দীর্ঘ এক বছর পর মঞ্চে গাইতে ওঠেন বাংলাদেশের কিংবদন্তি শিল্পী সাবিনা ইয়াসমিন। আমন্ত্রিত দর্শক-শ্রোতারা মুগ্ধ হয়ে শুনছিলেন তাঁর গান। এমন সময় হঠাৎ মঞ্চে অসুস্থ হয়ে পড়েন সাবিনা। দ্রুত তাঁকে গুলশানের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়।
দীর্ঘ এক বছর পর মঞ্চে গাইতে ওঠেন বাংলাদেশের কিংবদন্তি শিল্পী সাবিনা ইয়াসমিন। আমন্ত্রিত দর্শক-শ্রোতারা মুগ্ধ হয়ে শুনছিলেন তাঁর গান। এমন সময় হঠাৎ মঞ্চে অসুস্থ হয়ে পড়েন সাবিনা। দ্রুত তাঁকে গুলশানের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়।
জাহাঙ্গীর সাইদ বলেন, ‘সাবিনা আপার ভার্টিগো সমস্যা রয়েছে। হঠাৎ গাইতে গাইতে তিনি ভার্টিগো সমস্যায় পড়েন। এরপর মাইক্রোফোন স্ট্যান্ড ধরতে গিয়ে ভারসাম্য রাখতে পারেননি।
শুক্রবার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ‘আমাদের সাবিনা ইয়াসমিন: ‘আমি আছি থাকব’ শীর্ষক এই গান পরিবেশনার মাধ্যমে এক বছরের বেশি সময় পর শুক্রবার আবার মঞ্চে ফেরেন এই শিল্পী। এইচএসবিসি বাংলাদেশের এই আয়োজনে আজ শনিবারও একই মঞ্চে গাইবার কথা ছিল এই বরেণ্য শিল্পীর। আগামী ১৮ ফেব্রুয়ারি চট্টগ্রামে গান শোনাবেন এ শিল্পী।
আজ শনিবারের অনুষ্ঠানে সাবিনা ইয়াসমীন গাইবেন কি না, জানতে চাইলে জাহাঙ্গীর বলেন, ‘সাবিনা আপা আমাদের বলেছেন, তিনি গাইবেন।
সম্পর্কিত খবর
বলিউডের অন্যতম প্রশংসিত চলচ্চিত্র ‘জিন্দেগি না মিলেগি দোবারা’। ২০১১ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমাটি দর্শক থেকে সমালোচক সবার মন। সে বছর পুরস্কারের মঞ্চেও দাপট দেখিয়ে বহু পুরস্কার ঘরে তোলে এটি। জোয়া আখতার পরিচালিত সিনেমাটিতে অভিনয় করেন তিন জনপ্রিয় নায়ক হৃতিক রোশন, অভয় দেওল এবং ফারহান আখতার।
প্রায় দেড় যুগ পর তিন অভিনেতা আবারও একসঙ্গে ক্যামেরার সামনে এলেন। তবে নতুন কোনো সিনেমা নয়। তারা অভিনয় করেছেন একটি বিজ্ঞাপনের জন্য।
শনিবার (১ মার্চ) এ তিন অভিনেতা ইনস্টাগ্রামে একটি ছবি আপলোড করেন। তারা মূলত মিরাল ডেস্টিনেশনের ইয়াস আইল্যান্ডকে প্রমোট করছেন। হৃতিকের ইনস্টাগ্রাম আইডি থেকে শেয়ার করা পোস্টে তিনি লিখেছেন, ‘কাজটা করতে সময় লাগল অনেক, কিন্তু শেষ পর্যন্ত আমরা হ্যাঁ বললাম।
এছাড়া হৃতিকের পোস্ট করা ছবিটিতেও এ সিনেমার ছাপ পাওয়া যায়। একটা পুরনো ক্ল্যাসিক মডেলের গাড়ির সঙ্গে পোজ দিয়েছেন তিনজন।
ছবিটি পোস্ট করার পর পরই সামাজিক যোগাযোগমাধ্যমে তিন অভিনেতার ভক্তরা উচ্ছ্বাস প্রকাশ শুরু করেন। তাদের তিনজনকে একসঙ্গে দেখে আনন্দ ও ভালোবাসা জানিয়েছেন। ইনস্টাগ্রামে পোস্টে অভিনেতারা জানাননি এটা কী কারণে তোলা। সে কারণেই হয়তো দর্শকের অনেকে মনে করেছিলেন এ সিনেমার সিক্যুয়াল তৈরি হচ্ছে। অনেকে সেভাবেই কমেন্ট করেছেন। সবাই বলছিলেন, তিন অভিনেতাকে একসঙ্গে দেখতে তারা উদগ্রীব। তবে অনেকেই সন্দেহ প্রকাশ করেছেন সিনেমার সিক্যুয়াল নিয়ে। পরে জানা গেল, আসলে সিনেমাটির সিক্যুয়াল হচ্ছে না।
‘জিন্দেগি না মিলেগি দোবারা’ চলচ্চিত্রে হৃতিক, অভয় ও ফারহান যথাক্রমে অর্জুন, কবির ও ইমরান চরিত্রে অভিনয় করেন। তারা পুরনো বন্ধু কবিরের ব্যাচেলর পার্টি উপলক্ষে বহু বছর পর একত্রে হন। তাদের একসঙ্গে কাটানো সময়, বন্ধুত্ব ও জীবনকে উপভোগ করার দৃষ্টিভঙ্গি নিয়েই মুলত সিনেমার গল্প। এতে আরো অভিনয় করেছেন ক্যাটরিনা কাইফ। সে বছর ফিল্মফেয়ার, আইফা, জি সিনে অ্যাওয়ার্ডসহ একাধিক সেরার পুরস্কার ঘরে তোলে সিনেমাটি।
লস অ্যাঞ্জলেসে অনুষ্ঠিত ৯৭তম একাডেমি পুরস্কারের অনুষ্ঠানে ‘আনোরা’-র জন্য পরপর চারটি পুরস্কারে পুরস্কৃত হয়ে ইতিহাস গড়লেন শন বেকার। সেরা পরিচালক, সেরা সিনেমা, সেরা অরিজিনাল চিত্রনাট্য এবং সেরা সম্পাদনা বিভাগে পুরস্কৃত হয়েছেন শন। শুধু তাই নয়, ‘আনোরা’ সিনেমায় অভিনয় করে সেরা অভিনেত্রীর পুরস্কার ছিনিয়ে নিয়েছেন মাইকি ম্যাডিসন।
৪টি পুরস্কার জিতে ইতিহাস গড়ার পর নিজের বক্তব্যে শন বলেন, ‘সবার কাছে নিবেদন দয়া করে সবার আগে আপনারা সিনেমার থিয়েট্রিক্যাল রিলিজের দিকে নজর দিন।
এই বছর শন বেকারের পাশাপাশি পরিচালক বং জুন হো ‘প্যারাসাইট’ সিনেমার জন্য ৪টি পুরস্কারে পুরস্কৃত হয়েছেন। সেরা ছবি, সেরা পরিচালক, সেরা মৌলিক চিত্রনাট্য এবং সেরা আন্তর্জাতিক ফিচারে পুরস্কৃত হয়েছেন পরিচালক বং।
অস্কারের ইতিহাসে আরও একজন পরিচালক আছেন যিনি অস্কারের মঞ্চে ৪টি পুরস্কারে পুরস্কৃত হয়েছিলেন। তবে তিনি একটি সিনেমার জন্য নন, চারটি ভিন্ন সিনেমার জন্য পুরস্কৃত হয়েছিলেন অস্কারে। তিনি হলেন চলচ্চিত্র নির্মাতা ওয়াল্ড ডিজনি।
৯৭তম একাডেমি অ্যাওয়ার্ডসে সেরা সিনেমার পুরস্কার জিতেছে শন বেকারের ‘আনোরা’। রবিবার (২ মার্চ ) ভোরে লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে বসে অস্কারের এবারের আসর, যেখানে সেরা সিনেমার পুরস্কার ঘরে তোলে আনোরা। প্রেম, নারীর সামাজিক অবস্থান ও সাংস্কৃতিক সংঘাতের প্রতিচ্ছবির চলচ্চিত্রটি সেরা সিনেমা, অভিনেত্রী, পরিচালক, সম্পাদনা ও সেরা মৌলিক চিত্রনাট্যের অস্কার জিতে নেয়। ছয়টি বিভাগে মনোনীত হয়ে পাঁচটিতেই অস্কার জিতল আনোরা।
শন বেকার এই সিনেমার পরিচালক, চিত্রনাট্যকার এবং সম্পাদক। এককথায় সিনেমাটির প্রতিটি শটে তার ছোঁয়া স্পষ্ট। বরাবরই বাস্তববাদী গল্প বলার জন্য খ্যাত বেকার এবারও এক অনন্য চলচ্চিত্র উপহার দিয়েছেন, যা সাধারণ হলিউডি ফর্মুলার বাইরের এক অভিজ্ঞতা। অনেকটা প্রিটি ওম্যান-এর মতো প্রেমের গল্প হলেও, আনোরা তার মায়াবী দুনিয়াকে ভেঙে বাস্তবতার নির্মম মুখোমুখি দাঁড় করিয়ে দেয়।
গল্পের কেন্দ্রীয় চরিত্র আনোরা ওরফে আনি, ব্রুকলিনের এক তরুণ স্ট্রিপার। রূপ, আকর্ষণীয় ব্যক্তিত্ব আর বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে জীবিকা নির্বাহ করে সে। তবে একদিন তার জীবনে আসে এক রুশ কোটিপতি তরুণ, যে তাকে স্বপ্ন দেখায় বিয়ের এবং এক নতুন জীবনের। আনি ভাবে, হয়তো এই জীবনটাই তার জন্য অপেক্ষা করছিল! কিন্তু খুব দ্রুতই সে বুঝতে পারে, এই স্বপ্ন সত্যি হওয়া যতটা সহজ মনে হয়েছিল, বাস্তবে তা একেবারেই নয়।
পুরস্কার মঞ্চে ঝড় তোলা সিনেমাটি অভিনয়ের দিক থেকেও অনবদ্য। আনোরা চরিত্রে অভিনয় করেছেন মাইকি ম্যাডিসন। পুরো সিনেমার আত্মা তিনি।
অন্যদিকে নির্মাতা শন বেকার বরাবরই প্রমাণ করেছেন, বড় বাজেট বা ঝাঁ-চকচকে ক্যামেরা ছাড়াও চমৎকার সিনেমা নির্মাণ করা যায়। তার প্রথম সিনেমা ‘ট্যাঙ্গারিন’ পুরোটা শুট করা হয়েছিল একটি আইফোনে! আর আজ সেই নির্মাতাই পাঁচটি অস্কার জিতে প্রমাণ করলেন, ভালো কনটেন্ট এবং গল্প বলার দক্ষতাই আসল। যদি কেউ সত্যিই প্রতিভাবান হন, বাজেট ও সম্মান নিজ থেকেই চলে আসে!
রবিবার (২ মার্চ) লস অ্যাঞ্জেলসে হলিউড অ্যান্ড হাইল্যান্ড সেন্টারের ডলবি থিয়েটারে চোখধাঁধানো এক আয়োজনের মধ্য দিয়ে ঘোষণা করা হয় ৯৭তম একাডেমি অ্যাওয়ার্ড। জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কনান ও’ব্রায়েন। ‘আনোরা’ অভিনেত্রী মাইকি ম্যাডিসন পান সেরা অভিনেত্রীর পুরস্কার এবং ‘দ্য ব্রুটালিষ্ট’ থেকে অ্যাড্রিয়েন ব্রডি পান সেরা অভিনেতার পুরস্কার।
চলতি বছরের অস্কারে লাইভ অ্যাকশন শর্ট ফিল্ম হিসেবে ‘অ্যাম নট আ রোবট’ জিতেছে অ্যাকাডেমি পুরস্কার। মনোনীত হয়েও ৯৭তম আসরে খেতাব জিততে পারেনি প্রিয়াঙ্কা চোপড়ার ‘অনুজা’।
অ্যাডাম জে. গ্রেভস ও সুচিত্রা মাত্তাই পরিচালিত এই ছবিতে ‘অনুজা’ নামে এক তরুণীর গল্প ফুটে উঠেছে। গল্পে ‘অনুজা’ নয় বছর বয়সী এক প্রতিভাবান মেয়ে।
এই শর্ট ফিল্মে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন সাজদা পাঠান। তার বোন ‘পলক’-এর চরিত্রে দেখা গেছে অনন্যা শানভাগকে।
ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছিলেন সুচিত্রা মাত্তাই, মিন্ডি কালিং, গুণীত মোঙ্গা কাপুর, কৃষণ নায়েক, অ্যারন কপ, দেবানন্দ গ্রেভস, মাইকেল গ্রেভস, শিতিজ সাইনি এবং আলেকজান্দ্রা ব্লেনি। প্রিয়াঙ্কা চোপড়া এবং অনীতা ভাটিয়া এই ছবির কার্যনির্বাহী প্রযোজক।
অন্যদিকে, অস্কারজয়ী ‘আই অ্যাম নট আ রোবট’ হলো ভিক্টোরিয়া ওয়ার্মার্ডামের লেখা এবং পরিচালিত একটি সায়েন্স ফিকশন লাইভ অ্যাকশন শর্ট ফিল্ম। ‘অনলাইন ক্যাপচা পরীক্ষায় সফল না হওয়ায় ‘ম্যাক্স’ অস্তিত্ব সংকটের মুখোমুখি হয়। তার মনে সন্দেহ দানা বাঁধে যে, সে আসলে একটা রোবটও হতে পারে।
প্রসঙ্গত, অস্কার বিজয়ীদের নাম প্রকাশ্যে এসেছে। সবচেয়ে বেশি পুরস্কার পেয়েছে ‘আনোরা’।