ঢাকা, শনিবার ১৫ মার্চ ২০২৫
১ চৈত্র ১৪৩১, ১৪ রমজান ১৪৪৬

ঢাকা, শনিবার ১৫ মার্চ ২০২৫
১ চৈত্র ১৪৩১, ১৪ রমজান ১৪৪৬

নতুনদের পাশে আছেন তাবিথ

  • র‌্যাংকিংয়ে ১৬ ধাপ এগিয়ে থাকা দলের বিপক্ষে প্রত্যাশিত দুটি ম্যাচেই জুটেছে হার। তবে আফিদা খন্দকার-শাহেদা আক্তাররা যেভাবে খেলেছেন, পিছিয়ে পড়ে গোল করেছেন; এমন মানসিকতায় সন্তুষ্ট ফেডারেশন সভাপতি তাবিথ আউয়াল।
শেয়ার
নতুনদের পাশে আছেন তাবিথ
এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে ঘরে-বাইরে দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ। এ নিয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় দূতাবাসের হাইকমিশনার প্রণয় ভার্মার (মাঝে) সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন সভাপতি তাবিথ আউয়াল (বাঁয়ে) এবং সহসভাপতি ফাহাদ করিম (ডানে)। ছবি : বাফুফে

https://asset.kalerkantho.com/public/news_images/share/photo/shares/1.Print/2025/03.March/04-03-2025/kalerkantho-sp-1a.jpgক্রীড়া প্রতিবেদক : কোচ পিটার বাটলারের বিরুদ্ধে সাবিনা খাতুনসহ ১৮ ফুটবলার অনড় অবস্থান নিলে ভিন্ন পরিকল্পনায় যেতে হয় বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে। আরব আমিরাতে সফরে দল পাঠাতে হলে এ ছাড়া আর উপায়ও ছিল না। সাফ জেতা আটজনের সঙ্গে নতুন আরো ১৫ ফুটবলারকে নিয়ে দল সাজাতে হয়েছে বাটলারকে। আনকোরা দল নিয়ে তাই কোনো রকম উচ্চাকাঙ্ক্ষা ছিল না।

বরং উন্নতির কথাই বারবার বলেছেন বাংলাদেশ কোচ। র‌্যাংকিংয়ে ১৬ ধাপ এগিয়ে থাকা দলের বিপক্ষে প্রত্যাশিত দুটি ম্যাচেই জুটেছে হার। তবে আফিদা খন্দকার-শাহেদা আক্তাররা যেভাবে খেলেছেন, পিছিয়ে পড়ে গোল করেছেন; এমন মানসিকতায় সন্তুষ্ট ফেডারেশন সভাপতি তাবিথ আউয়াল।

গতকাল দুপুরে মেয়েরা দেশে ফেরার পর বিকেলে বাফুফে ভবনে গিয়ে দেখা করেছেন তাবিথ।

সাক্ষাৎ পর্বে মেয়েদের উৎসাহ দিয়েছেন বাফুফে সভাপতি। নতুনদের পাশে থাকার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। মেয়েদের সঙ্গে সাক্ষাতের পর তাবিথ গণমাধ্যমে কথা বলেননি। তবে বাফুফে সহসভাপতি ফাহাদ করিম এ ব্যাপারে কালের কণ্ঠকে বলেছেন, কঠিন প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করার জন্য মেয়েদের অভিনন্দন জানিয়েছেন সভাপতি (তাবিথ)।
মেয়েদের বলেছেন গোল খেয়ে আবার গোল করা বড় ব্যাপার। এর মানে তোমরা হাল ছাড়নি। কখনো ভাববে না যে তোমরা বাইরের কেউ, তোমরা এই সফর থেকেই জাতীয় দলের খেলোয়াড়। যতটুকু শুনেছি এবং আমি বিশ্বাস করি, তোমরা ভালো খেলেছ। এ ছাড়া পরবর্তী সফর থেকে আরো সুযোগ-সুবিধা বাড়ানোর প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

২৩ জনের যে দল আমিরাত গিয়েছিল তাঁদের মধ্যে বয়সভিত্তিকের পর জাতীয় দলে খেলার অভিজ্ঞতা ছিল সেন্টার ব্যাক আফিদা ও ফরোয়ার্ড শাহেদা আক্তারের। দুজনের কাঁধেই ছিল গুরুদায়িত্ব, সঙ্গে নতুনদের পরিবেশ ও পরিস্থিতি বোঝানোর কাজটাও করতে হয়েছে। সিনিয়ররা না থাকায় চ্যালেঞ্জও বেশি ছিল বলে মানছেন মেয়েরা। সংকটের মুহূর্তে আমিরাত সফর অনেক কিছু শিখিয়েছে, বলছেন শাহেদা আক্তার, আমিরাতের চার-পাঁচজন ওদের দেশের, অন্য সবাই প্রবাসী। ওরা শারীরিকভাবে আমাদের চেয়ে এগিয়ে। আর আমরা এই দল নিয়ে এবারই প্রথম মাঠে নেমেছি। অনেক কিছু শিখে এসেছি আমরা। আশা করি, ভবিষ্যতে কাজে লাগবে এটা।

তিন সপ্তাহের প্রস্তুতিতে আমিরাতে যায় বাংলাদেশ দল। প্রস্তুতির ঘাটতির কথা বললেও এই দল নিয়ে আশাবাদী শাহেদা, একসঙ্গে আরো কিছুদিন অনুশীলন করতে পারলে আমার মনে হয় আরো ভালো করতে পারতাম। সাফল্য তো এত তাড়াতাড়ি আসে না। সময় দিতে হবে। সময় দিলে আশা করছি এই দলও ভালো করবে। কোচ পিটার বাটলারও ধৈর্য ধরার কথা বলছেন, এই সফর নিয়ে যদি বলি, মেয়েদের নিয়ে আমি ভীষণ গর্বিত। ফুটবলের সঙ্গে আমি দীর্ঘদিন আছি। জিততে হবে, জিততে হবেআমি এই মানসিকতার নই। উন্নতি করতে হলে ধৈর্য ধরতে হবে। আপাতত ক্যাম্প বন্ধ থাকছে। ঈদের পর আবার ক্যাম্পে ফিরবেন মেয়েরা।

মন্তব্য

সম্পর্কিত খবর

শীর্ষে তাহসিন

শেয়ার
শীর্ষে তাহসিন

ক্রীড়া প্রতিবেদক : এশিয়ান জোনাল দাবার পাঁচ রাউন্ড শেষে সাড়ে ৪ পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে তাহসিন তাজওয়ার। গতকাল পঞ্চম রাউন্ডে শ্রীলঙ্কার পেসান্দু রাশমিথাকে হারিয়েছেন এই ফিদে মাস্টার। ৫ খেলায় এটি তাঁর চতুর্থ জয়, ড্র করেছিলেন তৃতীয় রাউন্ডে। আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান ৪ পয়েন্ট নিয়ে যৌথভাবে দ্বিতীয় স্থানে।

মন্তব্য

টিভিতে

শেয়ার
টিভিতে

ফুটবল

ইপিএল, ম্যানচেস্টার সিটি-ব্রাইটন

সরাসরি, রাত ৯টা, সিলেক্ট ১

এভারটন-ওয়েস্ট হাম

সরাসরি, রাত ৯টা, সিলেক্ট ২

লা লিগা, ভিয়ারিয়াল-রিয়াল মাদ্রিদ

সরাসরি, রাত ১১-৩০ মিনিট, জিও সিনেমা

বুন্দেসলিগা, ইউনিয়ন বার্লিন-বায়ার্ন মিউনিখ

সরাসরি, রাত ৮-৩০ মিনিট, টেন ২

লিপজিগ-বরুশিয়া ডর্টমুন্ড

সরাসরি, রাত ১১-৩০ মিনিট, টেন ২

প্রাসঙ্গিক
মন্তব্য

টি স্পোর্টস

শেয়ার
টি স্পোর্টস

ক্রিকেট

ডিপিএল

মোহামেডান-লিজেন্ডস অব রূপগঞ্জ

সরাসরি, সকাল ৯টা

প্রাসঙ্গিক
মন্তব্য

রানী আক্তারদের গোলোৎসব

শেয়ার
রানী আক্তারদের গোলোৎসব

ক্রীড়া প্রতিবেদক : মেয়েদের ডেভেলপমেন্ট কাপ হকিতে একপেশে ম্যাচই হচ্ছে বেশি। গতকালও যেমন কুমিল্লার জালে ১৮ গোল জড়িয়েছে ঠাকুরগাঁও। দলটির রানী আক্তার, একাই করেছেন ছয় গোল। চার গোল করেছেন রেখা মনি।

মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে এই ম্যাচের পাশাপাশি গতকাল আরো তিনটি ম্যাচ হয়েছে। তাতে বিএএফ মাঠে ১১-১ গোলের বড় জয় পেয়েছে যশোর জেলাও। তারা হারিয়েছে পটুয়াখালীকে। এই ম্যাচেও একাই আধাডজন গোল করেছেন স্ট্রাইকার সোনিয়া আক্তার।

দিনের অন্য দুই ম্যাচে জিতেছে ঝিনাইদহ ও রাজশাহী। ঝিনাইদহ ৮-০ গোলে পটুয়াখালীকে ও রাজশাহী ৩-০ গোলে হারিয়েছে দিনাজপুরকে।

মন্তব্য

সর্বশেষ সংবাদ