ঢাকা, শনিবার ২৬ এপ্রিল ২০২৫
১৩ বৈশাখ ১৪৩২, ২৬ শাওয়াল ১৪৪৬

ঢাকা, শনিবার ২৬ এপ্রিল ২০২৫
১৩ বৈশাখ ১৪৩২, ২৬ শাওয়াল ১৪৪৬

শ্রীপুরে ৮ বছরের শিশুকে তুলে নিয়ে ধর্ষণ, ভিডিও ধারণ

আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর
শেয়ার
শ্রীপুরে ৮ বছরের শিশুকে তুলে নিয়ে ধর্ষণ, ভিডিও ধারণ
ধর্ষক আরমান মিয়া

গাজীপুরের শ্রীপুরে আট বছর বয়সী এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। বাড়ির পাশ থেকে তুলে নিয়ে নির্জন শালবনের ভেতর মেয়েটির ওপর নির্যাতন চালানো হয়। নির্যাতনকালে অভিযুক্ত ধর্ষক তার মোবাইল ফোনে তিন দফা ভিডিও ধারণ করে রাখে। মুহূর্তে ভিডিওগুলো কয়েকটি ইমো গ্রুপে ছড়িয়ে দেয়।

নির্যাতনের ঘটনা জেনে গ্রামবাসী অভিযুক্ত ধর্ষককে ধরে বেদম পিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয়।

শনিবার (৮ মার্চ) সন্ধ্যায় উপজেলার বরমী ইউনিয়নের দরগারচালা এলাকায় ঘটনাটি ঘটে।

ধর্ষণের শিকার শিশুটি বরমী ইউনিয়নের এক ভাঙারি বিক্রেতার মেয়ে। সে ওই এলাকার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।

অভিযুক্ত ধর্ষক আরমান মিয়া (২৭) ময়মনসিংহের গফরগাঁও উপজেলার নিগুয়ারী ইউনিয়নের শামসুল হকের ছেলে। আরমান শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের দরগারচালা গ্রামে মাঝেরটেক এলাকায় বনবিভাগের জমিতে ঘর তুলে বসবাস করতেন।

গ্রামবাসী জানিয়েছে, আরমান একজন ইয়াবা কারবারি ও মাদকাসক্ত।

শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) শামীম আক্তার কালের কণ্ঠকে জানিয়েছেন, পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাদে আরমান ধর্ষণের ঘটনা স্বীকার করেছেন।

স্থানীয় বাসিন্দা সোহেল রানা লকু জানান, শনিবার দুপুরের পর থেকে শিশুটিকে তার স্বজনরা খুঁজে পাচ্ছিলেন না। বিকেলে প্রতিবেশীদের নিয়ে তার মা-বাবা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করছিলেন। সন্ধ্যা পৌনে ৬টার দিকে শালবনের ভেতর থেকে শিশুটির কান্না শুনতে পায় প্রতিবেশীরা। পরে সেখানে গিয়ে নির্যাতনরত অবস্থায় অভিযুক্ত ধর্ষককে ধরে ফেলে তারা (প্রতিবেশীরা)। সেখান থেকে মেয়েটিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়।

স্থানীয় বাসিন্দারা জানায়, হাতেনাতে ধরার পর গ্রামবাসী উত্তেজিত হয়ে ওঠে। তারা অভিযুক্ত ধর্ষককে বেদম পিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয়।

হাতেনাতে ধরা পড়ার পর গ্রামবাসীর উপস্থিতিতে অভিযুক্ত ধর্ষক আরমান মিয়া ঘটনা স্বীকার করে বলেন, ‘ধর্ষণের সময় আমি নিজেই ভিডিওগুলা করছি। পরে আমার কয়েকজন বন্ধুরে ইমোতে পাঠাইছি ভিডিওগুলা। আমারে কয়েকজন মিল্যা (মিলে) ইয়াবা খাওয়াইছে। এজন্য আমার মাথা ঠিক নাই।’ 

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জয়নাল আবেদীন মণ্ডল কালের কণ্ঠকে বলেন, ‘নির্যাতনের শিকার শিশুটিকে উদ্ধার করা হয়েছে। আটক করা হয়েছে অভিযুক্ত ধর্ষককে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ধর্ষক ঘটনা স্বীকার করেছেন।’

মন্তব্য

সম্পর্কিত খবর

প্যান্টের ভেতর থেকে ফেনসিডিল বের করলেন যুবদল নেতা, অতঃপর...

ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁও প্রতিনিধি
শেয়ার
প্যান্টের ভেতর থেকে ফেনসিডিল বের করলেন যুবদল নেতা, অতঃপর...
সংগৃহীত ছবি

ঠাকুরগাঁও সদর পশ্চিম আকচা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ফয়সালের প্যান্টের ভেতর থেকে ফেনসিডিল বের করার ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে। তবে ফয়সালের দাবি পিস্তল ঠেকিয়ে মেরে ফেলার হুমকি ও ভয়ভীতি দেখিয়ে তার প্যান্টের ভেতর ফেনসিডিল রেখে দিয়ে ভিডিও ধারণ করে তাকে  ফাঁসানো হয়েছে। 

ফয়সাল জানান, গত ২৫ মার্চ বালু উত্তোলনকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে। ওই দিন রাতে বাড়ি যাবার পথে আকচা এলাকায় স্বপ্ন জগতের মালিক সারোয়ার চৌধুরীর ছেলে সাঈদ চৌধুরীসহ কয়েকজন তাকে তুলে নিয়ে যায়।

পরে ঠাকুরগাঁও সদর উপজেলা আকচা স্বপ্ন জগত নামে একটি পার্কের টর্চার সেলে নিয়ে নির্যাতনের পর পিস্তল ঠেকিয়ে ফেনসিডিল দিয়ে ফাঁসানো হয়। এই ঘটনা কাউকে জানালে ছেলেকে মেরে ফেলারও হুমকি দেওয়া হয় তাকে। ঘটনাস্থলে সাঈদ চৌধুরীসহ অপরিচিত আরো বেশ কয়েকজন ছিল।

আরো পড়ুন
বেতনসহ ৬ মাসের মাতৃত্বকালীন ছুটির সুপারিশ

বেতনসহ ৬ মাসের মাতৃত্বকালীন ছুটির সুপারিশ

 

এ বিষয়ে সাঈদ চৌধুরীর সাথে যোগাযোগ করেও তাকে পাওয়া যায় নাই।

তবে তার বাবা সারোয়ার চৌধুরীর বলেন, পিস্তলের বিষয়টি সম্পূর্ণ মিথ্যা বানোয়াট। নদীর পাড় থেকে বালু তোলাকে কেন্দ্র করে ওই এলাকায় বিএনপির ছেলেদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। যুবদল নেতা ফয়সাল নিজের প্রভাব খানোর জন্য বিভিন্ন কুৎসা রটাচ্ছে।

মন্তব্য

সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে মামলা, ঝিকরগাছায় প্রতিবাদ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে মামলা, ঝিকরগাছায় প্রতিবাদ
সংগৃহীত ছবি

দৈনিক আমার দেশের সম্পাদক ও প্রকাশক মাহমুদুর রহমান, সাংবাদিক সৈয়দ মিজানুর রহমান, কওসার আলম, রোহান রাজিব ও ইমদাদ হোসাইনের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার করার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

শনিবার (২৬ এপ্রিল) সকাল ১০টায় যশোরের ঝিকরগাছা বাসস্ট্যান্ড রিপোর্টার্স ক্লাব কার্যালয়ের সামনে রিপোর্টার্স ক্লাবের সভাপতি মাস্টার আশরাফুজ্জামান বাবুর সভাপতিত্বে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন আমার দেশ পত্রিকার ঝিকরগাছা পাঠকমেলার সভাপতি সাতক্ষীরা জেলার মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক (অব.) শফিউল আজম রুমি। এ সময় সম্পাদক মাহমুদুর রহমান ও আমার দেশ-এর সাংবাদিকসহ সারা দেশে সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা সব মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান তিনি।

মানববন্ধনে আরো বক্তব্য দেন ঝিকরগাছা মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও আমার দেশ পত্রিকার ঝিকরগাছা প্রতিনিধি ইলিয়াস উদ্দীন, সরকারি শহীদ মশিউর রহমান ডিগ্রি কলেজের বাংলা বিভাগের প্রধান মনিরুজ্জামান, বাঁকড়া প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক বিল্লাল হুসাইন, শার্শা প্রেস ক্লাবের সাংবাদিক আতিকুজ্জামান রিমু, রফিকুল ইসলাম প্রমুখ।

মন্তব্য

আমার দেশ সম্পাদকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মেলান্দহে মানববন্ধন

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
আমার দেশ সম্পাদকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মেলান্দহে মানববন্ধন
সংগৃহীত ছবি

আমার দেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মাহমুদুর রহমানসহ ৫ সাংবাদিকদের বিরুদ্ধে মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামালের দায়ের করা মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মেলান্দহে মানববন্ধন করা হয়েছে।

শনিবার (২৬ এপ্রিল) সকাল ১০টায় জামালপুরের মেলান্দহ শিমুলতলা বিশ্বরোড মোড়ে আমার দেশ পত্রিকার পাঠকমেলা এই মানববন্ধন আয়োজন করে।

আমার দেশের মেলান্দহ প্রতিনিধি আবিদ মাহমুদ রহমতুল্লাহর সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর প্রেস ক্লাবের সভাপতি, দৈনিক ইনকিলাবের জেলা প্রতিনিধি ও দৈনিক মুক্ত আলোর সম্পাদক নূরুল আলম সিদ্দিকী।

মানববন্ধনে আরো বক্তব্য দেন মেলান্দহ রিপোর্টার্স ইউনিটির সভাপতি, ইত্তেফাক সংবাদদাতা শাহ জামাল, জেলা কিন্ডারগার্টেন ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও দৈনিক খবরপত্রের সংবাদদাতা ফজলুল করিম, দৈনিক আজকের জামালপুরের স্টাফ রিপোর্টার মোহাম্মদ আলী, স্বরকলার সাধারণ সম্পাদক একেএম জাকিরুল হক মিন্টু, জালালপুর থিয়েটারের সভাপতি এসএম আব্দুল্লাহ, জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির সভাপতি ও চ্যানেল ২৪-এর প্রতিনিধি মিরাজুল ইসলাম, আমার দেশ পাঠকমেলার সভাপতি অনন্ত কুমার সরকার এবং জেলা সংবাদপত্র অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক মিলন খন্দকার প্রমুখ।

মন্তব্য

মাহমুদুর রহমানের বিরুদ্ধে হওয়া মামলা প্রত্যাহার চেয়ে সখীপুরে মানববন্ধন

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
মাহমুদুর রহমানের বিরুদ্ধে হওয়া মামলা প্রত্যাহার চেয়ে সখীপুরে মানববন্ধন
সংগৃহীত ছবি

আমার দেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মাহমুদুর রহমানসহ পাঁচ সাংবাদিকদের বিরুদ্ধে মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামালের দায়ের করা মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে টাঙ্গাইলের সখীপুরে মানববন্ধন করা হয়েছে।

আজ শনিবার সকাল সাড়ে ১১টায় সখীপুর প্রেসক্লাবের সামনে আমার দেশ পাঠকমেলার উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

আমার দেশ পত্রিকার সখীপুর প্রতিনিধি আনোয়ার কবিরের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন সখীপুর প্রেসক্লাবের সভাপতি শাকিল আনোয়ার, সাধারণ সম্পাদক সাজ্জাত লতিফ, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি সখীপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক টিটু, ডিঅমস অ্যাসোসিয়েশনের সভাপতি সাইফুল ইসলাম শিহাবসহ সখীপুরে কর্মরত বিভিন্ন জাতীয় দৈনিক ও টেলিভিশন চ্যানেলের প্রতিনিধিরা।

মানববন্ধনে বক্তারা ফ্যাসিবাদের দোসর ও দেশের সম্পদ লুণ্ঠনকারী মোস্তফা কামালকে অনতিবিলম্বে আইনের আওতায় এনে শাস্তি প্রদান এবং মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবি জানান।

সবাইকে মেঘনা গ্রুপের পণ্য বয়কট করারও অনুরোধ জানান তারা।

মন্তব্য

সর্বশেষ সংবাদ