সিনেমা হলে ফ্লপ, তবে ওটিটিতে সাড়া ফেলেছে আমিরপুত্রের ছবি

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
শেয়ার
সিনেমা হলে ফ্লপ, তবে ওটিটিতে সাড়া ফেলেছে আমিরপুত্রের ছবি
‘লাভইয়াপা’ সিনেমার দৃশ্যে খুশি কাপুর ও জুনাইদ খান

সাম্প্রতিক সময়ে ওটিটি প্ল্যাটফরম হয়ে উঠেছে বিনোদনপ্রেমীদের অন্যতম আস্থার জায়গা। আজকাল মানুষ সিনেমা হলের চেয়ে ওটিটিতেই বেশি ঝুঁকছে। এমন অনেক সিনেমা আছে, যেগুলো প্রেক্ষাগৃহে বড় পরিসরে মুক্তি পেলেও সেভাবে সাড়া ফেলতে পারেনি দর্শক মনে। তবে ওটিটির পর্দায় আসামাত্রই রীতিমতো ঝড় তুলেছে।

হালের ‘টুয়েলভথ ফেল’ থেকে ‘লাপাতা লেডিজ’- প্রশংসিত এ সিনেমাগুলো ওটিটি প্ল্যাটফরমে আসার পরেই দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে জায়গা করে নিয়েছে। এবার আমিরপুত্রের সিনেমার সঙ্গেও তেমনটাই ঘটল।

আরো পড়ুন
কাকে বিয়ে করলেন শামীম হাসান? জানা গেল স্ত্রীর পরিচয়

কাকে বিয়ে করলেন শামীম হাসান? জানা গেল স্ত্রীর পরিচয়

 

দুই তারকা সন্তান জুনাইদ খান ও খুশি কপূরকে নিয়ে নির্মিত সিনেমা ‘লাভইয়াপা’। অদ্বৈত চন্দনের তামিল ছবি ‘লাভ টুডে’র হিন্দি নির্মাণ এই সিনেমাটিতে ফুটে উঠেছে নতুন প্রজন্মের এক প্রেমিক যুগলের কাহিনি।

প্রেম এবং পরিবার আর সেই সঙ্গে অচ্ছেদ্য বন্ধনে আবদ্ধ মুঠোবন্দি মোবাইল ফোন ও কৃত্রিম মেধা। এই নিয়েই এক নিটোল রোমান্টিক কমেডি ঘরানার সিনেমাটি। কিন্তু প্রেক্ষাগৃহে এটি দেখতে যাননি তেমন কোনো দর্শক। ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে মুক্তির পর থেকে দর্শক টানতে পারেনি এটি।
 

আরো পড়ুন
‘বরবাদ’ ঝড়ে কাঁপছে দেশ, এক দিনেই মাল্টিপ্লেক্সে ৬৬ শো

‘বরবাদ’ ঝড়ে কাঁপছে দেশ, এক দিনেই মাল্টিপ্লেক্সে ৬৬ শো

 

সম্প্রতি ওটিটিতে মুক্তি পেয়েছে সিনেমাটি। ঈদের ছুটিতে অনেক দর্শকের পছন্দের তালিকায় উঠে আসে এটি। সামাজিক যোগাযোগ মাধ্যমে দর্শকরা নতুন করে প্রতিক্রিয়া দিতে শুরু করেছেন। ভালো লেগেছে অনেক দর্শকের। শুধু তা-ই নয়, জুনেইদ-খুশির জুটির সঙ্গে তুলনা করেছেন নব্বইয়ের দশকের গোবিন্দা-কারিশমা জুটির।

সবাই প্রায় একবাক্যে স্বীকার করেছেন, এটি বেশ ভালো লাগা তৈরি করবে দর্শক হৃদয়ে। এমনকি নতুন প্রজন্মের অভিনয় নিয়েও সন্তুষ্ট সাধারণ দর্শকরা।

আরো পড়ুন
‘আমার হাতে সব প্রমাণ আছে’, ‍গৃহকর্মীকে মারধর প্রসঙ্গে পরীমনি

‘আমার হাতে সব প্রমাণ আছে’, ‍গৃহকর্মীকে মারধর প্রসঙ্গে পরীমনি

 

প্রথমবার জুটি বেঁধে পর্দায় হাজির হয়েছেন প্রয়াত অভিনেত্রী শ্রীদেবীর কন্যা খুশি কাপুর ও আমির খানের পুত্র জুনাইদ। ‘লাভইয়াপা’ পরিচালনা করেছেন অদ্বৈত চন্দন। গত ৭ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পায় এটি। ‘লাভইয়াপা’ আমির খানের পুত্র জুনাইদের দ্বিতীয় সিনেমা হলেও খুশি কাপুর এই সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখলেন। স্বাভাবিক কারণে মুক্তির আগে থেকে আলোচনায় সিনেমাটি। এমনকি আমির খান নিজেও জুনাইদ-খুশিকে নিয়ে প্রচার চালিয়েছেন। কিন্তু মুক্তির পর বক্স অফিসে কোনো সাড়াই ফেলতে পারেনি এটি। রীতিমতো ফ্লপ হয়ে এবার ওটিটিতে দর্শক মাতাচ্ছে ‘লাভইয়াপা’।

মন্তব্য

সম্পর্কিত খবর

‘মানসিক হাসপাতালে যেতে রাজি, তবুও বিগ বসে যাব না’

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
শেয়ার
‘মানসিক হাসপাতালে যেতে রাজি, তবুও বিগ বসে যাব না’
সংগৃহীত ছবি

রাজনৈতিক জোকস বলে কিছুদিন আগেই বিতর্কের মুখে পড়েন কুণাল কামরা।  বুক মাই শো থেকে তাকে ব্ল্যাকলিস্টেড পর্যন্ত করা হয়েছে। এসব বিতর্কের মাঝেই এবার বিগ বসের প্রস্তাব পেলেন জনপ্রিয় এই স্ট্যান্ড আপ কমেডিয়ান। 

কুণাল কামরা তার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি শেয়ার করেছেন সেখান থেকেই জানা যাচ্ছে সম্প্রতি এক ব্যক্তি যিনি নিজেকে বিগ বসের কাস্টিং এজেন্ট বলে পরিচয় দিয়েছেন তিনি কুণাল কামরাকে এবারের সালমানের এই শোতে অংশ নেওয়ার প্রস্তাব দিয়েছেন।

 

নিজেকে কাস্টিং এজেন্ট বলে দাবি করা সেই ব্যক্তি লিখেছেন, ‘আমি এবারের বিগ বসের সিজনের কাস্টিং হ্যান্ডেল করছি। তাই আপনার নাম সেটার জন্য ভাবছি কারণ মানুষের কাছে বিষয়টা আগ্রহের হতে পারে। আমি জানি হতে পারে আপনার র‌্যাডারে বিষয়টা ছিল না বা নেই হয়তো। কিন্তু এই পাগল করা এই প্ল্যাটফর্মে আপনি আপনার নিজের ভাইব দেখাতে পারবেন, আরও বেশি সংখ্যক দর্শকের কাছে পৌঁছাতে পারবেন।

আপনার কি মনে হয়? আমরা কথা বলি এটা নিয়ে?’

এই কথপোকথনের স্ক্রিনশট পোস্ট করে কুণাল কামরা সেটার জবাবে লেখেন, ‘আমি এটার থেকে মানসিক হাসপাতালে যেতে বেশি স্বচ্ছন্দ বোধ করব।’এই পোস্টের সঙ্গে তিনি সালমান খানের ছবি রাধে থেকে একটি গান জুড়ে দিয়েছিলেন। তবে বিগ বস সিজন ১৯ নাকি বিগ বস ওটিটির প্রস্তাব গিয়েছিল তার কাছে, সেটা স্পষ্ট নয়।

প্রসঙ্গত, কিছুদিন আগে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন থেকে একনাথ শিন্ডেসহ একাধিক রাজনৈতিক ব্যক্তিত্বকে নিয়ে নানা জোকস বলেছেন, মশকরা করে প্যারোডি গেয়েছেন।

আর তারপরই বিতর্ক জড়িয়ে পড়েন। তার নামে এফআইআর পর্যন্ত দায়ের করা হয়।

মন্তব্য

জামিন মেলেনি সাইফের ওপর হামলাকারীর

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
শেয়ার
জামিন মেলেনি সাইফের ওপর হামলাকারীর
হামলাকারী (বাঁয়ে) ও সাইফ আলি খান (ডানে)

জামিন মিলল না বলিউড অভিনেতা সাইফ আলী খানের ওপর হামলাকারী শরিফুল ইসলাম শেহজাদের। বুধবার মুম্বাই পুলিশ তাঁর বিরুদ্ধে হাজার পাতার চার্জশিট দাখিল করেছে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে। শরিফুলের বিরুদ্ধে একাধিক তথ্য প্রমাণের উল্লেখ রয়েছে পুলিশের জমা দেওয়া এই হাজারপাতা চার্জশিটে। এরপর আসামির জামিন খারিজ করেছেন আদালত।

ভারতীয় গণমাধ্যমসূত্রে জানা যাচ্ছে, পুলিশ আদালতে জানিয়েছে যে সাইফের উপর হামলার ঘটনায় প্রত্যক্ষভাবে জড়িত শরিফুল। তথ্যপ্রমাণ রয়েছে তার বিরুদ্ধে। 

আরো পড়ুন
জামাই ভেঙে দিল বড় ছেলের ৮ বছরের রেকর্ড

জামাই ভেঙে দিল বড় ছেলের ৮ বছরের রেকর্ড

 

পুলিশের জমা দেওয়া চার্জশিটে শরিফুলের মুখাবয়বের পাশাপাশি আঙুলের ছাপ, উদ্ধার হওয়া ছুরির বাকি অংশ, সব তথ্যপ্রমাণই রয়েছে। তবে শুধুই সাইফের উপর হামলা নয়, শরিফুলের বিরুদ্ধে বৈধ নথিপত্র ছাড়াই বাংলাদেশ থেকে ভারতে ঢুকে বসবাসের অভিযোগও উঠেছে।

পুলিশ আদালতে জানিয়েছে, বাংলাদেশি হয়ে কেন ভারতে অবৈধভাবে বাস করছেন অভিযুক্ত? পুলিশের দাবি ছিল, অভিযুক্তের পলাতক হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তাই তাকে জামিন দেওয়া উচিত নয়। শেষ পর্যন্ত জামিন আবেদন খারিজ করেন আদালত।

আরো পড়ুন
৭ দিনে আয়ের রেকর্ড বরবাদের!

৭ দিনে আয়ের রেকর্ড বরবাদের!

 

কয়েকদিন আগে শরিফুলের আইনজীবী অভিযুক্তর জামিন চেয়ে আদালতে জামিনের আবেদন করেছিলেন। সেই আবেদনের বিরোধিতা করে মুম্বাই পুলিশ।

তাদের দাবি, শরিফুল জামিনে মুক্তি পেলে মামলার ক্ষতি হতে পারে। তবে শরিফুলের আইনজীবী দাবি করেন, শরিফুল নির্দোষ। শুরু থেকে শেষ পর্যন্ত তদন্তে সহযোগিতা করেছেন তিনি। তাকে পুলিশি হেফাজতে রেখে বাড়তি কোনো তথ্য পাওয়ার সম্ভাবনা নেই। 

সাইফ আলি খান ১৬ জানুয়ারি বান্দ্রায় তার নিজ বাসভবনের ভেতরে ছুরিকাঘাতের শিকার হন।

জরুরি অস্ত্রোপচার করা হয় অভিনেতার এবং পাঁচ দিন তিনি হাসপাতালে ভর্তি ছিলেন। ঘটনার দুই দিন পর শরিফুলকে গ্রেপ্তার করা হয়।

মন্তব্য

সালমান আর নাসির ছাড়া তেমন কোনো পুরুষ আমি দেখতে পাইনি

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
সালমান আর নাসির ছাড়া তেমন কোনো পুরুষ আমি দেখতে পাইনি

সালমান মুক্তাদির আর ক্রিকেটার নাসির ছাড়া আমি বাংলাদেশে (জীবনসঙ্গীকে সম্মান করা) তেমন কোন পুরুষ মানুষ দেখতে পাইনি বলে মন্তব্য করেছেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা।

সোমবার (৭ এপ্রিল) নিজের ব্যক্তিগত ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক পোস্টে প্রভা এ মন্তব্য করেন।

আরো পড়ুন
‘যন্ত্রণাদায়ক যৌন সম্পর্কে’ বাধ্য করেন স্বামী, মুখ খুললেন স্ত্রী

‘যন্ত্রণাদায়ক যৌন সম্পর্কে’ বাধ্য করেন স্বামী, মুখ খুললেন স্ত্রী

 

প্রভা তার পোস্টে বলেন, সালমান মুক্তাদির আর ক্রিকেটার নাসির ছাড়া আমি বাংলাদেশে (জীবনসঙ্গীকে সম্মান করা) তেমন কোন পুরুষ মানুষ দেখতে পাইনি।

যারা নিজের সম্মান ক্যারিয়ারের অজুহাত না দেখিয়ে ,জীবনসঙ্গীকে প্রাপ্য সম্মান ও নিরাপত্তা দিয়েছে।

যাক আরেকজন পুরুষ দেখতে পেলাম। আমি দোয়া করি ছেলেটা এমনই থাকুক, এ রকম একটা সাপোর্টটিভ পার্টনার প্রত্যেকটা মানুষেরই কাম্য।

মন্তব্য

৮০০ কোটির সিনেমায় অ্যাটলি নিচ্ছেন ১০০ কোটি, আল্লু কত?

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
শেয়ার
৮০০ কোটির সিনেমায় অ্যাটলি নিচ্ছেন ১০০ কোটি, আল্লু কত?
সংগৃহীত ছবি

‘ম্যাস’ এবং ‘ম্যাজিক’-এর মিশেল হতে যাচ্ছে এবার। জুটি হয়ে আসছেন দক্ষিণের দুই তারকা আল্লু অর্জুন ও অ্যাটলি কুমার। বিগ বাজেটের সিনেমা নিয়ে আসছেন তারা। 

পিঙ্কভিলা বলছে, আল্লু অর্জুন ব্লকবাস্টার পরিচালক অ্যাটলির সঙ্গে কাজ করতে প্রস্তুত।

তাদের এই সিনেমার বাজেট ৮০০ কোটি রুপির বেশি। মঙ্গলবার আল্লু অর্জুনের জন্মদিনে এসেছে এই ছবির ঘোষণা। রাজামৌলির ‘এসএমবি ২৯’-এর পর এটিই ভারতীয় সিনেমার দ্বিতীয় সবচেয়ে ব্যয়বহুল ছবি হবে বলে ধারণা করা হচ্ছে। এটি নির্মিত হচ্ছে সান পিকচার্সের ব্যানারে।
 

সিনেমার সঙ্গে সংশ্লিষ্ট একটি ঘনিষ্ঠ সূত্র পিঙ্কভিলাকে জানিয়েছে, ‘এই সিনেমার পারিশ্রমিক বাবদ আল্লু অর্জুনকে প্রায় ১৭৫ কোটি রুপি দেওয়া হচ্ছে। প্রযোজনা জায়ান্ট সান পিকচার্স এই প্রকল্পের লাভের ১৫ শতাংশ অংশীদারিত্বের চুক্তিতে রয়েছে। অন্যদিকে অ্যাটলি তার ক্যারিয়ারের ষষ্ঠ সিনেমার জন্য ১০০ কোটি রুপি পারিশ্রমিক নেবেন।’

এ ছাড়াও আনুমানিক ৮০০ কোটি রুপির প্রকল্পটির নির্মাণ ব্যয় ২০০ কোটি রুপি ধরা হয়েছে ও ২৫০ কোটি রুপির ভিএফএক্সের ওপর ভিত্তি করে ক্যানভাস তৈরি করা হবে।

 

Allu Arjun, Atlee team up for 'spectacular' sci-fi actioner, watch special  announcement

সূত্রটি আরও বলেছে, ‘সিনেমার নির্মাতা এটিকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে চান এবং একটি প্যান-ইন্ডিয়ান ব্লকবাস্টার করতে সব ধরনের চেষ্টা করবেন।’

এদিকে মঙ্গলবার সান পিকচার্স এক ঘোষণামূলক ভিডিও শেয়ার করে সিনেমাটির বিষয়ে কিছুটা হলেও ধারণা দেন। যেখানে কলানিথি মারান, আল্লু ও অ্যাটলিকে একসঙ্গে দেখা যায়। এরপর তাদের দেখা যায় সোজা লস অ্যাঞ্জেলেসে পা রাখতে– হলিউডের প্রথম সারির এক ভিএফএক্স সংস্থার টিমের সঙ্গে এই ছবি নিয়ে জোর আলোচনা করতেও দেখা যায় তাদের। সেখানেই আল্লু অর্জুনকে দেখা যায় একের পর এক মাস্ক ও গিয়ার ট্রাই করতে, নিজের ব্যক্তিত্বের ৩-ডি ক্যারেক্টারকে পর্দায় দেখানোর প্রক্রিয়াও পরোক্ষ করতে দেখা যায় তাঁকে।

এ ছবির গল্প শুনে হলিউড টিমও রীতিমতো চমকে গিয়েছেন। ‘আয়রন ম্যান ২’এবং ‘ট্রান্সফর্মাস: রাইজ অব দ্য বিটস’-এর ভিএফএক্স গুরু জেমস ম্যাডিগান ও স্পেকট্রাল মোশনের আর্ট ডিরেক্টর মাইক এলিজালদের এই গল্প শুনে চমকে গিয়েছেন।

মন্তব্য

সর্বশেষ সংবাদ