কুমারখালী উপজেলার পান্টি ইউনিয়নের সামাজিক সেচ্ছাসেবী সংগঠন আন-নূর সেবা সংস্থার নতুন কমিটি গঠন করা হয়েছে। শনিবার (৮ মার্চ) রাতে সংস্থার সাধারণ সভায় সাবেক সভাপতি মিজানুর রহমানের উপস্থিতিতে ৫১ সদস্যদের নতুন কমিটি ঘোষণা করা হয়।
এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মো. আব্দুস সালাম ও সাধারণ সম্পাদক পদে মো. হেলাল উদ্দিন।
কমিটির অন্য সদস্যরা হলেন সহসভাপতি ইয়াকুব আলী, সহ-সাধারণ সম্পাদক এনামুল হক জায়েদ (বাবু), তালহা জুবায়ের, দপ্তর সম্পাদক সুজন আহমেদ, সহদপ্তর সম্পাদক, মোহাম্মদ ফজলে রাব্বি, সোহান ইকবাল, বরকতউল্লাহ, সাংগঠনিক সম্পাদক আয়তউল্লাহ, সহ-সাংগঠনিক আশরাফুল ইসলাম, অর্থ সম্পাদক, এনামুল হক, সহ-অর্থ সম্পাদক গোলাম রহমান, মো. মাহাবুব, মোহাম্মদ আনাস, মো. জামির।
এ ছাড়া প্রচার সম্পাদক রহমত আলী, সহপ্রচার সম্পাদক ইমন আলী, ইয়াসিন, ইখলাস, শিক্ষাবিষয়ক সম্পাদক আশরাফুল ইসলাম, মো. পারভেজ, মো. রিফাত, মানবসম্পদ সম্পাদক, আব্দুস সামাদ, সহ-মানব সম্পাদক, মো. রাব্বি, আলহাজ, জায়েদ, ধর্মবিষয়ক সম্পাদক হাফেজ মোহাম্মদ শাহিন, সহ-ধর্মীয় সম্পাদক, মো. বিল্লাল, মো. রাহিমুল্লাহ, মো. আলফাজ।
আরো রয়েছেন, সমাজসেবা বিষয়ক সম্পাদক মো. বাচ্চু, সহ-সমাজসেবা সম্পাদক, মো. ওবায়দুল্লাহ, মো. মেহেদী, মো. ইমরান, তথ্য-প্রযুক্তি বিষয়ক সম্পাদক কামরুজ্জামান হিমেল, মোহাম্মদ শরীফ, ইয়াসিন, সাকিবুল, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক, মোহাম্মদ মানিক, ক্রীড়া বিষয়ক সম্পাদক আব্বাস আলী, সহ-ক্রীড়া বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী ও মো. হামজা।
সাধারণ সভায় উপস্থিত ছিলেন আন-নূর সেবা সংস্থার প্রায় শতাধিক নতুন ও প্রতিষ্ঠাকালীন সদস্য।
সাধারণ সম্পাদক বেলাল উদ্দিন বলেন, ‘আন-নূর সেবা সংস্থা আরো শক্তিশালী করতে আমরা নিয়মিত পাঠচক্র, স্কিল ডেভেলপমেন্ট, ওয়ার্কশপ, খেলাধুলাসহ বিভিন্ন আয়োজন করব।
’
নবনির্বাচিত সভাপতি আব্দুস সালাম বলেন, ‘আমার সর্বোচ্চ দিয়ে এই সংগঠনকে এগিয়ে নিতে সর্বাত্মক চেষ্টা করব। সংগঠনের কাজগুলো কিভাবে আরো বেশি গতিশীল করা যায়, সে ব্যাপারে দৃষ্টি রাখব। আশা করি, সংগঠনের সব কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করতে কমিটির অন্যান্য সদস্যরা আমাকে তাদের জায়গা থেকে সর্বাত্মক সহযোগিতা করবেন।’ আগামীতে পান্টি ইউনিয়নের সকল মানুষের সুখে-দুঃখে পাশে থেকে কাজ করে যেতে পারি।
উল্লেখ্য, আন-নূর সেবা সংস্থা ২০০০ সাল থেকে পান্টিতে সামাজিক সেচ্ছাসেবী কাজ করে আসছে।