চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে কোপানো সেই যুবদল নেতা বহিষ্কার

আঞ্চলিক প্রতিনিধি, নেত্রকোনা
আঞ্চলিক প্রতিনিধি, নেত্রকোনা
শেয়ার
চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে কোপানো সেই যুবদল নেতা বহিষ্কার
সংগৃহীত ছবি

চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে কোপানোর ঘটনায় নেত্রকোনার মোহনগঞ্জ পৌর যুবদলের সদস্যসচিব ফয়সাল আহমেদ খোকনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। 

আজ শনিবার কেন্দ্রীয় যুবদলের সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভুঁইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে কেন্দ্রীয় যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়নের সিদ্ধান্তে ফয়সাল আহমেদ খোকনকে বহিষ্কার করা হয়েছে।

আরো পড়ুন
ফেনসিডিলসহ স্বেচ্ছাসেবক দল নেতা আটক

ফেনসিডিলসহ স্বেচ্ছাসেবক দল নেতা আটক

 

প্রেস বিজ্ঞপ্তি আরও জানানো হয়, বহিষ্কৃত নেতৃবৃন্দের কোনো ধরনের অপকর্মের দায়দায়িত্ব দল নিবে না।

যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তাদের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা প্রদান এবং আইনশৃঙ্খলা বাহিনীকে উক্ত বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়ার অনুরোধ জানানো হয়েছে।

বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন মোহনগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাইনুল ইসলাম। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চাঁদা না পেয়ে শুক্রবার (১৪ মার্চ) বিকালে জসীম উদ্দীন নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে জখম করে পৌর ছাত্রদলের সদস্যসচিব ফয়সাল আহমেদ খোকন ও তার সহযোগীরা। পরে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসাপাতালে পাঠানো হয়।

অবস্থার অবনতি হলে পরে রাতেই ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। 

গুরুতর আহত জসীম উদ্দীন মোহনগঞ্জের পানুর গ্রামের বাসিন্দা। তিনি রাজধানীর রিক্রুটিং এজেন্সি মেসার্স আফিফ ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী ভুক্তভোগী পরিবারসহ ঢাকায় বসবাস করেন।

আহত ব্যবসায়ী জসীম উদ্দীনের স্ত্রী নিশা আক্তার বলেন, গত ৫ আগস্টের পর থেকে যুবদল নেতা খোকন ও তার সহযোগীরা জসীম উদ্দীনের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন।

চাঁদা না দেওয়ার তারা ক্ষিপ্ত হন। শুক্রবার বিকালে মোহনগঞ্জ শহরের পাথরঘাটা এলাকায় জসীমের ওপর হামলা হয়। হামলায় রামদাসহ দেশীয় অস্ত্র নিয়ে খোকনসহ ১০-১২ জন অংশ নেয়। 

মন্তব্য

সম্পর্কিত খবর

পুকুর পাড়ে খেলার সময় পানিতে ডুবে ভাই বোনের মৃত্যু

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
পুকুর পাড়ে খেলার সময় পানিতে ডুবে ভাই বোনের মৃত্যু

ময়মনসিংহের ধোবাউড়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু হয়েছে। রবিবার (১৬ মার্চ) বিকেল ৩ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের রাণীগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। 


নিহতরা হলো—রাণীগাঁও গ্রামের এমদাদুল হকের মেয়ে শিমু আক্তার (৯) ও ছেলে মো. নিজুম (৩)। 

ধোবাউড়া থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. মিলন মিয়া বলেন, বিকেলে মৃত শিমু আক্তার তার ছোট ভাইকে কোলে নিয়ে পুকুরের কিনারায় পানিতে গোসল করছিল।

হঠাৎ তারা বেশি পানিতে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এ ঘটনার কিছুক্ষণ পর তাদের মা সন্তানদের বাড়িতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। এ সময় পুকুরের পানিতে তাদের মরদেহ ভেসে ওঠে।
 

এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন বলে জানান এসআই মিলন মিয়া। 

মন্তব্য

আ. লীগের আমলে দেওয়া রিকশার লাইসেন্স বাতিলের দাবি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
শেয়ার
আ. লীগের আমলে দেওয়া রিকশার লাইসেন্স বাতিলের দাবি
সংগৃহীত ছবি

ব্রাহ্মণবাড়িয়ায় আওয়ামী লীগের আমলে দেওয়া রিকশার লাইসেন্স বাতিলসহ ছয় দফা দাবিতে বিক্ষোভ করেছেন রিকশা ও রিকশা ভ্যান শ্রমিক ইউনিয়নের নেতারা। রবিবার (১৬ (মার্চ) সদর উপজেলার লোকনাথ দিঘীর পাড় এলাকায় এই কর্মসূচি পালন করেন তারা।

শ্রমিকদের দাবি, প্রকৃত মালিকদের লাইসেন্স দিতে হবে, মেয়র না আসা পর্যন্ত লাইসেন্স রিনিউ করা যাবে না, শ্রমিক লীগের দখলে থাকা রিকশার স্ট্যান্ড খালি করতে হবে, যাদের নামে অতিরিক্ত লাইসেন্স আছে সেগুলো বাতিল করতে হবে। 

রিকশা চালকদের আন্দোলনে সংহতি প্রকাশ করে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি।

 

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া রিকশা ভ্যানচালক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. শাহেদ মিয়া, পৌর এলাকার পশ্চিম মেড্ডার রিকশা চালক আবুল মিয়া, মো. ইয়াছিন প্রমুখ।

মন্তব্য

সিলেটে আড়াই মাসে ২৯ ডাকাত গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, সিলেট
নিজস্ব প্রতিবেদক, সিলেট
শেয়ার
সিলেটে আড়াই মাসে ২৯ ডাকাত গ্রেপ্তার
প্রতীকী ছবি

সিলেট জেলার বিভিন্ন উপজেলায় ডাকাতি, চুরি ও ছিনতাইয়ের ঘটনা বেড়ে গেছে। অনেক এলাকায় ডাকাতের ভয়ে গ্রাম পাহারা দিয়ে নির্ঘুম রাত কাটান এলাকাবাসী। ফলে পুলিশের তৎপরতা বেড়েছে। গত আড়াই মাসে সিলেটের বিভিন্ন এলাকা থেকে ২৯ জন ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এর মধ্যে চলতি মার্চ মাসের ১৫ দিনে গ্রেপ্তার হয়েছে ৯ ডাকাত।

সিলেট জেলার সহকারী পুলিশ সুপার ও মিডিয়া ফোকাল পয়েন্ট কর্মকর্তা মো. সম্রাট তালুকদার এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও জনসাধারণের জানমালের নিরাপত্তায় এ অভিযান অব্যাহত থাকবে।’

আরো পড়ুন
বিয়ের মেহেদির রং মোছার আগেই লাশ হলেন মারজাহান

বিয়ের মেহেদির রং মোছার আগেই লাশ হলেন মারজাহান

 

তিনি আরো বলেন, ‘শনিবার (১৫ মার্চ) রাতে দক্ষিণ সুরমার কামালবাজার এলাকা থেকে সুমন আহমদ নামের এক ডাকাত সদস্যকে গ্রেপ্তার করা হয়।

একই দিন জকিগঞ্জ থেকে গ্রেপ্তার হয় ডাকাত রাসেল আহমদ রাসু। এর আগের দিন শুক্রবার রাতে জেলা পুলিশের গোয়েন্দা শাখা দক্ষিণ সুরমার কদমতলী বাস টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে শহীদ, বুরহান উদ্দিন বাছন ও হুমায়ূন নামের তিন ডাকাত সদস্যকে গ্রেপ্তার করে। সবমিলিয়ে মার্চ মাসের ১৫ দিনেই গ্রেপ্তার হয়েছে ৯ ডাকাত।’ 

এছাড়া ফেব্রুয়ারিতে ৭ জন এবং জানুয়ারিতে ১৩ জন ডাকাতকে গ্রেপ্তার করা হয় বলে তিনি জানান।


 

মন্তব্য

বিয়ের মেহেদির রং মোছার আগেই লাশ হলেন মারজাহান

ফেনী প্রতিনিধি
ফেনী প্রতিনিধি
শেয়ার
বিয়ের মেহেদির রং মোছার আগেই লাশ হলেন মারজাহান
প্রতীকী ছবি

বিয়ের মেহেদির রং না শুকাতেই নববধূ মারজাহান আক্তার ঝুমুরকে (২০) প্রাণ দিতে হলো। স্বামীর নির্যাতনে বিয়ের ১৮ দিন পর তিনি মারা গেলেন। 

তার স্বামী সাইদুর রহমান ফেনী সদর উপজেলার দক্ষিণ গোবিন্দপুর কামু ভুঁইয়া বাড়ির সাহাব উদ্দিনের ছেলে।

মারজাহানের পরিবার জানায়, গত ২৭ ফেব্রুয়ারি সোনাগাজীর আলমপুরের আবদুল আলিমের মেয়ে মারজাহানের সঙ্গে সাইদুরের বিয়ে হয়।

বিয়ের পরদিন থেকেই স্বামীর সঙ্গে নানা কারণে বিরোধ হয় গৃহবধূ মারজাহানের। এরই জেরে গত ৪ মার্চ অমানবিক নির্যাতন করেন স্বামী ও তার পরিবারের লোকজন। মুমূর্ষু অবস্থায় বাড়ির লোকজন তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। 

আরো পড়ুন
‘কাঁড়ি কাঁড়ি টাকা ছেড়ে জামাইকে নিয়ে আসব’—সাজ্জাদের স্ত্রী

‘কাঁড়ি কাঁড়ি টাকা ছেড়ে জামাইকে নিয়ে আসব’—সাজ্জাদের স্ত্রী

 

চমেকের কর্তব্যরত চিকিৎসকরা জানায়, মারজাহানের শরীরের বিভিন্ন স্থানে গরম রডের দাগ দেখা গেছে।

১২ দিন চমেকের আইসিওতে চিকিৎসাধীন থাকা অবস্থায় শনিবার তার মৃত্যু হয়।

নিহত মারজাহানের মা ফরিদা আক্তার বলেন, নৃশংসভাবে গরম রডের ছ্যাঁকা দিয়ে মেয়েকে হত্যা করা হয়েছে। এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে তিনি জানান।

এ ব্যাপারে ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামসুজ্জামান বলেন, ‘গৃহবধূর মৃত্যুর বিষয়ে এখনো লিখিত কোনো অভিযোগ পাইনি।

অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

মন্তব্য

সর্বশেষ সংবাদ