হুজুরের বয়ান নিয়ে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, আহত ১৫

আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর
শেয়ার
হুজুরের বয়ান নিয়ে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, আহত ১৫
কালীগঞ্জ হাসপাতালে আহতদের একাংশ। ছবি : সংগৃহীত

মসজিদে হুজুরের সুদ ও ঘুষ খাওয়া হারাম বয়ান নিয়ে পক্ষে-বিপক্ষে যুক্তিতর্ক নিয়ে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে আহতদের নাম জানা যায়নি।

শনিবার (১৫ মার্চ) ইফতারের আগে কালিগঞ্জ পৌর এলাকার চৈতারপাড়া নামক স্থানে এই ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, স্থানীয় মসজিদের হুজুর সুদ ও ঘুষ খাওয়া হারাম বলে বয়ান করেন। এই বয়ানের পক্ষে-বিপক্ষে স্থানীয়রা তর্কে জড়িয়ে পড়ে। সুদ-ঘুষ খেয়ে যারা বড়লোক হয়েছেন তারা হারাম কাজ করেছেন মর্মে যুক্তিকে কেন্দ্র করে স্থানীয়রা বিবাদে জড়ায়। একপর্যায়ে সংঘর্ষ লেগে বেশ কয়েকজন রক্তাক্ত জখম হন।

আহতরা কালিগঞ্জ হাসপাতাল ও গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। 

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলাউদ্দিন কালের কণ্ঠকে বলেন, মসজিদে সুদ ও ঘুষ খাওয়া হারাম সংক্রান্ত বয়ানকে কেন্দ্র করে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে ১৪-১৫ জন আহত হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

 

মন্তব্য

সম্পর্কিত খবর

কুমিল্লায় ২৭ লাখ টাকার ভারতীয় অবৈধ বাজি আটক

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
শেয়ার
কুমিল্লায় ২৭ লাখ টাকার ভারতীয় অবৈধ বাজি আটক
সংগৃহীত ছবি

চৌদ্দগ্রাম সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) ২৭ লাখ ২৭ হাজার ৫৩০ টাকা মূল্যের অবৈধ ভারতীয় বিভিন্ন প্রকার বাজি আটক করেছে। রবিবার (১৬ মার্চ) সকাল ৭টার দিকে কুমিল্লা ব্যাটালিয়নের (১০ বিজিবি) অধীনস্থ চৌদ্দগ্রাম উপজেলার জগন্নাথদিঘী বিওপির বিশেষ টহলদল এ অভিযান পরিচালনা করে। 

আরো পড়ুন
ডেঙ্গুতে মৃত্যু নেই, হাসপাতালে ভর্তি ২২ জন

ডেঙ্গুতে মৃত্যু নেই, হাসপাতালে ভর্তি ২২ জন

 

বিজিবির পক্ষ থেকে জানানো হয়, চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সীমান্ত শূন্য লাইন থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পূর্ব ডিমাতলী এলাকায় পরিত্যক্ত অবস্থায় ভারতীয় ১ লাখ ১৯ হাজার ৩২৬ পিস বিভিন্ন প্রকার বাজি উদ্ধার করা হয়।

উদ্ধার করা এসব বাজির বাজারমূল্য ২৭ লাখ ২৭ হাজার ৫৩০ টাকা বলে বিজিবি জানিয়েছে। নিয়ম অনুযায়ী, জব্দকৃত মালামাল কাস্টমস বিভাগে হস্তান্তর করা হয়।

কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এম জাহিদ পারভেজ জানান, সীমান্ত এলাকায় বিজিবির চোরাচালানবিরোধী কার্যক্রম অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরো জোরদার করা হবে।

মন্তব্য

কারাগা‌রে আ. লীগ নেতা, নদীতে ভাসছিল ছেলের লাশ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
কারাগা‌রে আ. লীগ নেতা, নদীতে ভাসছিল ছেলের লাশ
সংগৃহীত ছবি

কু‌ড়িগ্রা‌মের রৌমারী‌তে ব্রহ্মপুত্র নদ থেকে ভাসমান অবস্থায় এক যুব‌কের লাশ উদ্ধার ক‌রে‌ছে পু‌লিশ। র‌বিবার (১৬ মার্চ) সকা‌লে উপ‌জেলার যাদুরচর ইউনিয়ন ধনারচর চ‌রের গ্রাম থে‌কে লাশটি উদ্ধার করা হয়। রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান এ তথ্য নি‌শ্চিত ক‌রে‌ছেন।

নিহত যুব‌কের নাম আরিফুল ইসলাম (২২)।

‌তি‌নি ধনারচর চ‌রের গ্রা‌মের সুরুজ্জামাল মিয়ার ছে‌লে। সুরুজ্জামাল উপ‌জেলা আওয়ামী লী‌গের সা‌বেক ধর্মবিষয়ক সম্পাদক এবং যাদুরচর ইউনিয়ন আওয়ামী লীগের ৪ নম্বর ওয়ার্ড সভাপতি। এলাকায় প্রাথ‌মিক ও গণ‌শিক্ষা মন্ত্রণাল‌য়ের সা‌বেক প্রতিমন্ত্রী জা‌কির হো‌সে‌নের ‘বড় ভাই’ হি‌সে‌বে প‌রি‌চিত। গত ৭ মার্চ পু‌লিশ তা‌কে গ্রেপ্তার ক‌রে।
তি‌নি বর্তমা‌নে কুড়িগ্রাম কারাগা‌রে র‌য়ে‌ছেন।

আরো পড়ুন
স্বাধীনতা দিবসে কুচকাওয়াজ না হওয়ার বিষয়টি সঠিক নয়

স্বাধীনতা দিবসে কুচকাওয়াজ না হওয়ার বিষয়টি সঠিক নয়

 

নিহতের বড় ভাই আনোয়ার হোসেন অভিযোগ করে বলেন, পূর্ব শত্রুতার জেরধরে আমার ছোট ভাইকে সুপরিকল্পিত ভাবে শ্বাসরোধ করে হত্যা করে লাশ ফেলে রেখে পালিয়ে যায় খুনিরা। একই গ্রামের কুখ্যাত খুনি আজাদের সাথে বালু ব্যবসা ও আধিপত্ত বিস্তার নিয়ে আমার ছোট ভাইয়ের সাথে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছিল। আমার ধারণা তারাই এই হত্যাকাণ্ডে জড়িত।

 

পুলিশ ও পরিবারের সদস্যরা জানায়, সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর বড় ভাই সুরুজ্জামালের ছেলে আরিফ হোসেন (২২) ও একই গ্রামের মুঞ্জিলের ছেলে আজাদের সঙ্গে দীর্ঘদিনের চলে আসছিল। ঘটনার দিন আরিফকে ডেকে নিয়ে শ্বাসরোধ করে হত্যার পর লাশ ফেলে রেখে পালিয়ে যায় খুনিরা। তার গলায় মাফলার পেঁচানো এবং শরীরের আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় নিহতের বড়ভাই আনোয়ার হোসেন বাদী হয়ে আজাদ ও তার ছেলে ইমন সহ ৬-৭ জনকে আসামি করে হত্যা মামলা করেন। 

আরো পড়ুন
বিগত সরকারের সব হত্যার বিচার করবে বিএনপি : তারেক রহমান

বিগত সরকারের সব হত্যার বিচার করবে বিএনপি : তারেক রহমান

 

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বলেন, এ ঘটনায় একটি হত্যা মামলা করা হয়েছে।

লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে। 

এ ঘটনায় সিনিয়র সহকারী পুলিশ সুপার (রৌমারী সার্কেল) মোমিনুল ইসলাম বলেন, কী কারণে খুন হয়েছে সেটা এখন জানা যায়নি। এ বিষয়ে তদন্ত করা হচ্ছে।

প্রাসঙ্গিক
মন্তব্য

কিছু নেতার ঘাড়ে সওয়ার হয়ে আসতে চাচ্ছে আ. লীগ : শামা ওবায়েদ

ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুর প্রতিনিধি
শেয়ার
কিছু নেতার ঘাড়ে সওয়ার হয়ে আসতে চাচ্ছে আ. লীগ : শামা ওবায়েদ
ছবি : কালের কণ্ঠ

কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগ) শামা ওবায়েদ বলেছেন, ‘হাসিনা চলে গেছে, কিন্তু ষড়যন্ত্র যায়নি। দুঃখজনক ব্যাপার হচ্ছে, আমাদের মধ্যে যারা ১৫ বছর ছিল না, যাদের কোনো আন্দোলন-সংগ্রামে দেখিনি; তাদের ঘাড়ে সওয়ার হয়ে আওয়ামী লীগ ফিরে আসতে চাচ্ছে।’ 

রবিবার (১৬ মার্চ) ফরিদপুরে ইফতার পার্টির আগে এক আলোচনাসভায় তিনি এ কথা বলেন। 

শামা ওবায়েদ বলেন, ‘আমাদের সজাগ থাকতে হবে।

সব ষড়যন্ত্রের ঊর্ধ্বে থেকে দলকে ঐক্যবদ্ধ রাখতে হবে, জনগণের পাশে থাকতে হবে।’

আরো পড়ুন
সুযোগ দিলে চাঁদাবাজমুক্ত দেশ গঠন করবে জামায়াত : ডা. তাহের

সুযোগ দিলে চাঁদাবাজমুক্ত দেশ গঠন করবে জামায়াত : ডা. তাহের

 

অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ করে তিনি বলেন, ‘আমরা হাসিনা ও ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে আর কোনো নারী নির্যাতন দেখতে চাই না। আর কোনো অন্যায়, অত্যাচার এবং ডাকাতি চাই না। আমরা কোনো খুন-গুমও দেখতে চাই না।

শামা ওবায়েদ বলেন, ‘আমাদের দেশ সবচেয়ে ক্রান্তিকাল অতিক্রম করছে। এখনো আমরা ভোটাধিকার পাইনি। নির্বাচনে ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য আমাদের যুদ্ধ চালিয়ে যেতে হবে।’

ফরিদপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জুলফিকার হোসেনের সভাপতিত্বে আরো বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেছ আলী ইছা, সাবেক সাংগঠনিক সম্পাদক রশিদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আফজল হোসেন, খন্দকার ফজলুর হক, আজম খান প্রমুখ।

মন্তব্য

কালিয়াকৈরে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
শেয়ার
কালিয়াকৈরে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ
প্রতীকী ছবি

গাজীপুরের কালিয়াকৈরে তমিজ উদ্দিন (৫০) নামের এক ব্যক্তির বিরুদ্ধে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই শিশুর মা রবিবার (১৬ মার্চ) কালিয়াকৈর থানায় একটি মামলা করেন।

তমিজ ডাইনকিনি এলাকার বাসিন্দা।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ভুক্তভোগীর মা একটি বাড়িতে ভাড়া থাকেন।

রবিবার সকাল ১০টার দিকে ওই শিশু বাড়ির সামনে খেলা করছিল। এ সময় তমিজ কৌশলে ওই শিশুকে ডেকে নিয়ে ঘরের ভেতর থেকে দরজা বন্ধ করে ধর্ষণের চেষ্টা করেন।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। আসামি পলাতক রয়েছে।

তাকে গ্রেপ্তারে চেষ্টা চলছে।

মন্তব্য

সর্বশেষ সংবাদ