<p>স্নেহপ্রীতির বাঁধনে ভিন্ন ধর্মের মানুষের মধ্যেও যে নিবিড় আত্মিক সম্পর্ক গড়ে উঠতে পারে তার উত্তম দৃষ্টান্ত বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ছোটগল্প 'আহ্বান'। একজন মুসলিম দরিদ্র বুড়ি স্নেহচ্ছায়ায় একজন হিন্দু যুবককে সন্তানের আসন দিয়েছে। বুড়ি এখানে হয়ে উঠেছেন চিরায়ত মা। গল্পের শেষে বুড়ির দাফনের মধ্য দিয়ে সাম্প্রদায়িক চেতনার কবর রচিত হয়েছে। বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা সাম্প্রদায়িক সংকীর্ণ চিন্তার মূলে কুঠারাঘাত করার জন্য এধরনের গল্পের মূল্য অনন্য। </p> <p> এই 'আহ্বান' নিয়েই নির্মিত হয়েছে নাটক। গল্পটির নাট্যরূপ এবং পরিচালনা করেছেন ড. মো. হারুনুর রশীদ। গল্পের কালগত দৃশ্যায়নের প্রয়োজনে ঠাকুরগাঁওয়ের প্রত্যন্ত অঞ্চলে দৃশ্যধারণ করা হয় গত মার্চ মাসে। একটি দৃশ্য বাকি থাকায় করোনার লকডাউনে কাজ স্থগিত ছিল। গত ১২ আগস্ট পুবাইলে বাকি অংশের শুটিং সম্পন্ন হয় বলে জানান পরিচালক। </p> <p>নাটকটির মূল চরিত্রে বুড়ি মার ভূমিকায় অভিনয় করেছেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী দিলারা জামান। এ ছাড়াও রয়েছেন সুজাত শিমুল  মারিয়া হক, নুসরাত ওয়ামিয়া, হারুনুর রশীদ প্রমুখ। নাটকটির প্রযোজনা করেছে উর্বশী ফোরাম। </p>