<p>চলছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। এই নির্বাচন ঘিরে আমেরিকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিগত কয়েক দিন ধরেই। সব শ্রেণি-পেশার মানুষ নিজেদের আগামী ৫ বছরের ভাগ্য নির্ধারণে সঠিক প্রার্থীকে যাচাইয়ে ব্যস্ত। আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন, তাই সাধারণ মানুষের পাশাপাশি হলিউডের অভিনয়শিল্পীরাও প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ভূমিকা রাখেন ভোটের এই মহাউৎসবে।</p> <p>এবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের মূল প্রতিদ্বন্দ্বী হলেন ডোনাল্ড ট্রাম্প ও কমলা হ্যারিস। এই দুজনেই বিভক্ত এখন গোটা আমেরিকা। শোবিজ অঙ্গনের তারকারাও দুই ভাগে বিভক্ত। তবে হলিউড তারকাদের বেশিরভাগই কমলা হ্যারিসের সমর্থনে নিজেদের অবস্থান স্পষ্ট করেছেন। তাদের মতে, কমলাই হতে যাচ্ছে আমেরিকার পরবর্তী প্রেসিডেন্ট। তবে সবাইকে ছাপিয়ে নিজের সমর্থনের প্রতি জোরালো আস্থা রাখতে দেখা গেল কিংবদন্তি অভিনেতা মরগান ফ্রিম্যানকে। </p> <p>যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক দলের প্রার্থী কমলা হ্যারিসের পক্ষে এক মিলিয়ন ডলার বাজি রেখেছেন বিখ্যাত অভিনেতা মর্গান ফ্রিম‍্যান। সামাজিক যোগাযোগমাধ‍্যম ফেসবুকে নিজের অফিসিয়াল পেজ থেকে দেয়া এক পোস্টে তিনি এ কথা জানান।</p> <p>এই অভিনেতা বলেন, ‘আমেরিকার নিয়ে কমলার দৃষ্টিভঙ্গিতে তিনি বিশ্বাস করেন। বাজির বিষয়ে তিনি বলেন, এটি আশা এবং অগ্রগতির একটি বাজি। আমার সঙ্গে যোগ দিন, আসুন একসাথে ভবিষ্যতের উপর বাজি ধরি।’</p> <p>এদিকে, আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গণনা চলছে এখন। সর্বশেষ তথ্য অনুসারে, ভোটে রিপাবলিকান প্রার্থী ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এগিয়ে থাকার আভাস মিলেছে। কারণ, এরই মধ্যে প্রাথমিক ফলাফল আসতে শুরু করেছে। এপির লাইভ আপডেটে বলা হয়েছে, ১৯২ ইলেকটোরাল ভোট পেতে চলেছেন কমলা এবং ট্রাম্পের ঝুলিতে জমেছে ২৩০। প্রাথমিক গণনার ফলাফলের ভিত্তিতে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস নাকি রিপাবলিকান পার্টির ডোনাল্ড ট্রাম্প-কে বিজয়ী হচ্ছেন, সে সম্পর্কে ধারণা পাওয়া যাবে।</p>