বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ছাত্রদল নেতার মৃত্যু, প্রতিবাদে বিক্ষোভ

সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জ প্রতিনিধি
শেয়ার
বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ছাত্রদল নেতার মৃত্যু, প্রতিবাদে বিক্ষোভ
নিহত কবির হোসেন

সিরাজগঞ্জের এনায়েতপুরে ইফতার মাহফিলের আয়োজন করা নিয়ে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় আহত এক ছাত্রদল নেতা চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। 

বুধবার (১৯ মার্চ) রাত ৮টার দিকে ঢাকায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত সাবেক ছাত্রদল নেতা কবির হোসেন (৩৫) চাঁদপুর গ্রামের ফজল হকের ছেলে।

এনায়েতপুর থানার সৌদিয়া চাঁদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনিছুর রহমান বলেন, আহত কবির হোসেন ঢাকার উত্তরা এলাকার একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

তাকে বাড়িতে নিয়ে আসা হচ্ছে।

এর আগে মঙ্গলবার সন্ধ্যায় চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় বিএনপির উদ্যোগে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। সেখানে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে আহত ৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে, কবির হোসেনের মৃত্যু সংবাদ এলাকায় পৌঁছার পর বুধবার রাত সাড়ে ৮টার দিকে এনায়েতপুরে বিএনপির একাংশের ২/৩ শতাধিক নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

বেতিল চাঁদপুর মোড় থেকে মিছিল বের হয়ে এনায়েতপুর মেডিক্যাল কলেজ মোড়ে গিয়ে শেষ হয়। মাঝে কেজির মোড়ে তারা সংক্ষিপ্ত সমাবেশ করেন। এসময় সাবেক যুবদল নেতা আতাউর রহমান আতা, সাইদুল ইসলাম রাজ ও সাবেক ছাত্রদল নেতা এস এম কাশেম বক্তব্য রাখেন। বক্তারা হত্যাকাণ্ডে দায়ীদের শাস্তি দাবি করেন এবং এর কিছুক্ষণ পর এনায়েতপুর থানার সামনে হত্যাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন করেন তারা।

দলীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সাবেক এমপি মঞ্জুর কাদের গ্রুপের সমর্থক সৌদিয়া চাঁদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রওশন আলী মেম্বরের নেতৃত্বে চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ইফতারের কিছুক্ষণ আগে বিএনপির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলিমের সমর্থক থানা বিএনপির সাবেক সদস্য সচিব মনজুর রহমান মঞ্জু শিকদার নেতৃত্বে দলের একাংশের নেতাকর্মীরা তাতে বাধা দেন। ওই সময় উভয়পক্ষের সংঘর্ষে ৭ জন আহত হন। নিহত কবির হোসেন সাবেক এমপি মঞ্জুর কাদের গ্রুপের সমর্থক।

এনায়েতপুর থানার ওসি রওশন ইয়াজদানি রাত ১০টার দিকে বলেন, বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে আহত কবির হোসেনের মৃত্যুর সংবাদ এলাকায় পৌঁছার পর তারাবির নামাজের সময় বিএনপির একাংশের নেতাকর্মীরা হত্যাকারীদের ফাঁসির দাবি করে থানার সামনে মানববন্ধন করেছেন।

বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। স্বজনরা নিহতের মরদেহ ঢাকা থেকে নিয়ে আসছে। এ ঘটনায় এখনো কোনো পক্ষ মামলা করেনি।

মন্তব্য

সম্পর্কিত খবর

রিকশা থামিয়ে এসএসসি পরীক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ২

চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি
চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি
শেয়ার
রিকশা থামিয়ে এসএসসি পরীক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ২
সংগৃহীত ছবি

কুমিল্লার চান্দিনায় এসএসসি পরীক্ষার্থী এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে।  এ ঘটনায় ভুক্তভোগী ওই ছাত্রী শুক্রবার (২১ মার্চ) সকালে বাদী হয়ে মামলা করে। চান্দিনা থানায় করা মামলায় দুইজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও চারজনকে আসামি করা হয়।

আটকরা হলেন—কুমিল্লার চান্দিনা উপজেলার জোয়াগ ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের মো. সোয়েব ও একই ইউনিয়নের নলুয়া গ্রামের রতন চন্দ্র সরকার।

ভুক্তভোগী ওই স্কুল ছাত্রী চাঁদপুর জেলার কচুয়া উপজেলার বাসিন্দা। সে কচুয়া উপজেলার একটি উচ্চ বিদ্যালয় থেকে ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থী। গত ১৯ মার্চ বিকেলে চান্দিনা ও কচুয়া উপজেলার সীমান্তবর্তী এলাকা কৈলাইন বাজারে বন্ধুর সাথে দেখা করতে এসে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয় ওই ছাত্রী।

ভুক্তভোগী ওই ছাত্রী জানায়, বুধবার (১৯ মার্চ) সন্ধ্যার পর অটোরিকশায় বন্ধুর সাথে দেখা করে বাড়ি ফেরার পথে ৫-৬ জন যুবক আমার অটোরিকশাটি থামিয়ে চালক ও আমাকে চর-থাপ্পর দিয়ে টেনে-হিঁচড়ে জমির মাঝে একটি সেলু মেশিনের ঘরে নিয়ে যায়।

অটোরিকশার চালককের হাত-পা বেঁধে পাঁচ যুবক আমাকে ধর্ষণ করে। এক পর্যায়ে তারা আমাদের সেখানে ফেলে রেখে চলে যায়। অনেকক্ষণ পর আমার জ্ঞান ফিরলে চালকের হাত-পায়ের বাঁধ খুলে দিলে সে আমাকে বাড়িতে পৌঁছে দেয়। পরদিন (২০ মার্চ) সন্ধ্যায় আমি ওই অটোরিকশা নিয়ে আবারও কৈলাইন বাজারে এসে দুইজনকে চিনতে পেরে তাৎক্ষণিক ঘটনাটি বাজারে উপস্থিত মানুষকে অবহিত করলে মানুষ তাদেরকে আটক করে।
পরে স্থানীয় লোকজন থানা পুলিশকে বিষয়টি অবহিত করলে পুলিশ ঘটনাস্থল থেকে তাদেরকে আটক করে।

চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) জাবেদ উল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে অভিযুক্ত দুই যুবককে তাৎক্ষনিক আটক করা হয়। পরদিন ভুক্তভোগী ওই স্কুল ছাত্রী বাদী হয়ে মামলা দায়ের করার পর অভিযুক্তদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তদন্ত করে ঘটনার সাথে জড়িত বাকিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।

মন্তব্য

ঠাকুরগাঁওয়ে ট্রাফে ট্রাক্টরের চাপায় নারীর মৃত্যু

ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁও প্রতিনিধি
শেয়ার
ঠাকুরগাঁওয়ে ট্রাফে ট্রাক্টরের চাপায় নারীর মৃত্যু
ছবি: কালের কণ্ঠ

ঠাকুরগাঁওয়ে ট্রাফে ট্রাক্টরের চাপায় মেরিনা আক্তার (৩৫) নামের এক নারীর মৃত্যু হয়েছেন। জেলার সদর উপজেলার পৌর শহরের আকাঁচা কাজীপাড়া এলাকায় শুক্রবার (২১ মার্চ) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত মেরিনা আক্তার জেলার পীরগঞ্জ উপজেলার সৈয়দপুর ইউনিয়নের সূর্যপুর গ্রামের তৈবুর রহমানের স্ত্রী। 

পারিবারিক সূত্র জানায়, তৈবুর রহমান ও তার স্ত্রী মেরিনা আক্তার মোটরসাইকেলে আত্মীয়-স্বজনদের বাড়িতে ছেলের খাতনার দাওয়াত দিতে গিয়েছিলেন।

দাওয়াত দিয়ে পীরগঞ্জ থেকে ঠাকুরগাঁও ফেরার পথে পৌর শহরের আকাঁচা কাজীপাড়া এলাকায় একটি বালুবোঝাই ট্রাফে ট্রাক্টর তাদের মোটরসাইকেলের পেছনে ধাক্কা দেয়। এতে মেরিনা আক্তার মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়ে যায়। পরে ট্রাফে ট্রাক্টর তাকে চাপা দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্বামী তৈবুর রহমান বলেন, ‘আমাদের একমাত্র ছেলের খাতনার জন্য আত্মীয়দের দাওয়াত দিতে গিয়েছিলাম। ভাবতেও পারিনি, আমার স্ত্রীকে এভাবে হারাতে হবে। আনন্দের আয়োজন এখন বিষাদে পরিণত হয়েছে।’

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করি ।

ট্রাফে ট্রাক্টর জব্দ করা হয়েছে এবং চালককে আটকের চেষ্টা চলছে।’

মন্তব্য

চুরির অপবাদে যুবককে নির্যাতন, ভিডিও ভাইরাল

জামালপুর প্রতিনিধি
জামালপুর প্রতিনিধি
শেয়ার
চুরির অপবাদে যুবককে নির্যাতন, ভিডিও ভাইরাল
সংগৃহীত ছবি

জামালপুর সদর উপজেলার শাহবাজপুর ইউনিয়নে চুরির অপবাদ দিয়ে ঘরের মধ্যে আটকে রেখে এক রাজমিস্ত্রিকে নির্যাতনের ঘটনা ঘটেছে। নির্যাতনের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

গত বুধবার রাতে শাহবাজপুর পূর্ব পাড়া এলাকার হাসমত তালুকদারের বাড়িতে নির্যাতন করা হয় ওই রাজমিস্ত্রিকে। শুক্রবার নির্যাতনের ভিডিও ফেসবুককে ছাড়িয়ে পড়ে।

আহত মামুনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ দুইজনকে আটক করেছে। তারা হলেন মো. ইলিয়াস (২৫) ও মো. মিজানুর রহমান। তাদের দুজনের বাড়ি শাহবাজপুর পূর্ব পাড়া এলাকায়।

নির্যাতনের শিকার যুবকের নাম মো. মামুন (৩০)। তিনি শাহবাজপুর ইউনিয়নের গণেশপুর এলাকার আবদুল হাকিমের ছেলে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি।

নির্যাতনের ২ মিনিট ৪৬ সেকেন্ডের ভিডিওতে দেখা যাই, একটি পাকা ঘরের মধ্যে বিছানার ওপর খালি গায়ের এক যুবক।

প্রথমে তিন ব্যক্তি তাকে লাঠি দিয়ে পেটাচ্ছেন। এ সময় যুবকটি হাত দিয়ে লাঠির আঘাত ফেরানোর চেষ্টা করছিলেন। তখন হাতেই লাঠি দিয়ে পেটানো হচ্ছিল। তার পায়ে পেটানো হচ্ছিল। তারপর যুবকটিকে বিছানায় শুইয়ে পেটানো হয়।
এরপর আরও দুজন অংশ নেন। একপর্যায়ে যুবকটি বিছানা থেকে নিচে পড়ে যান। এরপর পাঁচজন এক সঙ্গে মেঝেতে ফেলে তাকে পেটাচ্ছিলেন। আশপাশে আরও কয়েকজন লোক দাঁড়িয়ে ছিলেন। ঘটনাস্থলে উপস্থিত লোকজনের মধ্যে কেউ একজন এটি মোবাইল ফোনে ধারণ করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, রাজমিস্ত্রি মো. মামুন ওই এলাকার হাসমত তালুকদারের বাড়িতে নির্মাণকাজ করেন। হাসমতের কাছে কাজের টাকা পেতেন মামুন। বুধবার সন্ধ্যার দিকে তাকে টাকা দেওয়ার কথা বলে ওই বাড়িতে ডেকে নেওয়া হয়। টাকা নিয়ে প্রথমে দুজনের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে হাসমত তার স্বজন এবং প্রতিবেশীরা রাজমিস্ত্রি মামুনকে চোর অপবাদ দিয়ে মারধর করতে থাকেন। পরে তাকে একটি ঘরের ভেতরে নিয়ে পেটানো হয়।

নির্যাতনের শিকার যুবকের মা মাজেদা বেগম বলেন, ‘আমার ছেলে মিস্ত্রির কাজ করে। কাজের পাওনা টাকা চাইতে গিয়েছিল। তারা চুরির অপবাদ দিয়ে মাইরে শেষ করছে। সারা শরীরে শুধু আঘাত আর আঘাত। মানুষ মানুষকে এইভাবে মারতে পারে? ভিডিও দেখলেই বুঝা যাই কতটা মারা হয়েছে। আমি এই ঘটনায় বিচার চাই।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সাল মো. আতিক বলেন, ‘চুরির অপবাদ দিয়ে মারধরের ঘটনায় মামলা দায়ের হয়েছে। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। পাশাপাশি ওই ঘটনার সঙ্গে জড়িত বাকিদেরও ধরার চেষ্টা চলছে।

মন্তব্য

‘বাংলাদেশে ফ্যাসিস্টদের আস্তানা আর গড়তে দেওয়া হবে না’

ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহ প্রতিনিধি
শেয়ার
‘বাংলাদেশে ফ্যাসিস্টদের আস্তানা আর গড়তে দেওয়া হবে না’
বক্তব্য দিচ্ছেন অ্যার্টনি জেনারেল অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান

অ্যার্টনি জেনারেল অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান বলেছেন, ‘বাংলাদেশে ফ্যাসিস্টদের আর আস্তানা গড়তে দেওয়া হবে না। আর কোনো ভোট ডাকাতির রাজত্ব কায়েম করতে দেব না, আর কখনো দিনের ভোট রাতে হবে না এটা আমাদের অঙ্গীকার। আমরা সেই অঙ্গীকার বাস্তবায়ন করতে গিয়ে আপনাদের সহযোগিতা চাচ্ছি। যে যেখানে আছেন সেখান থেকে সবাইকে অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করতে হবে।

শুক্রবার (২১ মার্চ ) বিকেলে ঝিনাইদহের শৈলকুপা পৌর এলাকার কবিরপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে নাগরিক সমাজের আয়োজনে এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান বলেন, ‘বাংলাদেশের ইতিহাসে এই প্রথমবারের মতো একটি ক্ষমতাসীন দলের প্রধানমন্ত্রী তার সকল নেতাকর্মীদের অরক্ষিত রেখে, বিপদের মুখে রেখে, নিজের পরিবারের আত্মীয়স্বজন নিয়ে পালিয়ে গেছে। আওয়ামী লীগের অনেক নেতা গ্রেপ্তার হয়েছে। এখন অনেক নেতা বলা শুরু করেছে যে কখনোই তারা আর আওয়ামী লীগ করবে না।

কারণ বিগত ১৬ বছরের আওয়ামী লীগের অনেক নেতা হালুয়া-রুটির ভাগ পায়নি। আর শেখ পরিবারের নেতারা হাজার কোটি টাকার মালিক হয়েছে।

আরো পড়ুন
৫ আগস্টের পর আওয়ামী লীগের নাম, মার্কা ও আদর্শ অপ্রাসঙ্গিক : হাসনাত

৫ আগস্টের পর আওয়ামী লীগের নাম, মার্কা ও আদর্শ অপ্রাসঙ্গিক : হাসনাত

 

অন্তবর্তীকালীন সরকারের কোনো উপদেষ্টা দুর্নীতির সঙ্গে জড়িত নয় জানিয়ে দেশের প্রধান এই আইন কর্মকর্তা বলেন, ‘আমরা যে হাল ধরেছি এই ক্যাবিনেটে যে সমস্ত উপদেষ্টামণ্ডলী আছেন আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি একজন উপদেষ্টার বিরুদ্ধেও কেউ দুর্নীতির আঙ্গুল তুলতে পারবেন না।’

তিনি আরো বলেন, ‘বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত প্রতিটি জেলার প্রশাসনের বিভিন্ন স্তরে কর্মকর্তাদের সঙ্গে আমরা ভ্রমণ করে বলেছি, এমন একটি সমাজ ব্যবস্থা বাংলাদেশে দিয়ে যেতে চাই যে সমাজ ব্যবস্থায় আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য সমাজ ব্যবস্থা হবে।

ইফতার মাহফিলে শৈলকুপা নাগরিক সমাজের সভাপতি আব্দুল মজিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শফিউদ্দিন বিশ্বাসের সঞ্চালনায় উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ণ বাবর ফিরোজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

মন্তব্য

সর্বশেষ সংবাদ