সোনালী দিনের কিংবদন্তি চিত্রনায়িকা ববিতা অসুস্থ—সামাজিক যোগাযোগমাধ্যমে এমন খবর ছড়িয়ে পড়ে হঠাৎ করে। ববিতার নাম ব্যবহার করে একটি ফেসবুক আইডি থেকে এমন খবর ছড়ানো হয়। অসুস্থতার গুজবে বেশ চটেছেন ফরিদা আক্তার ববিতা। জানালেন, দিব্যি সুস্থ আছেন তিনি।
এর সূত্র ধরেই অভিনেত্রীর সঙ্গে আরো নানা বিষয়ে কথা বলেছেন সুদীপ কুমার দীপ।
কেমন আছেন?
ভালো আছি, আলহামদুলিল্লাহ। বলেন তো কী ঝামেলায় পড়লাম! সবাই ফোন দিচ্ছে। জানতে চাইছে, আমার শরীর এখন কেমন? আমি তো অসুস্থ হইনি।
কে বা কারা আমার নামে ফেসবুক আইডি খুলে দুদিন পর পর মন গড়া স্ট্যাটাস দেয়। আগেও বলেছি, এখনো বলছি, আমার কোনো ফেসবুক আইডি, ইনস্টাগ্রাম বা অন্যান্য মাধ্যমেও কোনো অ্যাকাউন্ট নেই। এই সব সামাজিক যোগাযোগ মাধ্যম মেইটেইন করতে পারি না আমি। যারা আমার নামে এগুলো চালু করেছে তারা কাজটা ঠিক করেনি।
আপনি আইনি পদক্ষেপ নিচ্ছেন না কেন?
এত দিন ভেবেছিলাম সব ঠিক হয়ে যাবে। নিজেরাই আইডিগুলো বন্ধ করে দেবে। তবে এবার আর তা মনে হচ্ছে না। আমি অনেক বিরক্ত। ভাবেন, আমি যদি অসুস্থ হতাম তাহলে আমার পরিবারের সদস্যরা তো জানাত।
আমার বোনেরা আছে ঢাকায়। তারাও তো গণমাধ্যমকে বলত। অথচ কোথা থেকে একটা আইডি জানিয়েছে আমি অসুস্থ। অমনি অনেকে নিউজ করে ফেলল। আমি এবং আমার পরিবারের সবাই বিব্রত হলাম।
আরো পড়ুন
ছাভার অনন্য রেকর্ড : ভিকির প্রথম, বলিউডের ইতিহাসে তৃতীয়
দেশে এসেছেন কবে?
তিন মাস হয়ে গেল। এবার ইচ্ছা করেই মিডিয়াকে জানাইনি। দেশেই তো ঈদ আর পহেলা বৈশাখ উদযাপন করলাম। অনেকে মনে করেছেন আমি হয়তো দুই-তিন সপ্তাহ হলো দেশে এসেছি। আসলে এটাও কেউ জানত না যদি অসুস্থতার গুজব না ছড়াত।
এবার কত দিন থাকবেন?
এখনো সিদ্ধান্ত নিইনি। আমি সাধারণত গরমের সময়টাতে দেশের বাইরে যাই। আমার ছেলে অনিক কানাডায় সেটেল। ওর কাছেই এই সময়টা থাকি। আপাতত সিদ্ধান্ত নিয়েছি আরো মাস দুয়েক দেশে থাকব। হয়তো জুলাইয়ের মাঝামাঝি যাব।
এখন আমাদের চলচ্চিত্র বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে। এবার ঈদের ছবিগুলো আলোচনায়। নিশ্চয়ই শুনেছেন?
এগুলো খুবই ভালো দিক। মনে হচ্ছে চলচ্চিত্রের সেই যুগ আবার ফিরতে চলেছে। শুনেছি এবার ঈদে ‘বরবাদ’ ছবির টিকিট বিক্রি এরই মধ্যে ৫০ কোটি টাকা ছাড়িয়েছে। শাকিব তো বরাবরই ভালো অভিনয় করে। এই সময়ের সবচেয়ে বড় তারকা। তবে তার যে ৫০ কোটি টাকার বাজার রয়েছে এটা কি কেউ ভেবেছে। আমাদের সময়ে বছরে ৬০-৭০টা ছবি মুক্তি পেতে। অনেক তারকা ছিলেন। এখন কিন্তু তারকা সংকট। যার কারণে ছবি নির্মাণের সংখ্যাটা বেশ কম। এবার তো প্রযোজকরা প্রমাণ পেলেন ভালো ছবি হলে দর্শক দেখে। তাহলে বেশি বেশি ছবি বানান এবং ভালো ছবি নির্মাণে সবাই এগিয়ে আসুন।
আরো পড়ুন
প্রাণনাশের হুমকি, হিরো আলমের বিরুদ্ধে থানায় জিডি
বাসায় অনেক মানুষের সমাগম মনে হচ্ছে!
আজকে সবাই আমার বাসায় এসেছেন, বলতে পারেন একটা ছোটখাটো গেট টুগেদার। ঢাকায় বাসায় তো আমি একা থাকি। তাই আত্মীয়-স্বজন সময় পেলেই আমার সঙ্গে দেখা করতে চলে আসে। আমিও একটু রান্নাবান্না করি। সবাই মিলে গল্প করি। পুরনো দিনের স্মৃতিচারণা করি।
অনেক দিন ধরেই বলছেন, ভালো গল্প পেলে আবার পর্দায় ফিরবেন। অগ্রগতি আছে কোনো?
আপাতত পর্দায় ফেরার পরিকল্পনা নেই। দুই মাস পরেই তো আবার কানাডা চলে যাব। শিডিউল নিয়েও ঝামেলা হবে। তা ছাড়া আরো কিছুদিন দেখি। মাত্র তো চলচ্চিত্রের সুদিন ফিরতে শুরু করেছে। আমার বিশ্বাস, আগামীতে সুন্দর সুন্দর গল্পে, দারুণ সব ছবি নির্মিত হবে। তখন আমিও না হয় নতুন করে ভাবব।