দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর ক্রীড়াঙ্গনে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়। এরই অংশ হিসেবে গত ১৫ নভেম্বর ৯ ফেডারেশনে অ্যাডহক কমিটি গঠন করা হয়েছিল। দ্বিতীয় ধাপে যোগ হয় আরো সাতটি ফেডারেশন। এবার নতুন করে আরো পাঁচটি ফেডারেশনের অ্যাডহক কমিটি ঘোষণা করা হয়েছে।
দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর ক্রীড়াঙ্গনে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়। এরই অংশ হিসেবে গত ১৫ নভেম্বর ৯ ফেডারেশনে অ্যাডহক কমিটি গঠন করা হয়েছিল। দ্বিতীয় ধাপে যোগ হয় আরো সাতটি ফেডারেশন। এবার নতুন করে আরো পাঁচটি ফেডারেশনের অ্যাডহক কমিটি ঘোষণা করা হয়েছে।
রাগবি ফেডারেশনের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে খন্দকার জামিল উদ্দিন ও মৌসুম আলীর স্থলাভিষিক্ত হয়েছেন আবদুল্লাহ আল জহির ও আখতার জামান। হ্যান্ডবলে দীর্ঘ ৩৩ বছরের পথচলা থেমেছে সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনূরের। তাঁর জায়গা নিয়েছেন সালাহউদ্দিন আহমেদ। সভাপতি করা হয়েছে এনএসআইয়ের মহাপরিচালক মেজর জেনারেল সারোয়ার ফরিদকে।
সম্পর্কিত খবর
ক্রিকেট
নিউজিল্যান্ড-পাকিস্তান
তৃতীয় টি-টোয়েন্টি
সরাসরি, দুপুর ১২টা ১৫ মিনিট
টেন ৫
ফুটবল
প্রিমিয়ার লিগ
আর্সেনাল-লিভারপুল
হাইলাইটস, দুপুর ১২টা, টেন ২
ফুলহাম-ম্যানচেস্টার ইউনাইটেড
হাইলাইটস, বিকেল ৩টা, টেন ১
।ক্রিকেট
ডিপিএল
মোহামেডান-ধানমণ্ডি স্পোর্টস ক্লাব
সরাসরি, সকাল ৯টা
।ক্রীড়া প্রতিবেদক : চীনের নানজিংয়ে বিশ্ব ইনডোর অ্যাথলেটিকসে আজ ট্র্যাকে নামছেন জহির রায়হান। আসরে ৪০০ মিটার স্প্রিন্টে অংশ নিচ্ছেন তিনি। শুরুতে অংশ নেবেন হিটে।
গত বছর এশিয়ান ইনডোর অ্যাথলেটিকসে এই ইভেন্টে রুপা জিতেছিলেন জহির।
ক্রীড়া প্রতিবেদক : মেয়েদের ডেভেলপমেন্ট হকির দুটি সেমিফাইনাল আজ। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে সকাল ৯টায় প্রথম সেমিফাইনালে যশোরের মুখোমুখি হবে কিশোরগঞ্জ। একই সময় কুর্মিটোলার বিমানবাহিনী মাঠে বিকেএসপির মুখোমুখি হবে রাজশাহী।
‘খ’ গ্রুপে পাঁচ খেলার সব কটিতে জিতে নয় শুধু, প্রতিপক্ষদের গোলবন্যায় ভাসিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠেছে বিকেএসপি।
এই কিশোরগঞ্জকেও গ্রুপে মুখোমুখি দেখায় ১৫ গোল দিয়েছে বিকেএসপি। টুর্নামেন্টে ফেভারিট তারাই।