ঘটনাস্থলে না থেকেও আসামি ফিরোজা বেগম

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি
মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি
শেয়ার
ঘটনাস্থলে না থেকেও আসামি ফিরোজা বেগম
জেলার মানচিত্র

পটুয়াখালীর মির্জাগঞ্জে পুত্রবধূ হত্যা মামলায় ঘটনাস্থলে উপস্থিত না থেকেও ফিরোজা বেগম (৪৫) নামের এক শাশুড়িকে আসামি করার অভিযোগ উঠেছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (১৩ মার্চ) সন্ধ্যা ৭টা ৪৫ মিনিট নাগাদ মোসা. জান্নাতুল ফেরদৌসকে (২২) তার স্বামী এবং শাশুড়ি যৌতুকের দাবিতে মারধর করে হত্যা করেন। প্রাথমিকভাবে ভিকটিমের স্বামী বিষয়টি আত্মহত্যা মর্মে প্রচার করে এবং তাৎক্ষণিক ভিকটিমকে মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। মির্জাগঞ্জ থানা পুলিশ সংবাদ পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হয়ে ভিকটিমের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে এবং মৃতদেহ ময়নাতদন্তের উদ্দেশ্যে প্রেরণ করে।

 

আরো পড়ুন
জাসদ কেন অন‍্য দলের জন্য শাস্তি ভোগ করবে, প্রশ্ন ফারাহ খানের

জাসদ কেন অন‍্য দলের জন্য শাস্তি ভোগ করবে, প্রশ্ন ফারাহ খানের

 

যে ঘটনার পরিপ্রেক্ষিতে মৃতের পিতা উপজেলার দেউলী সুবিদখালী ইউনিয়নের চত্রা গ্রামের মো. হাবিবুর রহমান (৫২) মির্জাগঞ্জ থানায় এজাহার দায়ের করেন।

যাতে তার জামাই মো. ফিরোজ সিকদারকে ১ নং এবং ফিরোজের মাতা মোসা. ফিরোজা বেগমকে ২ নং আসামি করে নারী ও শিশু নির্যাতন আইনে যৌতুকের দাবিতে মারধর করে হত্যা করা হয়েছে এই মর্মে মামলা করেন।  স্ত্রীকে নিয়ে আসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ফিরোজ সিকদারকে প্রথমে জিজ্ঞাসা করার জন্য থানায় আনা হয়। মামলা করা হলে এক দিন পরে তাকে গ্রেপ্তার দেখানো হয়।

মামলাটি তদন্তাধীন।

তবে স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, ফিরোজ সিকদার ও তার স্ত্রী জান্নাতুল ফেরদৌস দুজন বাড়িতে ছিলেন। ফিরোজা বেগম ঘটনার আগের দিন সকাল থেকে বাড়ি ছিলেন না। সুবিদখালীতে তার বাবার বাড়ি বেড়াতে গিয়ে ছিলেন।

সাতবাড়িয়া হাজীখালী গ্রামের প্রতিবেশী সুজন সিকদার জানান, ঘটনা সংঘটিত হয় ১৩ মার্চ সন্ধ্যায়। ওই সময় ফিরোজা বেগম বাড়িই ছিলেন না‌। তিনি তার বাবার বাড়িতে গিয়েছেন ইফতার ও দোয়ায় অংশগ্রহণের জন্য।

আসামি ফিরোজা বেগমের পিতা উপজেলার পূর্ব সুবিদখালী গ্রামের মো. আব্দুল হাই হাওলাদার বলেন, ‘আমার বাড়িতে ইফতার করাইছি বৃহস্পতিবার। আমার মেয়ে আগের দিন বুধবার সকালে আমার বাড়িতে বেড়াইতে আসছে।

আপনারা আশপাশের সবার কাছে জাইন্না দেখেন ফিরোজাসহ আমার তিন মেয়ে আমার এখানেই ছিল।’

ফিরোজা বেগমের বাবার বাড়ির প্রতিবেশী নিজাম রাঢ়ীর স্ত্রী সোনিয়া বেগম (৩০), সুবিদখালী গ্রামের দফাদার বাড়ির জানে আলমের স্ত্রী মোসা. নুপুর বেগম (৪২)সহ কয়েকজন ঘটনার আগের দিন, অর্থাৎ বুধবার ফিরোজা বেগম বাবার বাড়িতে বেড়াতে এসেছেন এবং ঘটনার সময় এখানে ছিলেন বলে নিশ্চয়তা দেন।

মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হাওলাদার বলেন, ‘মেয়ের বাবার অভিযোগ, যৌতুকের জন্য ছেলের সাথে পুত্রবধূকে নির্যাতন করতেন শাশুড়ি। মামলার তদন্ত চলছে। শাশুড়ি তদন্তে নিরপরাধ প্রমাণিত হলে মামলা থেকে অব্যাহতি দেওয়া হবে।’

প্রাসঙ্গিক
মন্তব্য

সম্পর্কিত খবর

চাঁপাইনবাবগঞ্জে ট্রাক-ভটভটির সংঘর্ষে শসা বিক্রেতা নিহত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
শেয়ার
চাঁপাইনবাবগঞ্জে ট্রাক-ভটভটির সংঘর্ষে শসা বিক্রেতা নিহত

চাঁপাইনবাবগঞ্জে ট্রাক ও ভটভটির সংঘর্ষে আল-আমিন নামের এক যুবক নিহত হয়েছেন। সদর উপজেলার নয়াগোলা-আমনুরা সড়কের ঝিলিম ইউনিয়নের বুলুনপুর এলাকায় রবিবার (১৬ মার্চ) সকালে এ দুর্ঘটনা ঘটে। এ সময় মেহেদী হাসান মিলন নামের আরো একজন আহত হন। 

নিহত আল-আমিন নওগাঁ জেলার মান্দা উপজেলার পরাণপুর ইউনিয়নের আসাদ আলির ছেলে ও আহত মিলন একই গ্রামের নুরুল ইসলামের ছেলে।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতিউর রহমান জানান, চাঁপাইনবাবগঞ্জ শহরে শসা বিক্রি করে ভটভটিতে নওগাঁর নিজ বাড়ি ফিরছিলেন আল-আমিন ও মেহেদী। তারা ঝিলিম ইউনিয়নের বুলুনপুর এলাকায় পৌঁছলে একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই নিহত হন আল-আমিন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে মেহেদী হাসানকে জেলা হাসপাতালে নিয়ে যায়।

সেখানে চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

ওসি মো. মতিউর রহমান বলেন, ‘আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তানন্তর করা হয়েছে।’

মন্তব্য

সুযোগ দিলে চাঁদাবাজমুক্ত দেশ গঠন করবে জামায়াত : ডা. তাহের

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
শেয়ার
সুযোগ দিলে চাঁদাবাজমুক্ত দেশ গঠন করবে জামায়াত : ডা. তাহের
ছবি: কালের কণ্ঠ

জামায়াতে ইসলামীর নায়েবে আমির সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, সুযোগ দিলে বাংলাদেশ জামায়াতে ইসলামী দুর্নীতি, ধর্ষণ, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত বাংলাদেশ গঠন করতে চায়। বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতার জন্য রাজনীতি করে না। আমরা আল্লাহর দাসত্ব ও ইসলামের ন্যায়বিচারমূলক ব্যবস্থাকে প্রতিষ্ঠা করতে চাই।

রবিবার (১৬ মার্চ) সন্ধ্যায় বাংলাদেশ জামায়াতে ইসলামী চৌদ্দগ্রাম পৌরসভার আয়োজনে ‘বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে রমজানের তাৎপর্য’ শীর্ষক আলোচনাসভা ও ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

 

মোহাম্মদ তাহের বলেন, যে দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দুর্নীতি, ধর্ষণ, সন্ত্রাসী এবং চাঁদাবাজের অভিযোগ নেই। সেই দলই পারবে জাতির প্রত্যাশিত একটি কল্যাণ ও মানবিক রাষ্ট্র গঠন করতে। জনগণ যদি জামায়াতে ইসলামকে একবার সেই সুযোগ দেয়, জামায়াতে ইসলামী একটি সুখী-সমৃদ্ধ দেশ জাতিকে উপহার দিবে।

তিনি আরো বলেন, একটি সত্যিকারের গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে হলে মতপ্রকাশের স্বাধীনতা, রাজনৈতিক অধিকার, সাম্যের সমৃদ্ধি এবং ন্যায়বিচার নিশ্চিত করতে হবে।

বিগত ১৫ বছর ধরে ভোটারবিহীন নির্বাচনের ফলে দেশে যে রাজনৈতিক সংকট সৃষ্টি হয়েছে, তা কাটিয়ে উঠতে সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের কোনো বিকল্প নেই। 

চৌদ্দগ্রাম পৌরসভা জামায়াতের আমির মোহাম্মদ ইব্রাহিমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট মো.শাহজাহান। পৌর জামায়াতের সেক্রেটারি মোশারেফ হোসেন আপেলের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা আমির মু.মাহফুজুর রহমান, উপজেলা সাবেক আমির ভিপি শাহাবুদ্দিন, উপজেলা জামায়াতের সেক্রেটারি বেলাল হোসাইন, সাবেক চেয়ারম্যান আবুল কাশেম, নুরুজ্জামান খোকন, ইকবাল হোসেন মজুমদার, চিওড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তাহের প্রমুখ।
 

মন্তব্য

স্কুলছাত্রীকে অপহরণ করল ছেলে, মা জেলে

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
শেয়ার
স্কুলছাত্রীকে অপহরণ করল ছেলে, মা জেলে
জেলার মানচিত্র

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে এক স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগে থানায় মামলা হয়েছে। রবিবার (১৬ মার্চ) এ মামলা করার পর পুলিশ অভিযান চালিয়ে প্রধান অভিযুক্তের মাকে গ্রেপ্তার করেছে। তাকে থানা হাজতে রাখা হয়েছে। সোমবার তাকে আদালতে পাঠানোর কথা জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তার নারী হলেন জেলার সরাইল উপজেলার কুট্টাপাড়ার ছখিনা বেগম (৫০)। তিনি মামলার ৩ নম্বর আসামি। মামলায় প্রধান অভিযুক্ত মো. রিফাত মিয়া, তার বাবা হাবিব মিয়া, ভাই সিফাত মিয়া, বোন পারুল বেগমসহ অজ্ঞাতপরিচয় আরো দুই-তিনজনকে আসামি করা হয়েছে।

আরো পড়ুন
ইসলাম নিপীড়িত মানুষের স্বার্থ রক্ষায় কাজ করে: আতাউর রহমান

ইসলাম নিপীড়িত মানুষের স্বার্থ রক্ষায় কাজ করে : আতাউর রহমান

 

মামলায় বিজয়নগর উপজেলার চম্পকনগর ইউনিয়নের গেরারগাঁও গ্রামের এক ব্যক্তি অভিযোগ করেন, তার মেয়ে নানার বাড়ি সরাইলের কুট্টাপাড়ায় থেকে পড়াশোনা করে।

নবম শ্রেণিতে পড়ুয়া তার মেয়েকে ওই এলাকার রিফাত প্রায়ই উত্ত্যক্ত করত। বিষয়টি রিফাতের পরিবারকে জানালেও কোনো লাভ হয়নি। গত ১২ মার্চ সকালে প্রাইভেট পড়তে যাওয়ার সময় অজ্ঞাতপরিচয়দের সঙ্গে নিয়ে তার মেয়েকে অপহরণ করে রিফাত।

এ বিষয়ে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রওশন আলী জানান, মামলায় অভিযুক্ত হিসেবে ছখিনা বেগমকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার তাকে আদালতে পাঠানো হবে। অন্যান্য অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

মন্তব্য

টেকনাফে ডাম্প ট্রাকের ধাক্কায় মাদরাসা শিক্ষার্থী নিহত

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
টেকনাফে ডাম্প ট্রাকের ধাক্কায় মাদরাসা শিক্ষার্থী নিহত

কক্সবাজারের টেকনাফ উপজেলায় বাড়ি ফেরার পথে ডাম্প ট্রাকের ধাক্কায় আয়েশা সিদ্দিকা নামে এক মাদরাসাছাত্রী নিহত হয়েছে। রবিবার (১৬ মার্চ) দুপুরে উপজেলার হোয়াইক্যং-শামলাপুর সড়কে দৈংগ্যাকাটা ঢালায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আয়েশা উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আনোয়ার হোসেনের মেয়ে। মেয়েটি বাহারছড়া হোসাইনিয়া এমদাদুল উলুম নুরানি মাদরাসার দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল।

বিষয়টি নিশ্চিত করেছেন হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মোজাহের আহমদ।

এসআই মোজাহের বলেন, ‘দুপুরে মাদরাসা থেকে অটোরিকশায় করে বাড়ি ফিরছিল আয়েশা। এ সময় তাদের গাড়ির সঙ্গে একটি টমটমের সংঘর্ষ হয়। এক পর্যায়ে অটো থেকে আয়েশা পড়ে যায়।

পরে ডাম্প ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই শিশুটি মারা যায়।

মন্তব্য

সর্বশেষ সংবাদ