জয়পুরহাটের ক্ষেতলালে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেহেদী আশিক পার্থের বিরুদ্ধে থানায় হামলা, পুলিশ সদস্যদের আহত করা এবং চাঁদাবাজির অভিযোগে মামলা দায়ের হয়েছে। তবে এই মামলা ষড়যন্ত্রমূলক দাবি করে সংবাদ সম্মেলনের মাধ্যমে এর প্রতিবাদ জানিয়েছেন তার বাবা মো. মাইনুর রহমান।
শুক্রবার (২১ মার্চ) বেলা ১২টার দিকে ক্ষেতলাল প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে মাইনুর রহমান বলেন, রাজনৈতিক প্রতিপক্ষরা ঈর্ষান্বিত হয়ে পূর্বপরিকল্পিতভাবে তার ছেলের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছেন। তিনি এসব মামলা দ্রুত প্রত্যাহারের দাবি জানান।
আরো পড়ুন
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি
জানা যায়, গত ১৮ মার্চ বগুড়ার শাহজাহানপুর এলাকার তোফাজ্জল হোসেন ক্ষেতলালের মিজানুর রহমানের কাছ থেকে জমি কেনার জন্য ক্ষেতলাল সাব-রেজিস্ট্রি অফিসে আসেন। এ সময় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেহেদী আশিক পার্থসহ বিএনপির কয়েকজন নেতা-কর্মী জমি ক্রেতার কাছে চাঁদা দাবি করেন বলে অভিযোগ ওঠে। তোফাজ্জল হোসেন চাঁদা দিতে অস্বীকৃতি জানালে বিএনপি নেতাদের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়, যা পরে মারামারিতে রূপ নেয়। বিএনপি কর্মীরা তোফাজ্জলের আত্মীয়দের মারধর করেন বলে অভিযোগ ওঠে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত তোফাজ্জলকে উদ্ধার করে প্রথমে ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। এ ঘটনায় আহত তোফাজ্জলের স্ত্রী জয়নব বেগম থানায় চাঁদাবাজির মামলা করতে গেলে বিএনপি নেতারা দলবল নিয়ে থানায় গিয়ে হামলা চালায় বলে পুলিশ জানায়।
ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান সরকার জানান, বিএনপি নেতা মেহেদী আশিক পার্থের নেতৃত্বে শতাধিক লোক থানায় হামলা চালায়। পুলিশ বাধা দিলে তারা থানার ভেতরে প্রবেশ করে পুলিশ সদস্যদের মারধর করেন, এতে দুইজন পুলিশ সদস্য আহত হন।
খবর পেয়ে সেনাবাহিনী, ডিবি পুলিশ এবং পাশের কালাই থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে লাঠিচার্জ করে হামলাকারীদের ছত্রভঙ্গ করে। ওইদিন ঘটনাস্থল থেকে তিনজনকে এবং পরে আরও দুইজনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় থানার এসআই সঞ্চয় কুমার বর্মণ বাদী হয়ে ২০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ২০০-২৫০ জনের বিরুদ্ধে মামলা করেন।
অন্যদিকে, চাঁদাবাজির অভিযোগে তোফাজ্জলের স্ত্রী জয়নব বেগম বাদী হয়ে সাতজনের নাম উল্লেখ করে আরেকটি মামলা করেন।
সংবাদ সম্মেলনে মেহেদী আশিক পার্থের বাবা মাইনুর রহমান দাবি করেন, রাজনৈতিকভাবে তার ছেলের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একই দলের কিছু প্রতিপক্ষ তাকে ফাঁসানোর ষড়যন্ত্র করেছে।
তিনি অভিযোগ করেন, সাবেক সাংসদ ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফার সমর্থিত ক্ষেতলাল পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খুরশিদ আলম চৌধুরীসহ কিছু ব্যক্তি তার ছেলের বিরুদ্ধে পরিকল্পিতভাবে মিথ্যা মামলা করিয়েছেন।
তিনি বলেন, আমার ছেলে ঘটনাস্থলে উপস্থিত থাকলেও কোনো অপ্রীতিকর ঘটনার সঙ্গে জড়িত ছিল না। অথচ রাজনৈতিক প্রতিপক্ষরা পুলিশকে ভুল বুঝিয়ে তার বিরুদ্ধে দুটি মামলা দায়ের করিয়েছে। আমি আইনশৃঙ্খলা বাহিনীর কাছে নিরপেক্ষ তদন্তের দাবি জানাই।
এ বিষয়ে বিএনপি নেতা খুরশিদ আলম চৌধুরী বলেন, ‘থানায় হামলা ও পুলিশের ওপর হামলার ঘটনায় ভিডিও ফুটেজ দেখে পুলিশ প্রকৃত দোষীদের বিরুদ্ধে মামলা করেছে। এখানে আমাকে এবং অন্যদের মিথ্যা দোষারোপ করা হচ্ছে। আসলে বাপ-বেটা মিলে আমার রাজনৈতিক ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছেন। পাপ বাপকেও ছাড়ে না।’
ক্ষেতলাল থানার ওসি মাহবুবুর রহমান সরকার জানান, ঘটনার পর থেকে পুলিশি অভিযান চলছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।