ক্রীড়া প্রতিবেদক : গত মাসে ইংল্যান্ডে গিয়ে হামজা চৌধুরীর সঙ্গে দেখা করে তাঁর চাহিদাপত্র জেনে এসেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন সভাপতি তাবিথ আউয়াল। সে সময় সভাপতির কাছ থেকে বাংলাদেশ জাতীয় দলের বিভিন্ন সুযোগ-সুবিধার ব্যাপারে ধারণা নিয়েছেন হামজাও। এর মধ্যে বাংলাদেশ দলের চোট ব্যবস্থাপনার ব্যাপারে অধিকতর গুরুত্ব দিয়েছেন শেফিল্ড ইউনাইটেডে খেলা ২৭ বছর বয়সী এই মিডফিল্ডার। এরই মধ্যে তাঁর এজেন্ট বাফুফেকে জানিয়ে দিয়েছে যে ইংল্যান্ড থেকে ব্যক্তিগত ফিজিও নিয়ে আসতে চান হামজা।