ঢাকা, বুধবার ২৩ এপ্রিল ২০২৫
১০ বৈশাখ ১৪৩২, ২৩ শাওয়াল ১৪৪৬

ঢাকা, বুধবার ২৩ এপ্রিল ২০২৫
১০ বৈশাখ ১৪৩২, ২৩ শাওয়াল ১৪৪৬
তারকাদের বৈশাখ

‘মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা’

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
শেয়ার
‘মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা’
সংগৃহীত ছবি

বাঙালির সর্বজনীন উৎসব পহেলা বৈশাখ ফিরেছে আপন মহিমায়। আনন্দ শোভাযাত্রা থেকে শুরু করে দেশজুড়ে থাকছে নানা আয়োজন। বিশেষ এই দিনে পিছিয়ে নেই শোবিজ তারকারাও। বৈশাখ উদযাপনে উঠেছেন মেতে, নানা আয়োজনে বরণ করে নিচ্ছেন বাংলা নতুন বছরকে।

 

কেউ কেউ সকালে বের হয়ে পড়েছেন, কেউ বা ঘরে বসেই টেলিভিশনে দেখছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে সরব হয়ে উঠেছে তাদের নতুন বছরকে বরণ করে নেওয়ার মুহূর্তগুলো।

সামাজিক যোগাযোগমাধ্যমে এক গুচ্ছ ছবি শেয়ার করে জয়া আহসান লিখেছেন, ‘শুভ নববর্ষ ১৪৩২।’ 

গেল বছরে ছেলে পুণ্যর সঙ্গে শেয়ার করা কিছু ছবি পুনরায় শেয়ার দিয়ে পরীমনি বৈশাখে দিয়েছেন নতুন বার্তা।

এক ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘কারোর জীবনের আনন্দের কারণ না হও কিন্তু অশান্তির কারণ হইয়ো না। বুকের দীর্ঘশ্বাস বলে কিছু থাকে…’ যেখানে আগের বছরে ছবিগুলোর ক্যাপশন ছিল, ‘আমাদের বৈশাখী সন্ধে বিকেল। নববর্ষ ১৪৩১। আমার বাজান, তোমার সাথে রূপকথার জীবন আমার।
শুকরিয়া।’

মডেল, অভিনেত্রী ও নৃত্যশিল্পী সাদিয়া ইসলাম মৌ একটি ছবি শেয়ার করে লিখেছেন, ‘শুভ নববর্ষ!’

রাফিয়াথ রশিদ মিথিলা লেখেন, ‘মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা। অগ্নিস্নানে শুচি হোক ধরা...বৎসরের আবর্জনা দূর হয়ে যাক, এসো হে বৈশাখ...এসো..এসো। শুভ নববর্ষ ১৪৩২।’

আব্দুন নূর সজল তিনটি ছবি পোস্ট করে লেখেন, ‘শুভ নববর্ষ ১৪৩২।

বছরটা আপনাদের সবার সুন্দর কাটুক।’

একাধিক ছবি শেয়ার করে মেহজাবীন চৌধুরী লেখেন, ‘বৈশাখ’। 

পিয়া জান্নাতুল লিখেন, ‘নতুন বছরের শুরু, নতুন আশার আলো। ব্যস্ত জীবনের ফাঁকে একটু থেমে নিজের শেকড়কে ছুঁয়ে দেখা, এটাই আমার নববর্ষ। শুভ নববর্ষ!’

মন্তব্য

সম্পর্কিত খবর

নিরাপত্তার জন্য যে দেশে সংসার পাততে পারেন সাইফ-কারিনা

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
নিরাপত্তার জন্য যে দেশে সংসার পাততে পারেন সাইফ-কারিনা
সংগৃহীত ছবি

চলতি বছরের শুরুর দিকে হামলার শিকার হন বলিউড তারকা সাইফ আলী খান। মধ্যরাতে অভিনেতার বান্দ্রার বাড়িতে ঢুকেছিলেন একজন চোর। সেই চোর চুরি করতে না পেরে সাইফ আলী খানকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। সে সময় থেকে তাদের বাড়তি নিরাপত্তার কথা ভেবিছিলেন স্ত্রী কারিনা কাপুর।

তবে শেষ পর্যন্ত সাইফ আলী খান হাসপাতাল থেকে ফিরেছিলেন নিজের বাড়িতেই। 

এর পর থেকে তাদের বাড়ির নিরাপত্তা বাড়ানো হয়। এবার আরো বেশি নিরাপত্তার জন্য নাকি তারা একেবারে দেশ ছেড়ে অন্যত্র সংসার পাততে চলেছেন। শোনা যাচ্ছে, কাতারের রাজধানী দোহায় বসবাস করবেন এই তারকা দম্পতি।

আরো পড়ুন
এপ্রিলের ২১ দিনে প্রায় দুই বিলিয়ন ডলার রেমিট্যান্স

এপ্রিলের ২১ দিনে প্রায় দুই বিলিয়ন ডলার রেমিট্যান্স

 

মঙ্গলবার (২২ এপ্রিল) ভারতীয় গণমাধ্যম আনন্দ বাজারের এক প্রতিবেদনে এমন তথ্যই জানানো হয়।

প্রতিবেদনে জানা যায়, দোহার সেন্ট রেগিস মারসা আরবিয়া দ্বীপে নিজেদের জন্য একটা বাড়ি কিনেছেন সাইফ। এক সাক্ষাৎকারে অভিনেতা জানান, তিনি এমন একটা জায়গায় বাড়ি চেয়েছিলেন, যা ভারত থেকে খুব দূরে হবে না। আবার নিরাপদ, শান্তিপূর্ণ ও বিলাসবহুল হবে।

সাইফ জানান, ওখানে বাড়ি কেনার আগে কয়েকটা বিষয় মাথায় ছিল। তার মধ্যে নিরাপত্তার বিষয়টি ছিল অন্যতম। তা ছাড়া ওখানকার খাওয়াদাওয়া ও জীবনযাত্রার মধ্যে কোনো চিন্তা নেই।

মন্তব্য
পাল্টা জবাব অভিনেত্রীর

‘এ কেমন মুসলিম’ ছবি দিতেই প্রশ্ন নুসরাতকে

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
শেয়ার
‘এ কেমন মুসলিম’ ছবি দিতেই প্রশ্ন নুসরাতকে
নুসরাত ভারুচা

গত বছর কেদারনাথ ও বদ্রীনাথ সফরে যান অভিনেত্রী নুসরাত ভারুচা। মন্দিরের বাইরে থেকে একাধিক ছবি শেয়ার করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। নুসরাতের গলায় পদ্মের মালা, কপালে তিলক, পরনে ডেনিম ও মোটা জ্যাকেট। প্রণামের ভঙ্গিতে ছবি তুলে নুসরাত লেখেন, ‘আমার প্রথম কেদারনাথ-বদ্রীনাথ দর্শন।

’ তাতেই নানা ধরনের মন্তব্যের শিকার হন অভিনেত্রী।

অনেকেই প্রশ্ন তোলেন নুসরাতের ধর্মীয় অবস্থান নিয়ে। তাকে প্রশ্ন করে লেখেন, ‘এ কেমন মুসলিম?’ এবার তাদের কটাক্ষের জবাব দিলেন নুসরাত।

তিনি সেই সময় যেভাবে সমালোচিত হয়েছিলেন তার প্রেক্ষিতে সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেন, ‘আমার কাছে আস্থাটাই সব।

আমার কাছে ধর্ম অত্যন্ত ব্যক্তিগত ব্যাপার।’ 

নুসরাত জানান, তার পরিবার সেই শিক্ষাই দিয়েছে, যেখানে সব ধর্মের প্রতি সম্মান জানানো হয়। পাশপাশি যার যেখানে বিশ্বাস, তিনি সেই ধর্মীয় পথ বেছে নিতে পারেন, এটাও তার পারিবারিক শিক্ষা।

নুসরাতের কথায়, ‘যেখানে শান্তি খুঁজে পাবেন, সেখানেই যাবেন।

সেটা মন্দির, মসজিদ, গুরুদ্বার কিংবা গির্জা যেকোনো জায়গা হতে পারে। আমি সময় পেলেই নামাজ পড়ি। এমনকি নামাজের মাদুর সঙ্গে নিয়ে ঘুরি, কখনো সময় পেলে পাঁচবার নমাজ পড়ি। আমি সব সময় বিশ্বাস করি ঈশ্বর এক। তার সঙ্গে যোগাযোগ করার বিভিন্ন পথ হতে পারে।
আমি সব মতাদর্শগুলো জেনেবুঝে নিতে চাই।’ 

হিন্দুদের ধর্মীয় স্থানে গিয়ে যে পরিমাণ সমালোচনার শিকার হন সেই প্রেক্ষিতে নুসরাত বলেন, ‘আমাকে এসব সমালোচনা আটকে দিতে পারবে না। আমি মন্দিরেও যাব, নামাজও পড়ব। দুটোই করব। কারণ এটাই আমার বিশ্বাস।’

সূত্র : আনন্দবাজার

প্রাসঙ্গিক
মন্তব্য

প্রেম করব কিভাবে, সব নায়কই বিবাহিত : দীঘি

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
শেয়ার
প্রেম করব কিভাবে, সব নায়কই বিবাহিত : দীঘি

ঢাকাই ইন্ডাস্ট্রির বেশির ভাগ নায়কই নাকি বিবাহিত, যার কারণে প্রেম করতে পারছেন না বলে মন্তব্য করেছেন প্রার্থনা ফারদিন দীঘি। সম্প্রতি এক অনুষ্ঠানে হাজির হয়ে প্রেম ও ব্যক্তিগত অনুভূতি নিয়ে খোলামেলা কথা বলতে গিয়ে এমন মন্তব্য করেন।

এ সময় অনুষ্ঠানের প্রশ্নোত্তর পর্বে কাজ করতে গিয়ে কারো প্রেমে পড়েছেন কখনো, এমন প্রশ্নের জবাবে দীঘি বলেন, ‘প্রেম করব কিভাবে, সব নায়ক তো বিবাহিত! আমি যখনই কোনো সেটে যাই, দেখি বেশির ভাগ নায়কই এনগেজড বা বিবাহিত। এমনকি ইন আ রিলেশনশিপ স্ট্যাটাসে থাকা নায়কদের সঙ্গেই বেশি কাজ হয়েছে।

তাই কাজ করতে গিয়ে এমন কিছু অনুভব করার সুযোগই হয়নি।’

এরপর যোগ করে এই নায়িকা আরো বলেন, ‘আমি সব সময় নিজের ফোকাস কাজের ওপর রাখি। যাতে কোনো ব্যক্তিগত অনুভূতি শুটিং সেটে প্রভাব না ফেলে সেদিকে লক্ষ রাখি।’

গেল ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে দীঘি অভিনীত ‘জংলি’ সিনেমা।

এম রাহিম পরিচালিত এ সিনেমায় আরো অভিনয় করেছেন সিয়াম আহমেদ, শবনম বুবলী প্রমুখ। 

উল্লেখ্য, ছোটবেলা থেকেই অভিনয়ের সঙ্গে জড়িত প্রার্থনা ফারদিন দীঘি। শিশুশিল্পী হিসেবে তিনবার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। তবে নায়িকা হিসেবে অভিষেকের পর খুব একটা সুবিধা করতে পারেননি।

মন্তব্য

পরীমনিসহ দুজনের বিরুদ্ধে গৃহকর্মীর মামলা, তদন্তে পিবিআই

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
পরীমনিসহ দুজনের বিরুদ্ধে গৃহকর্মীর মামলা, তদন্তে পিবিআই
পরীমনি

আলোচিত চিত্রনায়িকা শামসুন নাহার স্মৃতি ওরফে পরীমনির বিরুদ্ধে গৃহকর্মী পিংকি আক্তার বাদী হয়ে মামলা করেছেন। এ মামলায় পরীমনির সঙ্গে একই ফ্লাটে বসবাসরত সৌরভ (২৮) নামের এক ব্যক্তিকে আসামি করা হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তারের আদালতে ভুক্তভোগী গৃহকর্মী এ মামলা করেন। 

আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে অভিযোগের বিষয়ে তদন্ত করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) আগামী ৮ মে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট নাসিদুস জামান নিশান এ তথ্য জানিয়েছেন।

প্রাসঙ্গিক
মন্তব্য

সর্বশেষ সংবাদ