<p>লক্ষ্মীপুর সদরে গৃহবধূকে গলা কেটে হত্যার ঘটনার ৮ মাস পর দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন জাহাঙ্গীর আলম ও ছাইদুর রহমান। শনিবার (৮ ফেব্রুয়ারি) তাদেরকে লক্ষ্মীপুর আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।</p> <p>থানা পুলিশ জানায়, গৃহবধূ মিনোয়ারা মিনুকে (৪৫) হত্যার  ঘটনায় জাহাঙ্গীরকে সকালে সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের গঙ্গাপুর গ্রাম থেকে ও ছাইদুরকে নন্দনপুর গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়। </p> <p>মামলার তদন্ত কর্মকর্তা জানায়, ২০২৪ সালের ১১ জুলাই রাতে বাড়ির পাশের একটি সুপারি বাগান থেকে নন্দনপুর গ্রামের গাড়ি চালক মমিন উল্যার স্ত্রী মিনুর মরদেহ উদ্ধার করা হয়। তাকে গলা কেটে হত্যা করা হয়। সুপারির পাতা (খোল) সংগ্রহের জন্য বাড়ির পাশের মৃধা বাড়ির সুপারি বাগানে গিয়ে তিনি খুন হন। এ ঘটনায় মিনুর স্বামী মমিন বাদি হয়ে সদর মডেল থানায় অজ্ঞাতদের আসামি করে হত্যা মামলা দায়ের করেন।</p> <p>ওই মামলার তদন্ত কর্মকতা ও সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) বিকাশ চক্রবর্তী বলেন, হত্যার ঘটনায় তদন্ত করে জাহাঙ্গীর ও ছাইদুরকে গ্রেপ্তার করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাদেরকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। তাদের পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।</p>