দুই হাজার চুলায় ঘণ্টায় রান্না হচ্ছে ৫ লাখ মানুষের খাবার!

সদরপুর-চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি
সদরপুর-চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি
শেয়ার
দুই হাজার চুলায় ঘণ্টায় রান্না হচ্ছে ৫ লাখ মানুষের খাবার!
ছবি: কালের কণ্ঠ

ফরিদপুরের সদরপুর উপজেলার আটরশি বিশ্ব জাকের মঞ্জিলে শুরু হয়েছে চার দিনব্যাপী ওরস। দেশ-বিদেশের লাখো ভক্ত সমবেত হয়েছেন। দুই হাজার চুলায় ভক্তদের খাবারের জন্য ২৪ ঘণ্টা চলছে রান্না, রান্নার কাজে নিয়োজিত রয়েছে ৩০ হাজার স্বেচ্ছাসেবক। প্রতি ঘণ্টায় রান্না করা হচ্ছে ৫ লাখ মানুষের খাবার।

ওরসে আসা ভক্তদের জন্য ২৪ ঘণ্টাই চলছে রান্না।

সারি সারি সাজানো চুলা, চলছে রান্না। বিশাল জায়গাজুড়ে দুই হাজার চুলা জ্বলছে একযোগে। দিন রাত ২৪ ঘণ্টা দেশের বিভিন্ন স্থান থেকে আসা ভক্তদের জন্য চলছে রান্না, রান্নার কাজে নিয়োজিত রয়েছে ৩০ হাজার স্বেচ্ছাসেবক।

কেউ ভাত, কেউ ডাল, কেউবা মাংস রান্না করছেন।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর থেকে রান্নার আয়োজন শুরু হয়েছে, একনাগাড়ে চলবে মঙ্গলবার পর্যন্ত এ আয়োজন। প্রতি ঘণ্টায় পাঁচ লাখ নারী-পুরুষ ভক্তের খাবারের ব্যবস্থা করা হচ্ছে। খাবারের মধ্যে রয়েছে ভাত, আলু দিয়ে ডালের লাবড়া, গরু, খাসি, মুরগি ও দুম্বার মাংস।

মুসলমান সম্প্রদায়ের ভক্তরা ছাড়াও অন্য ধর্মের মানুষের জন্য রয়েছে আলাদা রান্নার আয়োজন।

রান্নার পর সারিবদ্ধভাবে রাখা হচ্ছে খাবার। সেখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে নির্দিষ্ট জায়গায়। সেখানে সারিবদ্ধভাবে ভক্তরা মাটির প্লেটে নিচ্ছেন তাদের খাবার। খাওয়া শেষে মাটির প্লেট ধুয়ে রাখছেন নির্দিষ্ট জায়গায়।

এত ভক্তের সমাগম হলেও নেই কোনো বিশৃঙ্খলা।

ওরসে রান্নার কাজে নিয়োজিত স্বেচ্ছাসেবক মো. নাছিরউদ্দিন বলেন, ‘আব্বার আব্বা বেঁচে থাকতে এখানকার পাকশালায় ওরসের সময় রান্না করতেন। আব্বা মারা যাওয়ার পর আমি এই দায়িত্ব পালন করছি। দীর্ঘদিন ধরে ওরসের চার দিন রান্না করে থাকি।’

তিনি আরো বলেন, ‘শুধু আমি নই, এখানে ৩০ হাজার স্বেচ্ছাসেবক আছে যারা রান্নার কাজে নিয়োজিত। দুই হাজার চুলায় রান্না করা হয়ে থাকে। প্রতি ঘণ্টায় প্রায় ৫ লাখ ভক্তদের খাবারের ব্যবস্থা করা হয়। ২৪ ঘণ্টাই এখানে রান্না করা হয়।

স্বেচ্ছাসেবক শাহিনুর রহমান শাহিন বলেন, ‘মুসলমান সম্প্রদায়ের পাশাপাশি সনাতন ধর্মাবলম্বীসহ বিভিন্ন সম্প্রদায়ের মানুষের খাবারের আলাদা ব্যবস্থা রয়েছে। এখানে ভাত, ডাল দিয়ে আলুর লাবড়া, গরু, খাসি, মুরগিসহ দুম্বাও রান্না করা হয়।

তিনি আরো বলেন, ‘দীর্ঘদিন ধরে ওরসের সময় পাকশালায় কাজ করি। খুবই ভালো লাগে, মনে শান্তি পাই। এখানে কাজ করলে কোনো কষ্ট মনে হয় না, খুবই আনন্দ পাই। যতদিন বেঁচে আছি এখানে ভক্তদের জন্য এই কাজ করে যাব।’

আরেক স্বেচ্ছাসেবক নাজমুল হাসান বলেন, ‘ওলি আল্লাহদের খেদমতে মনের ময়লা দূর হয়, নবীর মহব্বত সৃষ্টি হয়। এই মহব্বত পাওয়ার জন্যই দরবার শরীফে হাজারো মানুষ খেদমত করে থাকে।’

ওরস উপলক্ষে কয়েক কিলোমিটার এলাকাব্যাপী তাঁবু স্থাপন করা হয়েছে। দেশ-বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে সড়ক, রেল ও নৌ পথে বিভিন্ন যানবাহনে চেপে আশেকান ও জাকেরানরা সমবেত হয়েছেন। ওরসে আসা সবার জন্য তবারকের পাশাপাশি রাত্রিযাপনের ব্যবস্থা রয়েছে। নিরাপত্তার জন্য নেওয়া হয়েছে বাড়তি ব্যবস্থা। প্রতিদিন ফরজ আমলের পাশাপাশি পবিত্র কোরআন তেলোয়াত, জিকির আজগার মোরাকাবা ওয়াজ নসিহত ও সুন্নত ইবাদতের পাশাপাশি নফল ইবাদত চলছে।

বিশ্ব জাকের মঞ্জিলের সমন্বয়কারী শহিদুল ইসলাম শাহিন জানান, শনিবার (১৫ ফেব্রুয়ারি) ফজর নামাজের পর ফাতেহা শরীফ পাঠ ও তরিকতের আমল পালনের মধ্য দিয়ে ওরসের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। প্রতিদিন ফরজ আমলের পাশাপাশি পবিত্র কুরআন তেলাওয়াত, জিকির আজগার, মোরাকাবা-মোশাহেদা, ওয়াজ নসিহত, ওয়াজ মাহফিল এবং সুন্নাত এবাদতের পাশাপাশি নফল এবাদত চলছে। যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ওরসে দেশ-বিদেশের বিপুলসংখ্যক ভক্ত-মুরিদান অংশ নিয়েছেন।

বিশ্ব জাকের মঞ্জিলের বৃহত্তর ফরিদপুরের কর্মী প্রধান মো. কবিরুল ইসলাম সিদ্দিকী জানান, ‘প্রতিবছরের মতো এবছরও লাখো আশেকান-জাকেরান, ধর্মপ্রাণ ব্যক্তিরা বিশ্ব দরবার শরিফে উপস্থিত হয়েছেন। ওরসে আসা সবার জন্য তবারকের ব্যবস্থা, রাত্রিযাপনের ব্যবস্থা ও বিভিন্ন যানবাহন পার্কিংয়ের জায়গার ব্যবস্থা করা হয়েছে। নিরাপত্তার জন্য নেওয়া হয়েছে বাড়তি ব্যবস্থা।’

তিনি আরো্ জানান, বিশ্ব অলি হজরত মাওলানা শাহ সুফি খাজাবাবা ফরিদপুরী (কু ছে আ) কেবলাজান ছাহেবের স্থলাভিষিক্ত পীরজাদা মাহফুজুল হক মুজাদ্দেদী উরস চলাকালীন চার দিনই আশেকান জাকেরানদের সঙ্গে সাক্ষাৎ প্রদান করবেন। আগামী মঙ্গলবার ফজর নামাজ পর শাহসুফি ফরিদপুরী (কু ছে আ) রওজা জিয়ারত করা হবে। এরপর বিশ্ব শান্তি কামনায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে চার দিনের এই ওরস শরীফ।

শনিবার ফজর নামাজের মধ্য দিয়ে শুরু হওয়া ওরস মঙ্গলবার বিশ্বব্যাপী মঙ্গল কামনা করে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে।

মন্তব্য

সম্পর্কিত খবর

সরিষাবাড়ীতে ট্রেনের ধাক্কায় ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার নিহত

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
শেয়ার
সরিষাবাড়ীতে ট্রেনের ধাক্কায় ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার নিহত
ছবি: কালের কণ্ঠ

জামালপুরের সরিষাবাড়ীতে মোবাইল ফোনে কথা বলার সময় ট্রেনের ধাক্কায় আল মেহেদী (২৮) নামের এক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ এপ্রিল) সন্ধ্যায় পৌরসভার বাউসি পপুলার রেলওয়ে ব্রিজপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত আল মেহেদী পৌরসভার শিমলাপল্লী পূর্বপাড়া ইতালি প্রবাসী লান্জু মিয়ার ছেলে। 

রেলওয়ে পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় বন্ধুদের সঙ্গে পপুলার রেলওয়ে ব্রিজপাড় এলাকায় বেড়াতে যান আল মেহেদী।

মোবাইল ফোনে কথা বলতে বলতে রেললাইনের পাশ দিয়ে হাটছিলেন তিনি। এসময় ঢাকার কমলাপুর থেকে ছেড়ে আসা অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন মেহেদী। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি হওয়ায় জামালপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 

সরিষাবাড়ী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আশিস চন্দ্র দে কালের কণ্ঠকে বলেন, ‘অগ্নিবীণা ট্রেনের ধাক্কায় ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার আল মেহেদী নামের একজন মারা গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করেছে। পরিবারের অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।’ 

মন্তব্য

খুলনায় বিএনপি নেতাকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ

খুলনা অফিস
খুলনা অফিস
শেয়ার
খুলনায় বিএনপি নেতাকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ
প্রতীকী ছবি

খুলনার ফুলতলা উপজেলা বিএনপির আহ্বায়ক শেখ আবুল বাশারকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) রাত সোয়া ৮টার দিকে ফুলতলা উপজেলার ১৪ মাইল এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনার প্রতিবাদে ফুলতলা উপজেলা বিএনপির নেতাকর্মীরা বাজারের চৌরাস্তায় কিছু সময়ের জন্য টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ ও বিক্ষোভ করেন।

ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জেল্লাল হোসেন জানান, উপজেলা বিএনপির আহবায়ক ও ইউপি চেয়ারম্যান শেখ আবুল বাশার মোটরসাইকেলে ফুলতলা থেকে বেজেরডাঙ্গা অভিমুখে যাওয়ার সময় হেলমেট পরিহিত দুজন ব্যক্তি তার দিকে বোমা নিক্ষেপ করে পালিয়ে যায়।

ওসি জানান, তবে বোমাটি তাঁর মোটরসাইকেলের পেছনের দিকের রাস্তায় পড়ে বিস্ফোরণ হয়। আবুল বাশার প্রাণে বেঁচে যান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাস্থলের আশপাশের ক্লোজ সার্কিট ক্যামেরার (সিসি) ফুটেজ পর্যবেক্ষণ করে দ্রুত হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তার করা হবে বলেও জানান ওসি।

প্রাসঙ্গিক
মন্তব্য

নিখোঁজের একদিন পর ঘাসক্ষেতে মিলল কিশোরের লাশ

সালথা-নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি
সালথা-নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি
শেয়ার
নিখোঁজের একদিন পর ঘাসক্ষেতে মিলল কিশোরের লাশ

ফরিদপুরের নগরকান্দায় ঘাসক্ষেত থেকে মো. মাহবুবুর রহমান (১৭) নামের এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩ এপ্রিল) রাত ৮ টার দিকে উপজেলার চরযোশরদী ইউনিয়নের দহিসারা গ্রামের মাঠের ঘাসক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, মাদকদ্রব্য সেবনের ফলে তিনি মারা গেছেন।

নিহত মাহবুবুর রহমান দহিসারা গ্রামের সাইফুল্লাহ মোল্যার ছেলে।

এর আগে বুধবার (২ এপ্রিল) রাত ১০ টার দিকে ‍তিনি নিখোঁজ হয়।

নিহতের বাবা সাইফুল্লাহ মোল্যা বলেন, ‌‌‘মাহবুবুর মাদকাসক্ত ছিল। তাকে নেশা থেকে বিরত রাখতে ঢাকায় গার্মেন্টসে চাকুরিতে দেওয়া হয়। গত ৩ বছর সে গার্মেন্টসে চাকুরি করলেও নেশা করা থেকে বিরত হতে পারেনি।

বুধবার রাত ১০ টার দিকে মাহবুবুর আমার কাছ থেকে ১ শ টাকা নিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর আর বাড়িতে ফেরেনি। আমরা তাকে বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করি। বৃহস্পতিবার সন্ধ্যায় খবর পাই মাহবুবুরের লাশ ঘাসক্ষেতে পড়ে আছে।

নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফর আলী কালের কণ্ঠকে বলেন, ‘ওই কিশোরের লাশ উদ্ধার করে আনা হয়েছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে, সে নেশা খেয়ে মারা গেছে। তারপরও ময়না তদন্তের প্রতিবেদন আসার পর মৃত্যুর আসল কারণ জানা যাবে।’

মন্তব্য

তরমুজ পরিবহনে চাঁদাবাজি, বাধা দেওয়ায় বিএনপির সমর্থকদের সংঘর্ষ

আমতলী (বরগুনা) প্রতিনিধি
আমতলী (বরগুনা) প্রতিনিধি
শেয়ার
তরমুজ পরিবহনে চাঁদাবাজি, বাধা দেওয়ায় বিএনপির সমর্থকদের সংঘর্ষ

বরগুনার আমতলীতে তরমুজের গাড়িতে চাঁদাবাজিকে কেন্দ্র করে বিএনপির সমর্থকদের মধ্যে কয়েক দফায় সংঘর্ষ হামলা ও মারধরের ঘটনা ঘটেছে। এতে নারীসহ ৭ জন আহত হয়েছেন। বুধবার (২ এপ্রিল) গলাচিপা উপজেলার জলেখার বাজারের পাশের নির্মাণাধীন ব্রিজ এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতরা হলেন— মোসা. হাসিনা বেগম (৩৫) মো. নিজাম খান (৪৫) মো. রাকিব খান (২৮) মো. খোরশেদ খান (৬৫) মো. সিদ্দিক খাঁন (৬০) মো. সোহাগ মোল্লা (৩৫) মো. কাইয়ুম মোল্লা (৩৪)।

আহতরা আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতাল ও বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

স্থানীয়রা জানায়, বুধবার (২ এপ্রিল) রাত ৮ টার দিকে পূর্ব সোনাখালী গ্রামের ছাদের প্যাদা বাড়ী সংলগ্ন রাস্তার উপরে তরমুজ বিক্রি করা হচ্ছিল। ওই সময় স্থানীয় বিএনপি সমর্থক ইসরাফিল মোল্লা তরমুজ পরিবহনের গাড়ি থামিয়ে গাড়ি প্রতি ২ হাজার টাকা চাঁদা দাবি করেন। এতে একই এলাকার আরেক বিএনপি নেতা আখতারুজ্জামান সবুজ খান বাঁধা দেয়।

এ নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটির শুরু হয়। এক পর্যায়ে গলাচিপা উপজেলার জলেখার বাজারের পাশের নির্মাণাধীন ব্রীজের উপর ইসরাফিল মোল্লা ও সবুজ খানের সমর্থকদের মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে নারীসহ উভয় পক্ষের ৭ জন গুরুতর আহত হন।

বিএনপি নেতা আখতারুজ্জামান সবুজ খান বলেন, ‘ইসরাফিল মোল্লা তরমুজ পরিবহনের গাড়ি থেকে চাঁদা দাবি করায় আমি প্রতিবাদ করি।

ওই সময় ইউপি সদস্য ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি নাসির উদ্দিন মোল্লার ইন্ধনে ইসরাফিল মোল্লার নেতৃত্বে আওয়ামী লীগের শতাধিক নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে আমার সমর্থকদের উপর অতর্কিত হামলা চালায়।’


বিএনপি সমর্থক নেতা ইসরাফিল মোল্লা তরমুজের গাড়িতে চাঁদা দাবি করার বিষয়টি অস্বীকার করে বলেন, ‘আখতারুজ্জামান সবুজ খান লোকজন নিয়ে আমার ও আমার বাড়ীর লোকজনের উপর অতর্কিত হামলা ও মারধর করেছে।’

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম বলেন, ‘ওই বিষয়ে এখনো কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

মন্তব্য

সর্বশেষ সংবাদ