মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বের বিভিন্ন দেশের ওপর বিভিন্ন মাত্রায় শুল্ক আরোপের পর অনেক দেশেই ঝুঁকিতে পড়েছে রপ্তানি খাতের কর্মসংস্থান। মালয়েশিয়ান ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমআইসিসিআই) মতে, মার্কিন প্রেসিডেন্ট কর্তৃক আরোপিত শুল্কের ধাক্কায় মালয়েশিয়ায় প্রায় ৫০ হাজার প্রত্যক্ষ ও পরোক্ষ চাকরি হারানোর কারণ হতে পারে। দেশটির গণমাধ্যম নিউ স্ট্রেইটস টাইমস এমআইসিসিআইয়ের সভাপতি ক্রিস্টিনা টির উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, ইলেকট্রনিকস, গ্লাভস এবং অটোমোটিভ যন্ত্রাংশ খাতগুলো প্রধান ঝুঁকির মধ্যে রয়েছে। এই খাতগুলোতে রপ্তানি সংযুক্ত উৎপাদনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে সংকুচিত হতে পারে, যা বিশেষত ক্ষুদ্র ও মাঝারি প্রভাবিত করবে।