অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা বদরুল ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জ প্রতিনিধি
শেয়ার
অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা বদরুল ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
সংগৃহীত ছবি

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ থাকার দায়ে অবসরপ্রাপ্ত সহকারী পু‌লিশ সুপার এসএম বদরুল আলম ও তার স্ত্রী মাসুমা আলমের বিরুদ্ধে গোপালগ‌ঞ্জে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে গোপালগঞ্জ জেলা দুর্নীতি দমন অফিসের সহকারী পরিচালক বিজন কুমার রায় বাদী হয়ে এস এম বদরুল আলম ও তার স্ত্রী মাসুমা আলমের বিরুদ্ধে মামলা করেন।    

মামলার বিবরণ থেকে জানা যায়, আসামি মাসুমা আলম দুদকে তার সম্পদের বিবরণী দাখিল করেন। দাখিলকৃত সম্পদ বিবরণীতে ২ কোটি ৮২ লাখ ৭৯ হাজার ৬৬৯ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জনের নথিপত্র জমা দেন।

দাখিলকৃত সম্পদের বিপরীতে তদন্ত করে গ্রহণযোগ্য আয় পাওয়া যায় ২ কোটি ৩৪ লাখ ৮৮ হাজার ৪৯৯ টাকা। সেখান থেকে পারিবারিক ব্যয় করা হয়েছে ৬৯ লাখ ৪৩ হাজার ৪৫১ টাকা। আসামি মাসুমা আলম জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৬০ লাখ ৩৮ হাজার ৮৩২ টাকার সম্পদের মালিকানা অর্জন ও ভোগদখল করছেন। এখানে এস এম বদরুল আলমের স্ত্রী মাসুমা আলম অবৈধ আয় ৬০ লাখ ৩৮ হাজার ৮৩২ টাকা।
যা ভোগ দখলে রাখায় দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা, দণ্ডবিধি, ১৮৬০ এর ১০৯ ধারা তৎসহ মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারায় শাস্তিযোগ্য অপরাধ। এই অপরাধে এসএম বদরুল আলম ও তার স্ত্রী মাসুমা আলমের বিরুদ্ধে মামলা করা হয়েছে। 

মামলায় আরো বলা হয়েছে, মাসুমা আলমের বৈধ আয়ের কোনো উৎস না থাকা সত্ত্বেও স্বামী পুলিশ অফিসার হিসেবে অর্জিত আয়কে বৈধ করার উদ্দেশ্যে পরস্পর যোগসাজশে আয়কর নথিতে ভুয়া ব্যবসা দেখিয়ে স্বামীর অবৈধ আয় বৈধ করার জন্য ব্যবসার নামে বৈধ করার চেষ্টা চালায়। যা জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ।

অভিযুক্তরা গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রাতইল ইউনিয়নের ধানকোড়া গ্রামের বাসিন্দা। বর্তমানে তারা খুলনার সোনাডাঙ্গা আবাসিক এলাকার ২ নম্বর রোডের ৩৬৮ নম্বর বাসায় বসবাস করছেন।

এই বিষয়ে জানতে অভিযুক্তদের সঙ্গে বারবার চেষ্টা করা হলেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

মন্তব্য

সম্পর্কিত খবর

চট্টগ্রাম

ছিনতাইকারীর কবলে সেলস অফিসার, অতঃপর...

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
শেয়ার
ছিনতাইকারীর কবলে সেলস অফিসার, অতঃপর...
প্রতীকী ছবি

চট্টগ্রামের পটিয়া পৌর এলাকায় আকিজ ফুড অ্যান্ড বেভারেজের সেলস অফিসার গাফ্ফার হোসেন (৩০) ছিনতাইকারীর কবলে পড়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার (১৩ মার্চ) রাত ৯টার দিকে পটিয়া পৌর এলাকার বৈলতলী সড়কের দানবাক্স এলাকায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী।

গাফফারের অভিযোগ, ঘটনার সময় তার কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা।

গাফ্ফার হোসেন বলেন, ‘রাতে কম্পানির টাকা তুলে দোকানিদের কাছ থেকে পটিয়া অফিসে ফেরার পথে বৈলতলী সড়কের দানবাক্স এলাকায় সড়কের পাশে প্রস্রাব করতে বসলে ছিনতাইকারীরা পেছন থেকে এসে আমার মাথায় লোহার রড দিয়ে আঘাত করে।

এরপর আমি সড়কে অজ্ঞান হয়ে যায়।’

গাফফার রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলার শফিপুর এলাকার বাসিন্দা। চাকরির সুবাদে পরিবার নিয়ে পটিয়া পৌর এলাকায় থাকেন তিনি।

তাকে রক্তাক্ত ও অচেতন অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। মাথায় গুরুতর আঘাত থাকায় উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সেলিম।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুর বলেন, ‘এ ঘটনাটি আসলে ছিনতাই নাকি অন্য কোনো কারণে ঘটেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। জড়িতদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।

মন্তব্য

আবু সাঈদের রক্তমাখা জামাসহ আলামত জব্দের অনুমতি পেল ট্রাইব্যুনাল

বাসস
বাসস
শেয়ার
আবু সাঈদের রক্তমাখা জামাসহ আলামত জব্দের অনুমতি পেল ট্রাইব্যুনাল
শহীদ আবু সাঈদ। সংগৃহীত ছবি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলার তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) কাছে থাকা আলামত জব্দের অনুমতি পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)।

বৃহস্পতিবার (১৩ মার্চ) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্তকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে রংপুর মেট্রোপলিটন তাজহাট আমলি আদালতের বিচারক রাশেদ হোসাইন এ আদেশ দেন।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্তকারী কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমিন এ আবেদন করেন। তার পক্ষে শুনানি করেন ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার এসএম মইনুল করিম।

ব্যারিস্টার মইনুল করিম সাংবাদিকদের বলেন, ‘আবু সাঈদ হত্যাকাণ্ডের ঘটনায় রংপুরে দুটি মামলা দায়ের করা হয়। এ ছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আরো একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলার তদন্তের স্বার্থে তদন্তকারী কর্মকর্তা আদালতের জিম্মায় আগের মামলা দুটির তদন্ত কর্মকর্তার কাছে যে আলামতগুলো আছে, সেগুলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় জব্দের অনুমতি দেওয়ার জন্য আবেদন জানান। আদালত শুনানি শেষে তার আবেদন মঞ্জুর করেছেন।

তিনি জানান, এর আগে এ হত্যা মামলায় রংপুরে এসে সাক্ষীর সাক্ষ্য নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত দল। আলামত জব্দের অনুমতির মাধ্যমে মামলার তদন্তে আরেক ধাপ অগ্রগতি হলো। প্রয়োজনে জব্দকৃত আলামতের ফরেনসিক পরীক্ষা করে শিগগিরই মামলার অভিযোগপত্র দাখিল করা সম্ভব হবে।

আবু সাঈদ হত্যা মামলার বাদীপক্ষের প্যানেল আইনজীবী রোকনুজ্জামান রোকন বলেন, ‘শুনানিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আলামত জব্দের আবেদনের পক্ষে তারা বলেছেন।

এর মাধ্যমে এ মামলার তদন্ত গতি পাবে।’

আদালত সূত্রে জানা যায়, গত বছরের ১৬ জুলাই পুলিশের গুলিতে আবু সাইদ হত্যাকাণ্ডের ঘটনায় পরদিন তাজহাট থানায় মামলা করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বিভূতি ভূষণ রায়। এরপর ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে শেখ হাসিনা পালানোর পরে ১৮ আগস্ট পুলিশের সাবেক আইজিপিসহ ১৭ জনের নাম উল্লেখ এবং ৩০ থেকে ৩৫ জনের অজ্ঞাতনামা আসামির উল্লেখ করে মামলা করেন শহীদ আবু সাঈদের বড় ভাই মো. রমজান আলী। পরে তিনি সম্পূরক এজাহারে আরো সাতজনের নাম অন্তর্ভুক্ত করার আবেদন করেন।

মামলা দুটির তদন্ত করছিল পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) রংপুরের পুলিশ সুপার এবিএম জাকির হোসেন।

কিন্তু মামলার তদন্তে অগ্রগতি না থাকায় বাদী অসন্তোষ প্রকাশ করে আসছিলেন।

মন্তব্য

প্রেমিকের সঙ্গে দেখা করতে এসে ধর্ষণের শিকার তরুণী

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
শেয়ার
প্রেমিকের সঙ্গে দেখা করতে এসে ধর্ষণের শিকার তরুণী
প্রতীকী ছবি

গাজীপুরের কালীগঞ্জে কুমিল্লা থেকে প্রেমিকের সঙ্গে দেখা করতে এসে দুই দফা ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বুধবার (১২ মার্চ) রাতে ৭জনকে আসামি করে মামলা করেছেন ওই তরুণী।
 
অভিযুক্ত ফরিদ পালোয়ান (২৫) কালীগঞ্জের মুক্তারপুর হরিদেবপুরের গ্রামের মৃত মিয়ার উদ্দিন পালোয়ানের ছেলে। 

আরো পড়ুন
বেরোবিতে শিশু আছিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত

বেরোবিতে শিশু আছিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত

 

মামলার বরাত দিয়ে কালীগঞ্জ থানার ওসি মো. আলাউদ্দিন বলেন, ওই তরুণীর (২৪) সঙ্গে ফরিদের এক বছর আগে মোবাইল ফোনে প্রেমের সম্পর্ক গড়ে উঠে।

সম্প্রতি প্রেমিক ফরিদ প্রেমিকাকে সামনাসামনি দেখার বায়না ধরেন। গত ১৭ ফেব্রুয়ারি তরুণী কুমিল্লা থেকে গাজীপুরের কালীগঞ্জে দেখা করতে আসেন। ফরিদ তাকে রিসিভ করে সারা দিন মোটারসাইকেলে ঘোরাঘুরি শেষে মেয়েটিকে নিয়ে এক বন্ধুর বাড়িতে রাত্রিযাপন করেন এবং ধর্ষণ করেন। ১০ মার্চের মধ্যে বিয়ের করার আশ্বাস দিয়ে পরদিন তরুণীকে বাড়ি পাঠিয়ে দেন।
৯ মার্চ তরুণীকে ঢাকায় আসতে বলেন ফরিদ। তিনি যাত্রী আসার পর ফরিদ তাকে একটি বাসায় নিয়ে বন্ধুদে নিয়ে ধর্ষণ করেন। তরুণী অসুস্থ হয়ে পড়েলে তাকে দাড় করিয়ে রেখে ওষুধ আনা কথা বলে ভেগে যায় ফরিদ। ঠিকানা সংগ্রহ করে কারীগঞ্জের বাড়িতে আসলে ফরিদের মা ও বোন মিলে ভুক্তভোগীকে মারধর করেন।
 

ওসি আরো বলেন, অভিযুক্তদের আটকের চেষ্টা চলছে।

প্রাসঙ্গিক
মন্তব্য

চাঁদা না দেওয়ায় আ. লীগ নেতার বাড়িতে হামলা-লুটপাট, স্বেচ্ছাসেবক নেতা বহিষ্কার

আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর
শেয়ার
চাঁদা না দেওয়ায় আ. লীগ নেতার বাড়িতে হামলা-লুটপাট, স্বেচ্ছাসেবক নেতা বহিষ্কার
সংগৃহীত ছবি

চাঁদা না দেওয়ায় আওয়ামী লীগ ও যুবলীগের একাধিক নেতার বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে গাজীপুর জেলার কালিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তোফাজ্জল হোসেন মুফাকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাসিবুর রহমান খান মুন্না বৃহস্পতিবার (১৩ মার্চ) রাতে কালের কণ্ঠকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মুন্না জানান, কালিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তোফাজ্জল হোসেন মুফাকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে। তার বিরুদ্ধে আওয়ামী লীগ ও যুবলীগের একাধিক নেতার বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ প্রমাণিত হওয়ায় দলীয়ভাবে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

 

এই ধরনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড যার বিরুদ্ধেই প্রমাণিত হবে, তাকেই বহিষ্কার করা হবে বলে তিনি জানান।
 

মন্তব্য

সর্বশেষ সংবাদ