। নির্বাচিত সরকারই দেশের মূল সংস্কার করবে।’ 

আরো পড়ুন
কালের কণ্ঠের সংবাদ সম্পাদনা করে ছাত্রশিবিরের নামে ভুয়া তথ্য প্রচার

কালের কণ্ঠের সংবাদ সম্পাদনা করে ছাত্রশিবিরের নামে ভুয়া তথ্য প্রচার

 

তিনি আরো বলেন, ‘বিগত সরকারের রেখে যাওয়া চাদাবাজি ও দুর্নীতি এখনও রয়ে গেছে।

এর বিরুদ্ধে আরেকটা আন্দোলন করতে হবে। মিথ্যা স্বাক্ষী দিয়ে শেখ হাসিনা সরকার আমাকে যাবজ্জীবন সাজা দিয়েছে। আমাকে একাধিক বার হত্যার চেষ্টা করেছিলো। আল্লাহ আমাকে রক্ষা করেছে।’

অধ্যক্ষ কামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কাজী শাহ আরফিন।

অন্যদের মধ্যে বক্তব্য দেন, হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক মাও. গাজী ইয়াকুব ওসমানি, কায়কোবাদ এর ছোট ভাই কাজী শাহ জুন্নুন বসরী, হেফাজতে ইসলাম বাংলাদেশের মুরাদনগর উপজেলা নায়েবে আমির হাফেজ মাওলানা আমিনুল ইসলাম প্রমুখ।

প্রাসঙ্গিক
মন্তব্য

সম্পর্কিত খবর

মান্দায় অভয়াশ্রম থেকে মাছ লুট, জাল জব্দ

মান্দা প্রতিনিধি
মান্দা প্রতিনিধি
শেয়ার
মান্দায় অভয়াশ্রম থেকে মাছ লুট, জাল জব্দ
সংগৃহীত ছবি

নওগাঁর মান্দায় আত্রাই নদের বাগাতিপাড়া কবরতলাদহ অভয়াশ্রম ও আশপাশের এলাকা থেকে মাছ লুটের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১১ মার্চ) অভয়াশ্রম এলাকায় অভিযান পরিচালনা করে নিষিদ্ধ রিংজাল জব্দ করে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তর। অভয়াশ্রমে মাছ সুরক্ষার জন্য বুধবার এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করা হবে বলে জানান প্রশাসন।

সরেজমিনে দেখা গেছে, বাগাতিপাড়া অভয়াশ্রমসহ আশপাশের এলাকায় শত শত নিষিদ্ধ চায়না রিংজাল ফেলে মাছ শিকার করা হচ্ছে।

এর পাশাপাশি ব্যবহার করা হচ্ছে নিষিদ্ধ কচাল জালও। হঠাৎ করে নদের পানি কমে যাওয়ায় দেশীয় প্রজাতির বিভিন্ন মাছ লুটের নেশায় মেতে উঠে কিছু অসাধু লোকজন।

আরো পড়ুন
সাগর-রুনি হত্যা মামলা : ফারজানা রুপাকে জিজ্ঞাসাবাদের অনুমতি

সাগর-রুনি হত্যা মামলা : ফারজানা রুপাকে জিজ্ঞাসাবাদের অনুমতি

 

নাম প্রকাশে অনিচ্ছুক বাগাতিপাড়া এলাকার একজন বাসিন্দা বলেন, নদের পানি কমতে থাকায় ৩-৪ দিন ধরে অভয়াশ্রম এলাকায় রিংজাল ফেলার হিড়িক পড়ে গেছে। মাছ শিকারের জন্য অনেকে আবার নতুন রিংজাল কিনেছে।

 

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা দিপংকর পাল বলেন, আত্রাই নদে বিভিন্ন প্রজাতির মাছ সংরক্ষনের জন্য বুড়িদহ ও বাগাতিপাড়া কবরতলাদহ এলাকায় অভয়াশ্রম করা হয়েছে। খরা মৌসুমে নদের পানি কমে গেলে অভয়াশ্রম দুটিতে মাছ সংরক্ষণ থাকবে। নতুন পানি এলে এখান থেকে মাছের পোনা সারা নদে ছড়িয়ে পড়বে।

মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ আলম মিয়া বলেন, উপজেলা পরিষদ ও মৎস্য দপ্তরের অর্থায়নে আত্রাই নদের ভাটি এলাকায় দুটি অভয়াশ্রম করা হয়েছে।

অভয়াশ্রম এলাকায় মাছ শিকার করার সংবাদে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ রিংজাল জব্দ করা হয়।

মন্তব্য

‘হামলাকারীরা গ্রেপ্তার না হলে বৃহত্তর আন্দোলন’

মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা
মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা
শেয়ার
‘হামলাকারীরা গ্রেপ্তার না হলে বৃহত্তর আন্দোলন’
ছবি : কালের কণ্ঠ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও খুলনা অঞ্চলের পরিচালক মোবারক হোসাইন বলেছেন, আওয়ামী লীগ ফ্যাসিস্ট আমলে যা ঘটেনি, তা এখন মহেশপুরে ঘটানো হয়েছে। জামায়াতের মহিলা কর্মীদের আলোচনাসভায় হামলা ও শ্লীলতাহানি ঘটানো হয়েছে। অবিলম্বে জড়িতদের গ্রেপ্তার করতে হবে, নাহলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। 

মঙ্গলবার (১১ মার্চ) সকালে ঝিনাইদহের মহেশপুর সরকারি ডিগ্রি কলেজ মাঠে মহিলা সমাবেশে তিনি এসব কথা বলেন।

 

এ সময় নেতাকর্মীদের ঠাণ্ডা মাথায় পরিস্থিতি মোকাবেলা করার আহ্বান জানান মোবারক হোসাইন।

মহেশপুর উপজেলা জামায়াতের আমির অধ্যাপক ফারুক আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠিত মহিলা সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সূরা সদস্য ডা. আলমগীর বিশ্বাস, ঝিনাইদহ জেলা জামায়াতে ইসলামীর আমির আলী আজম মোহাম্মদ আবু বকর, সেক্রেটারি আব্দুল আওয়াল প্রমুখ।

এদিকে আজ মঙ্গলবার ভোরে হামলার ঘটনার ৪ নম্বর এজাহারভুক্ত আসামি সোহেল রানাকে আটক করেছে থানা পুলিশ। সোহেল রানা বাঁশবাড়ীয়া ইউনিয়নের ভৈরবা গ্রামের আব্দুল কাদেরের ছেলে।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফয়েজ উদ্দিন মৃধা জানান, এ ঘটনায় জড়িত একজনকে আটক করা হয়েছে। তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য

কৌশলে গৃহবধূর ভিডিও ধারণ, জিম্মি করে দিনের পর দিন ধর্ষণ

খুলনা অফিস
খুলনা অফিস
শেয়ার
কৌশলে গৃহবধূর ভিডিও ধারণ, জিম্মি করে দিনের পর দিন ধর্ষণ
সংগৃহীত ছবি

খুলনায় এক গৃহবধূকে জিম্মি করে প্রতিনিয়ত ধর্ষণের অভিযোগে পুলিশ মফিজ শেখ (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। মফিজ তেরখাদা উপজেলার হাড়িখালী গ্রামের বাসিন্দা।

গতকাল সোমবার (১০ মার্চ) দিবাগত গভীর রাতে পুলিশ তাকে গ্রেপ্তার করে। এর আগে এ ঘটনায় গৃহবধূ (৩১) বাদী হয়ে সোমবার দিবাগত রাতে তেরখাদা থানায় মামলা দায়ের করেন (মামলা নম্বর-০৫)।

মঙ্গলবার (১১ মার্চ) আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। তেরখাদা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেন। 

ভুক্তভোগীর পরিবার ও পুলিশ জানায়, প্রায় এক বছর আগে মফিজ শেখ তেরখাদা উপজেলার কুমিরডাঙ্গা গ্রামের ওই গৃহবধূর কৌশলে ভিডিও ধারণ করেন। পরে ওই ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে তাকে ধর্ষণ করে আসছিলেন।

সর্বশেষ গত ২৯ জানুয়ারি রাত সাড়ে ১০টার দিকেও একই ঘটনা ঘটান। দিনের পর দিন একই ঘটনায় অতিষ্ঠ গৃহবধূ বাদী হয়ে থানায় মামলা করেন। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে। 

তেরখাদার ওসি মেহেদী হাসান জানান, মামলার পর পরই পুলিশ মফিজ শেখকে গ্রেপ্তার করেছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের ঘটনা স্বীকার করেন। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য

বৃদ্ধাকে ধর্ষণচেষ্টা মামলায় যুবক গ্রেপ্তার

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
শেয়ার
বৃদ্ধাকে ধর্ষণচেষ্টা মামলায় যুবক গ্রেপ্তার
সংগৃহীত ছবি

রংপুরের গঙ্গাচড়ায় ধর্ষণচেষ্টা মামলায় মমিনুর রহমান (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ মার্চ) চর নোহালী ইউনিয়নের উত্তরপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

মমিনুর উত্তরপাড়া গ্রামের মহুবার রহমানের ছেলে।

আরো পড়ুন
ধর্ষণবিরোধী বিক্ষোভকারীদের গণপদযাত্রায় পুলিশের বাধা, লাঠিপেটা

ধর্ষণবিরোধী বিক্ষোভকারীদের গণপদযাত্রায় পুলিশের বাধা, লাঠিপেটা

মামলা সূত্রে জানা গেছে, রবিবার বিকেলে ভুট্টাক্ষেতে ঘাস কাটতে যান এক নারী (৫৫)।

ঘাসের বস্তা নিয়ে ফেরার পথে ওই নারীকে ধর্ষণের চেষ্টা করে মমিনুর। এ ঘটনায় সোমবার ভুক্তভোগী বাদী হয়ে মমিনুরের বিরুদ্ধে মামলা করেন। 

আরো পড়ুন
এক রাতেই পুলিশের হট নম্বরে ১০৩ নারীর অভিযোগ

এক রাতেই পুলিশের হট নম্বরে ১০৩ নারীর অভিযোগ

 

গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল এমরান বলেন, ধর্ষণচেষ্টা মামলার আসামি মমিনুরকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

মন্তব্য

সর্বশেষ সংবাদ