ইংল্যান্ডের হয়ে পথচলার শুরুটা জয়ে হয়েছে কোচ টমাস ট্যুখেলের। বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের প্রথম ম্যাচে থ্রি লায়নসরা ২-০ গোলে হারিয়েছে আলবেনিয়াকে। ইংলিশদের হয়ে লক্ষ্যভেদ করেন লুইস স্কেলি এবং হ্যারি কেইন। ইউরোপিয়ান অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে আরেক ম্যাচে রবার্ত লেভানদোস্কির গোলে লিথুয়ানিয়াকে হারিয়েছে পোল্যান্ড।