পাবনায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে খুন

পাবনা প্রতিনিধি
পাবনা প্রতিনিধি
শেয়ার
পাবনায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে খুন
নিহত আরাফাত‌ হোসেন। সংগৃহীত ছবি

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পাবনা পৌর এলাকার অনন্ত অঞ্চলের হরিজন কলোনিতে ছুরিকাঘাতে আরাফাত‌ হোসেন (১৮) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় প্রতিপক্ষের বাড়ি-ঘরে ভাংচুর ও আগুন ধরিয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা।

বুধবার (২ এপ্রিল) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। নিহত আরাফাত পৌর এলাকার দক্ষিণ রাঘবপুরের ওমর আলীর ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে স্থানীয় শহিদুল মেম্বারের সঙ্গে আরাফাতদের ঝামেলা চলছিল। একাধিকবার ছোটোখাটো মারামারির ঘটনাও ঘটেছে।

আরো পড়ুন
দুর্ঘটনায় পরিবারের সবার মৃত্যু, বেঁচে আছে শুধু ছোট্ট প্রেমা

দুর্ঘটনায় পরিবারের সবার মৃত্যু, বেঁচে আছে শুধু ছোট্ট প্রেমা

 

বুধবার মধ্যরাতে কলোনি এলাকায় আরাফাতকে একা পেয়ে কুপিয়ে জখম করে শহীদুলের লোকজন। স্থানীয়রা তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

এঘটনার পর পরই শহীদ মেম্বারের বাড়ি-ঘরে ভাংচুর ও আগুন ধরিয়ে দেয় আরাফাতের লোকজন।

বিষয়টি নিশ্চিত করে পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মশিউর রহমান মন্ডল জানান, আধিপত্য বিস্তার নিয়ে এ ঘটনা ঘটে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্তসাপেক্ষে ঘটনার মূল কারণ পরে জানানো হবে।


 

প্রাসঙ্গিক
মন্তব্য

সম্পর্কিত খবর

এসএসসি পরীক্ষাকেন্দ্রে মেলার প্রস্তুতি, বন্ধের চিঠি

নিজস্ব প্রতিবেদক, হাওরাঞ্চল
নিজস্ব প্রতিবেদক, হাওরাঞ্চল
শেয়ার
এসএসসি পরীক্ষাকেন্দ্রে মেলার প্রস্তুতি, বন্ধের চিঠি
স্কুল মাঠে মেলা আয়োজনের কাজ চলছে। ছবি : কালের কণ্ঠ

কিশোরগঞ্জের কটিয়াদীতে এসএসসি পরীক্ষাকেন্দ্র সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে বাণিজ্য মেলা আয়োজনের প্রস্তুতি চলছে। সোমবার (৮ এপ্রিল) এই মেলা বন্ধের জন্য জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করেন শিক্ষার্থী ও অভিভাবকরা। বৃহস্পতিবার থেকে এসএসসি পরীক্ষা শুরু। 

পহেলা বৈশাখ (১৪ এপ্রিল) উপলক্ষে মাসব্যাপী এই মেলা হবে বলে প্রচারণা চালানো হচ্ছে।

এ নিয়ে এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবকরা উদ্বিগ্নে রয়েছেন।

আরো পড়ুন
সকালে খালি পেটে চা ও বিস্কুট খাওয়া কেন ক্ষতিকর? জানুন কারণ

সকালে খালি পেটে চা ও বিস্কুট খাওয়া কেন ক্ষতিকর? জানুন কারণ

মেলা বন্ধের লিখিত আবেদনে বলা হয়েছে, এসএসসি পরীক্ষা চলাকালীন পরীক্ষাকেন্দ্র সংলগ্ন মাঠে বাণিজ্য মেলার আয়োজন করেছে একটি মহল। এসএসসি পরীক্ষার্থীদের লেখাপড়া মারাত্মকভাবে বিঘ্নিত এবং সামাজিক পরিবেশ নষ্টের আশঙ্কা প্রকাশ করে মেলা বন্ধের দাবি করা হয়।

বুধবার সরেজমিন গিয়ে দেখা গেছে, মাঠের মাঝখানে বিশাল সুদৃশ্য তোরণ ও চারপাশে বেড়া দিয়ে টিনের চালা তোলা।

এর ভেতর বাণিজ্য মেলার জন্য শতাধিক দোকান করা হয়েছে। চরকি, নাগরদোলাসহ নানা রাইডের জন্য কাজ করছেন অগণিত শ্রমিক। মেলায় আলোকসজ্জা হচ্ছে। দোকানঘর বরাদ্দ দিচ্ছেন আয়োজকরা।
 

শ্রমিকরা জানান, মেলার ৮০ ভাগ কাজ হয়ে গেছে। 

আরো পড়ুন
মোরশেদ আলমের জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ

মোরশেদ আলমের জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ

স্থানীয় সূত্র জানায়, কটিয়াদী বাজার বণিক সমিতি এ মেলার আয়োজনে মেলা বাস্তবায়নের কার্যক্রম ও প্রস্তুতি চলছে। কুপনও তৈরি করা হয়ে গেছে। আজকালের মধ্যেই কুপন বিক্রির নামে উচ্চশব্দে দিনরাত মাইকিং শুরু হওয়ার কথা। মেলার কার্যক্রম পুরোদমে শুরু হলে এসএসসি পরীক্ষার্থীদের শেষ মুহূর্তের প্রস্তুতি বিঘ্নিত হতে পারে বলে শঙ্কা করছেন অভিভাবকরা।

 

কটিয়াদী পশ্চিমপাড়ার বাসিন্দা শফিকুল ইসলাম, পৌরসভার আশরাফুল ইসলাম রুবেলসহ কয়েকজন অভিভাবক বলেন, এসএসসি পরীক্ষাকেন্দ্রের মাঠে বড় পরিসরে মেলার আয়োজন করায় তারা দুশ্চিন্তায় পড়েছেন। এ ছাড়া বাণিজ্য মেলার আড়ালে জুয়া বসানোর অভিজ্ঞতা রয়েছে কটিয়াদীবাসীর। এসব কারণে তারা উদ্বিগ্ন। 

আরো পড়ুন
পাবনায় সজিরন হত্যা মামলার প্রধান আসামি জিয়া গ্রেপ্তার

পাবনায় সজিরন হত্যা মামলার প্রধান আসামি জিয়া গ্রেপ্তার

এসএসসি পরীক্ষার্থী আল-আমিন, রবিন ও সাকিব জানান, ফেসবুকে নামকরা শিল্পীদের দিয়ে মেলায় গান গাওয়ানোর প্রচারণা চলছে। এতে তাদের মতো অনেকের মন মেলায় পড়ে থাকবে। ফলে লেখাপড়া ব্যাহত হবে।

জানা গেছে, বিগত সরকারের আমলেও এই মাঠে মেলার নামে জুয়ার আসর বসানো হয়েছিল। সেই সময় লটারির কুপন বিক্রি করে কটিয়াদীসহ আশেপাশের কয়েকটি উপজেলার একশ্রেণীর লোভী মানুষের পকেট কেটে হাতিয়ে নেওয়া হয় কোটি কোটি টাকা। সেই সময় মেলার নামে জুয়াখেলার নেতিবাচক প্রভাবে এলাকায় চুরি-ডাকাতিসহ অপরাধ বেড়ে যায়।

মেলা আয়োজক কটিয়াদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইলিয়াছ আলী জানান, আরো দুই মাস আগে মেলার অনুমোদন চাওয়া হয়েছিল। অনুমোদন পেতে দেরি হওয়ায় মেলার আয়োজনও দেরি হয়েছে।

আরো পড়ুন
সৌদিতে সড়ক দুর্ঘটনায় কসবার যুবকের মৃত্যু

সৌদিতে সড়ক দুর্ঘটনায় কসবার যুবকের মৃত্যু

মেলায় জুয়াখেলা হবে না বলে আশ্বস্ত করে তিনি জানান, ১৪ এপ্রিল মেলা শুরু হলে এসএসসি পরীক্ষায় বিঘ্ন ঘটবে, এটা ঠিক। এদিকটি বিবেচনা করে মূল মূল বিষয়ের পরীক্ষা শেষ হওয়ার পর মেলা চালুর চিন্তা-ভাবনা চলছে। 

কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাইদুল ইসলাম জানান, চেম্বার অব কমার্স বাণিজ্য মেলার অনুমোদন চেয়েছিল। এখনো অনুমদোন দেওয়া হয়নি। এসএসসি পরীক্ষার চলাকালীন মেলার অনুমোদন না দেওয়ার ব্যাপারে জেলা প্রশাসক মহোদয়ের সঙ্গে কথা হয়েছে। পরীক্ষার পর মেলা হতে পারে।

মন্তব্য

সৌদিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
শেয়ার
সৌদিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত
সংগৃহীত ছবি

সৌদি আরবের দাম্মামে সড়ক দুর্ঘটনায় ইসহাক সায়েদ (২১) নামের এক বাংলাদেশি যুবক নিহত হওয়ার খবর পাওয়া গেছে। মঙ্গলবার রাতে স্থানীয় সময় রাত তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত সায়েদ ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার খোরশেদ আলমের ছেলে। 

নিহতের পরিবার জানায়, সায়েদ ফুড ডেলিভারি রাইডার হিসেবে হাঙ্গেরি নামে একটি কোম্পানিতে কর্মরত ছিলেন।

মোটরসাইকেলে করে খাবার নিয়ে যাওয়ার সময় ট্রাকচাপায় তিনি মারা যান। তার মৃত্যুর খবরে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দ্রুত লাশ দেশে আনার ব্যবস্থা করতে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা চেয়েছেন।

ইসহাকের বাবা খোরশেদ আলম বলেন, ‌‌‘গত বছরের আগস্টে সায়েদ সৌদিতে যান।

সংসারের হাল ধরতে ও তার ভবিষ্যতের আশায় সৌদিতে পাঠানো হয়। কিন্তু এখন সে আর বেঁচে নেই। সরকার যেন দ্রুত মরদেহ দেশে আনার ব্যবস্থা করে সেই দাবি জানাই।’

মন্তব্য

সৌদিতে সড়ক দুর্ঘটনায় কসবার যুবকের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
শেয়ার
সৌদিতে সড়ক দুর্ঘটনায় কসবার যুবকের মৃত্যু
সংগৃহীত ছবি

সৌদি আরবের দাম্মামে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার ইসহাক সায়েদ (২১) নামে এক যুবক।

গতকাল মঙ্গলবার (৮ এপ্রিল) রাতে  দুর্ঘটনার শিকার হন তিনি। নিহত ইসহাক সায়েদ কসবা পৌর এলাকার আড়াইবাড়ির খোরশেদ আলমের ছেলে।

আরো পড়ুন

ডা. তাসনিমের সঙ্গে ছবি শেয়ার করে যা লিখলেন প্রেস সচিব

ডা. তাসনিমের সঙ্গে ছবি শেয়ার করে যা লিখলেন প্রেস সচিব

 

জানা যায়, সায়েদ ফুড ডেলিভারি রাইডার হিসেবে হাঙ্গেরি নামে একটি কম্পানিতে কর্মরত ছিলেন।

মোটরসাইকেলে করে খাবার নিয়ে যাওয়ার সময় ট্রাকচাপায় তিনি মারা যান। তার মৃত্যুর খবরে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দ্রুত মরদেহ দেশে আনার ব্যবস্থা করতে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করেছেন।

ইসহাকের বাবা খোরশেদ আলম জানান, গত বছরের আগস্টে সায়েদ সৌদিতে যান।

সংসারের হাল ধরতে ও তার ভবিষ্যতের আশায় সৌদিতে পাঠানো হয়। কিন্তু এখন সে আর বেঁচে নেই। সরকার যেন দ্রুত মরদেহ দেশে আনার ব্যবস্থা করে সেই দাবি জানাই।

মন্তব্য

পাবনায় সজিরন হত্যা মামলার প্রধান আসামি জিয়া গ্রেপ্তার

পাবনা প্রতিনিধি
পাবনা প্রতিনিধি
শেয়ার
পাবনায় সজিরন হত্যা মামলার প্রধান আসামি জিয়া গ্রেপ্তার
সংগৃহীত ছবি

পাবনা সদর উপজেলার ভাড়ারায় সজিরন খাতুন (৪০) নামের এক নারীকে কুপিয়ে হত্যা মামলার প্রধান আসামি জিয়াউর রহমান ওরফে জিয়া সরদারকে (৪২) গ্রেপ্তার করেছে র‌্যাব।

বুধবার (৯ এপ্রিল) রাতে পাবনা সদরের মালিগাছা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জিয়া সরদার সদর উপজেলার চর বলরামপুর গ্রামের ইসাহাক সরদারের ছেলে।

নিহত সজিরন খাতুন একই উপজেলার পশ্চিম চর বলরামপুর গ্রামের মৃত হেকমত আলী প্রামাণিকের মেয়ে।

তিনি স্বামী পরিত্যক্তা ছিলেন এবং তার বাবার বাড়িতে বসবাস করতেন।

আরো পড়ুন
পারিবারিক কলহের গৃহবধূর আত্মহত্যা

পারিবারিক কলহের গৃহবধূর আত্মহত্যা

 

র‌্যাব-১২ পাবনা ক্যাম্পের কোম্পানী কমান্ডার মোহাম্মদ ইলিয়াস খান তথ্যটি নিশ্চিত করে জানান, গত ৩১ মার্চ বিকেল ৫টার দিকে পাবনা সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়নের বিআরএস ইটভাটার মধ্যে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের লোকজনের মধ্যে কথা কাটাকাটি ও ঝগড়া হয়। ওই ঘটনাকে কেন্দ্র করে সেদিন রাত ১০টার দিকে পশ্চিম চর বলরামপুর নামক এলাকায় গৃহবধূ সজিরন খাতুনকে প্রতিপক্ষের লোকজন ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপায়।

পরে পরিবারের লোকজন আহত সজিরন খাতুনকে প্রথমে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যায়।

তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন সজিরন।

কমান্ডার ইলিয়াস খান জানান, এ ঘটনায় নিহতের ভাই আব্দুল গফুর প্রামানিক বাদী হয়ে গত ১ এপ্রিল পাবনা সদর থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় জিয়া সরদারকে প্রধান আসামি করাসহ ২০ জনকে এজাহারনামীয় এবং ১০ থেকে ১৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।

মামলার পর আসামি গ্রেপ্তারে অভিযানে নামে র‌্যাব-১২ পাবনা-এর আভিযানিক দল। পরে র‌্যাব সদর দপ্তর ইন্ট উইংয়ের সহায়তায় আজ বুধবার রাতে পাবনা সদরের মালিগাছা এলাকায় অভিযান চালিয়ে হত্যা মামলার এজাহারনামীয় প্রধান আসামি জিয়াউর রহমান ওরফে জিয়া সরদারকে গ্রেপ্তার করা হয়।

ইলিয়াস খান আরো জানান, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তার আসামিকে পাবনা সদর থানায় হস্তান্তর করা হয়। পরে সেখান থেকে বুধবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
 

মন্তব্য

সর্বশেষ সংবাদ