ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মিথ্যা মামলায় ফাঁসিয়ে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। এ ঘটনা তদন্তে প্রধান অতিরিক্ত পুলিশ সুপার (গৌরীপুর সার্কেল) গতকাল বৃহস্পতিবার সকালে থানায় ডাকেন ভুক্তভোগীদের।
ভুক্তভোগীদের অভিযোগ, গত বছরের ১ অক্টোবর ঈশ্বরগঞ্জ উপজেলার জাটিয়া উচ্চ বিদ্যালয়ের নৈশপ্রহরী আরমান হোসেনের (২৪) লাশ পাওয়া যায় বিদ্যালয়ের কমনরুমে। এ ঘটনায় হওয়া মামলায় গত ১২ ফেব্রুয়ারি ঈশ্বরগঞ্জ থানার ওসি ওবায়দুর রহমানের নির্দেশনায় এসআই নজরুল ইসলাম আরিফ ভুক্তভোগী বিল্লাহ বাচ্চু (৪৬), রিফাতুল ইসলাম শাহীন (২২), বাবুল মিয়া (১৮) ও রোমান মিয়া (১৭) নামের চারজনকে থানায় নিয়ে আসেন।