রংপুরের পীরগঞ্জ উপজেলার ৫ নং মদনখালী ইউনিয়ন বিএনপির কমিটি গঠনে কৃষক লীগের নেতা শাহজাহান আলীকে সাধারণ সম্পাদক পদে মনোনীত করায় ক্ষুব্ধ হয়েছেন স্থানীয় নেতাকর্মীরা। এ ছাড়া একই উপজেলার ১ নং চৈত্রকোল ইউপিতেও তফশিল ঘোষণা করে পকেট কমিটি গঠনের অভিযোগ উঠেছে।
বুধবার দুপুরে রংপুরের একটি কমিউনিটি সেন্টারে সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ করেন পীরগঞ্জ উপজেলার ১ নং চৈত্রকোল ইউনিয়ন শাখা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক, বিএনপির সদস্য ও সভাপতি পদপ্রার্থী মো. মমিনুর রহমান এবং ৫নং মদনখালী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থী মো. জাহিদুল ইসলাম।
আরো পড়ুন

ফেসবুকে ‘হ্যাশট্যাগ ব্যান আওয়ামী লীগ’ প্রচারণা
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জাহিদুল ইসলাম বলেন, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর দলটির নেতাকর্মীরা দেশ ছেড়েছেন, আবার কেউ গা ঢাকা দিয়েছেন।
কেউ আবার অন্য দলে যোগ দিচ্ছেন।
তিনি বলেন, ১ ফেব্রুয়ারি ৫নং মদনখালী ইউনিয়নে নির্বাচনের জন্য তফসিল ঘোষণাা করে থানা কমিটি। ৯ ফেব্রুয়ারি কাদিরাবাদ উচ্চ বিদ্যালয়ে মাঠে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে এর আগেই থানা কমিটি ‘পকেট কমিটি’ গঠন করে রেজুলেশনে ওয়ার্ডের সভাপতি-সম্পাদকসহসহ স্থানীয় সকলের স্বাক্ষর নেয়।
পরে নির্বাচনের দিন সন্ধ্যায় কৃষকলীগ নেতা মো. শাহজাহান আলীকে সাধারণ সম্পাদক ও রফিকুল ইসলাম সাজুকে সভাপতি করে কমিটি ঘোষণা করে।
মমিনুর রহমান বলেন, দীর্ঘদিন বিএনপির অঙ্গ সংগঠনের সাথে রাজনীতি করাকালীন হামলা-মামলাসহ নানাভাবে হয়রানির শিকার হয়েছিলাম। বিশেষ করে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন বিএনপির রাজনীতি করার কারণে কোনো ব্যবসা-বাণিজ্যসহ কিছুই করতে পারিনি। জুলাই-আগস্টে পট পরিবর্তনের পর পীরগঞ্জ বিএনপিরও পট পরিবর্তন হতে থাকে।
এরই ধারাবাহিকতায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পীরগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন বিএনপির কাউন্সিল শুরু হয়।
তিনি বলেন, চলতি বছরের ১ ফেব্রুয়ারি বিএনপি পীরগঞ্জ উপজেলা শাখা ৫নং মদনখালী ইউনিয়ন বিএনপির নির্বাচনী তফসিল ঘোষণা করে। ৩ ফেব্রুয়ারি মনোনয়নপত্র গ্রহণ ও জমাদানের তারিখ ছিল ৪ ফেব্রুয়ারি। মনোননয়নপত্র যাচাই বাচাই, বৈধ ও বাতিলকৃত প্রার্থীদের তালিকা প্রকাশ, প্রার্থীতা প্রত্যাহার, প্রতীক বরাদ্দ, সম্মেলন ও ভোট গ্রহণ ৯ ফেব্রুয়ারি নির্ধারণ করে। যথারীতি এগুলো নিয়ম মেনে আমি ৮ হাজার টাকা মনোনয়নপত্রের রশিদ সংগ্রহ করি এবং প্রতিটি ওয়ার্ডের সভাপতি ও সম্পাদক সহ সকলের সাথে যোগাযোগ করে ভোট কামনা করি।
থানা কমিটি এসব প্রক্রিয়া মানলেও ভোটের দিন তারা পকেট কমিটি গঠন করেন।
সংবাদ সম্মেলনে অনৈতিকভাবে গঠিত কমিটি বাতিল করে গণতান্ত্রিকভাবে ভোটের মাধ্যমে কমিটি গঠনের দাবিও জানান।
এ বিষয়ে পীরগঞ্জ থানা বিএনপির সদস্য সচিব জাকির হোসেন বলেন, শাহাজাহান আলী দীর্ঘদিন আগে কৃষকলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন। সঠিকভাবে কাউন্সিলিংয়ের মাধ্যমে সভাপতি-সম্পাদকসহ অন্যান্য পদে প্রার্থী ফাইনাল করা হয়েছে। আর অনেকে পদ না পেলে অনেক কিছু বলেন, এটাই স্বাভাবিক।