মিথ্যা মামলায় ফাঁসিয়ে টাকা নেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে

আঞ্চলিক প্রতিনিধি, ময়মনসিংহ
আঞ্চলিক প্রতিনিধি, ময়মনসিংহ
শেয়ার
মিথ্যা মামলায় ফাঁসিয়ে টাকা নেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মিথ্যা মামলায় ফাঁসিয়ে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের  বিরুদ্ধে। এ ঘটনা তদন্তে প্রধান অতিরিক্ত পুলিশ সুপার (গৌরীপুর সার্কেল) গতকাল বৃহস্পতিবার সকালে থানায় ডাকেন ভুক্তভোগীদের।

ভুক্তভোগীদের অভিযোগ, গত বছরের ১ অক্টোবর ঈশ্বরগঞ্জ উপজেলার জাটিয়া উচ্চ বিদ্যালয়ের নৈশপ্রহরী আরমান হোসেনের (২৪) লাশ পাওয়া যায় বিদ্যালয়ের কমনরুমে। এ ঘটনায় হওয়া মামলায় গত ১২ ফেব্রুয়ারি ঈশ্বরগঞ্জ থানার ওসি ওবায়দুর রহমানের নির্দেশনায় এসআই নজরুল ইসলাম আরিফ ভুক্তভোগী বিল্লাহ বাচ্চু (৪৬), রিফাতুল ইসলাম শাহীন (২২), বাবুল মিয়া  (১৮) ও রোমান মিয়া (১৭) নামের চারজনকে থানায় নিয়ে আসেন।

জিজ্ঞাসাবাদের নামে তাদের ওপর চালানো হয় নির্যাতন। এক পর্যায়ে তাদের পরিবারের কাছে পাঁচ লাখ টাকা দাবি করা হয়। অন্যথায় আরমান হত্যা মামলায় তাদের ফাঁসিয়ে দেওয়ার ভয় দেখানো হয়। পরে আটক বাবুলের বাবা মোনায়েম হোসেন এসআই নজরুলের কাছে ৫৮ হাজার টাকা পরিশোধ করেন।
এক দিন পর আটক কিশোরদের মুক্তি দেওয়া হয়। 

জানতে চাইলে এসআই নজরুল ইসলাম বলেন, আটকৃতদের কোনো নির্যাতন করা হয়নি এবং তাদের কাছ থেকে কোনো টাকাও নেওয়া হয়নি। তবে এখন টাকা ফেরত দিলেন কেনএমন প্রশ্ন করলে তিনি বলেন, কী করব দিতে হয়েছে।

ওসি ওবায়দুর রহমান বলেন, কোনো প্রকার টাকার লেনদেন হয়েছে কি না আমার জানা নেই।

মন্তব্য

সম্পর্কিত খবর

বগুড়ায় পাঁচ লাখ শিশু পাচ্ছে ভিটামিন ‘এ’

নিজস্ব প্রতিবেদক, বগুড়া
নিজস্ব প্রতিবেদক, বগুড়া
শেয়ার
বগুড়ায় পাঁচ লাখ শিশু পাচ্ছে ভিটামিন ‘এ’

বগুড়ায় কাল (১৫ মার্চ) শুরু হচ্ছে ভিটামিন এ ক্যাম্পেইন কার্যক্রম। এবার পাঁচ লাখ ছয় হাজার ৩৬৮ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এ ছাড়া বাদ পড়া ও ভ্রাম্যমাণ পথশিশুদেরও এর আওতায় আনা হবে। ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের একটি করে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।

গতকাল বৃহস্পতিবার বিকেলে বগুড়ার সিভিল সার্জন ডা. এ কে এম মোফাখ্খারুল ইসলাম কালের কণ্ঠকে এসব কথা বলেন। সিভিল সার্জন জানান, এই ভিটামিনের কোনো রকম ক্ষতিকর দিক নেই। ইমিউন সিস্টেমের জন্য ভিটামিন এ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিটামিন এ ক্যাপসুল শিশুর রাতকানা ও অন্ধত্ব রোগ প্রতিরোধ করে, শিশুর শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।

মন্তব্য

পায়ে পিষে লাচ্ছা তৈরি লাখ টাকা জরিমানা

সিংড়া (নাটোর) প্রতিনিধি
সিংড়া (নাটোর) প্রতিনিধি
শেয়ার
পায়ে পিষে লাচ্ছা তৈরি লাখ টাকা জরিমানা

নাটোরের সিংড়ায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে, পা দিয়ে পিষে ও মান সনদ ব্যতীত লাচ্ছা সেমাই উৎপাদন ও বিক্রির অপরাধে নামবিহীন উৎপাদনকারীকে এক লাখ টাকা জরিমানা ও চার টন মালপত্র জব্দ করেছেন বিএসটিআইয়ের ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে পৌর শহরের চকসিংড়া মহল্লায় অভিযান পরিচালনা করে কারখানার মালিক জাহেদুল ইসলামকে বিএসটিআই আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় এক লাখ টাকা জরিমানা করা হয়। তা ছাড়া এ সময় ছয় লাখ টাকা মূল্যের চার টন লাচ্ছা সেমাই জব্দ করা হয়। অভিযান পরিচালনা করেন সিংড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. গোলাম রব্বানী সরদার।

এ সময় বিএসটিআই রাজশাহী বিভাগীয় অফিসের ফিল্ড অফিসার (সিএম) মো. দেলোয়ার হোসেনসহ সিংড়া থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

মন্তব্য

৫০০ পরিবারে ঈদ উপহার বিতরণ সেনাবাহিনীর

খাগড়াছড়ি প্রতিনিধি
খাগড়াছড়ি প্রতিনিধি
শেয়ার
৫০০ পরিবারে ঈদ উপহার বিতরণ সেনাবাহিনীর

বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামে শান্তি, সমপ্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তারই অংশ হিসেবে সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়নের উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ইফতার ও ঈদ উপহারসামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে জেলা সদরের ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ মাঠে গরিব অসহায়, হতদরিদ্র মানুষের মাঝে ঈদ শুভেচ্ছা উপহারসামগ্রী বিতরণ করেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসান। এ সময় রিজিয়ন কমান্ডার বলেন, বাংলাদেশ সেনাবাহিনী সব সময় জনগণের পাশে রয়েছে।

এই ঈদ উপহারসামগ্রী বিতরণের মূল উদ্দেশ্য হচ্ছে নিম্ন আয়ের মানুষের কষ্ট লাঘব করা। সবার মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দেওয়া। ঈদ উপহার পেয়ে সুবিধাভোগীরা উচ্ছ্বাস প্রকাশ করেন এবং সেনাবাহিনীর এমন উদ্যোগকে সাধুবাদ জানান।

মন্তব্য

হাসপাতাল থেকে ৭ দালাল আটক

লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুর প্রতিনিধি
শেয়ার
হাসপাতাল থেকে ৭ দালাল আটক

লক্ষ্মীপুর সদর হাসপাতালে অভিযান চালিয়ে সাত দালালকে আটক করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। তাঁদের বিরুদ্ধে চিকিৎসা নিতে আসা রোগীদের হয়রানি ও বেসরকারি হাসপাতাল-ক্লিনিকে তাঁদের নিয়ে আর্থিক লাভবান হওয়ার অভিযোগ রয়েছে। আটককৃতরা হলেন মো. ফেরদৌস, মো. দুলাল, মাহবুবুল আলম লিটন, রোজিনা আক্তার, নাজমা আক্তার, কবির হোসেন ও মো. সোহেল।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সদর হাসপাতালে চিকিৎসা নিতে এলে দালালের খপ্পরে পড়তে হয়। তাঁরা কৌশলী কথাবার্তা বলে রোগীদের প্রাইভেট হাসপাতালে নিয়ে যান। এতে রোগী আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হলেও, তাঁরা আর্থিকভাবে লাভবান হন। লক্ষ্মীপুর সদর মডেল থানার ওসি আব্দুল মোন্নাফ বলেন, তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মন্তব্য

সর্বশেষ সংবাদ