কিশোরগঞ্জের কটিয়াদীতে এসএসসি পরীক্ষাকেন্দ্র সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে বাণিজ্য মেলা আয়োজনের প্রস্তুতি চলছে। সোমবার (৮ এপ্রিল) এই মেলা বন্ধের জন্য জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করেন শিক্ষার্থী ও অভিভাবকরা। বৃহস্পতিবার থেকে এসএসসি পরীক্ষা শুরু।
পহেলা বৈশাখ (১৪ এপ্রিল) উপলক্ষে মাসব্যাপী এই মেলা হবে বলে প্রচারণা চালানো হচ্ছে।
এ নিয়ে এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবকরা উদ্বিগ্নে রয়েছেন।
আরো পড়ুন
সকালে খালি পেটে চা ও বিস্কুট খাওয়া কেন ক্ষতিকর? জানুন কারণ
মেলা বন্ধের লিখিত আবেদনে বলা হয়েছে, এসএসসি পরীক্ষা চলাকালীন পরীক্ষাকেন্দ্র সংলগ্ন মাঠে বাণিজ্য মেলার আয়োজন করেছে একটি মহল। এসএসসি পরীক্ষার্থীদের লেখাপড়া মারাত্মকভাবে বিঘ্নিত এবং সামাজিক পরিবেশ নষ্টের আশঙ্কা প্রকাশ করে মেলা বন্ধের দাবি করা হয়।
বুধবার সরেজমিন গিয়ে দেখা গেছে, মাঠের মাঝখানে বিশাল সুদৃশ্য তোরণ ও চারপাশে বেড়া দিয়ে টিনের চালা তোলা।
এর ভেতর বাণিজ্য মেলার জন্য শতাধিক দোকান করা হয়েছে। চরকি, নাগরদোলাসহ নানা রাইডের জন্য কাজ করছেন অগণিত শ্রমিক। মেলায় আলোকসজ্জা হচ্ছে। দোকানঘর বরাদ্দ দিচ্ছেন আয়োজকরা।
শ্রমিকরা জানান, মেলার ৮০ ভাগ কাজ হয়ে গেছে।
আরো পড়ুন
মোরশেদ আলমের জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ
স্থানীয় সূত্র জানায়, কটিয়াদী বাজার বণিক সমিতি এ মেলার আয়োজনে মেলা বাস্তবায়নের কার্যক্রম ও প্রস্তুতি চলছে। কুপনও তৈরি করা হয়ে গেছে। আজকালের মধ্যেই কুপন বিক্রির নামে উচ্চশব্দে দিনরাত মাইকিং শুরু হওয়ার কথা। মেলার কার্যক্রম পুরোদমে শুরু হলে এসএসসি পরীক্ষার্থীদের শেষ মুহূর্তের প্রস্তুতি বিঘ্নিত হতে পারে বলে শঙ্কা করছেন অভিভাবকরা।
কটিয়াদী পশ্চিমপাড়ার বাসিন্দা শফিকুল ইসলাম, পৌরসভার আশরাফুল ইসলাম রুবেলসহ কয়েকজন অভিভাবক বলেন, এসএসসি পরীক্ষাকেন্দ্রের মাঠে বড় পরিসরে মেলার আয়োজন করায় তারা দুশ্চিন্তায় পড়েছেন। এ ছাড়া বাণিজ্য মেলার আড়ালে জুয়া বসানোর অভিজ্ঞতা রয়েছে কটিয়াদীবাসীর। এসব কারণে তারা উদ্বিগ্ন।
আরো পড়ুন
পাবনায় সজিরন হত্যা মামলার প্রধান আসামি জিয়া গ্রেপ্তার
এসএসসি পরীক্ষার্থী আল-আমিন, রবিন ও সাকিব জানান, ফেসবুকে নামকরা শিল্পীদের দিয়ে মেলায় গান গাওয়ানোর প্রচারণা চলছে। এতে তাদের মতো অনেকের মন মেলায় পড়ে থাকবে। ফলে লেখাপড়া ব্যাহত হবে।
জানা গেছে, বিগত সরকারের আমলেও এই মাঠে মেলার নামে জুয়ার আসর বসানো হয়েছিল। সেই সময় লটারির কুপন বিক্রি করে কটিয়াদীসহ আশেপাশের কয়েকটি উপজেলার একশ্রেণীর লোভী মানুষের পকেট কেটে হাতিয়ে নেওয়া হয় কোটি কোটি টাকা। সেই সময় মেলার নামে জুয়াখেলার নেতিবাচক প্রভাবে এলাকায় চুরি-ডাকাতিসহ অপরাধ বেড়ে যায়।
মেলা আয়োজক কটিয়াদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইলিয়াছ আলী জানান, আরো দুই মাস আগে মেলার অনুমোদন চাওয়া হয়েছিল। অনুমোদন পেতে দেরি হওয়ায় মেলার আয়োজনও দেরি হয়েছে।
আরো পড়ুন
সৌদিতে সড়ক দুর্ঘটনায় কসবার যুবকের মৃত্যু
মেলায় জুয়াখেলা হবে না বলে আশ্বস্ত করে তিনি জানান, ১৪ এপ্রিল মেলা শুরু হলে এসএসসি পরীক্ষায় বিঘ্ন ঘটবে, এটা ঠিক। এদিকটি বিবেচনা করে মূল মূল বিষয়ের পরীক্ষা শেষ হওয়ার পর মেলা চালুর চিন্তা-ভাবনা চলছে।
কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাইদুল ইসলাম জানান, চেম্বার অব কমার্স বাণিজ্য মেলার অনুমোদন চেয়েছিল। এখনো অনুমদোন দেওয়া হয়নি। এসএসসি পরীক্ষার চলাকালীন মেলার অনুমোদন না দেওয়ার ব্যাপারে জেলা প্রশাসক মহোদয়ের সঙ্গে কথা হয়েছে। পরীক্ষার পর মেলা হতে পারে।