ঢাকা, মঙ্গলবার ১৫ এপ্রিল ২০২৫
২ বৈশাখ ১৪৩২, ১৫ শাওয়াল ১৪৪৬

ঢাকা, মঙ্গলবার ১৫ এপ্রিল ২০২৫
২ বৈশাখ ১৪৩২, ১৫ শাওয়াল ১৪৪৬

ডাকাতি করতে গিয়ে বৃদ্ধাকে হত্যা, ১০ আসামির কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
ডাকাতি করতে গিয়ে বৃদ্ধাকে হত্যা, ১০ আসামির কারাদণ্ড
দণ্ডপ্রাপ্ত দুই আসামি

১৫ বছর আগে রাজধানীর খিলগাঁওয়ের গোড়ানে ডাকাতি করতে গিয়ে রেজিয়া বেগম নামে (৭৫) নামে এক নারীকে হত্যার দায়ে ১০ আসামিকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (৯ এপ্রিল) ঢাকার বিশেষ জজ আদালত- ৮ এর বিচারক মো. মঞ্জুরুল হোসেন এ রায় দেন। পাশাপাশি প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

দণ্ডিতরা হলেন, জাহাঙ্গীর হোসেন, দেলোয়ার হোসেন, আলাউদ্দিন, শাহিন সরদার, মতিউর রহমান, আলম, সাইদুল ইসলাম, ইমরান ওরফে এমরান, ইশারত আলী এবং মাইদুল ইসলাম।

সংশ্লিষ্ট আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. সেলিম খান বলেন, রায় ঘোষণার আগে দেলোয়ার হোসেন ও মাইদুল ইসলামকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। রায় শেষে সাজা পরোয়ানা দিয়ে তাদের কারাগারে নিয়ে যাওয়া হয়। পলাতক ৮ আসামির বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। 

আরো পড়ুন
জামিন মেলেনি সাইফের ওপর হামলাকারীর

জামিন মেলেনি সাইফের ওপর হামলাকারীর

 

মামলার সূত্রে জানা গেছে, ২০১০ সালের ৮ ফেব্রুয়ারি রাতের খাওয়া দাওয়া শেষে মা, স্ত্রী, সন্তানসহ ঘুমিয়ে পড়েন সৌদি ফেরত গোলাম কবীর।

রাত ৩টা থেকে পৌনে ৪টার দিকে তাদের কাজের মেয়ে সাবিনা এসে গোলাম কবীরের দরজায় নক করে। বলেন, 'নানী অসুস্থ, দরজা খোলেন।' দরজা খুললেই ৪/৫ জন ডাকাত রুমে প্রবেশ করে। তারা পরিবারের সবাইকে জিম্মি করে ৪৭ ভরি স্বর্ণালংকার, টাকা পয়সাসহ মূল্যবান জিনিসপত্র ডাকাতি করে।
যার মূল্য ৯ লাখ ৪৭ হাজার টাকা। প্রায় এক ঘণ্টা ডাকাতি করে তারা চলে যায়। গোলাম কবীর তার মা রেজিয়া বেগমের রুমে গিয়ে দেখেন, হাত-পা বাধা। পরে জানতে পারেন, ডাকাতরা তার মাকে শ্বাসরোধ করে হত্যা করেছে।

এ ঘটনার পরদিন গোলাম কবীর খিলগাঁও থানায় মামলা করেন।

মামলাটি তদন্ত করে ২০১১ সালের ২৮ মার্চ ১০ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা খিলগাঁও থানার উপপরিদর্শক তোফাজ্জল হোসেন। পরে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন। মামলার বিচার চলাকালে আদালত ২০ সাক্ষীর মধ্যে ১৫ জনের সাক্ষ্য গ্রহণ করেন।
 

মন্তব্য

সম্পর্কিত খবর

সাবেক মন্ত্রী তাজুলের স্ত্রীর ৯২৩ বিঘা জমি জব্দের আদেশ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
সাবেক মন্ত্রী তাজুলের স্ত্রীর ৯২৩ বিঘা জমি জব্দের আদেশ
সংগৃহীত ছবি

সাবেক স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলামের স্ত্রী ফৌজিয়া ইসলামের নামে বান্দরবানে থাকা ৯২৩ বিঘা জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত। পাশাপাশি ১২টি ব্যাংক হিসাব ও ১৪টি শেয়ারে থাকা ৪ কোটি ৬১ লাখ ৭৭ হাজার ২১৫ টাকা অবরুদ্ধের আদেশ দেওয়া হয়েছে। 

মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। এ ছাড়া গুলশানে জমিসহ একটি ফ্ল্যাট ও চট্টগ্রামের হালিশহরে চারতলা বাসার তিন ভাগের এক ভাগ অংশ জব্দের আদেশ হয়েছে।

 

আরো পড়ুন
‘মহামায়া’য় বুঁদ দর্শক, উচ্ছ্বসিত গীতিকার সোমেশ্বর অলি

‘মহামায়া’য় বুঁদ দর্শক, উচ্ছ্বসিত গীতিকার সোমেশ্বর অলি

 

এদিন দুদকের উপপরিচালক আবু মোহাম্মদ আনোয়ারুল মাসুদ এ আবেদন করেন। আবেদনে বলা হয়েছে, ফৌজিয়া ইসলামের বিরুদ্ধে অসাধু উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসংগতিপূর্ণ ৬ কোটি ৯০ লাখ ২ হাজার ৪ টাকার সম্পদের মালিকানা অর্জন ও দখলে রাখেন। তার স্বামী মো. তাজুল ইসলামের অসদুপায়ে উপার্জিত অর্থ দিয়ে স্ত্রীর নামে ৬ কোটি ৯০ লাখ ০২ হাজার ৪ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনে সহায়তা প্রদান। একই সঙ্গে তার ১১টি ব্যাংক হিসাবে সন্দেহজনক ১৩ কোটি ৯৩ লাখ ৫০ হাজার ২০৩ টাকা জমা ও  ১৩ কোটি ১৮ লাখ ৪৪ হাজার ৯৭৫ টাকা উত্তোলনসহ সর্বমোট ২৭ কোটি ১১ লাখ ৯৫ হাজার ১৭৮ টাকা হস্তান্তর, রূপান্তর ও স্থানান্তরপূর্বক আয়ের উৎস আড়াল করেন।

এতে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারা তৎসহ পেনাল কোডের ১০৯ ধারায় একটি মামলা হয়েছে। মামলা তদন্তকালে তার নামে ব্যাংক হিসাবসমূহে গচ্ছিত অর্থের তথ্য পাওয়া যায়। যা তিনি যেকোন সময় হস্তস্তর, স্থানান্তর বা বেহাত করার প্রক্রিয়া গ্রহণ করছেন মর্মে জানা যায়। এ জন্য মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে এসব সম্পদ জব্দ ও অবরুদ্ধ করা একান্ত আবশ্যক।
 

আরো পড়ুন
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির আরো ৮ নেতা বহিষ্কার

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির আরো ৮ নেতা বহিষ্কার

 

এর আগে গত ১৩ এপ্রিল মো. তাজুল ইসলামের নামে তিন জেলায় থাকা ২৮ বিঘা জমি, দুটি বাণিজ্যিক স্পেস, একটি ফ্ল্যাট ও একটি দোকান জব্দের আদেশ দেন আদালত। একইসঙ্গে তার নিজ ও স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে থাকা ৩৪টি ব্যাংক হিসাবে জমাকৃত ২০ কোটি ৫৬ লাখ এক হাজার ২৩৭ টাকা অবরুদ্ধের আদেশ দেয়া হয়েছে। পাশাপাশি ১৬টি কোম্পানিতে থাকা ৫ কোটি ২৩ লাখ ১১ হাজার ২৩০ টাকা মূল্যের শেয়ার ও ২ কোটি ৬০ লাখ ৪৫ হাজার ৮৪১ টাকা মূল্যের তিনটি গাড়ি অবরুদ্ধের আদেশ দেন।

মন্তব্য

তরুণীকে মারধর, সেই কফি হাউসের ২ কর্মচারী রিমান্ডে

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
তরুণীকে মারধর, সেই কফি হাউসের ২ কর্মচারী রিমান্ডে
সংগৃহীত ছবি

রাজধানীর খিলগাঁওয়ের তালতলায় আপন কফি হাউসে এক তরুণীকে মারধরের ঘটনায় গ্রেপ্তার প্রতিষ্ঠানের দুই কর্মীর এক দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসান এ আদেশ দেন।

রিমান্ডে যাওয়া আসামিরা হলেন আপন কফি হাউসের ম্যানেজার আল আমিন ও কর্মচারী শুভ সূত্রধর।

আরো পড়ুন
বাসে উঠলেই পকেটমার আতঙ্ক, রক্ষা মিলবে যেভাবে

বাসে উঠলেই পকেটমার আতঙ্ক, রক্ষা মিলবে যেভাবে

 

এদিন তাদের আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ও রামপুরা থানার উপপরিদর্শক মো. মহসিন।

আসামিপক্ষে আইনজীবী রিমান্ড বাতিলসহ জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে বিচারক আসামিদের এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ১১ এপ্রিল খিলগাঁওয়ের তালতলা এলাকায় ক্যাফের সামনেই ওই দুই কর্মচারী এক তরুণীকে লাঞ্ছিত করেন। ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

প্রায় দেড় মিনিটের ওই ভিডিওতে দেখা যায়, আপন কফি হাউসের সামনে এক তরুণীর সঙ্গে প্রথমে খারাপ আচরণ করছেন ক্যাফের কর্মচারী। পরে লাঠি দিয়ে তাকে আঘাত করতে দেখা যায়।  

আরো পড়ুন
হাসনাতের সতর্কবার্তা, বললেন—‘সাবধান হয়ে যান’

হাসনাতের সতর্কবার্তা, বললেন—‘সাবধান হয়ে যান’

 

এ ঘটনায় গতকাল তাদের আটক করে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দেয় রামপুরা থানা পুলিশ।

মামলা সূত্রে জানা গেছে, আপন কফি হাউসে গত ১১ এপ্রিল বিকেল ৫টা ২০ মিনিটে অজ্ঞাতপরিচয় এক তরুণীর সঙ্গে কুরুচিপূর্ণ আচরণসহ শরীরের বিভিন্ন স্থানে হাত দেয়।

বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য আসামিরা তরুণীকে লাঠি দিয়ে মারধর করে তাড়িয়ে দেন।

মন্তব্য

সাবেক সচিবের ছেলে মোরসালিনের ৫৪ কোটি টাকার শেয়ার অবরুদ্ধ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
সাবেক সচিবের ছেলে মোরসালিনের ৫৪ কোটি টাকার শেয়ার অবরুদ্ধ

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক সচিব মো. খাইরুল ইসলামের ছেলে মোরসালিন ইসলাম সৌরদীপের ইউনিয়ন ব্যাংক পিএলসির একটি বিও শেয়ারের ৫৪ কোটি ৮৪ লাখ ৮৬ হাজার টাকা অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

এ দিন দুদকের উপসহকারী পরিচালক সাবিকুন নাহার এ আবেদন করেন। আবেদনে বলা হয়েছে, মো. খাইরুল ইসলামের বিরুদ্ধে জাল-জালিয়াতি, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে ভুয়া সস্পত্তি জামানত হিসেবে মর্টগেজ দিয়ে বেসিক ব্যাংকের কাওরান বাজার শাখা থেকে ১০ কোটি টাকা ঋণ গ্রহণপূর্বক আত্মসাতের অভিযোগটি অনুসন্ধান চলছে।

অভিযোগসংশ্লিষ্ট ব্যক্তি তৎকালীন প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-১ হিসেবে ক্ষমতার অপব্যবহার করে অপরাধমূলক অসদাচারণের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের বিআরপিডি সার্কুলার অনুসারে প্রতিজন ঋণগ্রহীতাকে গৃহ ঋণ বাবদ সর্বোচ্চ এক কোটি টাকা ঋণ প্রদান করার বিধান থাকলেও তার নাবালক সন্তান রওশন শিপারিন মেঘমালা ও মোরসালিন ইসলাম সৌরদীপের প্রত্যেকের নামে দুই কোটি টাকা করে চার কোটি টাকা ঋণ গ্রহণ করেন। পরবর্তীতে নিজ নামের হিসাবে স্থানান্তর ও রূপান্তরের মাধ্যমে অর্থ আত্মসাৎ করেছেন। যা মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর শাস্তিযোগ্য অপরাধ। সুষ্ঠু তদন্তের স্বার্থে মোরসালিন ইসলাম সৌরদীপের শেয়ারসমূহ জরুরি ভিত্তিতে অবরুদ্ধ করা প্রয়োজন।

মন্তব্য

তরুণীকে মারধর : আপন কফি হাউসের ম্যানেজারসহ দুজন রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
তরুণীকে মারধর : আপন কফি হাউসের ম্যানেজারসহ দুজন রিমান্ডে
সংগৃহীত ছবি

রাজধানীর খিলগাঁওয়ের তালতলায় ‘আপন কফি হাউসে’ এক তরুণীকে মারধরের ঘটনায় কফি হাউসের ম্যানেজার আল আমিন ও কর্মচারী শুভ সূত্রধরের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসানের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

এদিন তাদের আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত কর্মকর্তা ও রামপুরা থানার উপপরিদর্শক মো. মহসিন তাদের পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন।

আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে রিমান্ডের আদেশ দেন। 

এর আগে গত ১১ এপ্রিল খিলগাঁওয়ের তালতলা এলাকায় ক্যাফের সামনেই ওই দুই কর্মচারী এক তরুণীকে লাঞ্ছিত করেন। ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

প্রায় দেড় মিনিটের ওই ভিডিওতে দেখা যায়, আপন কফি হাউসের সামনে এক তরুণীর সঙ্গে প্রথমে খারাপ আচরণ করছেন ক্যাফের কর্মচারী। পরে লাঠি দিয়ে তাকে আঘাত করতে দেখা যায়। এ ঘটনায় মঙ্গলবার নারী ও শিশু নির্যাতন আইন ও দণ্ডবিধির ৩২৩ ধারায় মামলা করে রামপুরা থানা পুলিশ।

মামলার সূত্রে জানা গেছে, আপন কফি হাউসে গত ১১ এপ্রিল বিকেল ৫টা ২০ মিনিটে অজ্ঞাতপরিচয় এক তরুণীর সঙ্গে কুরুচিপূর্ণ আচরণসহ শরীরের হাত দেন।

বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য আসামিরা তরুণীকে লাঠি দিয়ে মারধর করে তাড়িয়ে দেন।

মন্তব্য

সর্বশেষ সংবাদ