ভাঙ্গায় ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
শেয়ার
ভাঙ্গায় ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
প্রতীকী ছবি

ফরিদপুরের ভাঙ্গায় ট্রেনের ধাক্কায় রনি (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ৯টা ২০ মিনিটের দিকে ভাঙ্গা পৌরসভার পূর্ব হাসামদিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। 

আরো পড়ুন
গুম তদন্ত কমিশনের মেয়াদ বাড়ল ৩০ জুন পর্যন্ত

গুম তদন্ত কমিশনের মেয়াদ বাড়ল ৩০ জুন পর্যন্ত

 

নিহত রনি উপজেলার তুজারপুর ইউনিয়নের সরইবাড়ী গ্রামের মৃত মোস্তফা শেখের ছেলে। তিনি ভাঙ্গা পৌরসভার পূর্ব হাসামদিয়া এলাকায় একটি মাছের আড়তে কাজ করতেন বলে জানা গেছে।

ভাঙ্গা রেলওয়ে পুলিশের কনস্টেবল মো. কামরুজ্জামান জানান, সকাল ৯টা ২০ মিনিটের দিকে ঢাকা থেকে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেসের ধাক্কায় মারা যান রনি। মরদেহ উদ্ধার করা হয়েছে। রাজবাড়ী রেলওয়ে থানা পুলিশ এলে তাদের কাছে মরদেহটি হস্তান্তর করা হবে।

মন্তব্য

সম্পর্কিত খবর

সিদ্ধিরগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের ২ নেতা গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
শেয়ার
সিদ্ধিরগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের ২ নেতা গ্রেপ্তার
প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা ও হত্যাচেষ্টা মামলায় জিসান (২৭) ও আব্দুল কাদির (৩০) নামে নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ শুক্রবার রুপগঞ্জ ও সিদ্ধিরগঞ্জের কদমতলী এলাকা থেকে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে।

বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম। তিনি জানান, গ্রেপ্তারকৃতরা বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা ও হত্যাচেষ্টা মামলার আসামি।

দুপুরে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার জিসান নারায়ণগঞ্জ মহানগরীর নাসিক ৩ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি এবং কাদির ৭ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক।

স্থানীয়রা জানান, গত বছরের জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনকে প্রতিহত করতে জিসান ও তার সহযোগীরা ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে লাঠি হাতে মহড়ায় নামে এবং আন্দোলনকারীদের ওপর হামলা চালান।

তিনি সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রলীগের আহ্বায়ক ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের তিন নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শাহজালাল বাদলের অন্যতম সহযোগী।

মন্তব্য

চট্টগ্রামে নিষিদ্ধ হিযবুত তাহরীর ঝটিকা মিছিল, আটক ১

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
শেয়ার
চট্টগ্রামে নিষিদ্ধ হিযবুত তাহরীর ঝটিকা মিছিল, আটক ১
প্রতীকী ছবি

চট্টগ্রাম নগরের নিউমার্কেট মোড়ে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরী মিছিল করেছে। শুক্রবার (২১ মার্চ) দুপুর দেড়টার দিকে বিভিন্ন দাবিতে ব্যানার-ফেস্টুন নিয়ে ঝটিকা মিছিল করেছেন। তবে এ সময় সেখানে আইনশৃঙখলা রক্ষাকারী বাহিনীকে দেখা যায়নি। প্রকাশ্য মিছিল করে ব্যানার ফেস্টুন রেখে চলে গেছেন মিছিলকারীরা।

 

এদিকে, একইদিন দুপুরে নগরের পাঁচলাইশ এলাকার ও.আর.নিজাম সড়ক থেকে মিছিলের প্রস্তুতিকালে আবদুল্লাহ আল ফাইয়াজ নামে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের এক সদস্যকে আটক করেছে পুলিশ। 

পুলিশ জানান, গ্রেপ্তার ফাইয়াজের বাড়ি চট্টগ্রামের হাটহাজারীর ফতেয়াবাদ এলাকায়। তিনি মালেয়শিয়ার কুয়ালালামপুরের একটি বিশ্ববিদ্যালয় থেকে সাইবার সিকিউরিটি নিয়ে স্নাতক করছেন।  

পাঁচলাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সোলাইমান জানান, ফাইয়াজের মোবাইল ফোনে হিযবুত তাহরীরের টেলিগ্রাম গ্রুপের সঙ্গে যোগাযোগের প্রমাণ পাওয়া গেছে।

তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। অন্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে

মন্তব্য

এই দেশ কারও পৈতৃক সম্পত্তি না, দেশের মালিক জনগণ : হাসান সরকার

আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর
শেয়ার
এই দেশ কারও পৈতৃক সম্পত্তি না, দেশের মালিক জনগণ : হাসান সরকার
ইফতার মাহফিলে কথা বলছেন বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার

বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার বলেছেন, বিগত ১৭ বছর ফ্যাসিবাদ আওয়ামী লীগের জন্য একজন মুসলিম হয়েও খোলা জায়গায় বসে প্রকাশ্যে নেতাকর্মী নিয়ে ইফতার করতে পারিনি। তাদের অত্যাচারের ফল আজ তারা ভোগ করছে। ফ্যাসিস্ট শেখ হাসিনা এই দেশটাকে তাদের পৈতৃক সম্পত্তি মনে করেছিল। তাই জনগণ তাদের ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে।

মনে রাখতে হবে এই দেশ কারও পৈতৃক সম্পত্তি না। এই দেশের মালিক জনগণ। সুতরাং জনগণের আশা আকাঙ্খার বিরুদ্ধে গিয়ে কেউ টিকতে পারেনি, পারবেও না।

বিএনপি নেতাকর্মীদের হুঁশিয়ার করে তিনি বলেন, কোনো চাঁদাবাজ, দখলবাজ, মাদক ব্যবসায়ীর স্থান বিএনপিতে হবে না।

কেউ এধরনের অপকর্মের সাথে জড়িত হলে তার বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো পড়ুন
ভারতীয় ব্লেডসহ গ্রেপ্তার ২

ভারতীয় ব্লেডসহ গ্রেপ্তার ২

 

শুক্রবার (২১ মার্চ) টঙ্গীর ৫৫ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠনের আয়োজনে স্থানীয় অলিম্পিয়া টেক্সটাইল মিলস উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনায় আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে হাসান উদ্দিন সরকার এসব কথা বলেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু, মাহাবুব আলম শুক্কুর, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আরিফ হোসেন হাওলাদার, টঙ্গী পশ্চিম থানা বিএনপি আহবায়ক প্রভাশক বশির আহম্মদ।

৫৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী জহিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু সাকেরের সঞ্চালনায় অনষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, জামাল উদ্দিন, খোরশেদ আলম, হারুন অর রশীদ, আব্দুর রহমান বাবু, লোকমান হোসেনসহসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

মন্তব্য

ভারতীয় ব্লেডসহ গ্রেপ্তার ২

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
শেয়ার
ভারতীয় ব্লেডসহ গ্রেপ্তার ২
সংগৃহীত ছবি

সীমান্তবর্তী নেত্রকোনার দুর্গাপুরে শুল্ক ফাঁকি দিয়ে আসা ২৪ হাজার পিস ভারতীয় জিলেট ব্লেডসহ দুইজন পাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। জব্দকৃত ব্লেডের মূল্য বাংলাদেশি টাকায় এক লাখ ৪ হাজার টাকা। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত থেকে আজ শুক্রবার সকাল পর্যন্ত এ অভিযান চালানো হয়। অভিযানকালে তাদের গ্রেপ্তার করা হয়।

শুক্রবার (২১ মার্চ) দুপুরে আদালতে আদালতে পাঠানো হয়েছে। 

আটকরা হলেন, পার্শ্ববর্তী কলমাকান্দা উপজেলার ঘোঁড়াগাও গ্রামের ফজল মিয়া (৩০) ও একই উপজেলার গৌরীপুর গ্রামের বাচ্চু মিয়া (৪০)।

পুলিশ জানায়, গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত বারোটার দিকে বিরিশিরি-শ্যামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের গোদারীয়া চৌরাস্তা এলাকা দিয়ে ভারতীয় ব্লেড পাচার করা হচ্ছিল। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ফজল মিয়া পালানোর চেষ্টা করে তবে পুলিশ তাকে আটক করতে সক্ষম হয়।

পরে তার সঙ্গে থাকা দুইটি বস্তা থেকে ১৬ হাজার পিস ভারতীয় ব্লেড জব্দ করা হয়। অপরদিকে শুক্রবার সকালে একই সড়কের শিমুলতলী বাজার এলাকায় এক বস্তা থেকে আরো ৮ হাজার পিস ভারতীয় ব্লেডসহ বাচ্চু মিয়াকে আটক করা হয়।

পুলিশ আরো জানায়, শুল্ককর ফাঁকি দিয়ে চোরাচালানের মাধ্যমে দীর্ঘদিন ধরেই ভারত থেকে সীমান্তবর্তী এলাকা দিয়ে ভারতীয় তৈরী ব্লেড বাংলাদেশে এনে বিক্রি করে আসছিলো তারা।

এ ব্যাপারে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, আইনি প্রক্রিয়া শেষে আজ দুপুরে আটকদের আদালতে সোর্পদ করা হয়েছে।

আমাদের পুলিশেরচেক পোস্ট চলমান আছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। 
 

মন্তব্য

সর্বশেষ সংবাদ