পাকিস্তানের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ৫ অভিনেত্রী

তন্ময় রহমান
তন্ময় রহমান
শেয়ার
পাকিস্তানের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ৫ অভিনেত্রী
সংগৃহীত ছবি

পাকিস্তানের টেলিভিশন ইন্ডাস্ট্রি বিশ্বজুড়ে জনপ্রিয়, বিশেষ করে তাদের ড্রামা সিরিজগুলো অসাধারণ গল্প ও অভিনয়ের জন্য প্রশংসিত। এই ইন্ডাস্ট্রির কিছু অভিনেত্রী তাদের মেধা ও অভিনয় দক্ষতায় সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়ার স্থান অর্জন করেছেন। চলুন, জেনে নেওয়া যাক পাকিস্তানের ৫ শীর্ষ পারিশ্রমিক পাওয়া টিভি অভিনেত্রী সম্পর্কে।

মাহিরা খান

পারিশ্রমিক : প্রতি এপিসোডে ৮-১০ লাখ পাকিস্তানি রুপি

মাহিরা খান শুধু টিভি নয়, চলচ্চিত্র জগতেও একজন সুপারস্টার।

‘হামসাফর’ নাটকে অভিনয়ের মাধ্যমে তিনি আন্তর্জাতিকভাবে খ্যাতি অর্জন করেন। মাহিরা পাকিস্তানি নাটক ছাড়াও বলিউডে শাহরুখ খানের সঙ্গে রইস সিনেমায় অভিনয় করেছেন। তার স্টাইল, অভিনয় দক্ষতা এবং পর্দায় উপস্থিতি তাকে ইন্ডাস্ট্রির অন্যতম ব্যস্ত ও ব্যয়বহুল অভিনেত্রীতে পরিণত করেছে।

সাবা কামার

পারিশ্রমিক : প্রতি এপিসোডে ৭-৮ লাখ পাকিস্তানি রুপি

সাবা কামার তার বহুমুখী অভিনয়ের জন্য পরিচিত।

টিভি ড্রামা থেকে শুরু করে ফিল্ম, এমনকি বলিউডেও তিনি কাজ করেছেন। তার জনপ্রিয় ড্রামাগুলোর মধ্যে ‘বাঘি’ ও ‘চুরাইলস’ বিশেষভাবে উল্লেখযোগ্য। সাবার চরিত্রে গভীরতা ও শক্তিশালী পারফরম্যান্স তাকে ইন্ডাস্ট্রির অন্যতম শীর্ষ অভিনেত্রীতে পরিণত করেছে।

আইজা খান

পারিশ্রমিক : প্রতি এপিসোডে ৬-৭ লাখ পাকিস্তানি রুপি

আইজা খান তার রোমান্টিক এবং ইমোশনাল চরিত্রের জন্য পরিচিত।

‘মেরে পাস তুম হো’ নাটকে অভিনয়ের মাধ্যমে তিনি বিপুল জনপ্রিয়তা অর্জন করেন। আইজা তার অভিনয়ের মাধ্যমে দর্শকদের হৃদয় জয় করেছেন এবং তাকে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের তালিকায় জায়গা করে দিয়েছে।

সানাম সাঈদ

পারিশ্রমিক : প্রতি এপিসোডে ৫-৬ লাখ পাকিস্তানি রুপি

‘জিন্দাগি গুলজার হ্যায়’ নাটকে কাজের মাধ্যমে সানাম সাঈদ নিজেকে অন্যদের থেকে আলাদা করে তুলেছেন। তার মেধাবী অভিনয় তাকে টিভি ইন্ডাস্ট্রির অন্যতম শীর্ষস্থানীয় অভিনেত্রীতে পরিণত করেছে। তিনি সামাজিক ইস্যু ও বাস্তবধর্মী চরিত্রে অভিনয় করার জন্য বিশেষভাবে পরিচিত।

উরওয়া হোসেন

পারিশ্রমিক : প্রতি এপিসোডে ৪-৫ লাখ পাকিস্তানি রুপি

উরওয়া হোসেন তার শক্তিশালী চরিত্র এবং নিখুঁত অভিনয়ের জন্য পরিচিত। টিভি নাটক ছাড়াও তিনি সিনেমায়ও কাজ করেছেন। তার জনপ্রিয় নাটকগুলোর মধ্যে ‘উদারি’ ও ‘মুশক’ উল্লেখযোগ্য। উরওয়ার মেধা তাকে দর্শকদের কাছে অত্যন্ত প্রিয় করে তুলেছে।

শেষকথা

পাকিস্তানের টিভি ইন্ডাস্ট্রি দিনে দিনে আরো বড় হচ্ছে এবং এই শীর্ষ অভিনেত্রীরা তাদের অসাধারণ অভিনয় দিয়ে আন্তর্জাতিক মঞ্চেও খ্যাতি অর্জন করেছেন। তাদের পারিশ্রমিক শুধু তাদের দক্ষতার স্বীকৃতি নয়, বরং ইন্ডাস্ট্রির প্রতি তাদের অবদানের একটি প্রতীক।

মন্তব্য

সম্পর্কিত খবর

সংগীতে সেরা ‘গ্র্যামি পুরস্কার’ উঠল যাদের হাতে

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
শেয়ার
সংগীতে সেরা ‘গ্র্যামি পুরস্কার’ উঠল যাদের হাতে
বাঁ থেকে বিয়ন্সে, সাবরিনা কার্পেন্টার ও কেনড্রিক লামার

অনুষ্ঠিত হয়ে গেল বছরের সবচেয়ে মর্যাদাপূর্ণ সঙ্গীত পুরস্কার ‘গ্র্যামি অ্যাওয়ার্ড ২০২৫’। ‘৬৬তম বার্ষিক গ্র্যামি অ্যাওয়ার্ড’-এর মূল অনুষ্ঠানটি ২ ফেব্রুয়ারি লস অ্যাঞ্জেলেসের ক্রিপ্টো ডটকম এরেনায় অনুষ্ঠিত হয়েছে। বছরজুড়ে সেরা গান, সুর, অ্যালবাম ও সেরা সংগীত তারকাদের সম্মানিত করা হল আয়োজনটির মধ্য দিয়ে। 

আরো পড়ুন
চতুর্থবার গ্র্যামি জিতলেন শাকিরা, পুরস্কার উৎসর্গ করলেন ‘অভিবাসী ভাইবোন’দের

চতুর্থবার গ্র্যামি জিতলেন শাকিরা, পুরস্কার উৎসর্গ করলেন ‘অভিবাসী ভাইবোন’দের

 

এ বছর শ্রেষ্ঠ অ্যালবামের পুরস্কার ঘরে তুলেছেন বিয়ন্সে।

‘অ্যালবাম অব দ্য ইয়ার’ পুরস্কার জিতেছেন গায়িকা। সবচেয়ে বেশি গ্র্যামি পুরস্কার বিয়ন্সের দখলে থাকলেও আগে কখনোই অ্যালবাম অব দ্য ইয়ার পুরস্কার পাননি তিনি। প্রথমবার এই সেরার পুরস্কার ঘরে তুললেন বিয়ন্সে।  ‘নট লাইক আস’-এর জন্য জিতেছেন ‘রেকর্ড অব দ্য ইয়ার’ পুরস্কার জিতেছেন  কেনড্রিক লামার।
একই গানের জন্য ‘সং অব দ্য ইয়ার’ পুরস্কারও জিতেছেন তিনি।  সব মিলিয়ে এবারের গ্র্যামিতে সর্বোচ্চ পাঁচ পুরস্কার জিতেছেন লামার।

একনজরে গুরুত্বপূর্ণ শাখায় গ্র্যামি পুরস্কার জিতেছেন যারা

রেকর্ড অব দ্য ইয়ার: ‘নট লাইক আস’, কেনড্রিক লামার
অ্যালবাম অব দ্য ইয়ার: ‘কাউবয় কার্টার’, বিয়ন্সে
সং অব দ্য ইয়ার: ‘নট লাইক আস’, কেনড্রিক লামার
বেস্ট নিউ আর্টিস্ট: চ্যাপেল রোন
বেস্ট পপ সলো পারফরম্যান্স: ‘এক্সপ্রেসো’, সাবরিনা কার্পেন্টার
বেস্ট পপ ডুয়ো অথবা গ্রুপ পারফরম্যান্স: ‘ডাই উইথ আ স্মাইল’, লেডি গাগা ও ব্রুনো মার্স
বেস্ট পপ ভোকাল অ্যালবাম: ‘শর্ট অ্যান্ড সুইট’, সাবরিনা কার্পেন্টার
বেস্ট ড্যান্স অথবা ইলেকট্রনিক অ্যালবাম: ‘ব্রাট’, চার্লি এক্সসিএক্স
বেস্ট রক পারফরম্যান্স: ‘নাউ অ্যান্ড দেন’, দ্য বিটলস

এছাড়া আরো ৮৫টি ক্যাটাগরিতে বছরের সেরাদের দেয়া হয় গ্র্যামির সম্মাননা। 

গত মাসে লস অ্যাঞ্জেলেসে দাবানলের কারণে গ্র্যামির আয়োজনই অনিশ্চিত হয়ে পড়েছিল।

তবে শেষ পর্যন্ত নির্ধারিত সময়েই হয় অনুষ্ঠান। তবে গ্র্যামিতে দাবানলে ক্ষতিগ্রস্তদের উৎসর্গ করে ছিল ‘আ লাভ এল এ’ শিরোনামের পারফরম্যান্স। দাবানলে ক্ষতিগ্রস্তদের উৎসর্গ করে লেডি গাগা ও ব্রুনো মার্সের পরিবেশনাও ছিল। গত বছরের নভেম্বরে প্রয়াত সংগীত প্রযোজক কুইন্সি জোন্সকে উৎসর্গ করে ছিল আরও একটি বিশেষ পরিবেশনা।

পুরস্কার বিতরণের পাশাপাশি এ বছর গানে গানে গ্র্যামির মঞ্চে ঝড় তোলেন শাকিরা।

ঝড় তুলেছেন বিলি আইলিশ, সাবরিনা কার্পেন্টার, ছিল দ্য উইকেন্ডের পারফরম্যান্স। টানা পঞ্চমবারের মতো গ্র্যামি সঞ্চালনা করেন কমেডিয়ান ট্রেভর নোয়া।

মন্তব্য

চতুর্থবার গ্র্যামি জিতলেন শাকিরা, পুরস্কার উৎসর্গ করলেন ‘অভিবাসী ভাইবোন’দের

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
শেয়ার
চতুর্থবার গ্র্যামি জিতলেন শাকিরা, পুরস্কার উৎসর্গ করলেন ‘অভিবাসী ভাইবোন’দের
সংগৃহীত ছবি

গ্র্যামির ৬৭তম আসরে হাসলেন পপ গায়িকা শাকিরাও। নিজের জন্মদিনেই গায়িকার মুকুটে যুক্ত হলো নতুন পালক। চতুর্থবারের মতো জিতলেন গ্র্যামি।

এবার ‘লাস মুজেরাস ইয়া নো লোরান’ অ্যালবামের জন্য পুরস্কার পান শাকিরা।

এসময় তার হাতে পুরস্কার তুলে দেন জেনিফার লোপেজ। সেই সময় দর্শকাসনে উপস্থিত ছিলেন শাকিরার দুই সন্তান মিলান এবং সাশা।

পুরস্কার হাতে নিয়ে বেশ আবেগপ্রবণ হয়ে পড়েন গায়িকা। বক্তৃতার শুরুতে আমেরিকার লস অ্যাঞ্জেলসে ভয়াবহ দাবানলের ক্ষয়ক্ষতি নিয়ে কথা বলেন তিনি।

এরপর তার পাওয়া পুরস্কার ‘অভিবাসী ভাইবোন’দের উৎসর্গ করেন শাকিরা। 

আরো পড়ুন
৫০ বছরের রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়লেন বিয়ন্সে

৫০ বছরের রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়লেন বিয়ন্সে

 

এরপর বললেন, “আমি আমার পুরস্কার অভিবাসী ভাইবোনদের উৎসর্গ করছি। তারা ভালোবাসার যোগ্য। তাদেরই এটা প্রাপ্য।

আমি সবসময় তাদের লড়াইয়ের পাশে আছি।” 

সেই সঙ্গে বিশ্বের প্রতিটি কর্মরত নারীর পরিশ্রমকেও কুর্নিশ জানান শাকিরা। পুরস্কার নেওয়ার পর স্টেজে পারফর্মও করেন লাস্যময়ী এই গায়িকা। যা দেখে স্বাভাবিকভাবেই বাকরুদ্ধ দর্শকরা।
 

মন্তব্য

শাহরুখ কিংবা অমিতাভ নয়, বলিউডের সবচেয়ে দামি বাড়ির মালিক কে?

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
শেয়ার
শাহরুখ কিংবা অমিতাভ নয়, বলিউডের সবচেয়ে দামি বাড়ির মালিক কে?
শাহরুখ খান ও অমিতাভ বচ্চন

বলিউড তারকাদের নিয়ে যেমন পর্দায় আগ্রহের কমতি নেই অনুরাগীদের, তেমনি তাদের ব্যক্তিগত জীবন নিয়েও আগ্রহ তুমুল সবার মাঝে। তারকাদের ব্যক্তিগত সম্পর্ক, লাইফস্টাইল, বাড়ি-ঘর সবকিছুই থাকে আলোচনার কেন্দ্রবিন্দুতে। শাহরুখ খানের মান্নাত কিংবা অমিতাভ বচ্চনের জলসা নিয়ে মাতামাতিই তার প্রমাণ। মান্নাতের আনুমানিক মুল্য ২০০ কোটি এবং জলসার মূল্য ১০০ কোটি।

কিন্তু জানেন কি, ভক্তদের আগ্রহের তালিকায় তাদের বাড়িগুলো প্রথম দিকে থাকলেও সবচেয়ে দামি বাড়ি একটিও নয়। তাহলে বলিউডের সবচেয়ে দামি বাড়ির মালিক কে?

আরো পড়ুন
হেনার হৈচৈ থামিয়ে এবার টিজার প্রকাশ করলেন বাপ্পারাজ

হেনার হৈচৈ থামিয়ে এবার টিজার প্রকাশ করলেন বাপ্পারাজ

 

বলিউড সূত্র অনুসারে, শাহরুখের মান্নাতের দাম ২০০ কোটি টাকা। অন্যদিকে, অমিতাভের জলসার দাম ১০০ কোটি টাকা। বলিউডের অন্য তারকাদের বাড়ির দামও ৫০ থেকে ১০০ কোটির মধ্যে।

কিন্তু সেসব নজির ভেঙে দিয়েছে সাইফ আলি খানের বাড়ি।  এটি আসলে বাড়ি নয়, আস্ত একটা প্রাসাদ। সাইফদের ‘পতৌদি প্যালেস’-এর দাম প্রায় ৮০০ কোটি টাকা। হরিয়ানার একেবারে প্রান্তে গুরুগ্রামে অবস্থিত এটি।

5
পতৌদি প্যালেস

ভারতের প্রাক্তন ক্রিকেটার নবাব ইফতিকার আলি খান পতৌদি বানিয়েছিলেন পতৌদি প্যালেস। ইফতিকার সম্পর্কে সাইফের ঠাকুরদা হন। তিনি ছিলেন পতৌদির নবাব। উত্তরাধিকার সূত্রে বর্তমানে এই প্যালেস সাইফ ও তার পরিবারের।

আরো পড়ুন
ছিলেন অভিনেতা-নাট্য নির্দেশক, অতীতের স্মৃতিচারণায় বললেন মির্জা ফখরুল

ছিলেন অভিনেতা-নাট্য নির্দেশক, অতীতের স্মৃতিচারণায় বললেন মির্জা ফখরুল

 

১৯৩০ সালে ভোপালের বেগমের সঙ্গে বিয়ে সেরেছিলেন নবাব ইফতিকার আলি।

সেই সময় তিনি ভেবেছিলেন, তাদের পুরনো বাড়ি বেগমের থাকার উপযুক্ত নয়। তাই এই পতৌদি প্যালেস তৈরি করেছিলেন তিনি।  প্রায়ই এই বাড়িতে স্ত্রী কারিনা কাপুর খান ও দুই পুত্র তৈমুর, জেহ’র সঙ্গে সময় কাটান সাইফ। মাঝেমধ্যে ছুটি কাটাতে যান ইব্রাহিম আলি খান ও সারা আলি খান এবং সাইফের দুই বোন সাবা আলি খান ও সোহা আলি খানও।

তবে অর্থের বিবেচনায় সাইফ আলী খানের বাড়ি সর্বাধিক ব্যয়বহুল হলেও তারকাদের বাড়ির মধ্যে শাহরুখ খানের মান্নাতকেই আইকনিক বাড়ি হিসেবে বিবেচনা করা হয়। প্রতিদিন মান্নাতের সামনে শত শত ভক্ত অনুরাগীদের ভিড় লক্ষ্য করা যায়। এমনকী ভারতের বাণিজ্যিক শহর মুম্বাই বেড়াতে গিয়েছেন কেউ অথচ শাহরুখের বাড়ি ঘুরতে যাননি, এমন মানুষও খুব কমই আছে। মুম্বাইয়ের অন্যতম দর্শনীয় স্থান বলিউড কিং শাহরুখ খানের বাড়ি মান্নাত। ২৭ হাজার বর্গফুট জায়গার ওপর অবস্থিত মান্নাত। বাড়ির মধ্যে মকবুল ফিদা হোসেনের আঁকা ছবি ছাড়াও প্রচুর বহুমূল্য সামগ্রী রয়েছে। বাড়ির ভিতরে জেড পাথরের গণপতি, প্যারিস থেকে আনানো চার ফুট লম্বা এক জোড়া কালো ফুলদানি, রাধাকৃষ্ণের বিশাল ভাস্কর্য-সহ আরও কিছু ঘর সাজানোর জিনিস। 

মন্তব্য

৫০ বছরের রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়লেন বিয়ন্সে

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
শেয়ার
৫০ বছরের রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়লেন বিয়ন্সে
সংগৃহীত ছবি

প্রত্যেকবারের মতোই এবারও লস অ্যাঞ্জেলসে বসে গ্র্যামির ৬৭তম আসর। বিশ্বখ্যাত তারকাদের দ্যুতিতে উজ্জ্বল হয়ে উঠেছে সংগীতদুনিয়ার অন্যতম সেরা অনুষ্ঠান। এই আসরে গ্র্যামির জৌলুস যেন আরো বাড়িয়ে তুললেন মার্কিন পপতারকা বিয়ন্সে। গত বছর মুক্তি পাওয়া গায়িকার ‘কাউবয় কার্টার’ কান্ট্রি মিউজিকের এই অ্যালবাম ১১টি গ্র্যামির জন্য মনোনয়ন পেয়েছেন।

এবারের গ্র্যামিতে এতগুলো মনোনয়ন আর কেউ পাননি।

এখন পর্যন্ত সবচেয়ে বেশিসংখ্যক গ্র্যামি পাওয়ারও নজির বিয়ন্সের ঝুলিতে। সেই ঝুলিতে যোগ হলো আরো দুটি গ্র্যামি। এবারের আসরে গ্র্যামির মঞ্চে ফের ইতিহাস গড়লেন মার্কিন এই পপতারকা।

৫০ বছর পর এই প্রথমবার কোনো ‘কৃষ্ণাঙ্গ’ সংগীতশিল্পী গ্র্যামি জিতলেন বেস্ট কান্ট্রি অ্যালবাম বিভাগে।

২০২৫ সালের গ্র্যামির মঞ্চে সেরা কান্ট্রি অ্যালবামের শিরোপা পেল বিয়ন্সের ‘কাউবয় কার্টার’। গত বছর মুক্তি পাওয়া এই অ্যালবামটি মূলত আমেরিকার পশ্চিম অংশে বসবাসকারী কৃষ্ণাঙ্গ পশুপালকদের নিয়ে।

সেই অ্যালবামই পেল গ্র্যামির সেরার শিরোপা।

এদিন বিয়ন্সের হাতে গ্র্যামি তুলে দেন টেইলর সুইফট। অ্যাওয়ার্ড হাতে নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিয়ন্সে বলেন, আমি সবাইকে অনুপ্রেরণা জোগাতে চাই নিজের প্যাশন নিয়েই যেন সবাই কাজ করেন।

কেবল সেরা কান্ট্রি অ্যালবাম নয়, মাইলি সাইরাসের সঙ্গে জুটি বেঁধে বেস্ট কান্ট্রি ডুও/গ্রুপ পারফরম্যান্সের জন্যও গ্র্যামি জিতেছেন বিয়ন্সে। ‘আই মোস্ট ওয়ান্টেড’ পারফরম্যান্সের জন্য গ্র্যামি জিতেছেন দুই তারকা। এদিন ইতিহাস গড়ার মঞ্চে নজর কেড়েছে বিয়ন্সের সাজও।

আলোচনা চলছে তার শিমারি গাউন নিয়ে।

প্রসঙ্গত, এর আগে গ্র্যামিতে সর্বোচ্চ ৩২ গ্র্যামি জয়ের রেকর্ড করেছিলেন মার্কিন পপতারকা বিয়ন্সে।

 

মন্তব্য

সর্বশেষ সংবাদ