সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ গ্রেপ্তার ৯

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ গ্রেপ্তার ৯
সংগৃহীত ছবি

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাগুরায় অভিযান চালিয়ে অস্ত্রসহ ৯ জনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।

মঙ্গলবার (৮ এপ্রিল) রাতে মাগুরা সদর থানার অন্তর্গত পারলা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

বাহিনীর অধিনায়ক লে. কর্ণেল আনন্দ মোস্তফা মিশুর নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। অভিযানে মাগুরা সদর ও মোহাম্মদপুর আর্মি ক্যাম্পের সেনাসদস্যরা অংশগ্রহণ করেন।

 

গ্রেপ্তারকৃতরা হলো, সদর উপজেলার পারলা গ্রামের মো. ফরিদ হাসান খান (৫৬), বন্যাতৈল গ্রামের, মো. সোহেল রেজা (৩৮), শহরের হাসপাতাল পাড়ার মো. নূহুদারুল হুদা (৫৯), আবালপুর গ্রামের মো. আব্দুল জলিল জুয়েল (৩৫), মো. শাহিন শেখ (২৮), গ্রামের নাম অজ্ঞাত, ভায়না গ্রামের কাজী আরিফুল হক ওরফে পাভেল (৪৫), শ্রীপুর উপজেলার রাখেরা গ্রামের মো. আইনূল হোসাইন (৪৪), পটুয়াখালী সদর উপজেলার জামুরা গ্রামের মো. ইলিয়াছ খান (৩৩) ও ঢাকা মোহাম্মদপুরের সৈয়দ খায়রুল আলম শাওন (৪৮)।

জেলা সদর সেনা ক্যাম্প সূত্রে জানা গেছে, অভিযানকালে গ্রেপ্তারকৃতদের আস্তানা থেকে ১টি চাইনিজ পিস্তল, ২টি ওয়ান শুটার গান, ১টি ম্যাগাজিন, ১টি এয়ার গান, ২৭৬ রাউন্ড বিভিন্ন ধরনের গুলি, ২টি চাইনিজ কুড়াল, ৬টি চাপাতি, ২ বোতল মদ, নগদ দেড় লাখ টাকা ও ১১টি  মোবাইল ফোন উদ্ধার করা হয়।

জানা গেছে, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় অস্ত্র প্রদর্শন করে চাঁদাবাজি, লুটপাট এবং ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন।

জেলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আইয়ুব আলী জানান, আজ ভোর ৬টার দিকে সেনাবাহিনী অস্ত্র ও ৯ জনকে সদর থানায় হস্তান্তর করেছে।

তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মন্তব্য

সম্পর্কিত খবর

গ্যাসের দাম বৃদ্ধি নতুন শিল্প স্থাপনে বাঁধা সৃষ্টি করবে : চরমোনাই পীর

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
গ্যাসের দাম বৃদ্ধি নতুন শিল্প স্থাপনে বাঁধা সৃষ্টি করবে : চরমোনাই পীর
সংগৃহীত ছবি

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, গ্যাসের দাম নির্ধারণে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত  বৈষম্যমূলক। যা নতুন শিল্প স্থাপনের ক্ষেত্রে বাঁধা সৃষ্টি করবে। একই খাতে ব্যবসারত পুরোনো কারখানা কম দামে গ্যাস পাবে, নতুন কারখানাকে বাড়তি দাম দিতে হবে। ফলে নতুনরা পুরনোদের সঙ্গে প্রতিযোগিতায় বিপাকে পড়বেন।

 

মঙ্গলবার (১৫ এপ্রিল) মাগুরার শালিখা উপজেলা আয়োজিত এক গণসমাবেশে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, বাংলাদেশের শিল্পখাতে জ্বালানি একটি প্রধান সমস্যা। অপ্রতুল জ্বালানি এবং জ্বালানির দাম নিয়ে স্থিতিশীল কোনো নীতি না থাকার কারণে, বাংলাদেশে বিনিয়োগকারীরা দ্বিধাগ্রস্ত থাকে। সম্প্রতি সরকার বিনিয়োগ সম্মেলন করল।

সেখানে নতুন বিনিয়োগ আকর্ষণ করার নানা চেষ্টা করা হয়েছে। বিদেশি বিনিয়োগ আকর্ষণে সরকারের উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই। অথচ এখন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) নতুন শিল্পের জন্য গ্যাসের দাম ৩৩ শতাংশ বাড়িয়েছে। যা বিদেশি বিনিয়োগ আকর্ষণে সরকারের সদিচ্ছাকে প্রশ্নবিদ্ধ করবে।
ব্যবসার ক্ষেত্রে নীতির ধারাবাহিকতা থাকা আবশ্যক। নীতি অনিশ্চয়তা বিনিয়োগ সিদ্ধান্তকে দ্বিধাগ্রস্ত করে। ফলে নুতন শিল্পের জন্য ৩৩ শতাংশ দাম বৃদ্ধির সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে হবে। একই সঙ্গে ব্যবসা সংক্রান্ত নীতিতে ধারাবাহিকতা রক্ষা করতে হবে।

আরো পড়ুন
বসুন্ধরা শুভসংঘের মৌলভীবাজার শাখার কমিটি ঘোষণা

বসুন্ধরা শুভসংঘের মৌলভীবাজার শাখার কমিটি ঘোষণা

 

জাতীয় নির্বাচন নিয়ে চরমোনায়ের এই পীর বলেন, সংস্কার কার্যক্রমকে গতিশীল করে নির্বাচনের পরিবেশ তৈরি করতে হবে।

নির্বাচন লাগবে তবে জরুরী সংস্কার সম্পন্ন না করে নির্বাচন দিলে দেশ আবারো আগের মতো বাজে অবস্থায় যাবে। তাই সংস্কার কার্যক্রমকে গতিশীল করতে হবে। দেশের রাজনৈতিক সংস্কৃতি এখনো পরিবর্তন হয় নাই। চাঁদাবাজি, দখলদারি, পেশিশক্তির প্রদর্শন এখনো বিদ্যমান। কারা এগুলো করছে তা আমরা সবাই জানি। জনপ্রশাসনসহ রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোতে পতিত স্বৈরাচারের রেশ এখনো আছে। এই অবস্থায় নির্বাচনকে মূখ্য করে তোলার কোনো কারণ নাই। বরং সংস্কার করে ছাত্র-জনতার আকাঙ্খা অনুযায়ী রাষ্ট্রকাঠোমো নিশ্চিত করেই নির্বাচনে যেতে হবে।

মাগুরা জেলার শালিখা উপজেলা আন্দোলনের সভাপতি মাওলানা উসমান গনী সাঈফির সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন, দলটির জেলা সভাপতি মুফতি মোস্তফা কামাল, সেক্রেটারি অধ্যক্ষ মনিরুজ্জামান, সহ-সভাপতি মাওলানা মশিউর রহমান এবং নাজিরুল ইসলাম প্রমুখ।

মন্তব্য

আমরা পাকিস্তান-ভারতের সঙ্গে সম্পর্কের উন্নয়ন চাচ্ছি : প্রেসসচিব

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
আমরা পাকিস্তান-ভারতের সঙ্গে সম্পর্কের উন্নয়ন চাচ্ছি : প্রেসসচিব

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ‘আমরা পাকিস্তানের সঙ্গে সম্পর্কের উন্নয়ন চাচ্ছি। একইসঙ্গে আমরা ইন্ডিয়ার সঙ্গেও সম্পর্কের উন্নয়ন চাচ্ছি। ভুটান, নেপালের সঙ্গেও চাচ্ছি।’

মঙ্গলবার (১৫ এপ্রিল) রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে পাকিস্তানের পররাষ্ট্র সচিবের বাংলাদেশ সফরের প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

শফিকুল আলম বলেছেন, ‘প্রধান উপদেষ্টা চাচ্ছেন সার্কের যত দেশ আছে, আমরা তো দক্ষিণ এশিয়ার পরিবারভুক্ত, প্রত্যেক দেশের সঙ্গে আমাদের যাতে সম্পর্কের উন্নয়ন হয়। সেই আলোকে পাকিস্তান আমাদের দক্ষিণ এশিয়ার পরিবারভুক্ত, সার্কের অন্তর্ভুক্ত। তাই পাকিস্তান ও ভারতের সঙ্গেও সম্পর্কের উন্নয়ন চাচ্ছি।’ 

শফিকুল আলম বলেন, ‘গত সপ্তাহে একটা সিদ্ধান্ত এসেছে যে নেপালের জন্য আমরা একটা অর্থনৈতিক অঞ্চল করব।

এটার জন্য আমরা জমি দেখছি উত্তরবঙ্গে। সবার সঙ্গে উন্নয়নের পরিপ্রেক্ষিতে এটা হচ্ছে। পাকিস্তানের পররাষ্ট্র সচিব আসছেন, আমাদের সঙ্গে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট যেসব বিষয় আছে সব নিয়ে কথা হবে।’

তিনি আরো বলেন, আমাদের বিদেশ নীতি হচ্ছে প্রো-বাংলাদেশ।

বাংলাদেশের স্বার্থ যতটুকু অক্ষুণ্ন রাখা যায়, কূটনীতিতে আমরা সেটাই করছি।       

প্রেস সচিব বলেন, প্রফেসর মুহাম্মদ ইউনূস ৮ আগস্ট শপথ নেওয়ার পর বলেছিলেন তার বিদেশ নীতির অন্যতম একটা দিক হচ্ছে সার্ককে পুনরুজ্জীবিত করা এবং সার্কভুক্ত দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়ন। অধ্যাপক ইউনূস কিন্তু সার্ককে পুনরুজ্জীবিত করার কথা অনেকবার বলেছেন। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে তিনি সার্কের কয়েকজন নেতার সঙ্গে কথা বলেছেন, ডি-৮ সম্মেলনের ফাঁকে অনেকের সঙ্গে কথা বলেছেন, দাভোসের সম্মেলনের ফাঁকে বলেছেন, বাকুতেও বলেছেন।

মন্তব্য

এলডিসির ‘প্লেন’ চলবে, ক্রাশ হওয়ার সম্ভাবনা নেই : বিশেষ সহকারী

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
এলডিসির ‘প্লেন’ চলবে, ক্রাশ হওয়ার সম্ভাবনা নেই : বিশেষ সহকারী

প্রধান উপদেষ্টার বিশেষ দূত আনিসুজ্জামান চৌধুরী বলেছেন, ‘২০২৬ সালে আমরা এলডিসি গ্র্যাজুয়েশন করতে পারব। এ জন্য আমাদের কিছু সতর্কতা অবলম্বন করতে হবে আগে থেকে। আমাদের ‘প্লেন’ চলবে, ক্রাশ হওয়ার সম্ভাবনা তেমন নেই।’

মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকেলে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ নিয়ে প্রধান উপদেষ্টার বৈঠকের বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ড. আনিসুজ্জামান বলেন, ২০২৬ সালে এলডিসি থেকে উত্তরণ করবে বাংলাদেশ। করোনা না হলে ২০২৪ সালেই এলডিসি থেকে উত্তরণ ঘটত। এলডিসি উত্তরণে কোনো বাধা নেই। নীতিমালার মধ্যে কাজ করা হবে এবং সম্ভাব্য সমস্যার প্রস্তুতি ও সমাধান করা হবে।

এলডিসি গ্র্যাজুয়েশন পেছানোর কথা বলা অবান্তর বলে মন্তব্য করে তিনি বলেন, ‘আমরা যে শুল্কমুক্ত, কোটামুক্ত সুবিধা পাচ্ছি, ২০২৬ সালে সেটা কিন্তু বন্ধ হয়ে যাবে না। ইতোমধ্যে অনেক দেশ আমাদের বলেছে, আমাদের জন্য জটিল একটা মার্কেট ইউরোপীয় ইউনিয়ন বলেই দিয়েছে ২০২৯ সাল পর্যন্ত সুবিধা দেবে। তাহলে আমরা কেন পিছিয়ে দেব। অস্ট্রেলিয়া বলেছে গ্র্যাজুয়েশন করুক আর নাই করুক, সুবিধা যা আছে সেগুলো চলবে।

ইউকে একই কথা বলেছে। সম্প্রতি প্রধান উপদেষ্টা চীনে গেলেন, সেখানেও চীন বলল যে সুবিধা দিতে থাকবে। তাহলে যে জায়গায় আমাদের ব্যবসায়ী বন্ধুরা চিন্তিত, সেটা কিন্তু ইতোমধ্যে উত্তরণ হয়ে গেছে। এটা একটা বোঝার সমস্যা।’

তিনি আরো বলেন, “আমাদের ‘প্লেন’ চলবে, ক্রাশ হওয়ার সম্ভাবনা তেমন নেই।

২০২৬ সালে আমরা এলডিসি গ্র্যাজুয়েশন করতে পারব। এ জন্য আমাদের কিছু সতর্কতা অবলম্বন করতে হবে আগে থেকে।’

এ সময় ভিক্ষার মেন্টালিটি থেকে বের হওয়ার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টার বিশেষ দূত বলেন, ‘ভিক্ষার মেন্টালিটি থেকে বের হতে হবে। আমরা এখন আর বিশ্বদরবারে চাইবে না বরং দেব।’

ব্রিফিংয়ে এলডিসি উত্তরণে পুরো স্পিড নিয়ে এগোনোর পাশাপাশি সার্বক্ষণিক মনিটরিংয়ের বিষয়েও গুরুত্বারোপ করেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম।

তিনি বলেন, সার্কভুক্ত দেশগুলোর সঙ্গে সম্পর্ক ভালো রাখার চেষ্টা চলছে। তার মধ্যে ভারত ও পাকিস্তান আছে। আর উত্তরবঙ্গে নেপালের জন্য ইকোনমিক জোনও তৈরি করা হবে।

ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদারও উপস্থিত ছিলেন।

মন্তব্য

আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার মহাপরিকল্পনা নেওয়া হবে : পরিবেশ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার মহাপরিকল্পনা নেওয়া হবে : পরিবেশ উপদেষ্টা

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, বিসিডিপির আওতায় দেশের সব বিভাগীয় সদর ও পৌর এলাকায় আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার জন্য একটি মহাপরিকল্পনা প্রণয়ন করা হবে। শহর এলাকার বিশেষ করে, ঢাকা শহরের তাপমাত্রা কমাতে সবুজায়নের উদ্যোগ নেওয়া হবে। উপকূলীয় অঞ্চলের ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ সংস্কারের জন্য উদ্যোগ নেওয়া হবে।

মঙ্গলবার (১৫ এপ্রিল) সচিবালয়ে পরিবেশ মন্ত্রণালয়ের অফিসকক্ষে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের প্রতিনিধি দলের সাথে বাংলাদেশ জলবায়ু উন্নয়ন অংশীদারির অগ্রগতিবিষয়ক এক বৈঠকে পরিবেশ উপদেষ্টা এসব কথা বলেন।

 

পরিবেশ উপদেষ্টা বলেন, বিসিডিপির মাধ্যমে বিভিন্ন উন্নয়ন সহযোগীদের সহায়তায় উপকূলের মানুষদের জন্য নিরাপদ ও সুপেয় পানির ব্যবস্থা করা হবে। জীববৈচিত্র্য সংরক্ষণের দিকেও গুরুত্ব দেওয়া হবে। এ ছাড়া জলবায়ু পরিবর্তন ঝুঁকি মোকাবেলায় কর্মকর্তাদের পেশাগত দক্ষতা ও জ্ঞান বৃদ্ধির জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। 

তিনি বলেন, বিসিডিপির কর্মপন্থা প্রণয়নে একটি ওয়ার্কিং গ্রুপ গঠন করা হবে।

যারা পরবর্তী পরিকল্পনা নির্ধারণ করবে। উপদেষ্টা আগামী জুলাই মাসের মধ্যে বিসিডিপির ওয়েবসাইটসহ কার্যক্রম শুরু করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।

বৈঠকে পরিবেশ মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ, অতিরিক্ত সচিব (জলবায়ু পরিবর্তন) ড. ফাহমিদা খানম এবং এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সিনিয়র ক্লাইমেট চেঞ্জ অফিসার মৌসুমি পারভিনসহ এডিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য

সর্বশেষ সংবাদ