<p>পূর্ণাঙ্গ উৎসব বোনাস ও সরকারি নিয়মে বাড়িভাড়া দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছে বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতি। সংগঠনের নীতিনির্ধারণী ফোরামের সভায় বিশ্ব শিক্ষক দিবসের আগেই অন্তর্বর্তী সরকার ওই সিদ্ধান্ত বাস্তবায়ন করবে বলে আশা প্রকাশ করা হয়েছে।</p> <p>শনিবার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর পুরানাপল্টনস্থ মুক্তি ভবনে অনুষ্ঠিত ওই সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি জাহাঙ্গীর হোসেন। সংগঠনের সাধারণ সম্পাদক মো. নূরে আলম বিপ্লবের সঞ্চালনায় সভায় বক্তৃতা করেন সংগঠনের সহসভাপতি মোহাম্মদ ইয়াছিন, কেন্দ্রীয় সহসভাপতি সুশান্ত ভাওয়াল, সহসাধারণ সম্পাদক আসমান আলী, অর্থ সম্পাদক নিরঞ্জন সরকার, কেন্দ্রীয় সদস্য ওসমান গনি ও রফিকুল ইসলাম জাহিদ।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="নাহিদ ও পলককে নিয়ে যা বললেন সূচনা" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/09/28/1727516241-8477ffd024e1cdcb28530c14e591cfda.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>নাহিদ ও পলককে নিয়ে যা বললেন সূচনা</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/09/28/1429758" target="_blank"> </a></div> </div> <p>সভাপতির বক্তব্যে জাহাঙ্গীর হোসেন বলেন, এমপিওভুক্ত শিক্ষকরা দীর্ঘ অনেকগুলো বছর জাতীয়করণের আন্দোলন চালিয়ে আসছে। তারা জাতীয়করণের ঘোষণা চায়। জাতীয়করণের আগমুহূর্তে কিছু বৈষম্য কমিয়ে আনা যায়। সে জন্য শিক্ষকসমাজ পূর্ণাঙ্গ উৎসব বোনাস, বাড়িভাড়া ও চিকিৎসাভাতার দাবি করেছেন। দেশের বাজেটের আকার বড় হলেও শিক্ষকদের আর্থিক সংগতি বাড়ানোর জন্য কোনো উদ্যোগ বিগত সরকারগুলো নেয়নি। দুর্মূল্যের এ বাজারে এত অল্প বেতনে জীবন যাপন করা দুরূহ হয়ে উঠছে। তাই অবিলম্বে শিক্ষকদের দাবিগুলো মেনে নিতে হবে। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="নৌকা থাকায় নাম পরিবর্তন হতে পারে মন্ত্রণালয়ের" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/09/28/1727514835-63993f668a7fc09f6f5ecd542a1c356e.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>নৌকা থাকায় নাম পরিবর্তন হতে পারে মন্ত্রণালয়ের</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/09/28/1429754" target="_blank"> </a></div> </div> <p>শিক্ষক নেতা মো. নূরে আলম বিপ্লব বলেন, এমপিওভুক্ত শিক্ষকদের আর্থিক সংকট মোচনে সরকারগুলোর উদ্যোগ নেই। শিক্ষকদের ওপর বিভিন্ন অসংগতিমূলক সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হয়েছে। এনটিআরসিএ শিক্ষকদের বদলি হতে পারলে ইনডেক্সধারীরা এ অধিকার কেন পাবে না? সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক হওয়ার নীতি প্রণয়ন করতে হবে। অন্যথায় লাখো লাখো শিক্ষক রাজপথে নেমে পড়বে।</p>